আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে AI ব্যবহার করে মিউজিক সহ বাংলা গান তৈরি করতে পারেন।
কিভাবে তৈরি করব:
প্রথমে এই ওয়েবসাইটটিতে যান: suno.ai
তারপর Make a Song এখানে ক্লিক করুন
তারপর create এ ক্লিক করুন।
তারপর সাইন ইন করুন
এখানে দুইভাবে সাইন ইন করতে পারেন।
এখন আপনারা দুই ভাবে আপনারা গান তৈরি করতে পারবেন।
১। কেমন গান চান তা বর্ণনা করে।
২। যদি আপনার গানের লিরিক থাকে তাহলে সেই লিরিক দিয়ে।
যদি লিরিক দিয়ে লিখতে চান তাহলে এরো চিহ্নটিতে ক্লিক করুন।
এরপর আপনি আপনার গানের লিরিক দিন, তারপর গানের স্টাইল দিয়ে create এ ক্লিক করুন।
এরপর কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আপনার গান তৈরি হয়ে যাবে।
এবার চাইলে 3dot এ ক্লিক করে গানটি ডাউনলোড করে নিতে পারেন।
শেষ কথা, যারা সাউন্ড ডিজাইন করেন তাদের এই টুল টি অনেক কাজে আসতে পারে কারণ যখন কোন মেলোডির আইডিয়া মাথায় আসেনা তখন এর মাধ্যমে কিছু আইডিয়া নিতে পারেন।
এ ছাড়াও যারা গান লেখেন অথবা গান সুর করেন তাদের অনেক কাজে আসতে পারে। যদি শুধুমাত্র আপনি গান লেখেন তাহলে আপনার গানটি সুর দিয়ে কেমন শোনা যাবে তা দেখতে পারেন।
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
0 responses on "AI দিয়ে মিউজিক সহ বাংলা গান তৈরি করুন খুব সহজে ।"