• 1

AI দিয়ে মিউজিক সহ বাংলা গান তৈরি করুন খুব সহজে ।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে AI ব্যবহার করে মিউজিক সহ বাংলা গান তৈরি করতে পারেন।

কিভাবে তৈরি করব:

প্রথমে এই ওয়েবসাইটটিতে যান: suno.ai

তারপর Make a Song এখানে ক্লিক করুন

তারপর create এ ক্লিক করুন।

তারপর সাইন ইন করুন

এখানে দুইভাবে সাইন ইন করতে পারেন।

এখন আপনারা দুই ভাবে আপনারা গান তৈরি করতে পারবেন।

১। কেমন গান চান তা বর্ণনা করে।

২। যদি আপনার গানের লিরিক থাকে তাহলে সেই লিরিক দিয়ে।

যদি লিরিক দিয়ে লিখতে চান তাহলে এরো চিহ্নটিতে ক্লিক করুন।

এরপর আপনি আপনার গানের লিরিক দিন, তারপর গানের স্টাইল দিয়ে create এ ক্লিক করুন।

এরপর কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আপনার গান তৈরি হয়ে যাবে।

এবার চাইলে 3dot এ ক্লিক করে গানটি ডাউনলোড করে নিতে পারেন।

শেষ কথা, যারা সাউন্ড ডিজাইন করেন তাদের এই টুল টি অনেক কাজে আসতে পারে কারণ যখন কোন মেলোডির আইডিয়া মাথায় আসেনা তখন এর মাধ্যমে কিছু আইডিয়া নিতে পারেন।

এ ছাড়াও যারা গান লেখেন অথবা গান সুর করেন তাদের অনেক কাজে আসতে পারে। যদি শুধুমাত্র আপনি গান লেখেন তাহলে আপনার গানটি সুর দিয়ে কেমন শোনা যাবে তা দেখতে পারেন।

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

2 responses on "AI দিয়ে মিউজিক সহ বাংলা গান তৈরি করুন খুব সহজে ।"

  1. (🎵 Verse 1 🎵)
    ওই মাঠের ঘাসে, শিশিরের ছোঁয়া,
    ছোট্ট পায়ে দৌড়, কত মিষ্টি থোয়া।
    নদীর পাড়ে বাঁশির সুর,
    স্বপ্ন ছিল রঙিন, ছিল না কষ্টের ডুর।

    (🎶 Chorus 🎶)
    শৈশবের সেই সোনালি দিন,
    ফিরে যাবো যদি একবার আমি,
    নির্ভাবনায় ভেসে যেতাম,
    নদীর স্রোতের মতোন স্বপ্ন সাজাতাম।

    (🎵 Verse 2 🎵)
    গাছের ছায়ায় লুকোচুরি খেলি,
    রোদ্দুরে ভেজা সোনার বালি।
    মায়ের কোলে ঘুমিয়ে পড়া,
    রূপকথার গল্পে হারিয়ে থাকা।

    (🎶 Chorus (Repeat) 🎶)
    শৈশবের সেই সোনালি দিন,
    ফিরে যাবো যদি একবার আমি,
    নির্ভাবনায় ভেসে যেতাম,
    নদীর স্রোতের মতোন স্বপ্ন সাজাতাম।

    (🌿 Bridge 🌿)
    সময় গেছে, দিন বদলেছে,
    শৈশব পড়ে আছে স্মৃতির ঘরে,
    তবু মাঝে মাঝে মন কাঁদে,
    ফিরে যেতে চায় সেই দিনের কোলে।

    (🎶 Outro 🎶)
    শৈশবের গল্প, রঙিন স্বপন,
    রয়ে যাবে হৃদয়ের আপন।
    যদি একদিন সময় থামে,
    আমি ফিরবো আবার সেই নামহীন গাঁয়ে।

    এই গানটা যদি তুমি সুর দিতে চাও, তাহলে তুমি চাইলে তোমার পছন্দমতো কোনো মেলোডি তৈরি করতে পারো! কেমন লাগলো?

  2. টাইলস ভ্যালি, স্বপ্নের ঠিকানা,সৌন্দর্যের ছোঁয়া, আনে সুখের বন্যা।ঘর হবে রঙিন, হৃদয়ে হাসি,টাইলস ভ্যালি, সবার ভালোবাসি!
    দেয়ালে-মেঝেতে শিল্পের ছোঁয়া,আধুনিক নকশায় স্বপ্ন গড়া।দৃঢ়তা আর আভিজাত্যে,টাইলস ভ্যালি, দিচ্ছে নতুন কথা!
    গুণগত মানে নেই কোনো আপস,আপন ঘর সাজান নিশ্চিন্ত বিশ্বাস।নতুন কিছু চাইলে আসুন এখানেই,টাইলস ভ্যালি সাথেই আছে সব সময়!
    (ব্রীজ)আপনার ঘর, আপনার ভালোবাসা,টাইলস ভ্যালি, দেবে নতুন আশা।শিল্পের ছোঁয়ায় বদলে যাবে দিন,রঙিন স্বপ্ন, থাকুক হৃদয়জুড়ে বীন!
    টাইলস ভ্যালি, স্বপ্নের ঠিকানা,
    সৌন্দর্যের ছোঁয়া, আনে সুখের বন্যা।
    ঘর হবে রঙিন, হৃদয়ে হাসি,
    টাইলস ভ্যালি, সবার ভালোবাসি!

Leave a Reply

top
© Technial Bangla. All rights reserved. 2025
Technical Bangla