10 Important free WordPress plugins: এমনিতে, WordPress CMS হলো, এমন একটি platform যেখান থেকে যেকোনো ধরণের ওয়েবসাইট তৈরি করা যেতে পারে।
তাছাড়া, যখন কথা আসছে professional blogging এর, তখন “WordPress” ব্যবহার করা হচ্ছেনা, সেটা কখনোই হয়না।
ওয়ার্ডপ্রেস কি এবং এর কাজ ও লাভ নিয়ে আমি আগেই একটি আর্টিকেল লিখেছি।
আর সেখানে আমি বলেছি যে, WordPress এর মাধ্যমে একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার সব থেকে লাভজনক বিষয়টি হলো এর “plugin” ফাঙ্কশন।
WordPress plugin এর মাধ্যমে, আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরণের extra functions যোগ করে নিতে পারি।
যেমন, SEO র সাথে জড়িত functions, social media, website design, website promotion এবং আপনি যেই function এর কথা ভাবতে পারেন, প্রায় সব গুলি এই প্লাগিন গুলির মাধ্যমে সাইটে যোগ করা সম্ভব।
আর এটাই কারণ যে, বর্তমানে প্রত্তেকজন professional blogger, এই WordPress platform ব্যবহার করেই, তাদের ব্লগ তৈরি করেছেন।
তবে, আজকের এই আর্টিকেলে আমি আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে বিশেষ কিছু বলবোনা।
কিন্তু, যদি আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি ব্লগ তৈরি করেছেন বা ব্লগ তৈরি করার কথা ভাবছেন, তাহলে এই আর্টিকেল আপনার অনেক কাজে আসবে।
কারণ, এই আর্টিকেলে আমি আপনাদের “ওয়ার্ডপ্রেসের সেরা প্লাগিন” কিছুর বেপারে বলবো, যেগুলি কিন্তু অনেক প্রয়োজনীয়.
এই প্রয়োজনীয় ওয়ার্ডপ্রেস প্লাগিন (WordPress plugin) গুলি, প্রত্যেক ব্লগাররা ব্যবহার করাটা অনেক জরুরি।
ওয়ার্ডপ্রেস এর এই জরুরি প্লাগিন গুলি আমি নিজেই ব্যবহার করছি এবং তাই আপনাদের ব্যবহার করার জন্য পরামর্শ দিবো।
আমরা এমন ১০ টি কাজের ওয়ার্ডপ্রেস প্লাগিন এর বিষয়ে জেনেনিব, যেগুলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অনেক কাজের কিছু features এবং functions যোগ করে দিবে।
একজন নতুন ও ইচ্ছুক ব্লগার হিসেবে, এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়াটা আপনার কর্তব্য।
তবে, একজন প্রফেশনাল ব্লগার হিসেবে, আপনাকে সম্পূর্ণ কাজের তথ্য দেওয়াটা কিন্তু আমারো কর্তব্য।
তাই চলুন, নিচে আমরা সেরা টপ ১০ টি ওয়ার্ডপ্রেস প্লাগিন (Top 10 WordPress plugins) এর বিষয়ে জেনেনেই।
সেরা ১০ টি ওয়ার্ডপ্রেস প্লাগিন, যেগুলি ব্যবহার করাটা জরুরি
এমনিতে, ওয়ার্ডপ্রেস এর মধ্যে ৫৫,০০০ থেকেও অধিক plugin রয়েছে যেগুলি আপনারা ব্যবহার করতে পারবেন।
তবে, এতটা বড় সংখ্যার প্লাগিন গুলির মধ্যে, জরুরি ও প্রয়োজনীয় প্লাগিন গুলি বেছে নেওয়াটা একটি কঠিন কাজ।
কিন্তু, SEO, website speed, backup বা social media নিয়ে কিছু সেরা WordPress plugin কোনগুলি, সেই বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন।
তাহলে চলুন, নিচে আমরা জরুরি ওয়ার্ডপ্রেস প্লাগিন গুলির নাম এবং তাদের কাজ ও ফাঙ্কশন এক এক করে গুলি জেনেনেই।
#১. Yoast SEO plugin
একজন ব্লগার হিসেবে আপনি হয়তো অবশই জানেন যে, ব্লগিং এর ক্ষেত্রে “on page seo optimization” কতটা জরুরি।
এই ক্ষেত্রে, অন পেজ এসইও কি, এবেপারে আমিও আগেই আর্টিকেল লিখেছি এবং আপনাদের সম্পূর্ণটা বুঝিয়ে বলেছি।
On page seo, সার্চ ইঞ্জিন optimization এর এমন একটি ভাগ, যেখানে আমাদের ব্লগে লিখা কনটেন্ট গুলিকে বিভিন্ন মাধ্যমে optimize করতে হয় যাতে, আমাদের লিখা কনটেন্ট গুলি, সার্চ ইঞ্জিনে ভালো করে rank করতে পারে।
এখন, Yoast seo হলো এমন এক আধুনিক WordPress plugin যার মাধ্যমে আমরা আমাদের আর্টিকেলে সঠিক ভাবে SEO optimization করে নিতে পারি।
যখন আপনি একটি আর্টিকেল লিখবেন, Yoast SEO plugin আপনাকে আর্টিকেলের SEO র সাথে জড়িত প্রয়োজনীয় তথ্য গুলি বলতে থাকবে।
যেমন, keyword ব্যবহার title, URL এবং description এ হয়েছে কি না।
তাছাড়া, keyword গুলি কতবার আর্টিকেলে ব্যবহার করা হয়েছে ও কতটুকু ব্যবহার করাটা জরুরি সেটাও বলবে।
এবং, কন্টেন্টটি সম্পূর্ণ ভাবে search engine এর জন্য optimize হয়েছে কি না, সেটা নিশ্চিত করে নিতে পারবেন।
SEO ছাড়াও, আপনার লিখা আর্টিকেলটি কতটা ভালো করে লিখা হয়েছে, সেটাও আপনাকে বলে দেওয়া হবে।
মানে, আর্টিকেলটি সহজে পড়ার যোগ্য কি না, লোকেরা সহজে আপনার লিখা কনটেন্ট পড়তে পারবে কি না, সবটাই আপনারা এর মাধ্যমে জেনে নিতে পারবেন।
তাই, একজন ব্লগার হিসেবে Yoast SEO plugin ব্যবহার করাটা আপনার জন্য অনেক বেশি জরুরি।
কারণ, এটা হলো সেরা “WordPress SEO optimization plugin“.
#২. Autoptimize plugin
নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সব সময় optimize করে রাখতে হয়।
এতে, আপনার ওয়েবসাইট অনেক দ্রুত এবং ফাস্ট কাজ করবে।
তাছাড়া, Google search এর হিসেবে, আপনার ওয়েবসাইট যতটা দ্রুত ভাবে লোড হবে, ততটাই তার ranking ও ভালো থাকবে।
তাই, google search এ নিজের ব্লগের ranking ভালো রাখার জন্য, ওয়েবসাইটটির লোডিং স্পিড (loading speed) নিয়ে আপনার কাজ করতে হবে।
এই ক্ষেত্রে, Autoptimize WordPress plugin আপনার অনেক কাজে আসবে।
কারণ, এটা সেরা WordPress speed optimization plugin হিসেবে প্রমাণিত হয়েছে।
এর মাধ্যমে আপনি আপনার website টি speed এর জন্য optimize করতে পারবেন।
তাছাড়া, html, JavaScript, CSS script গুলিকে optimize করে সেগুলিকে হালকা রাখে।
এছাড়া, file compression, lazy load image এবং optimize google font এর function আপনার ওয়েবসাইটটি অধিক হালকা ও দ্রুত করে দিতে সাহায্য করবে।
একটি cache plugin হিসেবে এই plugin কাজ করে।
তাই, একটি ওয়ার্ডপ্রেস ব্লগের ক্ষেত্রে Autoptimize plugin ব্যবহার করাটা অনেক লাভজনক হিসেবে প্রমাণিত হবে।
#৩. Sucuri security
একটি ওয়ার্ডপ্রেস ব্লগে বিভিন্ন ধরণের malware, ভাইরাস, ক্ষতিকারক bots ইত্যাদি গুলি আক্রমণ করতেই পারে।
এতে, আপনার ওয়েবসাইট অনেক সহজেই নষ্ট হয়ে যেতে পারে।
তাছাড়া, প্রত্যেকদিন কিছু auto bots এর মাধ্যমে আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ গুলি লগইন (login) করার চেষ্টা করা হয়।
এই ক্ষেত্রে, SUCURI plugin আমাদের ব্লগ বা ওয়েবসাইট গুলিকে, এই ক্ষতিকারণ আক্রমণ গুলির থেকে বাঁচিয়ে রাখে।
SUCURI হলো WordPress এর জন্য এক ধরণের security এবং firewall plugin.
এর কাজ হলো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলিকে প্রত্যেক ক্ষতিকারক আক্রমণ এবং malware virus গুলির থেকে সুরক্ষিত করে রাখা।
তাই, সবচে প্রথমেই নিজের ওয়ার্ডপ্রেস ব্লগে “sucuri security plugin” ইনস্টল করে এক্টিভেট (activate) করে নিবেন।
এতে আপনার ওয়েবসাইট অনেক ক্ষেত্রেই সুরক্ষিত হয়ে থাকবে।
#৪. Google xml sitemap
এটা হলো একটি অনেক জরুরি SEO plugin যেকোনো WordPress ওয়েবসাইটের ক্ষেত্রে।
Google xml sitemap এর মাধ্যমে, সার্চ ইঞ্জিন গুলি যেমন, “Google“, “Yahoo” এবং “bing” ইত্যাদি আপনার ওয়েবসাইটটি অধিক ভালো করে “Index” করতে পারে।
যদি আপনারা Google search console ব্যবহার করছেন, তাহলে অবশই জানেন যে, সেখানে আমাদের একটি sitemap xml ফাইল জমা দিতে হয়।
তাই, Google xml sitemap plugin ইনস্টল এবং এক্টিভেট করার পর, এটা নিজে নিজেই ওয়েবসাইটের একটি XML sitemap file তৈরি করে দেয়।
এবং, এই sitemap file জমা দেওয়ার পর, গুগল বোট (Google bots) অনেক সহজে ওয়েবসাইটের কনটেন্ট গুলিকে তার সার্চ রেজাল্টে rank, index এবং crawl করতে পারে।
মনে রাখবেন, এভাবে sitemap file তৈরি করে গুগল সার্চ কনসোলে জমা দিয়ে, আপনি SEO র ক্ষেত্রে অনেক লাভ পেতে থাকবেন।
#৫. WP super cache
2020 এর ব্লগিং এর জগতে একটি ওয়েবসাইটের স্পিড (speed) কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এই ক্ষেত্রে, WP super cache প্লাগিন ব্যবহার করে, আপনারা নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর লোডিং স্পিড বাড়িয়ে নিতে পারবেন।
এই জরুরি ওয়ার্ডপ্রেস প্লাগিনটি আপনারা ফ্রীতেই ডাউনলোড ও ইনস্টল করে ব্যবহার করতে পারবেন।
এটা একটি cache প্লাগিন, আর তাই সব ধরণে cache options আপনারা এখানে পাবেন।
এই free এবং সহজেই ব্যবহার করতে পারা plugin টি আপনার dynamic WordPress website এর থেকে একটি static HTML file তৈরি করে নেয়।
এবং, ফলে আপনার ওয়েবসাইট সেই static html file টি ব্যবহার করে আর ওয়েবসাইট অনেক দ্রুত ভাবে লোড হয়।
তাই, নিজের WordPress ওয়েবসাইট গুলিতে “WP super cache plugin” ইনস্টল এবং ব্যবহার অবশই করবেন।
#৬. Updraft plus backup plugin
একজন ব্লগার হিসেবে, আপনার ওয়েবসাইটটি সময়ে সময়ে backup নেওয়াটা অনেক জরুরি একটি বিষিয়।
কারণ, যেকোনো সময় আপনার ওয়েবসাইটের file গুলি corrupt, hack বা কোনো ভুলের কারণে নষ্ট হয়ে যেতেই পারে।
এই ক্ষেত্রে, একটি ভালো WordPress backup plugin এর ব্যবহার অনেক জরুরি।
এতে, আপনি সময়ে সময়ে নিজের ওয়েবসাইটের full বা কিছু অংশের ব্যাকআপ (backup) নিয়ে রাখতে পারবেন।
আর, ভবিষ্যতে যদি আপনার সার্ভারের কোনো ফাইল বা কোডিং নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সহজেই আগেই নিয়ে রাখা backup file টি upload করে, সবটাই সঠিক করে নিতে পারবেন।
তবে, ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে ওয়েবসাইট এবং তার ফাইল গুলি ব্যাকআপ করার বিভিন্ন প্লাগিন রয়েছে।
কিন্তু, আমার নিজের অভিজ্ঞতা হিসেবে “Updraft plus backup plugin” সব থেকে সেরা।
#৭. wp Smush – Image Compression
আমরা জানি যে, ওয়েবসাইটের ভারী ভারী ছবি গুলি কিন্তু তার লোডিং স্পিড স্লো করার আসল কারণ।
তাই, আমাদের ব্লগে আপলোড করা প্রত্যেকটি ছবি compress এবং optimize করাটা অনেক জরুরি।
এতে, ছবির জন্যে আপনার website এর loading speed কমে আসবেনা।
এই ক্ষেত্রে, আমরা ব্যবহার করতে পারি “WP smush plugin“.
এই image compress and optimization plugin এর মাধ্যমে, আমরা আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটি ছবি compress, resize এবং optimize করে নিতে পারি।
তাছাড়া, lazy load images এর ফলে, ওয়েবসাইটের লোডিং স্পিড প্রচুর দ্রুত হয়ে আসবে।
এই প্লাগিন এর পেইড ভার্সন ও রয়েছে।
তবে, ফ্রেটেই আপনারা অনেক বেশি পরিমানের ছবি গুলি optimize করে নিতে পারবেন।
একটি personal blog এর ক্ষেত্রে, এর ফ্রি version সেরা।
Share counts হলো একটি সোশ্যাল মিডিয়া শেয়ারিং প্লাগিন যেকোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্যে।
এতে, আপনার আর্টিকেলের ওপরে বা নিচের দিকে সুন্দর সুন্দর social sharing button ডিসপ্লে হয়ে যাবে।
এবং, তার পর এই সোশ্যাল শেয়ারিং বাটন গুলি ব্যবহার করে, ব্লগ ভিসিটর্স বা রিডাররা সহজেই আপনার কনটেন্ট গুলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন।
এমনিতে, প্রত্যেক ব্লগাররা এই ধরণের social sharing plugin অবশই ব্যবহার করেন।
তবে, নতুন ব্লগাররা একটি ভালো সোশ্যাল মিডিয়া শেয়ারিং প্লাগিন সহজে খুঁজে পাননা।
আমরা আমাদের অনেক ব্লগ ও ওয়েবসাইটে এই social sharing WordPress plugin ব্যবহার করছি।
#৯. WP forms lite
প্রত্যেক ওয়েবসাইট বা ব্লগে একটি contact form অবশই থাকে।
এবং, এই form গুলি ব্যবহার করে আমরা ব্লগ ভিসিটর্স বা রিডার্স দের, সুবিধা দিয়ে দেই যার মাধ্যমে, তারা ওয়েবসাইটের মালিক বা অথর (author) এর সাথে যোগাযোগ করতে পারেন।
তবে, অনেকেই জানেননা যে WordPress ওয়েবসাইটের জন্য একটি আকর্ষণীয় contact form কিভাবে তৈরি করতে হয়।
এক্ষেত্রে, আপনি অনেক সহজে “WP forms lite plugin” ব্যবহার করে একটি contact form তৈরি করতে পারবেন।
এটা বর্তমানে, সব থেকে জনপ্রিয় এবং কাজের তবে সম্পূর্ণ free WordPress plugin.
Wp forms এর pro version ও রয়েছে, যেখানে আমাদের কিছু advanced features দেওয়া হয়।
এই form builder এর কিছু বিশেষ features রয়েছে।
যেমন, visual builder, pre-built templates, 100% mobile friendly, fastest contact form plugin ইত্যাদি।
যদি আপনারা অনেক সহজেই নিজের ব্লগে লিখা আর্টিকেলের নিচে “author box” ডিসপ্লে করতে চাচ্ছেন, তাহলে “simple author box” প্লাগিন ব্যবহার করতে পারবেন।
সোজা ভাবে বললে, এই ফ্রি ওয়ার্ডপ্রেস প্লাগিন এর মাধ্যমে ব্লগের ভিসিটর্স এবং রিডার্স দের “author bio section” দেখানো যাবে।
এমনিতে আমি নিজেই আমার ব্লগে এই author WordPress plugin ব্যবহার করছি।
এবং সত্যি বললে, অনেক আকর্ষণীয় এবং সুন্দর সুন্দর author box আপনারা ব্লগে দেখাতে পারবেন।
এর মাধ্যমে দেখানো author box গুলিতে আপনারা, author profile, author image, author social icon এবং websites যোগ করতে পারবেন।
এই plugin install করে activate করার পর, নিজে নিজেই আপনার ব্লগ পোস্টের নিচে author box দেখানো চালু হয়ে যাবে।
আমাদের শেষ কথা,
বন্ধুরা, এমনিতে আমাদের কাছে অনেক ধরণের free WordPress plugins এর লিস্ট রয়েছে যেগুলি জেকেও ব্যবহার করতেই পারে।
তবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অধিক প্লাগিন ব্যবহার করাটা কিন্তু এমনিতে অনেক
তাই, যতটুকু plugin ব্যবহার করাটা জরুরি, কেবল ততটাই ব্যবহার করবেন।
আর, ওপরে আমি যতগুলি জরুরি ওয়ার্ডপ্রেস প্লাগিন দিয়েছি, সবটাই আমি নিজে ব্যবহার করছি।
এবং এই WordPress plugin গুলি অনেক কাজের বলে প্রমাণিত হয়েছে।
0 responses on "ব্লগার দের জন্য জরুরি ১০ টি ওয়ার্ডপ্রেস প্লাগিন – (Free plugins)"