• No products in the cart.

স্মার্টওয়াচ কি ? স্মার্টওয়াচ ব্যবহারের সুবিধা

ঘড়ি ও মোবাইল আমরা সবাই ব্যবহার করি । আর যদি ঘড়ি ও মোবাইল একটি ডিভাইস এর মধ্যেই কানেক্টেড থাকে তখন তাকে মোবাইল ঘড়ি বা স্মার্টওয়াচ বলা হয় । স্মার্টওয়াচ হল এমন একটা জিনিস যা আমাদেরকে আরও স্টান্ডার্ড করে তুলেছে । একটি ঘড়ির মধ্যে মোবাইল ফোনের যাবতীয় ফিচার যুক্ত করার মাধ্যমে সেটাকে আরো ইউনিক ও আকর্ষণীয় করে তোলা হয়েছে । এর মাধ্যমে সময় দেখা ছাড়াও অনেক ধরনের কাজ করে নেয়া যায় । এটির প্রতিটি মডেলের সাথে বিভিন্ন ফাংশন রয়েছে, যা ব্যবহারকারীকে নতুন এবং আর্কষণীয় কিছু সার্ভিস প্রদান করে । এক কথায়, স্মার্টওয়াচ বা মোবাইল ঘড়ি একটি পরিধানযোগ্য বা পোর্টেবল ছোট কম্পিউটার বলা যায় । আজকের আর্টিকেলে আমরা স্মার্টওয়াচ ব্যবহারের সুবিধা সম্পর্কে জানব ।

এবার আমরা জানবো এই মোবাইল ঘড়ির ব্যবহার সম্পর্কে ।

মোবাইল ঘড়ি বা স্মার্টওয়াচের ব্যবহার

এভারেজ স্মার্টওয়াচ মৌলিক কাজগুলি সম্পাদন করে থাকে । প্রতিটি স্মার্ট ওয়াচ বা মোবাইল ঘড়িতে থাকে স্মার্ট কম্পিউটিং সিস্টেম । এই সিস্টেমের ফলে এই ডিভাইস গুলো অটোমেটিকভাবে তথ্য গ্রহণ ও বিশ্লেষণ করে এবং ফলাফল জানিয়ে থাকে ।

  • এর মাধ্যমে যেকোনো সময় গান শোনা যায় ।
  • সেই সাথে এতে রয়েছে থার্মোমিটার,ক্যালকুলেটর ও কম্পাসের সুবিধাও। ইন্টারনেট সংযোগ থাকলে এই ফিচার গুলো ব্যবহার করা যাবে ।
  • মোবাইল ঘড়ি ব্যবহার করার জন্য এটি নিজের স্মার্টফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে নিতে হবে । মোবাইল ফোনের সাথে সংযুক্ত হওয়ার পর এর মাধ্যমে সকল ইনকামিং কল ,মেসেজ ইত্যাদি তথ্য চেক করে নিতে পারবেন ।
  • এর মাধ্যমে জিপিএস ট্র্যাকিং ও করা যাবে ।
  • যদিও এটি একটি ঘড়ি ,তাই এর প্রাথমিক কাজ সময় দেখানো। তবে এই সংশ্লিষ্ট আরো অনেক কাজ করে থাকে এই মোবাইল ঘড়ি গুলো ।
  • অ্যালার্ম, স্টপওয়াচ, টাইমার ইত্যাদির কাজও করে থাকে এটি ।
  • আপনার সোশ্যাল মিডিয়া ও অন্যান্য অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচের মাধ্যমেই।
  • ফিটনেস ট্র্যাকিংয়ের কাজও করে স্মার্টওয়াচ । তাৎক্ষণিকভাবে ব্লাড প্রেসার,হার্টবিট রেট মেপে দিতে পারে এই স্মার্টওয়াচ।
  • যারা দীর্ঘ সময় ধরে কাজ করেন তাদেরকে এই ঘড়ি হাতে ভাইব্রেট করে জানিয়ে দিবে, আপানার এখন উঠে দাড়াতে হবে কিংবা পানি পান করতে হবে ইত্যাদি ।
  • ওরমোবাইল ঘড়িতে বিভিন্ন রকমের ফিটনেস ট্র্যাকার লাগানো থাকে, যেমন–
  1. পেডোমিটার
  2. হার্ট-রেট মনিটর
  3. ব্লাড প্রেসার মনিটর
  4. স্লীপ মনিটর
  5. ফিজিক্যাল এক্টিভিটি ট্র্যাকার

মোবাইল ঘড়ি বা স্মার্টওয়াচ ব্যবহারের সুবিধা

স্মার্টওয়াচ একটি স্ট্যান্ডার্ড ঘড়ির তুলনায় অনেক বেশি সুবিধা বয়ে আনে। স্মার্টওয়াচ স্মার্টফোনের মত একই সুবিধা সরবরাহ করে। নিজের হাতে পড়ে এই স্মার্ট ওয়াচটি ব্যবহার করা যায়,যা অনেক সুবিধাজনক। এর আরো কিছু সুবিধা রয়েছে। এ বিষয়ে আলোচনা করা হলো:

  • স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ । ব্লাড প্রেসার, হার্টবিট,ক্যালরি বার্ণ ইত্যাদির তথ্য প্রদানের মাধ্যমে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
  • এটি ফিজিক্যাল এক্টিভিটি ট্র্যাকার হিসেবে ভালো কাজ করে । কারণ এতে জিপিএস ট্র্যাকিং সুবিধা রয়েছে ।
  • কোনো ভীরের মধ্যে থাকাকালীন ফোন আসলে তা স্মার্টওয়াচের মাধ্যমেই রিসিভ করা যাবে । যা আপনার মোবাইল ফোনের নিরাপত্তা নিশ্চিত করে ।
  • ফিচারের তুলনায় স্মার্ট ওয়াচের দাম কম,তাই সবাই তাদের সুবিধামত কিনে নিতে পারবে ।৩ হাজার বাজেটে চাইলেই বেশ ভালো মানের একটি স্মার্টওয়াচ কিনতে পাওয়া যায় ।
  • একটি স্মার্টওয়াচ সর্বদা ইন্টারনেট অ্যাক্সেস করে । এগুলি সর্বদা আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে ।
  • স্মার্ট ওয়াচ দ্রুত জিপিএস সংকেত পায়, যা আপনাকে বর্তমান অবস্থানটি দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে ।
  • শুধু একটা সিম থাকলেই আপনি স্মার্টওয়াচটিকে একটি ফোন বানিয়ে নিতে পারবেন । এতে যারা মোবাইলফোন আসক্তি কমাতে চান, তাদের সুবিধা হবে ।
  • আজকাল এসব মোবাইল ঘড়িতে স্লিপ মনিটর থাকে । ফলে আপনি কতটুকু সময় ঘুমে ব্যয় করেছেন, তা ঠিকই জানতে পারবেন। কোনোদিন ঘুমের ব্যত্যয় হলে আপনার ঘড়িই জানিয়ে দেবে আপনাকে।
  • আপনার ফোন হারিয়ে গেলে ফোনের সঙ্গে স্মার্টওয়াচ সংযুক্ত থাকলে ‘Find My Phone’ ফিচারের মাধ্যমে কয়েক সেকেন্ডেই খুঁজে বের করতে পারবেন আপনার মোবাইল ফোন ।
  • আপডেট মডেলের মোবাইল ঘড়িতে ইমারজেন্সি কল এবং ফল ডিটেকশন ফাংশন থাকে, যার মাধ্যমে আপনি কোথাও বিপদে পড়লে আপনার আত্মীয় স্বজনরা যেনো সাথে সাথে খবর পান ।
  • অনেক স্মার্টওয়াচে স্পোর্ট অ্যাপ, উবার, হোয়াটসঅ্যাপ কাস্টমাইজড করা থাকে । ফলে নতুন করে এগুলো ডাউনলোড করতে হয় না ।
  • স্মার্টফোনের সাথে সংযুক্ত করলেই এই ঘড়ি হ্যান্ডস-ফ্রি কল করার সুবিধে দিয়ে থাকে ।
  • স্মার্ট ওয়াচ একটি স্বয়ং সম্পূর্ণ গ্যাজেট অর্থাৎ এই একটি যন্ত্র আপনার শরীরের খেয়াল রাখা থেকে শুরু করে বাইরের জগতের সাথে যোগাযোগসহ সমস্ত কিছুর ক্ষেত্রেই আপনাকে সহায়তা করে ।

মোবাইল ঘড়ি বা স্মার্টওয়াচ এর দাম নির্ভর করে ব্র্যান্ড মডেল ও ফিচারের উপরের । যে সকল স্মার্ট ওয়াচের মধ্যে যত বেশি আধুনিক ফিচার থাকে ঘড়ির দাম ততবেশি হয় । সবচেয়ে কম দামে ভালো মানের স্মার্ট ওয়াচ কিনতে পারবেন বিডিস্টল ডট কম থেকে।

আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান ।

0 responses on "স্মার্টওয়াচ কি ? স্মার্টওয়াচ ব্যবহারের সুবিধা"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025