• No products in the cart.

রকেট হেল্পলাইন নাম্বার | rocket helpline number

রকেট হেল্পলাইন নাম্বার (Rocket Helpdesk/Customer Care Number) হলো:

16247

এই নাম্বারে আপনি রকেট (Rocket) সম্পর্কিত যে কোনো সমস্যা বা সেবা সম্পর্কে সাহায্য পেতে পারেন।

এছাড়া, রকেট ইউএসএসডি কোড বা রকেট অ্যাপ থেকেও অনেক ধরনের সেবা পাওয়া যায়, যেমনঃ

  • রকেট ব্যালান্স চেক
  • ট্রান্সফার ফান্ড
  • টাকা পেমেন্ট
  • মোবাইল রিচার্জ ইত্যাদি।

যদি আপনার রকেট সম্পর্কিত কোন কাস্টমার সার্ভিস প্রয়োজন হয়, তাহলে এই নাম্বারে কল করে সাহায্য নিতে পারেন।

0 responses on "রকেট হেল্পলাইন নাম্বার | rocket helpline number"

Leave a Reply

top
© Technial Bangla. All rights reserved. 2025
Technical Bangla