• No products in the cart.

মোবাইল থেকে টুইটার একাউন্ট খোলার নিয়ম – (step by step)

কিভাবে টুইটার একাউন্ট খুলতে হয় ? এই প্রশ্নটি গুগল সার্চে প্রচুর সার্চ লকরা হচ্ছে।

এতে বোঝা যাচ্ছে যে, প্রচুর সংখ্যক লোকেরা বর্তমানে টুইটার (twitter) নিয়ে অনেক উৎসুক।

এমনিতে, আমি আমার আগের আর্টিকেলে “টুইটার কি“এবং এর সাথে জড়িত সম্পূর্ণ তথ্য আপনাদের দিয়েছি।

আর তাই, একটি মোবাইলের মাধ্যমে টুইটার একাউন্ট খোলার নিয়ম কি, কেবল সেটাই আজকের এই আর্টিকেলে আমি বলবো।

Twitter হলো অনেক জনপ্রিয় social media website যাকে আমরা “Facebook” হিসেবে চিনি, এর মতোই একটি online “social networking service“.

তবে, Facebook বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট গুলোর তুলনায়, টুইটার কিছুটা আলাদা।

তবে যদি আপনারা “ফেসবুক কি” এবং “নতুন ফেসবুক আইডি খোলার নিয়ম কি“, এই বিষয়ে জেনে নিতে চাচ্ছেন, তাহলে সেটাও আগেই আমি আপনাদের বলেছি।

ফেসবুকের মতোই, টুইটার (twitter) ব্যবহার করেও আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় বসবাস করা লোকেদের সাথে সংযুক্ত হতে পারি।

তাছাড়া, বিশ্বের যতসব বিখ্যাত লোকেরা রয়েছেন যেমন, বিখ্যাত অভিনেতা, অভিনেত্রী, রাজনীতিজ্ঞ, সমাজকর্মী, সেলেব্রিটি ইত্যাদি প্রত্যেকের একটি টুইটার একাউন্ট (twitter account) রয়েছে।

এবং, আপনি নিজের একটি টুইটার একাউন্ট তৈরি করে, এই প্রত্যেক বিখ্যাত লোকেদের সাথে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হতে পারবেন।

এর বাইরেও, একটি টুইটার একাউন্ট খুলে আপনি আপনার মনের ধারণা, ভাব, বিচার-বিবেচনা এবং অভিজ্ঞতা গুলো অন্যান্য লোকেদের সাথে শেয়ার (share) করতে পারবেন।

তাহলে চলুন, নিচে আমরা জেনেনেই “কিভাবে টুইটার একাউন্ট খুলতে হয়”.

টুইটার একাউন্ট কেন খুলবেন ? কি লাভ হবে

আপনি হয়তো ভাবছেন, আমি আর্টিকেলটি অল্প বেশি বড় করে দিচ্ছি।

তবে, Twitter account খোলার নিয়মটি জানার আগে, টুইটার ব্যবহারের উপকারিতা বা সুফল গুলো কি, চলুন সেগুলো অল্প জেনেনেই।

একটি সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করার এমনিতে কিছু লাভ অবশই থাকছে।

আর তাই, টুইটার ব্যবহার করার ক্ষেত্রেও কিছু লাভ আপনার অবশই হবে।

টুইটার ব্যবহারের উপকারিতা

  • যদি আপনি একজন ব্যবসায়ী বা আপনার কোনো website, brand, product, service রয়েছে, তাহলে অনেক সহজেই টুইটার এর মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গায় সেটাকে প্রচার করতে পারবেন।
  • একটি সাধারণ টুইট (tweet) এর মাধ্যমে, নিজের বিচার-বিবেচনা, ভাব, মনের কথা বা জ্ঞান লক্ষ্য লক্ষ্য লোকেদের সাথে শেয়ার (share) করতে পারবেন।
  • বিশ্বের বিভিন্ন বিখ্যাত লোকেদের সাথে সংযুক্ত হয়ে থাকতে পারবেন।
  • নতুন নতুন twitter user এর সাথে বন্ধুত্ব করতে পারবেন ও direct message (DM) এর মাধ্যমে কথা বলতে পারবেন।
  • দেশ বিদেশের বিভিন্ন সদ্যপ্রাপ্ত সংবাদ (breaking news) গুলো, অনেক তাড়াতাড়ি tweets এর মাধ্যমে জেনেনিতে পারবেন।
  • Twitter paid marketing করে, অনেক সহজেই লক্ষ লক্ষ লক্ষবস্তু গ্রাহকের কাছে, নিজের ব্যবসা গুলো মার্কেটিং করতে পারবেন।
  • নিজেকে বর্তমান সময়ে up to date রাখার জন্য।

এছাড়াও, টুইটার ব্যবহারের লাভ ও উপকারিতা প্রচুর রয়েছে।

মোবাইলে টুইটার একাউন্ট খোলার নিয়ম কি ?

একটি মোবাইলের মাধ্যমে twitter account তৈরি করার নিয়ম অনেক সহজ ও সোজা।

তবে, নতুন টুইটার একাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন হবে,

  • একটি ইমেইল আইডি (বা)
  • নিজের একটি মোবাইল নম্বর
  • একটি স্মার্টফোন (smartphone)
  • ইন্টারনেট কানেক্শন

ওপরে বলা জিনিস গুলো যদি আপনার কাছে রয়েছে, তাহলে আপনি নিজের মোবাইল থেকে একটি নতুন টুইটার আইডি খুলতে পারবেন।

চলুন নিচে, “twitter account opening” এর স্টেপ গুলো জেনেনেই।

How to create a new twitter account using mobile ?

তাহলে চলুন, টুইটারে আপনার একটি নতুন একাউন্ট বানিয়ে নেওয়া যাক।

প্রথমেই, আপনারা নিজের মোবাইল ফোনে একটি ভালো “web browser” ওপেন করে নিন।

আমি পরামর্শ দিবো, “Google chrome app” ব্যবহার করার।

Step 1. Go to twitter website

সব থেকে আগেই, আপনার যেতে হবে “twitter এর website” এ।

টুইটার এর ওয়েবসাইটে যাওয়ার পর, আপনারা দুটি অপসন দেখবেন।

  1. Sign up 
  2. Log in 

যেহেতু, বর্তমান আমরা একটি নতুন একাউন্ট তৈরি করবো, তাই প্রথমেই “sign up” অপশনে ক্লিক করুন।

 Step 2. Fill up your details

এখন দ্বিতীয় পেজে আপনাদের নিজের কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে দিতে হবে।

  • Name: নিজের সঠিক নাম লিখতে হবে।
  • Phone/Email: এখানে আপনার mobile number অথবা email id দিতে হবে।

মনে রাখবেন, দ্বিতীয় অপশনটি আপনারা নিজের ইচ্ছে হিসেবে বেছে নিতে পারবেন।

যদি আপনারা mobile number ব্যবহার না করেই একাউন্ট খুলতে চাচ্ছেন, তাহলে “phone” অপশনের নিচে থাকা “use email instead” লিংকে ক্লিক করুন।

সঠিক ভাবে তথ্য গুলো দেওয়ার পর, ওপরে হাথের ডান দিকে থাকা “Next” বাটনে ক্লিক করুন।

Step 3. Customize your experience

পরের পেজে, আপনারা “customize your experience” এর একটি অপসন দেখবেন।

এখানে আপনাদের কিছু করতে হবেনা।

ওপরের “next” বাটনে ক্লিক করে পরের পেজে চলে যান।

Step 4. Create your account

 

এখন, শেষ বারের জন্য টুইটার এর তরফ থেকে আপনাকে জিগেশ করা হলে এবং আপনি যা যা তথ্য দিয়েছেন, সেগুলো দেখানো হবে।

এবার, নিজের দেওয়া “নাম” এবং “মোবাইল নম্বর / ইমেইল” টি ভালো করে দেখে নিন।

সব সঠিক থাকলে, নিচে থাকা “Sign up” বাটনে ক্লিক করুন।

Step 5. Verify mobile number 

এখন যেহেতু আমরা mobile number এর option টি ব্যবহার করেছি, তাই আমাদের দেওয়া মোবাইল নম্বরটি ভেরিফাই (verify) করতে হবে।

ওপরে ছবিতে দেওয়া মতে আপনাদের ও এই “verify phone” অপসন দেখানো হবে।

এবং, যখন আপনি “verify phone” অপশনের নিচে থাকা “OK” বাটনে ক্লিক করবেন, আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি “verification code” টুইটার এর তরফ থেকে চলে যাবে।

Note: যদি আপনি মোবাইল নম্বরের জায়গায় ইমেইল আইডি ব্যবহার করেছেন, তাহলে verification code আপনার email id তে চলে যাবে।

Confirm the verification code  

আপনার মোবাইল নম্বর বা ইমেইল আইডিতে টুইটার থেকে আশা verification code টি, এখন এই verification box এ দিয়ে ওপরে থাকা “next” বাটনে ক্লিক করুন।

মনে  রাখবেন, ভালো করে দেখে সঠিক কোডটি দিতে হবে।

নাহলে, আপনাকে পরের অপশনে যেতে দেওয়া হবেনা।

Step 6. Select twitter password

সঠিক code দেওয়ার পর, পরের পেজে আপনারা দেখবেন “নতুন পাসওয়ার্ড দেওয়ার অপসন”.

মানে, আপনার নতুন টুইটার একাউন্টের জন্য একটি password দিয়ে দিতে হবে।

অবশই নিজের টুইটার একাউন্টের জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিবেন।

তবে, শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমি পরামর্শ দিবো,

  • পাসওয়ার্ডটিতে  নিজের নাম ব্যবহার করবেননা।
  • মনে করে, পাসওয়ার্ড টিতে সংখ্যা (1, 2, 3, 4…..) অবশই ব্যবহার করবেন।
  • নিজের পাসওয়ার্ড শক্তিশালী করার ক্ষেত্রে, তাতে কিছু special character (@, #, $, &) অবশই ব্যবহার করবেন।
  • পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখারচে সেটা মনে রাখার চেষ্টা করবেন।

নিজের একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর, ওপরে থাকা “Next” বাটনে ক্লিক করুন।

Step 7. Pick your profile picture 

এমনিতে, আপনার নতুন টুইটার আইডি তৈরি হয়ে গেছে।

তবে, নিজের প্রোফাইলের জন্য একটি profile picture আপলোড করার option আপনাকে দেখানো হবে।

আপনি ওপরে ছবিতে দেখা মতো, একটি ছোট “camera icon” দেখতে পাবেন যেখানে ক্লিক করতে হবে।

Icon এ ক্লিক করার সাথে সাথে, আপনার মোবাইলের file manager ওপেন হয়ে যাবে।

তারপর, আপনি আপনার মোবাইলের storage memory থেকে একটি profile picture বেছে নিতে পারবেন।

Set profile picture

এখন আপনার বেছে নেওয়া ফটোটি (photo) আপনি দেখতে পারবেন।

ফটোর ওপরে “apply” বাটন দেখতে পাবেন যেটাতে ক্লিক করতে হবে।

এতে, আপনার আপলোড করা ছবিটি আপনার twitter profile picture হিসেবে সেট হয়ে যাবে।

এবার ওপরে থাকা “next” বাটনে ক্লিক করুন।

Step 8. Fill the bio section

এখন আপনারা একটি পেজ দেখবেন, যেখানে আপনাকে আপনার বিষয়ে সংক্ষেপে কিছু লিখতে বলা হবে।

তাই, your bio লেখাটির নিচেই, আপনি আপনার বিষয়ে কিছু সংক্ষেপে লিখুন।

Step 9. Select your preferred languages

এবার আপনাকে আপনার হিসেবে কিছু ভাষা select করতে বলা হবে যেগুলো আপনি জানেন।

তাই, নিজের হিসেবে ভাষা গুলো বেছে নিয়ে ওপরে থাকা “next” বাটনে ক্লিক করুন।

Step 10. What are your interests 

এই পেজে, আপনাকে আপনার কিছু ভালো লাগা বিষয়ের ব্যাপারে জিগেশ করা হবে।

তাই, আপনি যেগুলো বিষয়ে ভালো পান, সেগুলো সেই “search box” এ লিখে সার্চ করুন এবং সেগুলো বেছে নিন।

নিজের কিছু ইন্টারেস্ট বা ভালো লাগা বিষয় দিয়ে দেওয়ার পর, ওপরে থাকা “Next” এ ক্লিক করুন।

Step 11. Start following on twitter

এবার, টুইটার আপনাকে কিছু user বা twitter profile গুলোকে follow করার জন্য আপনাকে বলবে।

আপনি একটি বা দুটি প্রোফাইলকে প্রোফাইলের সামনে থাকা “follow button” এ ক্লিক করে follow করে নিন এবং ওপরের ডানদিকে থাকা “follow” অপশনে ক্লিক করুন।

Step 12. Allow all notifications

শেষে, twitter আপনাকে notification allow করার জন্য বলবে।

এতে, আপনার টুইটার একাউন্টের সাথে জড়িত প্রত্যেকটি কার্যকলাপের প্রজ্ঞাপন (notification) আপনারা পেতে থাকবেন।

তাই, “Allow notifications” এর option এ ক্লিক করুন।

New twitter account is ready

মোবাইল থেকে নতুন টুইটার একাউন্ট খোলার নিয়ম ও স্টেপস গুলো সম্পূর্ণ হয়ে গেছে।

এবং, আপনার নতুন টুইটার আইডি (twitter id) সফলতাপূর্বক তৈরি ও হয়ে গেছে।

এখন আপনারা টুইটারে দেওয়া নিজের ইমেইল আইডি বা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে, twitter app বা twitter website এ login করতে পারবেন।

চলুন, এখন নিচে সংক্ষেপে জেনেনেই “টুইটার ব্যবহারের নিয়ম‘.

টুইটার এর কিছু গুরুত্বপূর্ণ ফাঙ্কশন (function)

টুইটার একাউন্ট বানানো হয়ে গেলে এবং সফলতাপূর্বক নিজের একাউন্টে লগইন করার পর, twitter dashboard এর নিচের দিকে আপনারা কিছু options দেখবেন।

এবং, নিচে থাকা এই option গুলোর মাধ্যমেই আপনারা টুইটারকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবেন।

চলুন option গুলোর বিষয়ে বিস্তারিত ভাবে জেনেনেই।

Home: 

প্রথম অপশনটি হলো “twitter home”.

Home অপশনে ক্লিক করলেই, আপনারা নিজের টুইটার একাউন্টের মূল পেজে চলে যাবেন।

এবং, টুইটারের এই মুখ্য পেজে আপনারা অন্যান্য প্রত্যেক ইউসার (user) এর tweets গুলো দেখতে পারবেন, যাদেরকে আপনি follow করে রেখেছেন।

Search:

দ্বিতীয় option হলো, “Search”.

এই option এ ক্লিক করে আপনারা twitter এর মধ্যে অন্যান্য user দের খুঁজতে পারবেন।

যেকোনো একটি নাম লিখে সার্চ করলেই, টুইটার আমাদের সেই নামের বিভিন্ন ইউসার দের দেখিয়ে দেয়।

এবং চাইলে, সেই ইউসার গুলোকে আমরা follow করতে পারি।

Notification bell:

তৃতীয়তে, আপনারা একটি notification bell icon দেখতে পাবেন।

এই notification bell টিতে ক্লিক করে আপনারা নিজের টুইটার একাউন্টের সাথে জড়িত প্রত্যেকটি আপডেট দেখতে পাবেন।

যেমন, কোনো user যদি আপনাকে follow করে বা আপনার tweets গুলো যদি retweet বা like করে, তাহলে সেগুলোর বিষয়ে আপনারা এখানে জেনে নিতে পারবেন।

Direct Messages (DM):

টুইটারের থাকা যেকোনো অন্য user এর সাথে, সরাসরি মেসেজে এর মাধ্যমে কথা বলার জন্যে এই অপসন ব্যবহার করতে হবে।

মানে, twitter এ থাকা অন্যান্য user এর সাথে private বা personal messages এর মাধ্যমে কথা বলার জন্য এই option দেওয়া হয়েছে।

Tweet button:

Message icon এর ঠিক ওপরে আপনারা একটি “tweet icon” দেখতে পাবেন।

এই tweet icon এ ক্লিক করে আপনারা টুইটারে নতুন টুইট পাবলিশ করতে পারবেন।

এটাকে tweet button বলা হয়।

Edit profile:

শেষে, নিজের twitter profile পেজের ওপরে ডানদিকে একটি “edit profile” এর option দেখতে পাবেন।

Edit profile অপশনে ক্লিক করার পর, আপনারা একটি পেজ দেখবেন যেখানে আপনি নিজের কিছু তথ্য যোগ করতে পারবেন।

যেমন,

  • Name – টুইটারে নিজের নাম পরিবর্তন করতে পারবেন।
  • Location – আপনি কোথায় থাকনে।
  • Website – আপনার যদি কোনো ওয়েবসাইট রয়েছে, তাহলে এই website বক্সে দিতে পারবেন।
  • Birth date – নিজের জন্মের তারিখ এই অপসন ব্যবহার করে যোগ করতে পারবেন।

তাহলে বন্ধুরা, টুইটার একাউন্ট ব্যবহারের ক্ষেত্রে, ওপরে বলা option গুলোর বিষয়ে জানলেই আপনার হয়ে যাবে।

তাছাড়া, যদি কোনো অন্য সমস্যা থাকছে রয়েছে, তাহলে আমাকে নিচে কমেন্ট করে জিগেশ করতে পারেন।

0 responses on "মোবাইল থেকে টুইটার একাউন্ট খোলার নিয়ম – (step by step)"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025