• No products in the cart.

শাওমি ফোনে দ্রুত কাজ করতে ব্যবহার করুন কুইক বল ফিচার

চায়না মালিকানাধীন শাওমি ফোন স্বল্প বাজেটের মধ্যে ব্যবহারকারীকে দারুন অভিজ্ঞতা প্রদান করে থাকে। শাওমি তাদের ইউজার ইন্টারফেস হিসেবে MIUI ব্যবহার করে থাকে যেটি তাদের নিজেদের তৈরি করা। শাওমি তাদের ব্যবহারকারীদের ইউজার ইন্টারফেস কাস্টমাইজ করে ব্যবহার করার সুবিধা দিয়ে থাকে। এছাড়াও শাওমিফোন গুলোতে কুইক বল নামক একটি টাচ এসিস্ট্যান্ট থাকে। আজকের এই আর্টিকেলে আমরা শাওমি ফোনের এই কুইক বল টাচ এসিস্ট্যান্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিবো।

কুইক বল হলো একটি টাচ এসিস্ট্যান্ট ফিচার যেটিতে পাঁচটি আলাদা কম্বিনেশনের শর্টকাট ব্যবহার করা হয়েছে। যার ফলে ফাংশনগুলো দ্রুত চালু করা থেকে শুরু করে কাজ করা অনেকাংশে সহজ হয়ে যাবে। ব্যবহারকারীরা তাদের পছন্দমতো এটিকে কাস্টমাইজও করে নিতে পারবে। কুইক বলের প্রধান কাজ হলো ব্যবহারকারীরা যেসকল অ্যাপ প্রতিনিয়ত ব্যবহার করে সেগুলোতে দ্রুত এবং সহজ উপায়ে ব্যবহারকারীকে এক্সেস প্রদান করা। কুইক বল স্ক্রিনের যে কোনো জায়গায় রেখে ব্যবহার করা যাবে। এমনকি স্ক্রিন লক থাকা অবস্থায়ও কুইক বলে এক্সেস করা যাবে।

যেসকল ব্যবহারকারী এক অ্যাপ থেকে অন্য অ্যাপে খুব দ্রুত সুইচ করে থাকেন তাদের জন্য শাওমির এই কুইক বল ফিচারটি অনেক বেশি সুবিধা প্রদান করে। কুইক বলটি স্ক্রিনে একটি ভাসমান বাবলের মতো থাকে। MIUI 8 থেকে MIUI 13 পর্যন্ত কুইক বল ফিচারটি ব্যবহার করা যায়। কুইক বলে যে পাঁচটি শর্টকাট রয়েছে সেগুলোতে ব্যবহারকারী নিজের ইচ্ছা মতো যেকোনো একশন যেমন হোম স্ক্রিনে ফিরে যাওয়া, সাইলেন্ট মোডে চলে যাওয়া কিংবা স্ক্রিনশট নেওয়ার মতো প্রয়োজনীয় একশন নির্বাচন করতে পারবেন।

কুইক বল ফিচার কিভাবে চালু করবেন?

কুইক বল ফিচার চালু করার জন্য আপনার শাওমি ফোন থেকে নিম্নলিখিত পদক্ষেপ গুলো গ্রহন করুন-

  • শাওমি অ্যাপ ড্রয়্যার থেকে সেটিংস অ্যাপটি ওপেন করুন।
  • এবার সেটিংস এ থাকা এডিশনাল সেটিংস অপশনটি নির্বাচন করুন।
  • এডিশনাল সেটিংস এ প্রবেশ করার পরে সেখানে কুইক বল ফিচারটি দেখতে পাবেন।
  • শুধুমাত্র ক্লিক এবং ট্যাপ করেই আপনি কুইক বল ফিচারটি চালু করতে পারেন।

কুইক বলের শর্টকাট সেটিংস কিভাবে নির্ধারণ করবেন?

শাওমি ফোনে কুইক বল ব্যবহার করে সর্বোচ্চ অভিজ্ঞতা গ্রহনের জন্য কুইক বলের শর্টকাট সেটিংস নির্ধারণ করা খুব জরুরি। নিম্ন লিখিত উপায়ে আপনি কুইক বলের শর্টকাট সেটিংস নির্ধারণ করতে পারেন-

  • আপনি যখন কুইক বল চালু করবেন তখন আপনি এর নিচের দিকে “সিলেক্ট শর্টাকার্টস” অপশনটি পেয়ে যাবেন।
  • সেখানে ট্যাপ করার পরে আপনি ৫ টি আলাদা ডিফল্ট শর্টকাট অপশন পেয়ে যাবেন।
  • আপনি চাইলে ওই একই শর্টকাট অপশনগুলোই রাখতে পারেন অথবা আপনার মন মতো যেকোনো কিছু সেখানে রাখতে পারেন।
  • যেকোনো অ্যাপ যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম ইত্যাদি রাখার জন্য সিলেক্ট শর্টকাট অপশন থেকে অ্যাপস অপশন নির্বাচন করুন।
  • এবার এখান থেকে আপনার পছন্দ কিংবা ব্যবহার অনুযায়ী আপনি যেকোনো অ্যাপস নির্বাচন করতে পারেন।

কুইক বলের জন্য পছন্দনীয় জেশ্চার কিভাবে নির্বাচন করবো?

শাওমির কুইক বলের জন্য চাইলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ মতো একটি জেশ্চার নির্বাচন করে নিতে পারবে। এজন্য করনীয় হলো-

  • কুইক বল ফিচারটি চালু করার পরে নিচের দিকে প্রেফারড জেশ্চার অপশনটি চালু করুন।
  • আপনি চাইলে সোয়াইপ বা ট্যাপ যেকোনো একটি জেশ্চার ব্যবহার করতে পারেন।
  • এটির ফলে আপনি কিভাবে দ্রুততম উপায়ে কুইক বল ব্যবহার করছেন সেটি নির্বাচন করা সম্ভব।

এছাড়াও আপনি আপনার স্ক্রিন লক থাকা অবস্থাতেও কুইক বল ফিচারটি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে শুধু মাত্র শো অন লকস্ক্রিন অপশনটি চালু করলেই আপনি স্ক্রিন লক অবস্থাতেও কুইক বল ফিচার ব্যবহার করতে পারবেন।

আপনি যদি শাওমি ব্যবহারকারী হয়ে থাকেন আর কিছু অ্যাপ বা একশন প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন তাহলে কুইক বল ফিচার চালু করে আপনার কাজ আরো সহজ করে নিতে পারেন। শাওমির কুইক বল সম্পর্কিত আমাদের এই আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারবেন। প্রযুক্তি ভিত্তিক সকল প্রকার নতুন নতুন তথ্য এবং টিপস পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

0 responses on "শাওমি ফোনে দ্রুত কাজ করতে ব্যবহার করুন কুইক বল ফিচার"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025