আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ট্রিকবিডিতে প্রতিদিন ভিজিট করতে আসলেও আগের মতো আর পোস্ট লিখা হয়ে ওঠে না। সময় আর ব্যস্ততা দিন দিন ঘিরে ধরেছে সবাইকে। শখের বসে আজকে হঠাৎ লিখতে বসে পড়লাম।
হঠাৎ করে মাথায় এমন এক চিন্তা আসলো যে, প্রতিদিন কত রকমের সাইট ভিজিট করি, কত সুন্দর সুন্দর Demo, Bloggers Template, Theme. কিন্তু আমি WordPress ইউজার। আমার কপালে এমন Theme বা Template নাই মনে হয়। তাই ঘাটতে ঘাটতে এমন রেসিপি বের করলাম, যা দিয়ে যেকোন Demo,Bloggers Template, অন্যকোন Website এর থিম কে WordPress Theme এ কনভার্ট করতে পারবেন। বিষয় টা আসলেই অনেক মজার। ব্যাপারটা একেবারে সহজও নয়, আবার কঠিনও নয়।
Plus UI সম্পর্কে কারা জানেন না? আমরা যারা জানি তারা সবাই Blogger ব্যবহারকারী। হঠাৎ একদিন যখন এর ফিচার সম্পর্কে জানতে পারলাম। অনেক আফসোস করলাম কেন এমন Theme WordPress এ নেই। অনেক খোজাখুজিও করলাম। কিন্তু পেলাম না। পাবোই বা কি করে?? এখন অবধি কেউ Plus UI কে WordPress Theme এ ডেভেলপমেন্ট করে নি।
তাই আমি চেষ্টা করতে থাকলাম কিভাবে Plus UI কে WordPress Theme কনভার্ট করা যায়। এবং আমি সফলও।
Visit Demo
অনেক তো কথা হলো, এখন দেখা যাক কিভাবে যেকোন Website, Demo, Blogger Template, কে WordPress Theme এ কনভার্ট করবো।
যা যা লাগবে!
1. Device: Mobile বা PC
2. Underscore Theme টেম্পলেট
3. Html ও Css সম্পর্কে ধারণা
4. Js এর বেসিক ধারণা
5. WordPress Php কোডিং সম্পর্কে ধারণা
6. কিছু প্রিমিয়াম টুলস
আগেই বলে রাখা ভালো, সম্পূর্ণ বিষয়টা আপনার দক্ষতা বা Skill এর উপর নির্ভর করবে।
প্রথমেই আপনার কাজ হলো Underscore থেকে এটি বেসিক WordPress Theme বানানো। আপনার পছন্দের নাম দিয়ে তারপর Theme build করে ডাউনলোড করে নিন।
এখন ফাইলটি Unzip করে নিন Main storage এ। যাতে সহজেই কোড গুলো Edit করতে পারেন।
এখন আপনার কাজ হলো আপনার পছন্দের Code Editor দিয়ে কোড Edit করা।
প্রথমে আপনার যা দরকার তা হলো আপনার টারগেট থিমের Stylesheet.css. নিচের লিংক থেকে কপি করুন।
তারপর একে একে কাজ করবো Header, Footer,sidebar, index post নিয়ে
অনেক লিখালিখি আর কোডের ঝামেলা থাকার কারণে 2nd Part এ দিতে চাচ্ছি। নাহলে এলোমেলো বাধিয়ে ফেলবেন
ধন্যবাদ।
0 responses on "যেকোন Demo, Website, Blogger Template কে WordPress Theme হিসাবে কনভার্ট করুন। Hack Mathod"