ফ্রি টাকা ইনকাম apps: আপনিও কি Android apps দিয়ে টাকা আয় করার কথাটা শুনেছেন ? যদি না, তাহলে আজ এই পোস্টে শুনবেন।
বর্তমান সময়ে টাকা ইনকাম করার অ্যাপস (android income apps) গুলোর জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে।
আর তাই অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জিগিয়েছেন যে, “দাদা ভালো ভালো টাকা আয় করার apps” গুলোর নাম কি কি।
আর তাই, আজ এই আর্টিকলে আমি আপনাদের ৭ টি এমন অ্যাপস এর বিষয়ে বলবো,
যাদের ব্যবহার করে আপনিও নিজের Android মোবাইল থেকে টাকা আয় করতে পারবেন।
কিন্তু, একটা কথা অবশই জেনেরাখুনম, নিচে দেওয়া এই online earning apps গুলি আমি নিজে ব্যবহার করে দেখিনাই।
তাই আপনাদের আমি প্রত্যেক ইনকাম অ্যাপ গুলির বেপারে বলবো ইন্টারেটে থাকা তাদের user rating এবং user কমেন্টস এর ওপরে নির্ভর করে।
প্রায় প্রতি দিনেই Google play store-এ একটি নতুন টাকা আয় করার apps আপলোড করা হয়।
এই apps গুলির মধ্যে অনেকেই আপনাকে ফ্রি মোবাইল রিচার্জ, dish টিভি রিচার্জ, ডাইরেক্ট ব্যাঙ্ক একাউন্ট পেমেন্ট বা paytm cash ইত্যাদির মাধ্যমে টাকা দেবার কথা বলে থাকে।
কিন্তু, দেখা গেছে যে বেশিরভাগ apps fake (নকল) হয়।
ফলে, আপনার apps থেকে আয় করা টাকা শেষে আপনাকে দেবা হয়না।
কিছুনা কিছু কারণ দেখিয়ে app developer বা app owner আপনার কামানো টাকা invalid দেখিয়ে আপনাকে আর দেয়না।
তাই, আপনি যদি এরকম একটি অ্যাপ খুঁজছেন, যেটা ব্যবহার করে মোবাইল থেকে টাকা কামানো যাবে,
তাহলে অবশই আপনার খুব বুঝে শুনে app select কোরতে হবে।
এ না করলে, যা আমি ওপরে বললাম “আপনার app থেকে কামানো সব টাকা আপনার হাথ থেকে চলেযেতে পারে”.
এই, আর্টিকেল টিতে আমি এমন ৭ টি android income apps এর বেপারে আপনাকে বলবো,
যেগুলি অনেকেই ব্যবহার করেছেন এবং তাদের থেকে ফ্রীতে টাকা ইনকাম করেছেন।
আমি যতটা পারি আপনাকে ওই এপপ্স গুলির নাম বলবো জারানাকি বাস্তবে আপনাকে app থেকে earning এর সুযোগ দেবে।
তো চলুন সময় নষ্ট না করে আমরা নিচে অনলাইনে real cash আয় করা ৭ টি best Android apps এর নাম জেনেই।
টাকা ইনকাম করার অ্যাপস । ফ্রি টাকা ইনকাম apps
১. Google Opinion Rewards
Google Opinion Rewards-এর নাম আপনারা একবার হলেও অবশই শুনেছেন।
এটা হলো এমন একটি জেনুইন reward app যেটা আপনাকে সত্যি reward income করার সুযোগ দিয়ে থাকে।
Google Play Store-এর মধ্যে 4.7 রেটিং এবং 50M+ download এর সাথে এই টাকা ইনকাম app হয়ে পড়েছে প্রচুর জনপ্রিয়।
এখানে আপনাকে মূলত নিজের পরামর্শ দেওয়ার জন্য রিওয়ার্ড দেওয়া হয়।
মানে, কিছু quick surveys গুলোকে সম্পূর্ণ করলে আপনাকে Google Play Credit দেওয়া হবে রিওয়ার্ড হিসেবে।
আপনারা play store থেকে apps বা games কেনার ক্ষেত্রে বা in-game-purchase করার ক্ষেত্রে এই credit গুলো ব্যবহার করতে পারবেন।
শুরুতে সরাসরি Google Opinion Reward-নামের app-টি নিজের মোবাইলে download এবং install করুন।
এবার আপনাকে নিজের বিষয়ে কিছু basic questions-এর উত্তর দিয়ে দিতে হবে।
এখন সবটা দিয়ে দেওয়ার পর, আপনাকে প্রায় প্রত্যেক সপ্তাহে একটি করে সার্ভে (survey) পাঠানো হবে।
তবে, এই বিষয়ে আপনাকে আপনার মোবাইলে notification দিয়ে দেওয়া হবে।
এবার, সঠিক ভাবে survey সম্পূর্ণ করার বিপরীতে আপনাকে $1.00 পর্যন্ত আপনার Play credit-এর মধ্যে দিয়ে দেওয়া হবে।
২. Pocket Money: Free Mobile Recharge & Wallet Cash
Pocket money android app টি দিয়ে আপনি আনলিমিটেড ফ্রি মোবাইল রিচার্জ বা wallet cash আয় কোরতে পারবেন।
এই simple app থেকে আপ্নে নিজের মোবাইল বিল, মুভি টিকেট এবং শপিংও ফ্রীতে কোরেনিতে পারবেন নিজের app থেকে আয় করা টাকা দিয়ে।
এর ওপরেও, যদি আপনি নিজের কামানো টাকা ব্যাঙ্ক একাউন্টে ট্রান্সফার কোরতে চান তাহলে paytm wallet এ টাকা transfer করেনিতে পারেন। তারপর paytm wallet থেকে টাকা নিজের ব্যাংকে নিয়েনিন।
Pocket Money app দিয়ে ক্যাশ ইনকাম করার নিয়মটি প্রায় ওপরে দেবা app গুলির মতোই।
আপনি ডেইলি bonus থেকে, গেম খেলে, video দেখে, অফার পুরা করে, apps ডাউনলোড করে এবং রেফার কোরে app টির থেকে ইনকাম কোরতে পারবেন।
এই app টির সবচে ভালো কথা হলো রেফার কোরে আপনি ১৬০ টাকা ডেইলি কমিয়ে নিতে পারবেন।
টাকা ইনকাম করার অ্যাপস গুলোর মধ্যে এই এপ্লিকেশন প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।
৩. Cashbuddy – New app
Cash buddy হলো একটি নতুন এন্ড্রয়েড ইনকাম অ্যাপ যেটা ব্যবহার করে কিছুটা টাকা আয় করা সম্ভব।
এখানে কিছু সাধারণ ছোট খাটো কাজ গুলো করে আপনারা cash earn করতে পারবেন।
যেমন, sharing Pics & GIFs, installing & registering free android Apps, Games ইত্যাদি কাজ গুলোর বিপরীতে ইনকাম সম্ভব।
এছাড়া, এই app এর মাধ্যমে যদি আপনি Amazon, Flipkart, Jabong, Myntra ইত্যাদি website গুলোর থেকে shopping করে থাকেন,
তাহলে আপনাকে প্রচুর cashback দেওয়ার কথা বলা হয়েছে।
অবশই, Invite and Earn feature এর মাধ্যমে আপনি নিজের referral code বা link ব্যবহার করে অন্য ব্যক্তিদের এই app install করাতে পারলে সরাসরি referral income আয় করতে পারবেন ।
4. Foapp
যদি আপনি ফটো তুলতে পছন্দ করেন তাহলে এই money-making app-টি আপনার প্রচুর কাজে আসবে।
কেননা, এই mobile app এর দ্বারা আপনি আপনার তুলা ছবি গুলোকে আপলোড করে বিক্রি করতে পারবেন।
এই app-এর দ্বারা professional বা amateur photographers-রা কোনো কষ্ট না করেই টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন।
App-টি হলো একটি crowdsourcing platform যেখানে নিজের smartphone দিয়ে তুলে ছবি গুলোকে বিক্রি করার সুযোগ দেওয়া হয়।
এখানে আপনাকে সরাসরি নিজের ছবি গুলোকে Foapp-এর কাছে বিক্রি করতে হয়,
এবং, বিভিন্ন brands, advertising এবং marketing agencies গুলো foapp-থেকে images গুলো কিনে থাকেন।
এই ফ্রি টাকা ইনকাম apps দিয়ে টাকা ইনকাম করার প্রক্রিয়া অনেক সোজা।
সরাসরি নিজের মোবাইলে অ্যাপটি ইনস্টল করুন,
Account register করুন,
নিজের তুলে high-quality photos গুলো upload করুন,
এবার, যদি আপনার ছবি বিক্রি হয়ে থাকে তাহলে $5 থেকে $100 per sale পাবেন।
৫. CashBaron: Play to Earn Money
CashBaron: Play to Earn Money, বর্তমানের নতুন একটি money earning application যেটা ভালো জনপ্রিয়তা লাভ করছে।
এই মোবাইল অ্যাপ দিয়ে টাকা ইনকাম করার মূলত ৩টি উপায় রয়েছে।
নিজের পছন্দের গেম খেলে ইনকাম,
Quick paid survey-গুলোর মাধ্যমে,
Friends-দের এই app-এ invite করে ইনকাম করুন।
Google Play Store-এর মধ্যে এই app এর about section-এর মধ্যে বলা হয়েছে যে এটা বর্তমানের highest-paying app.
এখানে আপনারা একটি single offer সম্পূর্ণ করে $100 পর্যন্ত ইনকাম করতে পারবেন।
এছাড়া, এখানে একটি single game খেলার মাধমেও $100 ইনকাম করতে পারবেন।
টাকা ইনকাম করার জন্যে আপনাকে সরাসরি এই app নিজের মোবাইলে download করতে হবে।
এবার, একটি account তৈরি করে login করুন।
Game offers বা survey যেই offer আপনার পছন্দ যেকোনো একটি select করুন এবং সেটা সম্পূর্ণ করুন।
এখন, offer সম্পূর্ণ করার পর আপনি যত টাকা ইনকাম করেছেন সবটাই Pay Pal বা gift cards এর দ্বারা তুলে নিতে পারবেন।
৬. Cointiply
এই app ব্যবহার করে আপনারা ২০টি থেকেও অধিক উপায়ে Bitcoin এবং অন্যান্য crypto currencies গুলো আয় করতে পারবেন।
অ্যাপটির মূল বিষয় হলো এখানে আপনারা গেম খেলার মাধ্যমে coins ইনকাম করতে পারবেন।
এছাড়া, অ্যাপ এর মধ্যে অনলাইনে চ্যাটিং করার বিপরীতেও আপনি ইনকাম করতে পারবেন।
App description হিসেবে, এই কোম্পানি প্রায় $3,000,000 থেকেও অধিক তাদের user-দের দিয়েছে।
কি কি মাধ্যমে এই mobile app-দিয়ে ইনকাম করা যাবে ?
Complete daily surveys,
Play fun games,
Watch short videos,
Paid to Click ads (PTC Ads),
Loyalty bonuses.
আয় করা coins গুলো Bitcoin, Doge, LTC বা Dash wallet এর দ্বারা তুলতে পারবেন।
৭. Karma App
যখন প্রশ্ন আসছে, কোন app দিয়ে টাকা ইনকাম করা যায় ? তখন Karma App-এর বিষয়ে বলাটা অবশই জরুরি।
এটা হলো একটি জনপ্রিয় android reward app, যেখানে গেম খেলার বিপরীতেও reward income করার সুযোগ পাবেন।
সরাসরি, দিয়ে দেওয়া offer-এর তালিকার থেকে games গুলোকে ডাউনলোড করে নিজের মোবাইলে install করুন।
মনে রাখবেন, offer requirements গুলো সঠিক ভাবে সম্পূর্ণ করতে পারলেই আপনাকে points দেওয়া হবে।
জিতে নেওয়া points গুলোকে আপনারা gift cards বা PayPal এর দ্বারা তুলতে পারবেন।
এই অ্যাপ এর মধ্যে বন্ধুদের invite করুন এবং তাদের ভবিষ্যতে করা ইনকাম এর ৩০% আপনি পেয়ে যাবেন।
Truebalance – ফ্রি রিচার্জ app
Truebalance ফ্রি রিচার্জ app আজকাল মার্কেটে অনেকটাই চলছে।
আর, এই aap টির বেশি লোকপ্রিয় হওয়ার কারণ এর সহজ ইনকামের মাধ্যমের এবং সময়ে সময়ে সঠিক পেমেন্টের।
হে, Truebalance Android app জারানাকি ব্যবহার করেছেন তারা একে অনেক পছন্দ করেছেন আর এর দ্বারা অনেক টাকা আয় করেছেন।
এখন অব্দি এই ফ্রি রিচার্জ app টি রিয়েল এবং বিশস্ত হিসেবে প্রমাণিত হয়েছে যে আপনাকে কামানো টাকা ফ্রি মোবাইল রিচার্জ হিসেবে দিবে।
এখানে কামানো টাকা দিয়ে আপনি নিজের এবং অন্য কারো পোস্টপেইড বা প্রিপেইড মোবাইল নম্বর রিচার্জ করতে পারবেন।
Truebalance app দিয়ে আপনি এই ৩ টি প্রকারে টাকা আয় করতে পারবেন –
Tap Ad lucky coin
Invite friends and earn
Cash back দিয়ে কামাল
তো, ওপরে দেবা প্রক্রিয়া গুলো দিয়ে আমরা সহজে truebalance app দিয়ে অনলাইনে টাকা ইনকাম করতে পারবো।
আর, যা আমি ওপরে বল্লাম, app এর মাধ্যমে কামানো টাকাগুলো আপনি ফ্রি মোবাইল রিচার্জ হিসেবে ব্যবহার কোরতে পারবেন।
Update: এই Truebalance app এখন একটি personal loan app এ পরিণত করা হয়েছে।
তাই, অনলাইনে টাকা আয় করার অ্যাপ হিসেবে এই app ব্যবহার করা যাবেনা।
Champ Cash – Earn money
আপনি যদি ফ্রি মোবাইল বা dth রিচার্জ ছাড়া direct ব্যাঙ্ক একাউন্ট এ নিজের কামানো টাকা পেতেচান,
তাহলে champ cash এন্ড্রোইড app টি আপনার অনেক ভালো লাগবে।
কারণ champ cash app এর দ্বারা আপ্নে যা টাকা আয় করবেন সেটা আপ্নে নিজের bank account এ transfer কোরতে পারবেন।
Champ cash এন্ড্রোইড app এর একটি অনেক ভালো জিনিস হলো, “sign up bonus“.
হে, যখন আপ্নে app টি ডাউনলোড করে মোবাইলে ইনস্টল কোরবেন তখন আপনাকে ফ্রি ১ ডলার signup bonus দেবা হয়।
মানে, কেবল app টি ডাউনলোড করে ইনস্টল করলেই আপনাকে ১ $ বিনা কোনো পরিশ্রম দিয়ে দেবা হবে।
Champ cash এন্ড্রোইড app দিয়ে অনলাইনে টাকা কমানোর অনেক প্রক্রিয়া আছে।
সেগুলি হলো – Income junction, invite friends এন্ড earn, app install করে কামানো, সার্ভে পুরা কোরে কামানো, offer wall এবং আরো অনেক কিছু।
Champ mobile app দিয়ে কামানো টাকা কিভাবে পাবেন ?
Champ cash app থেকে আপ্নে যতোটা টাকা ইনকাম করবেন তা আপ্নে ৩ টি প্রকারে পেতে পারবেন। সেগুলি হলো –
Direct Bank Transfer – ব্যাঙ্ক ট্রান্সফার অপশনটি দিয়ে আপ্নে নিজের কামাই করা টাকাগুলো নিজের ব্যাঙ্ক একাউন্ট এ ট্রান্সফার কোরেনিতে পারবেন। কিন্তু টাকা নিজের ব্যাঙ্ক একাউন্টে ট্রান্সফার করার জন্য আপনার champ cash app এ মিনিমাম ১০ ডলার ব্যালান্স থাকতেই হবে।
Mobile Recharge – মোবাইল রিচার্জ অপশনদিয়ে আপনি নিজের কামানো টাকা ফ্রি মোবাইল রিচার্জ হিসেবে ব্যবহার করতে পারবেন।
Paypal / Payza (ইন্ডিয়ার বাইরে পেমেন্ট করার জন্য)
Don – Daily offers
Don android app টি অন্য টাকা কমানোর app এর মতনই আপনাকে বিভিন্য offer পুরা করার reward বা টাকা দেয়।
App টিকে প্লে স্টোর থেকে ডাউনলোড ও মোবাইলে ইনস্টল করার পর আপনাকে ফ্রি ১০ টাকা এবং একটি app ডাউনলোড করার পর আরো ৫ টাকা দেবা হয়।
মানে, আপনি ১৫ টাকা app ইন্সটল করার পরেই পেয়েযাবেন।
যেমন আমি ওপরে বলেছি, Don android app থেকে আপনি অনেকরকমের অফার পুরা করে টাকা ইনকাম করতে পারবেন।
এরকম কিছু অফার হলো – app install কোরে, video দেখে টাকা আই, ticket winner এ মিনিমাম ১ টাকা পাবেন। Sponsored video দেখে আপনি প্রতি video তে ৫ পয়সা কমাবেন।
এরকমই ছোট ছোট কইএক সেকেন্ডের videos দেখতে থাকুন আর টাকা কমাতে থাকুন।
Don app দিয়ে টাকা আই করার আরেকটা জরুরি সাধন হলো “invite friends and earn“.
হে, আপ্নে এই app টিকে যত নিজের ফ্রেন্ডস দেড় রেফার করবেন এবং তারা যদি আপনার রেফার লিংক লিয়ে app ডাউনলোড করেন, তাহলে আপনি ১০ টাকা করে প্রত্যেক রেফার ইন্সটলে পাবেন।
Don এপপ্স দিয়ে আয় করা টাকা আপ্নে “paytm wallet” এ ট্রান্সফার করে নিতে পারবেন। তারপর, paytm wallet থেকে নিজের ব্যাঙ্ক একাউন্টে টাকাটি নিনেনিতে পারবেন।
কিন্তু, নিজের কামাই করা টাকা আপ্নে তখন নিতে পারবেন যখন আপনার don application এ ৬০ টাকা জমা হয়ে যাবে।
App deleted from play store
Update: এই app play store থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এর বদলে current reward app ব্যবহার করে দেখতে পারেন।
AppBucks থেকে আয়
AppBucks Android মোবাইল থেকে online cash income করার আরেকটি ভালো এন্ড্রয়েড ইনকাম অ্যাপ।
এখানে আপনি নিজের আয় করা টাকা points এর হিসেবে পাবেন।
আর, আয় করা প্রতি ১০০০ পয়েন্টস মানে ১ ডলার। মানে, আপনি টোটাল ১০০০ পয়েন্টস জমা কোরলে আপনার ১ ডলার ইনকাম হবে।
এভাবেই আপনি পয়েন্টস জমা কোরে অনেক ডলার কমিয়ে নিতে পারবেন।
AppBucks অন্য online earning apps এর মতোই বিভিন্ন কাজ বা অফার পুরা করার পর আপনাকে reward বা টাকা দেয়।
কিন্তু, appBucks app টির একটা লাভ অবশই আছে।
সেটা হলো – “welcome bonus” যা আপনাকে aap টিতে রেজিস্টার করার সাথে সাথেই ১০ ডলার এবং ৫০০ পয়েন্ট দিয়ে দিবে।
মানে, কেবল app ডাউনলোড এবং ইনস্টল করে রেজিস্টার করলেই আপনাকে ১০ ডলার দিয়ে দেবা হয়।
Appbucks aap টিতে টাকা আয় করার অনেক উপায় রয়েছে।
সেগুলি হলো – app install করে ইনকাম, বন্ধুদের রেফার করে, ডেইলি app এ ভিসিট করে পয়েন্ট, video দেখে, swipe page খেলে, app টি শেয়ার করে এবং notification এ আসা bonus points থেকে।
App deleted from play store
Update: এই app play store থেকে delete করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এর বদলে একি রকমের অ্যাপ earn talk time ব্যবহার করতে পারবেন।
WHAFF Rewards
Whaff rewards android app টির বেপারে আমি আজকেই জানলাম এবং গুগল প্লে স্টোরে এর বেপারে ভালো কমেন্টস আর রিভিউ দেখলাম।
তাই, app টির বেপারে আমি আপনাকেও জানালাম।
এই app টি ওপরে দেবা অন্য টাকা কমানোর apps এর মতোই।
এখানেও আপনাকে app টি install এবং লগইন করার পর কিছু bonus টাকা দেবা হয়।
এর ওপরে আনার মোবাইল WHAFF APP থেকে বিভিন্ন apps ডাউনলোড করে এবং তাদের নিজের মোবাইলে রেখে আয় কোরতে পারবেন।
তার বাইরেও, daily app টিতে লগইন কোরে এবং নিজের friends দের WHAFF app এ রেফার করে আপনে টাকা আয় কোরতে পারবেন।
Whaff rewards app এ আয় করা টাকা আপনি real cash বা gift card হিসেবে ব্যবহার কোরতে পারবেন।
App deleted from play store
Update: এই app google play store থেকে remove করে দেওয়া হয়েছে।
আজকে আমরা কি জানলাম,
তো, বনধুরা আমি আপনাদের ওপরে ৭ টি টাকা ইনকাম করার অ্যাপস এর বেপারে বললাম যাদের ব্যবহার করে আপনি নিজের মোবাইল দিয়ে টাকা উপার্জন করতে পারবেন।
কিন্তু, এইটা অবশই মনে রাখবেন, Android apps দিয়ে টাকা আয় করে আপ্নি বেশি কিছু ইনকাম কোরতে পারবেননা।
তাই, ছোট মোট বখর্চা বা পকেট মানির জন্য এগুলি ব্যবহার করাটাই ঠিক।
আর, apps গুলি আমি নিজেই ব্যবহার কোরে দেখিনেই, তাই আমাকে নিচে comment কোরে অবশই জানাবেন apps গুলি ব্যবহার করে আপনার কি experience হলো। ধন্যবাদ।
আশা করছি টাকা আয় করার এই apps গুলো আপনাদের কাজে অবশই আসবে।
যদি আর্টিকেলটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।