মোবাইল ফোন হলো আমাদের সকলের নিত্যদিনের সঙ্গী বলা হয় এটি ছাড়া চলাই মুশকিল। প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড যেনো মনে হয় এটি ছাড়া আমরা নিরূপায়। যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করতে মোবাইল অনেক গুরুত্তপূর্ণ ভ্রুমিকা পালন করে।
আর মোবাইল ফোন চলাচল নির্বিঘ্ন করতে সিম কার্ড এর প্রয়োজন হয়। আর সিম কার্ড এর মাধ্যমে নির্দিষ্ট অপারেটর এর মাধ্যমে মোবাইল পরিসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় সিম কার্ড এর অ্যাকসেস হারিয়ে যায় আমাদের ফোন গুলোতে।
কোনো ফোন কল করতে পারছেন না। আবার আসছেও না। বারবার সিং রিপ্লেস করেও কাজ হচ্ছে না। এমন সময় হুট করেই হলেই ঘাবড়ে যান অনেকেই কিছুতেই সমস্যা এর সমাধান করতে পারেন না।
অনেকেই চিন্তিত হয়ে পড়েন, এমন সমস্যার মধ্যে পড়লে। আজকে তাদের জন্য আমি কিছু টিপস শেয়ার করবো যার ফলে এর সমাধান খুব সহজে নিজেই করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কৌশল-
সিম কার্ড কে ভালো মত চেক করুন
অনেক সময় হুট করেই সিম এর অ্যাকসেস চলে যায় আমাদের সিম কার্ড এর সমস্যা এর জন্যে। বিশেষ করে সিম এর পিছনে সাইড এ কিছু বার কোড এর মতো স্লট থাকে যা উঠে যায় দীর্ঘদিন ধরে ব্যাবহার করলে, সেটি তে ঘষা দিয়ে আবার সিম তুলুন ফোনে আসা করছি কিছুটা হলেও সমাধান পাবেন।
সিম কার্ড ট্রে পরিবর্তন করুন
মোবাইল ফোনে সিম কার্ড তোলার সময় পিন দিয়ে খোলার সময় সিম কার্ড ট্রে তে সিম ঢুকাতে হয় অনেক সময় দীর্ঘ খোলামেলা এর জন্ন ট্রে এর মধ্যে ময়লা জমে যায়। যার ফলে সিম কার্ড মাঝে মাঝেই বিচ্ছিন্ন হয়ে যায়।সিম কার্ডের ট্রে থেকে সিম কার্ডটি বের করুন এবন মুছে নিয়ে আবার সেই জায়গায় রাখুন। তারপর ভালো মতো বসিয়ে নিন দেখবেন নেটওয়ার্ক সমস্যা এর সমাধান হয়েছে।
ফোন কে রিস্টার্ট করুন
অনেক সময় দেখা যায় যে কম হার্ডওয়্যার প্রোগ্রামিং সাপোর্টেড ফোন গুলো বেশি চাপ নিতে পারে না। ফোন হ্যাং করে মাঝে মাঝেই সিম এর অ্যাকসেস হারিয়ে যায় দীর্ঘক্ষণ ব্যাবহার করতে করতে। তাই সেই সময় ফোন কে ২ মিনিট বিরতি দিয়ে রিস্টার্ট করুন। দেখবেন নেটওয়ার্ক আবার ফিরে এসেছে।
ফ্লাইট মোড অন অফ করুন
অনেক সময় ফোন কে বন্ধ করে চালু করলেও সিম কার্ড এর নেটওয়ার্ক আসে না এমন সময় ফ্লাইট মোড অন করে ওফ করুন। অনেক সময় সেটিংস এর ঝামেলা এর জন্য নেটওয়ার্ক সমস্যা এর সৃষ্টি হয়। সেই সময় ফ্লাইট মুড অন ওফ করে দেখুন। আশা করি নেটওয়ার্ক আসবে আবারো।
ফোন কে রিস্টার্ট করুন
অনেক সময় দেখা যায় যে কম হার্ডওয়্যার প্রোগ্রামিং সাপোর্টেড ফোন গুলো বেশি চাপ নিতে পারে না। ফোন হ্যাং করে মাঝে মাঝেই সিম এর অ্যাকসেস হারিয়ে যায় দীর্ঘক্ষণ ব্যাবহার করতে করতে। তাই সেই সময় ফোন কে ২ মিনিট বিরতি দিয়ে রিস্টার্ট করুন। দেখবেন নেটওয়ার্ক আবার ফিরে এসেছে।
ফ্লাইট মোড অন অফ করুন
অনেক সময় ফোন কে বন্ধ করে চালু করলেও সিম কার্ড এর নেটওয়ার্ক আসে না এমন সময় ফ্লাইট মোড অন করে ওফ করুন। অনেক সময় সেটিংস এর ঝামেলা এর জন্য নেটওয়ার্ক সমস্যা এর সৃষ্টি হয়। সেই সময় ফ্লাইট মুড অন ওফ করে দেখুন। আশা করি নেটওয়ার্ক আসবে আবারো।
0 responses on "মোবাইলে যদি হুট করেই সিম সাপোর্ট না নেই তখন কী করবেন!! জেনে নিন বিস্তারিত"