আমরা কিন্তু প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার করি, আমাদেরকে কেউ যদি অপরিচিত নাম্বার থেকে মিসকল করে তাহলে আমরা জানতে পারি না কে আমাদেরকে ফোন করেছিল।
এছাড়া অনেক সময় অনেক ব্যক্তি ইচ্ছা করে অপরিচিত নাম্বার থেকে আমাদেরকে বারবার ফোন করে বিরক্ত করে কিন্তু তার ফোন নম্বর ডিটেলস আমরা বের করতে পারিনা।
তবে আপনি যদি মোবাইল নাম্বারটা শুধু মাত্র জেনে থাকেন তাহলে অনেক ক্ষেত্রেই তার, মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা , মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা ও অপরিচিত নাম্বারের ঠিকানা বের করতে পারবেন।
তবে একটি কথা বলে রাখা ভালো নাম্বার দিয়ে পরিচয় বের করা র একদম সঠিক কোন উপায় নেই, তবে কিছু অ্যাপস এবং ট্রিকস রয়েছে সেগুলোর মাধ্যমে অনেক ক্ষেত্রেই সিম নাম্বার দিয়ে পরিচয় বের করা সম্ভব হয়। নাম্বার দিয়ে নাম ঠিকানা পরিচয় এবং কোথা থেকে কল করছে এগুলো সঠিকভাবে খুব সহজে তাড়াতাড়ি পুলিশ প্রশাসন অর্থাৎ সাইবার সিকিউরিটি এক্সপার্ট তারাই এগুলো বের করতে পারে।
তো আপনারা যদি এই আর্টিকেলটি ধৈর্য ধরে সম্পূর্ণ পড়েন তাহলে ফোন নাম্বার দিয়ে পরিচয় জানা র উপায়গুলো জানতে পারবেন। চলুন তাহলে বেশি কথা না বলে ফোন নম্বর ডিটেলস (sim kar name registration check) কিভাবে বের করবেন এ বিষয়টি জেনে নিই।
মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা
মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা অথবা সিম কার নামে নিবন্ধন আছে সেটি জানার কতগুলো উপায় রয়েছে সেগুলো নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
1. অ্যাপ ব্যবহার করে পরিচয় বের করা
নাম্বার দিয়ে পরিচয় বের করা apps রয়েছে যেগুলোর মাধ্যমে মোবাইল নম্বর দিয়ে নাম ঠিকানা বের করতে পারবেন।
• Truecaller app এর মাধ্যমে জানুন :
তো এই ট্রুকলার অ্যাপের মাধ্যমে খুব সহজে ফোন নাম্বার দিয়ে পরিচয় জানা সম্ভব, মনে করেন আপনার কোন বন্ধু ট্রুকলার অ্যাপসটি ব্যবহার করে তার কন্টাকে যতগুলো নাম্বার সেভ রয়েছে প্রত্যেকটি নাম্বার কিন্তু ট্রুকলারের সার্ভারে সেভ হয়ে যায়, তারপর যখন কেউ অপরিচিত নাম্বার থেকে কল করলে ট্রুকলার এ কিন্তু তার নামটি শো করায়। তো আপনারা প্লে স্টোর থেকে এই ট্রুকলার অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।
কিভাবে ট্রুকলার অ্যাপ ব্যবহার করব এটি হয়তো আপনারা অনেকেই জানেন না তবে এটি ব্যবহার করা খুবই সহজ , এই অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করবেন এবং সমস্ত পারমিশন গুলো এলাও করে দেবেন । তারপর আপনার কাজ কমপ্লিট আপনাকে কেউ কল করলে ট্রুকলার কিন্তু তার নাম শো করাবে।
এছাড়া আপনি ফোন নাম্বার ট্রু কলারে সার্চ করে তার নাম বের করতে পারবেন এর জন্য ট্রুকলার এ্যাপস এর উপরে সার্চ বারের একটি অপশন রয়েছে তো ওই সার্চ অপশন এ মোবাইল নাম্বারটি দিয়ে সার্চ সার্চ করবেন তাহলে তার নাম জানতে পারবেন যদি ট্রুকলার এ সার্ভারে সেটি স্টোর থাকে।
• Eyecon অ্যাপ এর মাধ্যমে :
গুগল প্লে স্টোরে eyecon নামে একটি অ্যাপস রয়েছে, এই অ্যাপসটি ডাউনলোড করে সমস্ত পারমিশন অ্যালাও করে ওপেন করবেন, তারপর থেকে কেউ আপনাকে অপরিচিত নাম্বার থেকে কল করলে তার নাম এই আপসে শুরু করাবে, এছাড়া এই অ্যাপসে সার্চ অপশন রয়েছে সেখানে নাম্বার দিয়ে সার্চ করে সে ব্যক্তির নাম জানতে পারবেন।
2. সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় বের করা
আআপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সেই ব্যক্তির পরিচয় জানতে পারবেন যেমন
• imo মাধ্যমে :
আপনারা কিন্তু অনেকেই ইমু অ্যাপস টি ব্যবহার করেন, তো আপনাদেরকে কেউ আননোন নাম্বারে কল করলে সে নাম্বারটি কপি করে ইমুর যে সার্চ অপশন রয়েছে সেখানে পেস্ট করবেন। যদি সেই নাম্বারে ইমু খোলা থাকে তাহলে তার নাম এবং ফটো দেখতে পাবেন।
• Facebook এর মাধ্যমে :
একই প্রসেস, মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা বা পরিচয় জানার একমাত্র উপায় হল সে নম্বরটি জাস্ট আপনার facebook এর যে সার্চ অপশন রয়েছে সেখানে লিখে সার্চ করবেন, এবং সেই নাম্বার দিয়ে যদি ফেসবুক খোলা থাকে তাহলে কিন্তু তার নাম ঠিকানা জানতে পারবেন।
• WhatsApp এর মাধ্যমে :
whatsapp এর মাধ্যমে অপরিচিত ব্যক্তির ফটো দেখতে পারবেন। এর জন্য ওই unknown নাম্বারটি সর্বপ্রথম আপনার ফোনে সেভ করবেন, সেভ করার পর আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন সে নাম্বারটা যদি কোন হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে তার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে চলে যাবেন, তার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে যদি কোন ফটো থাকে আর যদি ফটো টি পাবলিক করা থাকে তাহলে কিন্তু আপনি তার ফটো দেখতে পাবেন।।
3. পুলিশের সাহায্যে ব্যক্তির পরিচয় বের করা :
আপনাকে কেউ যদি অপরিচিত নাম্বার থেকে অনবরত কল করে বিরক্ত করে বা হুমকি দেয় সেক্ষেত্রে আপনি পুলিশের সাহায্য নিতে পারেন ।
চাইলে আপনি যে নাম্বার থেকে কল করে আপনাকে বিরক্ত করছে সেই নম্বরটি নিয়ে আপনার নিকটবর্তী থানায় গিয়ে একটি কমপ্লেন করে আসবেন। এবং পুলিশ অর্থাৎ সাইবার সিকিউরিটি এক্সপার্ট তারাই একমাত্র সঠিক ভাবে খুব সহজে অপরিচিত ব্যক্তির নাম ঠিকানা এবং কোথা থেকে কল করছে সমস্ত কিছু বের করতে পারে।
তো বন্ধুরা আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনারা মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা, নাম্বার দিয়ে পরিচয় বের করা apps গুলো কি কি ইত্যাদি বিশ্ব জানতে পারলেন।
ফোন নাম্বার দিয়ে পরিচয় জানা এই নিয়ে আজকের আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ।
01981162599
01402261043
01968042903
01616686664
মোবাইল নাম্বার দিয়ে কি জাতীয় পরিচয়পত্র বের করা যায়? যদি যায় তবে আমাকে জানাবেন প্লিজ। আমার মোবাইল নাম্বার 01711479048
01740011210
01749771457
Pabna
01827043190
+8801858661379