• No products in the cart.

এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও Nokia কেন ব্যর্থ হলো

Nokia সর্বপ্রথম যাত্রা শুরু করে ফিনল্যান্ডে । Nokia টেলিফোনিক যাত্রা শুরু করে Mobira নামক একটা কোম্পানিকে কিনে তারপর নোকিয়া Mobira সহযোগিতায় 1987 সালে নোকিয়া Mobira Cityman 900 লঞ্চ করল। নোকিয়া Mobira Cityman 900 এত বেশি জনপ্রিয়তা লাভ করলো যে নোকিয়ার ভাগ্যের চাকা কিন্তু আস্তে আস্তে খুলে গেল এবং তাদের নাম ও কিন্তু মার্কেটে ছড়িয়ে পড়লো। 1992 সালে Nokia 101 ও Nokia talkman 602 লঞ্চ করল ও তার সাথে সাথে তারা ইউরোপের মার্কেট টা কেও দখল করা শুরু করলো। এছাড়া 1994 সালে Nokia 2100 সিরিজ মার্কেটে ব্যাপক ভাবে সাড়া ফেলে দেয়। এর ফলে নকিয়াকে কে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ইতিমধ্যে নোকিয়া Samsung, Motorola ইত্যাদি কোম্পানিদেরকে পিছনে পেলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সাল 2003 নোকিয়া লঞ্চ করল 1100 এবং 1110 মডেল এই দুটি মডেল লঞ্চ হওয়ার পর বিশ্ব মার্কেট কি তারা কাঁপিয়ে দিল। তখনকার সময়ে এই মোবাইল দুটি বিশ্বে সবথেকে বেশি বিক্রি বিক্রি হয়েছিল। প্রায় 250 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গিয়েছিল নোকিয়া 1100 মোবাইল টি । 2011 সাল পর্যন্ত নোকিয়া বিশ্বের সর্ববৃহৎ মোবাইলফোন উৎপাদনকারী কোম্পানির ছিল।

Nokia  কেন পিছিয়ে যেতে থাকলো :

2006 সালে পর থেকে অন্যান্য মোবাইল ফোন কোম্পানিগুলো সময়ের সাথে পরিবর্তন হতে থাকলো যেমন Samsung,Motorola, Sony ইত্যাদি কোম্পানিগুলো টাচস্ক্রিন মোবাইল লঞ্চ করতে থাকলো। নোকিয়া সময়ের সাথে সাথে পরিবর্তন না হয় তারা ফিচার ফোন লঞ্চ করতে থাকে এর ফলে অন্যান্য কোম্পানি গুলো কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে থাকে যেমন Samsung,Motorola,Sony,Lg ইত্যাদ। অন্যান্য মোবাইল ফোন কোম্পানিগুলো যখন ডুয়েল ফোন লঞ্চ করছিলো নোকিয়া কিন্তু সেটি বুঝতে পারেনি এরফলে কিন্তু  নোকিয়া ব্যবহারকারীদের আশা আস্তে আস্তে ভঙ্গ হতে থাকে। অন্যান্য ফোনগুলোর যখন প্রসেসরের ওপর বেশি গুরুত্ব দেয় তখন Nokia ভবিষ্যত্ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বাজারে যখন এন্ড্রয়েড ফোনের চাহিদা প্রচুর পরিমানে বেড়ে গেল সমস্ত স্মার্টফোন কোম্পানি গুলো যখন গুগলের অপারেটিং সিস্টেম ব্যবহার করতে লাগল nokia কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মেরে অপেক্ষাকৃত জটিল অপারেটিং সিস্টেম উইন্ডোজ তাদের মোবাইলে ব্যবহার করতে লাগলো এর ফলে কিন্তু মূলত নোকিয়া ব্যবহারকারীর সংখ্যা কিন্তু দিন দিন কমতে লাগলো। এরপর থেকে কিন্তু নোকিয়া আস্তে আস্তে পিছিয়ে পড়তে লাগলো। বর্তমানে নোকিয়া আবার গুগল অপারেটিং সিস্টেম ব্যবহার করে মার্কেটে ফিরে আসার চেষ্টা করছে।

0 responses on "এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও Nokia কেন ব্যর্থ হলো"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025