• No products in the cart.

Ysense দ্বারা কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় ? – (Paid Survey Site)

যদি আপনি অনলাইনে আয় করার সহজ উপায় খুঁজছেন, তাহলে Ysense ওয়েবসাইট টি আপনার অনেক কাজে আসতে পারে।

বর্তমানে, ySense হলো একটি অনেক জনপ্রিয় এবং সেরা অনলাইন ইনকাম সাইট যেটাকে অনেকেই ব্যবহার করে অনলাইনে টাকা ইনকাম করছেন

ySense ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে পারি।

তবে, paid survey করে এবং affiliate marketing এর মাধ্যমে এই ওয়েবসাইট থেকে মূলরূপে ইনকাম করা হয়।

চিন্তা করবেননা, Ysense সাইট এর মাধ্যমে কিভাবে অনলাইনে ইনকাম করা যায় আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি সম্পূর্ণটা বুঝিয়ে বলবো।

অনেকেই রয়েছেন, যারা Ysense এর affiliate program এবং paid survey গুলো সম্পূর্ণ করে মাসে ১৫০ থেকে ২০০ ডলার আরামে আয় করছেন।

এছাড়া, এই জনপ্রিয় অনলাইন ইনকাম করার সাইট প্রায় ১০ বছর থেকেও পুরোনো এবং যেটা আগে “ClixSense” নামে জনপ্রিয়তা লাভ করেছিল।

Ysense ব্যবহার করে ইনকাম করা লোকেরা রিভিউ (review) করেছেন যে –

  • Ysense অনেক বিশ্বস্ত একটি সাইট যেখানে সঠিক সময়ে payment দেওয়া হয়।
  • আপনারা ySense forum এর মধ্যে প্রচুর লোকেদের থেকে এর সুনাম শুনে থাকবেন।
  • তাদের support system অনেক ভালো। কোনো রকমের সমস্যা হলে সাহায্য করেন।
  • বিশ্বজুড়ে অনেকেই আছেন যারা Ysense affiliate program এর মাধ্যমে হাজার হাজার ডলার ইনকাম করেন।

ভারতের একজন অনেক বিখ্যাত blogger রয়েছেন যিনি Ysense এর মধ্যে কাজ করে প্রত্যেক মাসে ySense থেকে প্রায় $1000 ইনকাম করেন।

তিনি নিজের ySense income proof অবশই share করেছিলেন যেটা আমি নিচে আপনাদের দেখিয়ে দিয়েছি।

তাই, আপনারাও যদি অনলাইনে আয় করার সহজ উপায় খুঁজছেন, তাহলে ySense এর বিষয়ে নিচে সম্পূর্ণটা জেনে রাখুন।

আমি নিচে আপনাদের বলবো, আসলে ySense কি এবং কিভাবে এর মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

অনলাইনে টাকা ইনকাম করার এই সাইট আপনাদের প্রচুর ইনকাম করিয়ে দিতে পারবে যদি সঠিক ভাবে কাজ করে থাকেন।

ySense দ্বারা অনলাইনে ইনকাম করার উপায় – ( $500 – $1000 )

ySense ব্যবহার করে অনলাইনে টাকা ইনকাম করার উপায় গুলোর মধ্যে মূলত ২ টি লাভজনক উপায় রয়েছে।

চিন্তা করবেননা, প্রত্যেকটি উপায়ের বিষয়ে আমি আপনাদের অবশই বলবো।

তবে প্রথমে চলুন, আমরা আমাদের ySense account তৈরি করে নেই।

কিভাবে ySense account তৈরি করবেন ?

Step ১  – সবচেয়ে আগেই আপনাদের এই ySense signup link ব্যবহার করে ওয়েবসাইটে visit করতে হবে।

Step ২ – ওয়েবসাইটের প্রথম পেজেই আপনারা “Signup for free” লেখার নিচে থাকা email বক্সে নিজের email id এবং তারপর একটি password দিয়ে join now লেখাতে click করতে হবে।

Step ৩ – “Join now” তে ক্লিক করার পর, আপনাকে পরের পেজে একটি registration form দেওয়া হবে যেখানে আপনাকে আপনার নাম দিয়ে দিতে হবে।

নিজের সঠিক নাম দেওয়ার পর “next step” লিংকে ক্লিক করুন।

Step ৪ – শেষে আপনাকে একটি username দিতে বলা হবে। আপনি নিজের হিসেবে যেকোনো একটি username দিতে পারবেন।

Username দিয়ে নিচে থাকা complete button এর মধ্যে ক্লিক করুন।

এবার আপনার ySense account তৈরি হয়ে যাবে এবং আপনাকে আপনার dashboard এর মধ্যে redirect করে দেওয়া হবে।

Step ৪ – তবে এখনো account setup প্রক্রিয়া শেষ হয়নি। নিজের ySense account থেকে অনলাইনে টাকা ইনকাম করার জন্য আপনাকে নিজের email ID অবশই verify করতে হবে।

নতুন ySense account তৈরি হওয়ার সাথে সাথে dashboard এর মধ্যে আপনাকে নিজের email id verify করতে বলা হবে।

তাই, আপনি যেই email দিয়ে নিজের ySense account বানিয়েছেন সেই ইমেইল এর ইনবক্সে চলে যান।

নিজের email service provider এর inbox এর মধ্যে ySense এর তরফ থেকে একটি verification mail দেখতে পাবেন।

সরাসরি email টি খুলুন এবং নিচে থাকা “confirm email address” এর লিংকে ক্লিক করুন।

এবার, আপনার ySense account সম্পূর্ণ ভাবে activate হয়ে যাবে।

ySense থেকে অনলাইনে আয় করার জন্য প্রথমে কি করবেন ?

নিজের email id confirm করার পর আপনাকে আপনার profile update করার জন্য বলা হবে।

তবে profile update করার বিনিময়ে আপনাকে $0.05 দিয়ে দেওয়া হবে।

আপনাদের সরাসরি profile (unlock surveys) এর মধ্যে click করে নিজের profile update করতে হবে।

মনে রাখবেন, এই প্রক্রিয়া সম্পূর্ণ করার পর আপনাদের জন্য প্রত্যেকটি paid survey খুলে দেওয়া হবে

এবং, paid survey গুলো করে আপনারা ভালো পরিমানে ডলার ইনকাম করতে পারবেন।

ওপরে দেখতেই পারছেন, প্রত্যেকটি পেইড সার্ভে গুলো সম্পূর্ণ করতে প্রায় ১০ থেকে ৩০ মিনিট সময় লাগবে

তবে, পেইড সার্ভে গুলো করে আপনারা কমেও $.52 থেকে $9.14 যায় করতে পারছেন।

এমনিতে, কিছু পেইড সার্ভে গুলোর বিপরীতে আপনাকে এর থেকেও অধিক টাকা দেওয়া যেতে পারে।

ySense দ্বারা কিভাবে অনলাইনে ইনকাম করা যায় ?

যখন ঘরে বসে ইনকাম করার কথা চলে আসে, তখন ySense একটি অনেক লাভজনক ও জনপ্রিয় অনলাইন ইনকাম সাইট হিসেবে অবশই প্রমাণিত হয়েছে।

এখানে বিভিন্ন রকমে উপায় ব্যবহার করে টাকা ইনকাম করা সম্ভব।

নিচে আমি আপনাদের এখান থেকে ইনকাম করার প্রত্যেকটি উপায় গুলোর বিষয়ে জানিয়ে দিচ্ছি।

Online paid survey করে ঘরে বসে টাকা ইনকাম করাটা বর্তমানে সব থেকে জনপ্রিয় একটি মাধ্যম।

আপনাকে কেবল কিছু জনপ্রিয় paid survey website গুলোতে গিয়ে একটি account তৈরি করতে হয়।

Account তৈরি করার পর আপনাকে প্রচুর survey দেওয়া হবে যেগুলো সঠিক ভাবে করলে আপনাকে টাকা দেওয়া হবে।

ySense এমনি একটি website যেখানে আপনাদের বিভিন্ন ধরণের survey গুলো সম্পূর্ণ করার বিপরীতে টাকা দেওয়া হয়।

আপনারা এখানে প্রত্যেকটি survey সম্পূর্ণ করার বিপরীতে প্রায় $0.5 থেকে $9 বা তার থেকে অধিক ইনকাম করতে পারবেন।

আপনাদের প্রত্যেক দিন নতুন নতুন daily survey করে এবং ওপরে দেওয়া অন্যান্য network এর survey গুলো করে ইনকাম করতে পারবেন।

নিজের ySense dashboard থেকে surveys এর মধ্যে ক্লিক করলেই survey গুলো দেখতে পাবেন।

প্রত্যেক দিন account এর মধ্যে login করুন যাতে নতুন survey গুলোর বিষয়ে তাড়াতাড়ি জেনেনিতে পারেন।

Cash offer 

আপনারা cash offer গুলো সম্পূর্ণ করে এখানে ইনকাম করতে পারবেন।

মানে, ySense এর Offers এর ট্যাবে ক্লিক করলে আপনারা বিভিন্ন আলাদা আলাদা ধরণের offers গুলো দেখতে পারবেন।

Offer গুলোতে আপনাদের বিভিন্ন কাজ করতে বলা যেতে পারে।

যেমন, products বা services গুলোকে কেনা, নতুন apps download করা, website গুলোতে signup করাvideos দেখা ইত্যাদি।

ySense dashboard থেকে offers এর tab এর মধ্যে ক্লিক করলেই বিভিন্ন offer গুলো দেখতে পাবেন।

প্রত্যেকটি offer গুলো সম্পূর্ণ করার বিপরীতে আপনারা প্রায় $1 থেকে $50 বা তার থেকেও বেশি ইনকাম করতে পারবেন।

Referrals / Affiliate Income 

ySense দ্বারা অনলাইন টাকা ইনকাম করার সব থেকে মূল উপায় আমার হিসেবে referrals বা affiliate marketing.

আপনারা যদি ySense প্লাটফর্মে অন্যদের join করিয়ে দিতে পারেন, তাহলে lifetime referral commission আয় করতে পারবেন।

এখানে লোকেদের হওয়া সর্বাধিক ইনকাম এই referral বা affiliate program এর দ্বারা হয়েছে।

আপনাকে কেবল নিজের ySense referral link এর মাধ্যমে অন্যান্য ব্যক্তিদের এখানে join করাতে হয়।

আপনারা নিজের referral link সরাসরি dashboard এর মধ্যেই দেখতে পাবেন।

যখনি আপনার referral link এর মাধ্যমে কোনো ব্যক্তি ySense join করবেন, তখনি আপনি referral commission income করে থাকবেন।

এখানে refer করে আপনারা দুধরণে commission আয় করতে পারবেন –

  1. Signup commission – যা আমি ওপরেই বললাম, যখনি আপনার referral link এর মাধ্যমে কোনো ব্যক্তি ySense account তৈরি করবেন, আপনি $0.1 থেকে $0.3 ইনকাম করবেন। এছাড়া, যখনি সেই ব্যক্তি $5 আয় করে নিবেন আপনাকে আরো $2 দেওয়া হবে
  2. Activity Commission – Refer করা ব্যক্তি দের survey, cash offers বা task ইত্যাদির মাধ্যমে হওয়া ইনকাম থেকে আপনি ২০% চিরজীবন আয় করতে থাকবেন।

উদাহরণ স্বরূপে 

ধরুন আপনি ২০ জন লোকেদের নিজের referral link এর মাধ্যমে ySense এর মধ্যে join করিয়েছেন।

এবং, যদি সেই ২০ জন ব্যক্তি কোনো একটি মাসে মোট $500 ইনকাম করলেন।

তাহলে, ২০% হিসেবে আপনি $100 নিজের ySense account এর মধ্যে referral income হিসেবে আয় করবেন।

ভাবুন, আপনি কোনো কাজ না করেই অন্যদের আয় করা টাকার ওপরে commission পেয়েই ইনকাম করে চলেছেন।

যদি আপনি প্রচুর পরিমানে লোকেদের refer করতে পারেন, তাহলে আপনার commission বেড়ে ৩০% হওয়ার সুযোগ অবশই থাকছে।

 

WhatsApp, Social media (Facebook, Instagram, YouTube), email ইত্যাদির মাধ্যমে আপনি লোকেদের ySense এর মধ্যে refer করতে পারবেন।

আপনি একটি ফ্রি ব্লগ তৈরি করে নিজের ব্লগে আর্টিকেল লিখে অনেক সহজে নতুন নতুন ব্যক্তিদের ySense এর মধ্যে refer করতে পারবেন।

ySense থেকে আয় করা টাকা কিভাবে তুলবেন ?

ySense থেকে টাকা তোলার উপায় অনেক রয়েছে।

একবার আপনার account এর মধ্যে যথেষ্ট পরিমানে টাকা জমা হয়ে গেলে, আপনি বিভিন্ন মাধ্যমে টাকা তুলতে পারবেন।

আয় করা টাকা তোলার জন্য আপনাদের click করতে হবে “cashout” ট্যাব এর মধ্যে।

এবার আপনারা টাকা তোলার কিছু জনপ্রিয় উপায় গুলো দেখতে পাবেন।

যেমন,

  • PayPal 
  • Payoneer 
  • Skrill 

আপনারা ওপরে বলা cashout options গুলো ব্যবহার করে আয় করা টাকা তুলতে পারবেন।

তবে, আরো কিছু cashout options রয়েছে যেগুলো ব্যবহার করে আপনারা নিজের আয় করার টাকা গুলো দিয়ে অনলাইন শপিং করতে পারবেন।

যেমন,

  • LifeStyle gift card 
  • Reward link India 
  • Westside voucher 
  • Big Bazaar gift card 
  • Flipkart voucher 

তাই, এখানে আয় করা টাকা তোলার প্রচুর option আপনারা পাচ্ছেন এবং সেটা নিয়ে চিন্তা করতে হবেনা।

আমাদের শেষ কথা,

তাহলে আশা করছি আপনারা আজকের এই “ySense Bangla Review” আর্টিকেলটি পছন্দ করেছেন।

তাই, এখনি ySense join করুন এবং প্রত্যেক মাসে ঘরে বসে পার্ট-টাইম ভালো পরিমানে ইনকাম করুন।

আপনারা প্রত্যেক দিন প্রায় ১ ঘন্টা কাজ করলেও ভালো পরিমানের ইনকাম করতে পারবেন।

সত্যি কথা বললে, অনেকেই রয়েছেন যারা ySense এর মাধ্যমে প্রত্যেক মাসে $200 থেকে $500 বা তার থেকেও অধিক ইনকাম করার কথা জানা গেছে।

তাই, আপনিও যদি ঘরে বসে অনলাইন আয় করার কথা ভাবছেন, তাহলে একবার ySense ব্যবহার করেই দেখুন।

Note : আমি নিজে ySense ব্যবহার করে টাকা ইনকাম করিনি। এই সম্পূর্ণ আর্টিকেল আমি বিভিন্ন অনলাইন review গুলো দেখে তারপর লিখেছি।

তবে, উৎসাহিত হয়ে আমিও একটি ySense account তৈরি করেছি।

এবং, ভবিষ্যতে বোঝাযাবে আমি এর মাধ্যমে কতটা ইনকাম করতে পারবো।

আপনারাও চাইলে account তৈরি করে দেখতে পারেন যে ySense অনলাইনে ইনকাম করার ভালো উপায় কি না।

 

 

0 responses on "Ysense দ্বারা কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় ? – (Paid Survey Site)"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025