• No products in the cart.

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন মডেল – (২০২৩)

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৩ – (Best Android mobile phones under 10,000):

বর্তমান সময়ে বেশিরভাগ লোকেরাই বাজেট-ফ্রেন্ডলি এন্ড্রয়েড স্মার্টফোন (android smartphone) কিনে নিতে পছন্দ করে। বর্তমানে অসংখ্য মোবাইল ব্র্যান্ড গুলো প্রায় সময়েই কম বাজেটের ভালো ভালো ফোন মার্কেটে নিয়ে আসছে। তাই, ২০২৩ সালে আপনি যদি দশ হাজার টাকার মধ্যে একটি ভালো এন্ড্রয়েড মোবাইল কেনার কথা ভাবছেন, তাহলে নিচে কিছু নতুন তবে বাজেট ফ্রেন্ডলি মডেল গুলোর কথা বলা হয়েছে।

দশ হাজার টাকার মধ্যে থাকা এই স্মার্টফোনের মডেল গুলোতেও আপনারা নতুন নতুন features এবং specification গুলো দেখতে পাবেন।

৮ থেকে ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন:

চলুন, তাহলে জেনে নেওয়া যাক, 8 থেকে 10 হাজার টাকার মধ্যে ভালো ফোন গুলোর সম্পর্কে।

১. POCO C55:
বাজারে POCO C55 মোবাইলের দাম প্রায় Rs. 8,499/- টাকা। পোকোর এই দশ হাজার টাকার মধ্যে থাকা মডেলে আপনারা 4GB / 6GB RAM এবং 64GB / 128GB, দুটো ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন।

এই মডেলের সব থেকে আকর্ষণীয় বিষয়টি হলো, বাজেটের মধ্যে থেকেই আপনারা পেয়ে যাচ্ছেন 50 MP + 2 MP ডুয়াল প্রাইমারি ক্যামেরা এবং 5 MP ফ্রন্ট ক্যামেরা।
মোবাইলের প্রসেসর হিসেবে থাকছে Octa core, MediaTek Helio G85 এবং 5,000mAh দমদার ব্যাটারি। ভালো গেমিং এক্সপেরিয়েন্স এর জন্যে GPU হিসেবে এখানে দেওয়া হয়েছে, Arm Mali-G52 MC2 (at 1 GHz).

ফিচার:

–17.04 cm (6.71 inch) HD+ Display

– 50MP Rear Camera | 5MP Front Camera

– 5000 mAh Battery

– 4G, 3G, Wi-Fi, EDGE, GPRS

২. Realme C55:

বাজারে realme C55 মোবাইলের 4 GB, 6 GB এবং 8 GB-র আলাদা আলাদা RAM সহ ৩টি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। তবে, স্টোরেজ অপসন থাকছে 64 GB এবং 128 GB, এখানে 4 GB/ 64 GB মডেলটি আপনারা ১০ থেকে ১১ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।

মোবাইলে HD সিনেমা দেখতে পছন্দ করেন ? চিন্তা নেই, কেননা এখানে পাচ্ছেন 17.07 cm (6.72 inch) Full HD+ Display এবং 5000 mAh ব্যাটারী।
প্রসেসর এর ক্ষেত্রে দেওয়া হয়েছে Helio G88 Processor এবং GPU থাকছে Mali-G52, আপনার গেমিং অভিজ্ঞতা ভালোই হবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে লেটেস্ট Android 13 এবং প্রাইমারি 64MP + 2MP এবং 8MP ফ্রন্ট ক্যামেরা।

৩. Realme C33:

যদি আপনার বাজেট অনেক কম এবং ২০২৩ সালে কম বাজেটের একটি ভালো স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে realme C33 একটি অনেক ভালো অপসন।

কেননা এখানে পাচ্ছেন HD+ resolution-এর সাথে 6.2-inch LCD screen এবং দুর্দান্ত 5,000mAh ব্যাটারী। ব্যাটারির ক্ষেত্রে আপনি পাবেন 10W charging এর সুবিধা।

অপারেটিং সিস্টেম হিসেবে এখানে থাকছে Android 12 এর সাথে Realme UI S Edition. এখানে আপনারা 3 GB এবং 4 GB-র দুটো আলাদা আলাদা মডেল ভ্যারিয়েন্ট পাবেন।

দেওয়া হয়েছে 32 GB/64 GB-র ইন্টারনাল স্টোরেজ। মোবাইলে হাই কোয়ালিটি গেমিং এর জন্য আপনারা পাচ্ছেন ARM Mali G57 GPU এবং প্রসেসর দেওয়া হয়েছে Octa Core Unisoc T612.

অনলাইন এবং অফলাইন মার্কেটে এই নতুন মোবাইলের মডেল আপনারা প্রায় ৮ থেকে ১০ হাজারের মধ্যে পেয়ে যাবেন।

৪. Tecno Pop 5 Pro:

Infinix HOT 30i, ইনফিনিক্স এর তরফ থেকে একটি অনেক ভালো ও নতুন একটি স্মার্টফোন। বাজেট সেগমেন্ট এর মধ্যে এটাও একটি অনেক দারুন স্মার্টফোন।

প্রায় ৮ থেকে ৯ হাজার টাকার মধ্যে এর 4 GB/ 64 GB মডেলটি বাজারে পেয়ে যাবেন।

আর যদি এর 8 GB/128 GB টপ মডেলটি কিনবেন বলে ভাবছেন তাহলেও আপনি অনলাইন মার্কেটে ৯ থেকে ১০ হাজারের মধ্যে পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 12 এবং থাকছে 4G LTE, GSM, WCDMA নেটওয়ার্ক সাপোর্ট।

ফীচার:

8 GB RAM | 128 GB ROM
16.76 cm (6.6 inch) HD+ Display
50MP + AI Lens | 5MP Front Camera
5000 mAh Battery
G37 Processor

৫. Motorola Moto G31

যখন কথা হচ্ছে বাজেট এর মধ্যে থেকে একটি ভালো মোবাইল কেনার, তখন মটোরোলার তরফ থেকেও রয়েছে সেরা স্মার্টফোনের মডেল গুলো।

Motorola Moto G31, আপনারা অনলাইনে প্রায় ৯ থেকে ১০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। থাকছে 4 GB RAM এবং 64 GB ROM সাথে 16.26 cm (6.4 inch) Full HD+ Display।
ক্যামেরা নিয়ে কথা বললে, বাজেট স্মার্টফোন হলেও এখানে পেয়ে যাবেন 50MP + 8MP + 2MP ব্যাক ক্যামেরা এবং 13MP ফ্রন্ট ক্যামেরা সেটআপ।

এছাড়া, দীর্ঘ সময় পর্যন্ত মোবাইল ব্যবহার করার জন্যে থাকছে 5000 mAh একটি অনেক শক্তিশালী ব্যাটারী। প্রসেসর হিসেবে থাকছে Mediatek Helio G85 এবং ARM Mali-G52 MC2 GPU.

৬. REDMI 8A Dual

REDMI 8A Dual, আপনারা অনলাইন বাজারে ৭ থেকে ৮ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। রেডিমির এই বাজেট ফ্রেন্ডলি মোবাইলের মডেলে থাকছে 2 GB RAM এবং 32 GB ROM.

15.8 cm (6.22 inch) HD+ IPS ডিসপ্লে এবং 5000 mAh Lithium ব্যাটারী এই মডেলটিকে অধিক আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া, প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 439 এবং অপারেটিং সিস্টেম Android Pie 9.

প্রাইমারি ক্যামেরা হিসেবে পাবেন ডুয়াল 13MP + 2MP এবং ফ্রন্ট 8MP ক্যামেরা। মডেলটিতে ৫জি সাপোর্ট নেই যদিও 4G VOLTE, 4G, 3G, 2G-এর নেটওয়ার্ক সাপোর্ট পেয়ে যাবেন।

৭. MOTOROLA e13

আপনি যদি 8 থেকে 10 হাজার টাকার মধ্যে ভালো ফোন খুঁজছেন, তাহলে MOTOROLA e13 অবশই একটি ভালো অপসন। ২০২৩ সালে লঞ্চ হওয়া মটোরোলার এই নতুন মডেলে পাচ্ছেন 4 GB RAM এবং 64 GB ROM, সাথে থাকছে 5000 mAh দমদার ব্যাটারী।

মোবাইলের সাথে আপনাকে দেওয়া হবে Handset, 10W Charger, USB Type-C Cable ইত্যাদি। HD+ IPS LCD Display সহ এই মডেলের স্ক্রিন সাইজ হচ্ছে 16.51 cm (6.5 inch) এবং অপারেটিং সিস্টেম দেওয়া থাকছে Android 13 (Go Edition).

মোবাইলের মধ্যে প্রসেসর হিসেবে দেওয়া রয়েছে Octa Core Unisoc T606 এবং 4G LTE, UMTS, GSM বেতবরক সাপোর্ট। এই বাজেট স্মার্টফোনে গেমিং করতে চাইলে সেক্ষেত্রেও চিন্তা নেই। কারণ, এখানে রয়েছে ARM Mali-G57 MP1.

শেষে, ব্যাক ক্যামেরা হিসেবে মোবাইলে থাকছে 13MP ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা সেটআপ।

পরিশেষে:
উপরের বলা সব কটি স্মার্টফোনের মডেল গুলোর সময় অনুসারে দাম কমতে-বাড়তে পারে। আর, এই প্রতিটি মোবাইলের ক্ষেত্রেই আপনি সঠিক ইন্টারনেট যোগাযোগ, ব্লুটুথ, ইউএসবি কেবল ও অন্যান্য বেসিক ফিচারগুলো এমনিতেই পেয়ে যাবেন।

বাকিটা নির্ভর করছে, আপনার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও বাজেটের উপর। তাই, হ্যাপি শপিং!

আমাদের আজকের ১০ হাজারের মধ্যে সেরা বাজেট এন্ড্রয়েড মোবাইল (best new android mobile list under 10,000) নিয়ে লেখা আর্টিকেলটি এখানেই শেষ হল। লেখাটি পছন্দ হলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন।

0 responses on "১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন মডেল – (২০২৩)"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025