গ্যালারি লক সফটওয়্যার (Best Gallery Locker Apps For Your Android Phone): অবশই আমাদের প্রত্যেকের এন্ড্রয়েড মোবাইলের মধ্যে প্রচুর প্রাইভেট (private) ডাটা, ভিডিও, ফটো বা অন্যান্য মিডিয়া ফাইল ইত্যাদি থাকতেই পারে।
আর অনেক সময় যখন অন্যরা আপনার মোবাইল ব্যবহার করে থাকে তখন আপনার ব্যক্তিগত ফাইল (personal files) গুলো দেখে নেওয়ার ভয় অবশই থেকে যায়।
তাই, আপনারা এই সমস্যার সমাধান স্বরূপে একটি ভালো গ্যালারি লক সফটওয়্যার (gallery locker Android apps) অবশই ব্যবহার করতে পারবেন।
এই ধরণের গ্যালারি লক করার অ্যাপ গুলো ব্যবহার করলে, আপনার অনুমতি ছাড়া কোনো অন্য ব্যক্তিরা মোবাইলের গ্যালারি খুলতে পারবেননা।
ফলে, আপনার মোবাইলে থাকা apps, videos, photo বা অন্যান্য media গুলো সুরক্ষিত থাকবে এবং কেও দেখতে পারবেননা।
তাহলে চলুন, নিচে আমরা best gallery locker apps for your Android smartphone এর বিষয়ে জেনেনেই যেগুলো গুগল প্লে স্টোর থেকে ফ্রীতেই ডাউনলোড করতে পারবেন।
এন্ড্রয়েড মোবাইলের সেরা গ্যালারি লক সফটওয়্যার গুলো
নিচে দেওয়া প্রত্যেকটি gallery lock apps আপনারা Google play store থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
এছাড়া, বলে দেওয়া app locker গুলোর মধ্যে প্রায় প্রত্যেকের একটি pro version রয়েছে।
তাই, আপনারা চাইলে সামান্য কিছু টাকা দিয়ে apps গুলোর pro features এর সুবিধা নিতে পারবেন।
তবে, আপনি চাইলে কেবল free version এর ব্যবহার অবশই করতে পারবেন।
১. Gallery Lock (Hide pictures)
Gallery lock একটি দারুন সফটওয়্যার যেটাকে আপনারা ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
এটা হলো Gallery Lock Pro Android app এর free version টি।
আপনার মোবাইলের গ্যালারি লক করে সুরক্ষা দেওয়ার জন্য ফ্রি ভার্শনটি যথেষ্ট ভালো কাজ দিবে।
এই app ব্যবহার করে আপনারা নিজের এন্ড্রোয়েড মোবাইলে গ্যালারিতে থাকা পিকচার এবং ভিডিও গুলো হাইড (hide) করতে পারবেন।
২. Safe Gallery (Media Lock)
এটাও একটি দারুন Free gallery locker Android app যেটা সম্পূর্ণ ভাবে ফ্রি।
Safe Gallery app এর মাধ্যমে আপনারা গ্যালারি তে থাকা প্রত্যেকটি মিডিয়া ফাইল গুলোতে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন।
PINs, Password, Pattern, Fingerprint এই বিভিন্ন মাধ্যম গুলোর ব্যবহার করে screen lock করা যাবে।
Audio, video, photo ইত্যাদি সবটাই আপনারা লক করে রাখতে পারবেন এই লকার এপস এর মাধ্যমে।
৩. Secure Gallery
এই app এর মাধমেও আপনারা নিজের মোবাইলে থাকা video এবং pictures গুলোকে password বা pattern এর মাধ্যমে lock করে রাখতে পারবেন।
যদি আপনার মূল উদ্দেশ্য মোবাইলের গ্যালারিতে থাকা images এবং videos গুলো যাতে কেও দেখতে না পারে,
তাহলে অবশই এই simple lock app আপনার অনেক কাজে আসবে।
Secure gallery app সম্পূর্ণ ফ্রি এবং ফ্রীতে ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন।
৪. Folder Lock
এই সফটওয়্যার এর মাধ্যমে files, photos, videos, documents, contacts, wallet cards, notes, audio recordings ইত্যাদি অনেক রকমের files গুলোকে password এর সাহায্যে lock করে রাখতে পারবেন।
যদি আপনি নিজের মোবাইলের data এবং files গুলোর security এবং privacy নিয়ে চিন্তায় পড়েছেন,
তাহলে এই একটি app আপনার সব দিক দিয়ে আপনার সাহায্য করতে পারবে।
Folder lock app এর মধ্যে hack attempt monitoring এর feature রয়েছে।
- Photo locker ফীচার এর মাধ্যমে photos গুলোকে লক করে হাইড করতে পারবেন।
- Video locker feature এর মাধ্যমে videos গুলোকে লক করে হাইড করতে পারবেন।
- Gallery lock vault এর মাধ্যমে প্রত্যেক gallery albums গুলো lock করে রাখতে পারবেন।
- Lock apps feature এর মাধ্যমে নিজের private apps গুলোকে লক করে রাখতে পারবেন।
- App Lock ফীচার এর মাধ্যমে জরুরি system apps যেমন gallery, messages, contacts, Gmail, play store ইত্যাদি লক করতে পারবেন।
৫. Lock your Folder
যদি আপনি নিজের মোবাইলের files এবং folder গুলোকে লক করে সেগুলোকে সুরক্ষিত করে রাখতে চাইছেন তাহলে এই app আপনার জন্য অনেক কাজের প্রমাণিত।
আপনার লক করে রাখা files বা folder গুলোকে কেও দেখতে পারবেননা।
আপনি unlimited folder গুলোকে lock করতে পারবেন যেগুলোর ভেতরে folders, photos, videos, audio বা অন্যান্য files গুলো থাকছে।
- Device’s memory / SD card এর মধ্যে unlimited folder lock করুন।
- PIN এর মাধ্যমে password protected apps access করতে পারবেন।
- Finger Print এর মাধমেও folder lock করতে পারবেন।
- ভুল password দিয়ে folder খুলতে চেষ্টা করা ব্যক্তির ছবি তোলা হবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে।
৬. Safe Folder
Safe folder vault app lock app এর মাধ্যমে আপনারা নিজের মোবাইলের প্রাইভেট ফটো, ভিডিও, কন্টাক্টস, ব্রাউজার, সোশ্যাল মিডিয়া, গুগল ড্রাইভ ইত্যাদি হাইড করে রাখতে পারবেন।
সরাসরি বললে নিজের মোবাইলে থাকা যেকোনো এপস আপনারা লক করে রাখতে পারবেন।
এছাড়া, Secret Contact, Secure Note, Intruder Selfie, Cloud Backup, Secure Browser ইত্যাদি আরো অন্যান্য কিছু features আপনারা পাবেন।
৭. FolderVault
FolderVault app টিকে আপনারা Gallery Locker app নামেও বলতে পারবেন।
যেকোনো android মোবাইলের জন্য এটি একটি দারুন file hide expert যেটার মাধ্যমে আপনারা নিজের মোবাইলের প্রাইভেসী রক্ষা করতে পারবেন।
এর মাধ্যমে নিজের personal pictures গুলোকে লক করে রাখার সাথে সাথে জরুরি বা প্রাইভেট ভিডিও গুলোকেও হাইড করে রাখতে পারবেন।
৮. কিছু অন্যান্য এপস গুলো
গুগল প্লে স্টোরের মধ্যে ফাইল, গ্যালারি বা ফোল্ডার লক ও হাইড করার প্রচুর ফ্রি এপস আপনারা পেয়ে যাবেন।
তাই, সেই এপস গুলোর মধ্যে মোবাইলের সেরা লকার সফটওয়্যার গুলোর বিষয়ে আপনি আপনাদের বললাম।
চলুন নিচে কিছু অন্যান্য এপস গুলোর বিষয়েও আমরা জেনেনেই।
- Andrognito – Hide Files, Photos, Videos
- Secret Hider Pro – Hide Pictures
- Photo Lock App
- Photo Lock
তাহলে বন্ধুরা, যেকোনো এন্ড্রয়েড মোবাইলের files, photo, video বা সম্পূর্ণ গ্যালারি লক করার জন্য আপনারা ওপরে দেওয়া এপস বা সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারবেন।
তাই, আমাদের আজকের আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।
এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন।
0 responses on "মোবাইলের জন্য গ্যালারি লক সফটওয়্যার ডাউনলোড করুন – (7 Android apps)"