• No products in the cart.

নগদ থেকে মোবাইল রিচার্জে গাড়ি ও বিশ্বকাপের টিকেট জেতার সুযোগ!

নগদে নিয়ে এসেছে “দেশের সবচেয়ে বড় খেলা।” নগদ একাউন্ট এর মাধ্যমে মোবাইল নাম্বারে কমপক্ষে ৫০ টাকা রিচার্জ করে জিতে নিতে পারেন প্রতি সপ্তাহে গাড়ি। এছাড়া ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ এর টিকেট এর পাশাপাশি থাকছে আকর্ষণীয় সব পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ।

গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক ও টেলিটক গ্রাহকগণ ৫০ টাকা বা তার বেশি টাকা নগদ থেকে রিচার্জ করলে পেয়ে যাবেন প্রতি সপ্তাহে আকর্ষণীয় সব পুরষ্কার জেতার সুযোগ। ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে নগদ অ্যাপ বা ইউএসএসডি কোড *167# ব্যবহার করে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক ও টেলিটক নাম্বারে ৫০ টাকা বা তার বেশি রিচার্জ করতে হবে।

অফারটি শুরু হবে ২৫ আগস্ট ২০২৩, এবং চলবে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।

ক্যাম্পেইনে উল্লেখিত অপারেটরগুলোর প্রিপেইড, পোস্টপেইড, স্কিটো সহ (লিমিটেড নাম্বার ব্যাতিত) সকল নাম্বারের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য। এছাড়া বিভিন্ন প্যাকে, ক্যাশব্যাক অফার, ইত্যাদি উক্ত অপারেটরের নিজস্ব ক্যাম্পেইনের নিয়ম অনুসারে চলতে থাকবে। প্রতি সপ্তাহে ক্যাম্পেইনের শর্ত পূরণকারী অংশগ্রহণকারীর মধ্যে থেকে বিজয়ী মনোনিত করা হবে। গাড়ি বা আকর্ষণীয় গিফট এর জন্য যদি কোনো গ্রাহক নির্বাচিত হন তাহলে এক কর্মদিবস এর মধ্যে এসএমএস বা কল করে জানানো হবে নগদ কাস্টমার সার্ভিস থেকে।

গিফট গ্রহণের জন্য নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। কোনো কারণে যদি বিজয়ী গ্রাহক কল  রিসিভ করতে ব্যর্থ হন তবে ক্যাম্পেইনের আওতাভুক্ত গিফট পাবেন না ও নগদ এর জন্য দায়ীও থাকবেনা। উল্লেখ্য যে একজন গ্রাহক সম্পূর্ণ ক্যাম্পেইনের মেয়াদ চলাকালী সময়ে শুধুমাত্র একবারই মেগা গিফট জেতার সুযোগ পাবেন। ক্যাম্পেইনের সকল শর্ত পূরণ করলে একজন বিজয়ী প্রতি সপ্তাহে গাড়ি ও বিভিন্ন পুরষ্কার জেতার সুযোগ পাবেন। ক্যাম্পেইনের শর্ত পূরণ না করলে সেক্ষেত্রে গ্রাহক পুরষ্কার পাবেন না।

নগদ এর এই অফার এর অন্যান্য তথ্যবলী হলোঃ

  •  অফারের অধীনে সকল তথ্য, রিচার্জ, প্যাকেজ ও সংশ্লিষ্ট কাস্টমার সেবা প্রদানের জন্য দায়বদ্ধ থাকবে নির্ধারিত মোবাইল অপারেটর। এই ক্যাম্পেইনের আওতাভুক্ত বিজয়ী নির্বাচন, গিফটসমূহ ডেলিভারি এবং পেমেন্ট এর দায়িত্ব পালন করবে নগদ
  • উপহার আইটেম গ্রাহক হাতে পাওয়ার পরে কোনো সমস্যা দেখা দিলে বিজয়ী সরাসরি পণ্যের প্রস্তুতকারক বা সরবরাহকারীর সাথে যোগাযোগ করবেন। উপহার সামগ্রীর গুণগত মান বা সেবার বিষয়ে নগদ কোনো প্রকার দায়িত্ব নেবে না
  • আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর টিকিট পর্যাপ্ততা ও প্রাপ্যতা সাপেক্ষে শ্রেণি এবং ধরন ভিন্ন হতে পারে
  • খেলার টিকেট ছাড়া ভিসা, বাসস্থান, ফ্লাইটের টিকেট, খাবার বা অন্য কোনো সুযোগ-সুবিধার বিষয়ে নগদ কোনো দায়িত্ব নেবে না
  • ক্যাম্পেইনের আওতাভুক্ত গিফট সমূহ পাওয়ার জন্য কেউ অসদুপায় অবলম্বন করেছে বলা জানা গেলে উক্ত ব্যক্তিকে এই ক্যাম্পেইনের জন্য অযোগ্য বলে ধরা হবে
  • অফারটি ২৫ আগস্ট ২০২৩ থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত চলবে
  • এই অফারটি উপভোগ করতে হলে অবশ্যই নগদ ফুল প্রোফাইল থাকতে হবে
  • ক্যাম্পেইন এর শর্তাবলি কোনো ধরনের ঘোষণা ছাড়াই পরিবর্তন করার অধিকার রাখে নগদ
  • অপর্যাপ্ততার কারণে গিফট সমূহের ব্র্যান্ড, মডেল এবং রং ভিন্ন ভিন্ন হতে পারে
  • এই অফার সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত  এর ক্ষেত্রে নগদ কতৃক গৃহিত সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে

নগদ এর এই ক্যাম্পেইন সম্পর্কে আরো যা যা জানা জরুরিঃ

  • নগদ বা নগদের কোনো প্রতিনিধি কখনোই আপনার কাছে ওটিপি বা পিন চাইবেন না
  • নগদ বা নগদের কোনো প্রতিনিধি আপনাকে কোনো প্রকার লেনদেন করতে বলবেন না
  • শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকে নগদ আপনার সাথে যোগাযোগ করবে
  • অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন
  • ক্যাম্পেইনে অংশগ্রহণের ক্ষেত্রে নগদ কাউকে প্ররোচিত করেনা, গ্রাহক স্বইচ্ছায় ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন
  • তৃতীয় কোনো পক্ষ কর্তৃক গ্রাহকের কোনো ক্ষতি হলে নগদ কর্তৃপক্ষ সেক্ষেত্রে দায়ী থাকবে না
  • অফার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারেন

 

0 responses on "নগদ থেকে মোবাইল রিচার্জে গাড়ি ও বিশ্বকাপের টিকেট জেতার সুযোগ!"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025