• No products in the cart.

৫ টি ফ্রি ওয়েব হোস্টিং কোম্পানি – (Free Web Hosting 2020)

বিশেষে কিছু বছর থেকেই, “ফ্রি ওয়েব হোস্টিং” বা “ফ্রি হোস্টিং” এর চাহিদা ব্লগ বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোস্ট করার চাহিদা, লোকেদের মধ্যে বেড়ে উঠেছে।

তবে, এই চাহিদা বেড়ে ওঠার কারণ অবশই রয়েছে। একটি “self hosted” ব্লগ বা ওয়েবসাইট ইন্টারনেটে চালিয়ে নিতে অনেক রকমের খরচ আমাদের করতেই হয়।

তাই, অনেক ক্ষেত্রে নিজের বাজেটের (budget) মধ্যে থাকার জন্য, আমরা যতটা সম্ভব ততটা খরচ বাঁচিয়ে চলতে হয়।

তাছাড়া, একটি ওয়ার্ডপ্রেস ব্লগ বা ওয়েবসাইট, নতুন অবস্থায় যখন থাকে তখন সেরকম কোনো “high quality web hosting” এর প্রয়োজন আমাদের হয়না।

প্রায় কয়েক মাস আমরা এই ধরণের ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিস ব্যবহার করে, অনেক পরিমানে খরচ বাঁচিয়ে নিতে পারবো।

তবে মনে রাখবেন,

যেকোনো ফ্রি হোস্টিং ওয়েবসাইট বা কোম্পানি, আপনাকে ভালো কোয়ালিটির হোস্টিং দিবে বলে কোনো জামিন (Guarantee) দেয়না।

ফ্রি হোস্টিং এর ক্ষেত্রে, “bandwidth, storage capacity, server speed, and up-times” এই সব ধরণের জিনিসের ওপরে সীমাবদ্ধতা অবশই থাকে।

ফলে, ইউজার দেড় মধ্যে, আপনার ওয়েবসাইটের একটি খারাপ পরিচয় বা অনুভব জায়গা করে নেয়।

তাই, যদি আপনি “professional blogging” করার উদ্দেশ্যে ব্লগ তৈরি করছেন বা একটি business website বানানোর কথা ভাবছেন, তাহলে এই ধরণের হোস্টিং কোম্পানি গুলি ব্যবহার না করার পরামর্শ আমি দেব।

কিন্তু, নিচে আমি যেগুলি free web hosting services বা websites এর ব্যাপারে বলবো, সেগুলি অনেকেই ব্যবহার করে ব্লগ ও ওয়েবসাইট তৈরি করেছেন।

এবং, এই ফ্রি ওয়েব হোস্টিং ওয়েবসাইট গুলি নিঃসন্দেহে আপনাকে ভালো কোয়ালিটির হোস্টিং অবশই দিবে।

২০২০ সেরা ফ্রি ওয়েব হোস্টিং কোম্পানির তালিকা 

মনে রাখবেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য ফ্রিতে হোস্টিং আপনারা বিভিন্ন জায়গার থেকে পেয়ে যাবেন।

ইন্টারনেটে “Free hosting for WordPress” লিখে সার্চ করলেই, আপনারা অনেক ওয়েবসাইট দেখতে পাবেন।

তবে, যা আমি আগেই বলেছি, সব হোস্টিং কোম্পানি আপনাদের ভালো কোয়ালিটির হোস্টিং কখনোই দেয়না।

তাই, নিচে আমি আপনাদের কিছু বিস্বাসী, ভালো কোয়ালিটির এবং ২০২০ এর সেরা হোস্টিং কোম্পানি ৭ টির ব্যাপারে বলবো যেগুলিতে, ফ্রি একাউন্ট তৈরি করে ওয়েবসাইট হোস্ট করতে পারবেন।

১. Hostinger.com

“Almost-Free” Hosting ($0.80/mo)

Hostinger আমাদের সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট হোস্ট করতে দেয়না যদিও, এর shared hosting plans আপনারা প্রায় ফ্রীতেই নিয়ে নিতে পারবেন।

প্রায় ১৫ বছর হোস্টিং ব্যবসাতে থাকার পর, প্রায় ২,৯০,০০০০০ এর client base তৈরি করার পর, এখন Hostinger সব থেকে সেরা এবং ভালো কোয়ালিটির ফ্রি হোস্টিং দেয়া কোম্পানি গুলির মধ্যে প্রথমেই রয়েছে।

তবে, সম্পূর্ণ ফ্রীতে হোস্টিং আপনাকে দেয়া হয়না যদিও, ১ ডলার থেকেও কম টাকা দিয়ে আপনারা অনেক কিছুই পেয়ে যাচ্ছেন।

হোস্টিং নিয়ে সবচে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে, “সার্ভার কতটা ফাস্ট”.

বা, আমাদের ব্লগ বা ওয়েবসাইটের লোডিং স্পিড কতটা হবে।

তাই, আপনাদের বলে দেই, hostinger এ হোস্ট করার পর আমরা গড় (average) ৩৫৫ms লোড টাইম আমাদের ওয়েবসাইটে পেয়েছি।

তাই, অবশই বলা যাবে যে hostinger আমাদের একটি ফাস্ট এবং ভালো কোয়ালিটির হোস্টিং সার্ভিস দেয়।

মাসে $0.80/mo টাকা দেয়ার পর আপনাদের দেয়া হবে –

  • একটি ওয়েবসাইট হোস্ট করা যাবে।
  • ১০ জিবি স্টোরেজ স্পেস।
  • Bandwidth দেয়া হবে ১০০ জিবি।
  • MySQL Databases ১ টি।
  • Email Accounts একটি।
  • 99.9% Uptime Guarantee (ওয়েবসাইট ডাউন হওয়ার সুযোগ অনেক কম ).
  • 24/7/365 Support.
  • Powerful Control Panel.
  • ফ্রি Sub-domains দেয়া হবে।

তাই, এতটা কম টাকা দিয়ে আপনাদের কত ভালো হোস্টিং দেয়া হচ্ছে।

একটি নতুন ব্লগ বা ওয়েবসাইট, যেখানে ট্রাফিক অনেক কম পরিমানে থাকে, সেখানে ১০ জিবি স্টোরেজ এবং Bandwidth ১০০ জিবি মানে অনেক বেশি।

কম দামে একটি ভালো ওয়েব হোস্টিং কোম্পানি হিসেবে আপনারা “Hostinger.com” অবশই ব্যবহার করতে পারবেন।

আপনারা যদি অনেক সস্তা হোস্টিং খুঁজছেন তাহলে Hostinger সব থেকে সেরা।

২. 000WebHost.com

Free $0/mo” but downtime issues.

একেবারেই বিনা মূল্যে কোনো টাকা না দিয়ে যদি হোস্টিং নেয়ার কথা ভাবছেন, তাহলে “000webhost.com” আপনার অনেক কাজে আসবে।

কোনো টাকা না দিয়েই আপনাকে “PHP, MySQL, cPanel সব টাই দেয়া হচ্ছে এবং সেটাও কোনো বিজ্ঞাপন ছাড়াই।

এখন, ফ্রীতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার বেশি ভাবতে হবেনা।

000webhost.com হলো hostinger এর একটি পার্টনার কোম্পানি এবং free hosting provider দেড় মধ্যে অনেক নাম করা।

হে, আমি জানি আপনারা কি ভাবছেন।

ফ্রিতে হোস্টিং দিচ্ছে বলে কি এর সার্ভার স্পিড ভালো হবে ?

হোস্টিং কোয়ালিটি কিরকম ?

তবে জেনে রাখুন, এই hosting provider ভালো এবং দ্রুত স্পিড দেয়ার জন্য অনেক প্রচলিত।

তাই, আপনার ব্লগ বা ওয়েবসাইটের লোডিং স্পিড ভালো ফাস্ট বা দ্রুত থাকবে।

তাছাড়া, হোস্টিং কোয়ালিটি ভালোই বলা যেতে পারে।

000webhost.com এর no ad-policy ফলে, আমরা অনেক সাফা (clean) এবং বন্ধুত্বপূর্ণ user experience পেয়ে যাই।

তবে, সত্যি কথা বললে, এই hosting provider থেকে hosting নেয়ার পর আমি অনেক বেশি পরিমানে downtime ফেস করেছি।

প্রত্যেক সপ্তায় আপনারা প্রায় টোটাল ১ ঘন্টার ডাউনটাইম (downtime) পাওয়ার সুযোগ রয়েছে এবং যার ফলে আপনার ব্লগ বা ওয়েবসাইট সেই সময় ধরে ডাউন (down) থাকবে।

তবে, সম্পূর্ণ ফ্রীতেই যখন হোস্টিং পেয়ে যাচ্ছেন, তখন এতটুকু তো অসুবিধে আপনাদের পেতেই হবে।  🙂

000webhost.com এর ফ্রি প্ল্যানে আপনারা পেয়ে যাবেন –

  • ফ্রি Sub-domain ব্যবহার করতে পারবেন।
  • Bandwidth ১০ জিবি দেয়া হবে।
  • Disk Space পাবেন 5GB.
  • ১ টি ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।
  • ভালো ওয়েবসাইট লোডিং স্পিড পাবেন।
  • Email Accounts দেয়া হবেনা।

যদি আপনি ফ্রীতে ভালো একটি হোস্টিং সার্ভিস খুঁজছেন, তাহলে 000webhost.com সেরা hosting provider হিসেবে অবশই প্রমাণিত হবে।

৩. InfinityFree.net

(Best unlimited hosting plan)

ওপরে ছবি দেখে আপনারা অবশই বুঝে গেছেন যে, প্রায় ৩ লক্ষ থেকেও বেশি লোকেরা “infinityfree.net” থেকে ফ্রি হোস্টিং ব্যবহার করছেন।

এই ওয়েবসাইট প্রায় ৮ থেকেও বেশি সময়ের থেকে ফ্রীতে ওয়েব হোস্টিং সার্ভিস দিয়ে এসেছে।

তাই, এতটা পুরোনো সার্ভিস হওয়ার জন্যই, হোস্টিং কোয়ালিটি এবং সার্ভার স্পিড নিয়ে আমাদের এতটা ভাবার দরকার পড়েনা।

যদি ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি করার জন্য একটি ফ্রি হোস্টিং সার্ভিস খুঁজছেন, তাহলে Infinityfree সব থেকে সেরা এবং ভালো কোয়ালিটির হোস্টিং আপনাদের দিবে।

এবং, সম্পূর্ণটাই বিনামূল্যে।

এই হোস্টিং কোম্পানির সবচে ভালো বিষয়টি হলো, “এখানে আপনাদের সম্পূর্ণ আনলিমিটেড ফিচারস” দেয়া হবে।

তাছাড়া, fastest web hosting এবং 99.9% server up-time আপনি এখানে পাবেন।

এছাড়া কিছু অন্যান্য features, এই হোস্টিং কোম্পানির –

  1. Free SSL certificate with all plans.
  2. Free Cloudflare CDN.
  3. Unlimited bandwidth এবং storage space.
  4. 10 email accounts.
  5. FTP account আপনাদের দেয়া হবে। 
  6. দ্রুত সার্ভার স্পিড। 
  7. Free sub domain দেয়া হবে। 

বিনা মূল্যে ভালো ওয়েব হোস্টিং পাওয়াটা কিন্তু অনেক কঠিন।

কিছু ক্ষেত্রে, হোস্টিং কোয়ালিটি ভালো থাকেনা এবং কিছু ক্ষেত্রে server down-time অনেক বেশি পরিমানে থাকে।

তাছাড়া, ফ্রি হোস্টিং এর ক্ষেত্রে আমাদের unlimited storage এবং bandwidth কখনোই দেয়া হয়না।

এই ক্ষেত্রে, Infinityfree তরফ থেকে আপনারা, ফ্রীতে একটি premium web hosting service এর মতোই হোস্টিং পেয়ে যাচ্ছেন।

৪. AwardSpace.com

(Trusted & good web hosting service for free)

এখানে আপনাদের free এবং premium দুটো ধরণের ওয়েব হোস্টিং প্রদান করা হয়।

ফ্রীতে নেয়া হোস্টিং এর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে যদিও একটি নতুন ব্লগ বা one page website এর জন্য যথেষ্ট।

এখানেও আপনারা প্রায় “৯৯% সার্ভার আপটাইম” পেয়ে যাবেন।

তাছাড়া, 100% ad-free hosting, 24/7 customer service এবংOne-click WordPress install এর সুবিধে আপনারা পাবেন।

তাই, ফ্রীতে বিনা মূল্যে নেয়া এই হোস্টিং এর কোয়ালিটি এবং সার্ভার স্পিড অনেক ভালো।

এবং, যেকোনো ধরণের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রীতে তৈরি করে নিতে পারবেন, এই ফ্রি হোস্টিং সার্ভিস ব্যবহার করে।

Awardspace এর free hosting account এ আপনারা পাবেন –

  1. ফ্রি sub-domain ব্যবহার করতে পারবেন।
  2. Bandwidth ৫ জিবি অব্দি পাবেন।
  3. Disk space দেয়া হবে ১ জিবি।  
  4. Live Chat 24/7 Support এর সুবিধে রয়েছে। 
  5. একটি একাউন্টে ম্যাক্সিমাম ৪ টি ওয়েবসাইট বানাতে পারবেন। 
  6. Email account দেয়া হবে ১ টি। 

Free hosting এর ক্ষেত্রে “Awardspace” অনেক ভালো নাম তৈরি করে নিয়েছে এবং এখানে আপনারা অবশই ভালো কোয়ালিটির হোস্টিং পেয়ে যাবেন।

৫. FreeHosting.com

(Best free web hosting for WordPress)

এখানে, নিজের ফ্রি হোস্টিং একাউন্ট তৈরি করে, আপনারা যেকোনো ধরণের একটি ওয়েবসাইট বা ব্লগ হোস্ট করতে পারবেন।

তবে, আপনার ফ্রি একাউন্ট চিরকাল ব্যবহার করতে পারবেন।

এটি একটি European company এবং বিনা মূল্যে ওয়েব হোস্টিং দেয়ার ক্ষেত্রে, দ্রুত ভাবে জনপ্রিয়তা লাভ করছে এই কোম্পানি।

এখানে একটি ফ্রি হোস্টিং একাউন্ট তৈরি করে, unmetered bandwidth পাওয়ার সাথে সাথে আমাদের দেয়া হচ্ছে –

  • 10 GB of disk space.
  • একটি email account.
  • একটি MySQL database.
  • ১০০% ফ্রি হোস্টিং চিরকাল।

FreeHosting.com অবশই একটি ভালো ফ্রি ওয়েব হোস্টিং প্রভাইডার।

এবং, একটি Personal WordPress Blog তৈরি করার জন্য, এই হোস্টিং সার্ভিস অবশই ব্যবহার করতে পারবেন।

তবে, যতটুকু আমি পেয়েছি, এখানে হোস্ট (host) করা ব্লগ বা ওয়েবসাইটের লোডিং স্পিড কিছু পরিমানে স্লো।

প্রায়, ২ সেকেন্ডের সময় নিয়ে নিবে আপনার ব্লগ লোড হতে।

কিছু ক্ষেত্রে, এর থেকেও বেশি সময় নেয়া দেখা গেছে।

এবং, server up-time এর দিক দিয়েও পরিনাম বিশেষ ভালো নয়।

মানে, প্রায় বেশির ভাগ সময় আপনার ওয়েবসাইট ডাউন (down) হয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি।

তাই, আপনি যদি professional blog তৈরি করার কথা ভাবছেন, তাহলে প্রথম ১ থেকে ২ মাস এই সার্ভিস ব্যবহার করতে পারবেন।

তবে, তারপর আপনার একটি ভালো premium web hosting service বেঁচে, নিজের ব্লগটি migrate করার পরামর্শ আমি দেব।

কেন আমি এই ধরণের ফ্রি ওয়েব হোস্টিং না নেয়ার পরামর্শ দিবো ?

ওপরে যেগুলি ফ্রি হোস্টিং সার্ভিস এর ব্যাপারে আমি বলেছি, সেগুলি নিঃসন্দেহে ভালো কোয়ালিটির হোস্টিং সার্ভিস বিনা মূল্যে আপনাদের দিবে।

তবে, তাদের মধ্যে বেশিরভাগ আপনাকে একটি “স্লো সার্ভার” এবং ব্যবহার করতে নাপাড়া পরিস্থিতিতে ওয়েবসাইট দেয়।

এবং, বেশির ভাগ সময় আপনার সার্ভার ডাউন থাকার সুযোগ অনেক বেশি থাকবে, এই ধরণের ফ্রি হোস্টিং প্লাটফর্ম এর ক্ষেত্রে।

তাছাড়া, আপনার নিজের হোস্টিং একাউন্টের ওপরে সেরকম অধিকার থাকেনা।

যার ফলে, আপনার সার্ভার বা ওয়েবসাইট, যেকোনো সময় ডিলিট করে দিতে বেশি সময় লাগবেনা।

তাই, আপনি যদি অনলাইন টাকা ইনকাম করার উদ্দেশ্যে ব্লগ তৈরি করার কথা ভাবছেন, তাহলে এই ধরণের ফ্রি হোস্টিং সার্ভিস, আপনাকে সফলতার দিকে কোনোদিন নিয়ে যেতে পারবেনা।

বিভিন্ন পরিস্থিতে, এই ধরণের low quality hosting, আপনার ব্লগিং ক্যারিয়ার এর জন্য অনেক খারাপ বলে প্রমাণিত হবে।

তাই, একটি ফ্রি হোস্টিং একাউন্ট তৈরি করে ব্লগিং করার পরামর্শ আমি কখনোই আপনাদের দিবোনা।

0 responses on "৫ টি ফ্রি ওয়েব হোস্টিং কোম্পানি – (Free Web Hosting 2020)"

Leave a Reply

top
Technical Bangla ©  All rights reserved.