• No products in the cart.

মুছে ফেলা বা ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ কিভাবে দেখবেন ?

হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ কিভাবে দেখব ? বা আপনার বন্ধু আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সাথে সাথে মেসেজটি ডিলিট করে দিলে সেই ডিলিট করে দেওয়া মেসেজ কিভাবে পড়তে পারবেন ? আজকের আর্টিকেলের দ্বারা আমরা এই বিষয়ে জানার চেষ্টা করবো। মানে, Delete for everyone-এর মাধ্যমে মুছেফেলা হোয়াটসঅ্যাপ মেসেজ কিভাবে দেখবেন, সেই বিষয়ে আমরা আজকে জানবো। (How to see deleted WhatsApp messages on Android).

হোয়াটসঅ্যাপ হলো বর্তমান সময়ের সব থেকে অধিক জনপ্রিয় একটি instant messaging apps. এর দ্বারা আমরা একটি অনেক সরলীকৃত এবং সুবিধাজনক মেসেজিং অভিজ্ঞতা উপভোগ করার সুবিধা পেয়ে থাকি।

তবে, এর মূল বিষয়টি হলো এর দ্বারা উপভোগ করা মেসেজ পরিষেবার ক্ষেত্রে আমাদের প্রাইভেসি এবং নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয়না।

হোয়াটসঅ্যাপে থাকা end-to-end encryption থেকে শুরু করে block and report option-এর মাধ্যমে আমরা আমাদের চ্যাট গুলোকে গোপন রাখতে পারি। এছাড়া, block and report option তো আছেই যেকোনো spam contacts-গুলোকে block করার জন্যে।

ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ কিভাবে পড়বেন ?

User-এর privacy-র বিষয়টির ওপরে নজর রেখে WhatsApp দ্বারা ‘Delete for Everyone’ নামের একটি বিশেষ feature কিছুদিন আগেই লঞ্চ করা হয়েছিল। এর দ্বারা হোয়াটসঅ্যাপ তার ইউসার দের অনুমতি দিয়ে থাকে 2 দিন এবং 12 ঘন্টার মধ্যে পাঠানো যেকোনো পাঠানো মেসেজ ডিলিট করার। ফীচারটির মূল উদ্দেশ্য এটাই যে অকস্মাৎ ভুলে ভালে পাঠিয়ে দেওয়া মেসেজটি যাতে ডিলিট করা যেতে পারে।

একজন ইউসার হোয়াটসঅ্যাপ এর মধ্যে মেসেজ পাঠানোর পর অনেক সহজেই মেসেজে লংপ্রেস করে মেসেজটি সিলেক্ট করে delete বাটনে প্রেস করে “delete for everyone” এর মধ্যে click করে পাঠানো মেসেজটি ডিলিট করতে পারেন। মেসেজ ডিলিট হওয়ার পর অরিজিনাল মেসেজটি কি ছিল সেটা আমরা অবশই দেখতে ও জানতে পারিনা।

তবে, WhatsApp-এর চ্যাট বক্সে “this message was deleted” এর একটি মেসেজ দেখানো হবে যার দারুন ইউসার বুঝতে পারেন যে তাকে মেসেজ পাঠিয়ে সেটাকে আবার ডিলিট করা হয়েছে। আর তারপর আপনার মনে এই প্রশ্নটি বার বার চলে আসে যে, এম কি মেসেজ দিয়েছে যে সেটাকে আবার ডিলিট করা হলো।

Instagram-এর মধ্যেও এরকমই একটি মেসেজ ডিলিট করার অপসন রয়েছে, তবে সেখানে আবার মেসেজ গ্রহণকর্তাকে মেসেজ ডিলিট হওয়ার বিষয়টি নিজে কোনো কিছুই জানানো হয়না।

তাহলে এখন প্রশ্ন হলো, হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দেওয়া মেসেজ কিভাবে দেখবেন ?

এমনিতে, হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে এমন কোনো অফিসিয়াল উপায় বা প্রক্রিয়া নেই যার দ্বারা আপনি ডিলিট করা মেসেজ দেখতে পারবেন। আর যিহেতু এই ফীচারটি user-এর প্রাইভেসির কথা ভেবেই লঞ্চ করা হয়েছে, তাই ভবিষ্যতেও ডিলেটেড মেসেজ দেখার কোনো ধরণের অপসন বা সুবিধা হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া যাবে বলে আমার মনে হয়না।

তাহলে মুছে ফেলা হোয়াটসঅ্যাপ মেসেজ কিভাবে দেখবেন ? এমনিতে কিছু উপায় অবশই রয়েছে যেগুলো ব্যবহার করে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ডিলিট করে দেওয়া মেসেজ পড়তে পারবেন। তাহলে চলুন, দেরি না করে জেনেনেই deleted WhatsApp messages দেখার উপায়।

Notification দ্বারা ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ুন

যদি আপনার এন্ড্রয়েড মোবাইলে Android 11 বা তার ওপরের OS ভার্সন ইনস্টল রয়েছে তাহলে আপনি অনেক সহজেই কোনো third-party apps ইনস্টল না করেই deleted WhatsApp messages গুলো দেখতে ও পড়তে পারবেন।

কেননা, OS-এর মধ্যেই থাকছে built-in notification history option, যেখানে WhatsApp messages-এর একটি log তৈরি হয়ে থাকে। আর তাই, যদিওবা আপনার WhatsApp chat box-এর মধ্যে চলে আসা কোনো মেসেজ sender দ্বারা ডিলিট করে দেওয়া হয়, তাহলেও মেসেজটি এই log file-এর মধ্যে save হয়ে থাকে।

চলুন, তাহলে এখন নিচে আমরা দেখেনেই কিভাবে notification history-র দ্বারা মুছে ফেলা হোয়াটসঅ্যাপ মেসেজ গুলো দেখতে পারবেন।

নিজের android mobile থেকে Settings app ওপেন করুন।
এবার, “Apps & Notifications” এর অপশনে চলে যেতে হবে। কিছু কিছু মোবাইলে “Notification & status bar” নাম দিয়ে অপশনটি থাকতে পারে।
এবার চলে যেতে হবে “Notifications” বা “more settings” এর অপশনে।
এখন আপনারা “Notification history” নামের একটি অপসন দেখবেন যেখানে ক্লিক করুন।
শেষে, notification history-এর option-এ click করার পর এই option-টি on করার অপসন পাবেন।
সরাসরি, notification history option-টি চালু করুন।
এখন আপনারা নিজের মোবাইলে চলে আসা প্রত্যেকটি নোটিফিকেশন গুলো এখানে দেখতে পারবেন।

এখানে সেই WhatsApp messages গুলোও দেখতে পাবেন যেগুলোকে ডিলিট করা হয়েছে বা ভবিষ্যতে ডিলিট করা হবে।

Note:

মনে রাখবেন, প্রত্যেক বার deleted WhatsApp messages গুলো দেখার জন্যে আপনাকে এই প্রক্রিয়া শুরু থেকে আবার করতে হবে।

Third-party app-দ্বারা মুছে ফেলা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখুন
এখন হতেই পারে যে আপনার android mobile-টিতে Android 11 বা এর থেকে নতুন ভার্সন নেই।

এক্ষেত্রে, আপনারা কিছু third-party app ডাউনলোড করে নিজের phone এর notifications গুলোকে track করতে হবে।

Google Play Store-এর মধ্যে আপনারা প্রচুর ফ্রি third-party data recovery apps গুলো পেয়ে যাবেন।

এই apps গুলো ব্যবহার করার মাধমেও আপনারা ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ গুলো রিকভার করতে পারবেন।

তবে মনে রাখবেন, এই ডাটা রিকভারি অ্যাপ গুলোর মধ্যে বেশিরভাগ অ্যাপ গুলো কিন্তু data theft, malware, unauthorised access এর মতো কাজ গুলো আপনার মোবাইলে করার সুযোগ পেতে পারে।

তবে, আপনারা Notification History Log-এর মতো একটি সাধারণ notification history দেখার অ্যাপ ব্যবহার করতে পারেন।

সহজে deleted WhatsApp messages পড়ার জন্যে এই free app আপনার কাজে আসবে।

স্টেপ ১.

সবচেয়ে আগেই আপনাকে Google Play Store-এর মধ্যে গিয়ে “Notifications History Log” অ্যাপটি download করতে হবে।

স্টেপ ২.

এখন সরাসরি এপ্লিকেশনটি ওপেন করুন এবং “Notification History” বাটনে ক্লিক করুন।

স্টেপ ৩.

এখন দেখুন, WhatsApp notifications অপসন কোথায় আছে,

আপনারা “android.text” এর অধীনে মুছে ফেলা বার্তা গুলো দেখতে পারবেন।

Notisave app ব্যবহার করে ডিলিট করা হোয়াটসঅ্যাপ বার্তা পড়ুন

এখন আমরা আরেকটি দারুন এন্ড্রয়েড এপ্লিকেশন এর কথা বলতে চলেছি যার দ্বারা হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করা বার্তা গুলো সহজেই দেখতে ও পড়তে পারবেন।

১. সবচে আগে Google Play Store-এর মধ্যে গিয়ে Notisave নামের এপ্লিকেশনটি ডাউনলোড করুন।

২. App-টি install করার পর এখন আপনাকে সমস্ত প্রয়োজনীয় অনুমতি গুলো প্রদান করতে হবে।

৩. Notisave app-টি আপনার মোবাইলের notifications read করার, photos, media, files ইত্যাদি এক্সেস করার অনুমতি চাইবে।

৪. একবার অনুমতি দেওয়ার পর অ্যাপটি আপনার মোবাইলে চলে আসা প্রত্যেকটি নোটিফিকেশন এর একটি log রাখা শুরু করবে যেখানে WhatsApp messages গুলিও অবশই থাকবে।

৫. এর পর যদিওবা সেন্ডার দ্বারা পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজটি ডিলিট করে দেওয়া হয় আপনি Notisave app-এর দ্বারা সেগুলো দেখতে ও পড়তে পারবেন।

তাহলে বন্ধুরা, যদি আপনার কোনো বন্ধু হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ দিয়ে সেটা ডিলিট করে থাকে তাহলে সেই ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখার উপায়টি কি সেটা হয়তো এখন আপনারা জানেন।

আমাদের আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে, আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে অবশই শেয়ার করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

0 responses on "মুছে ফেলা বা ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ কিভাবে দেখবেন ?"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025