• No products in the cart.

Reply To: VirtualBox Softwares

#35331

Sohel Rana
Participant

 ভার্চুয়াল বক্স হচ্ছে এক ধরনের সফটওয়্যার। যার মাধ্যমে একাধিক অপারেটিং সিস্টেম রান করা যায়। কেননা অনেক সময় একটি অপারেটিং সিস্টেম চালানো অবস্থায় অন্য একটি অপারেটিং সিস্টেম প্রয়োজন হয় যার জন্য ভার্চুয়াল বক্স প্রয়োজন। আর ভার্চুয়াল বক্স  ভার্চুয়ালাইজেশনের সাথে সম্পৃক্ত। যা একে অপরের পরিপুরক। একটি ছাড়া অপরটি কাজ করবে না।

© Technial Bangla. All rights reserved. 2025