প্রতি বছর অসাধারণ সব স্মার্টফোন বাজারে আসে যা নিয়ে বেশ মাতামাতি চলে প্রযুক্তি বিশ্বে। এই পোস্টে আমরা জানবো বিশ্বের সেরা স্মার্টফোন সম্পর্কে। এই পোস্টে উল্লেখিত সকল ফোন প্রায় সবদিক দিয়ে পারফেক্ট, অর্থাৎ এখানে আমরা বিশ্বের সেরা ফোন এর তালিকা দেখতে যাচ্ছি। এই পোস্টে উল্লেখিত ফোনগুলো ডিসপ্লে, পারফরম্যান্স, ফটোগ্রাফি, ব্যাটারিসহ যেকোনো দিক বিচারে অন্যসব ফোনের চেয়ে বেশ এগিয়ে থাকবে। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সেরা স্মার্টফোনগুলো সম্পর্কে।
১০. আসুস জেনফোন ৯ / Asus Zenfone 9
“ছোট প্যাকেটে বড় ধামাকা” এই কথাটি একদম যথাযথ আসুস জেনফোন ৯ সম্পর্কে। বর্তমানের স্মার্টফোনগুলো যেখানে স্ক্রিনের সাইজ বাড়ানো নিয়ে যুদ্ধে নিয়ে মেতে উঠেছে সেখানে মাত্র ৫.৯ইঞ্চি ডিসপ্লের এই ছোটোখাটো দেখতে ফোনটি যে আড়ালে চমক রেখেছে তা বুঝা বেশ মুশকিল।
ফোনের ব্যাকে অযথা ক্যামেরা সেন্সর এর বাগান তৈরী না করে বরং দুইটি কাজের সেন্সর আসুস জেনফোন ৯ ফোনটিতে যোগ করেছে আসুস। এই দুইটি লেন্স ব্যবহার করে যেকোনো ধরনের স্মার্টফোন ক্যামেরা লেন্সের সুবিধা কিন্তু ঠিকই প্রদান করছে এই ফোন। আবার এদিকে পারফরম্যান্স এর দিক দিয়েও কোনো কমতি থাকছেনা স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ এর কল্যাণে।
বর্তমান স্মার্টফোন বাজারে যেখানে কমপ্যাক্ট ফোনের আনাগোনা নেই বললেই চলে, সেখানে আসুস জেনফোন ৯ ফোনটি কমপ্যাক্ট ফোন লাভারদের জন্য এক স্বস্থির নিশ্বাস বটে।
একনজরে আসুস জেনফোন ৯ এর স্পেসিফিকশন
- ডিসপ্লেঃ ৫.৯ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
- ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪৩০০মিলিএম্প
- চার্জিংঃ ৩০ওয়াট
০৯. শাওমি ১২টি প্রো / Xiaomi 12T Pro
বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় শাওমি ১২টি প্রো স্থান করে নিয়েছে এর অসাধারণ মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স ও পারফর্মেন্স এর কারণে। কোয়াড-স্পিকার এর সাথে শাওমি ১২টি প্রো এর অসাধারণ ডিসপ্লে প্রদান করবে টপ ক্লাস মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স। ফোনটির ক্যামেরা ভালো হলেও তালিকার অন্যান্য ফোনের মত শীর্ষে নেই।
স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর দ্বারা চালিত এই ফোনের ফিচারের অভাব নেই কিন্তু। আন্ডার-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট থেকে শুরু করে ১২০ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে শাওমি ১২টি প্রো ফোনটিতে। ৭৫০ইউরো দামের এই ফোনটিতে রয়েছে ভ্যাপর চেম্বার যা ফোনটিকে লম্বা গেমিং সেশনেও হিট থেকে রক্ষা করবে।
ওহ হ্যা, এই ফোনের হেডলাইনিং ফিচার কিন্তু ২০০মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। অর্থাৎ একটা ফ্ল্যাগশিপ ফোনের যে কয়টি চমৎকার ফিচার না হলেই নয়, তার প্রতিটি এই ফোনে উপস্থিত। এসব কারণে বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় শাওমি ১২টি প্রো ফোনটিকে স্থান দেওয়া হয়েছে।
একনজরে শাওমি ১২টি প্রো এর স্পেসিফিকশন
- ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
- ব্যাক ক্যামেরাঃ ২০০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
- চার্জিংঃ ১২০ওয়াট
০৮. ওয়ানপ্লাস ১১ / OnePlus 11
২০২৩ সালে এসে ওয়ানপ্লাস তাদের সেরা ফোনের আপডেট নিয়ে এসেছে। ওয়ানপ্লাস ১১ সমাদৃত হচ্ছে সকলের কাছেই কেননা বেশ ভালো কিছু আপডেট নিয়ে এই ফোনটি এবছর বাজারে এসেছে। আর তাই সহজেই বিশ্বের সেরা ফোনগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে ওয়ানপ্লাসের এই নতুন ফ্ল্যাগশিপ ফোনটি।
ওয়ানপ্লাস ১১ তে সর্বপ্রথম আপডেট এসেছে এর ডিসপ্লেতে। আগের মতোই ৬.৭ ইঞ্চির অ্যামোলেড প্যানেল থাকলেও এবার এতে আছে একদম আধুনিক এলটিপিও৩ প্রযুক্তি। ফলে এই ডিসপ্লে আরও বেশি ব্যাটারি বাঁচাতে সক্ষম। সেই সাথে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ ইত্যাদি বিভিন্ন ফ্ল্যাগশিপ ফিচার তো থাকছেই। এছাড়া পুরো ফোনটিতে এবার দেয়া হয়েছে আইপি৬৪ এর প্রোটেকশন। স্বাভাবিকভাবেই বর্তমানের সেরা প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ব্যবহার করা হয়েছে যা আগের থেকে অনেক বেশি স্ট্যাবল একটি চিপ। ৮ জিবি থেকে ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি হতে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজে পাওয়া যাবে এই ফোন। ক্যামেরা সেকশনেও এসেছে অসাধারণ উন্নতি। ট্রিপল ক্যামেরা সেটআপে আছে ৫০ মেগাপিক্সেলের মূল লেন্স, ৩২ মেগাপিক্সেলের টেলিফটো এবং ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। এই বছরের সেরা স্মার্টফোন ক্যামেরার সাথে সহজেই পাল্লা দিতে পারবে এই ক্যামেরা সেটআপ। আগের মতোই ৫০০০ মিলিএম্পের ব্যাটারি থাকলেও চার্জিংয়ের গতিতে এসেছে অবিশ্বাস্য পরিবর্তন। এখন ১০০ ওয়াটের মাধ্যমে মাত্র ২৫ মিনিটে ফুল চার্জ করা যাবে ফোনটি। এছাড়া অন্য বিভিন্ন ফ্ল্যাগশিপ ফিচার তো থাকছেই।
ফোনের ডিজাইনেও বেশ পরিবর্তন এনেছে ওয়ানপ্লাস এই বছর। আগের ডিজাইন হতে অনেকটাই আলাদা ক্যামেরা ডিজাইন দেয়া হয়েছে। সব মিলিয়েই বছরের সেরা ফোনগুলোর তালিকায় থাকার দাবিদার ওয়ানপ্লাস ১১।
একনজরে ওয়ানপ্লাস ১১ এর স্পেসিফিকশন
- ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ২
- ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৫০+৩২+৪৮ মেগাপিক্সেল)
- সেলফি ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- চার্জিংঃ ১০০ ওয়াট
০৭. স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ / Samsung Galaxy Z Flip 4
বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় একটি ফোল্ডেবল ফোন না থাকলে কি হয়? এখানে আমরা রেখেছি স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ ফোনটিকে।
স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ এর সমস্যা ছিলো এর খারাপ ব্যাটারি ও মুটামুটি মানের ক্যামেরা। আর এসব বিষয়ের সমাধান এর সাথে আরো নতুন প্রযুক্তি নিয়ে বাজারে এসেছিলো স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪। বাজারে আসার পরপর গ্রাহক ও রিভিউয়ারদের প্রশংসায় পঞ্চমুখ এই ফোল্ডেবল ডিভাইসটি। দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী একটি ফোল্ডেবল ফোন যে এতো দ্রুত সবার হাতে পৌছে যাবে, এই ফোনটি আসার আগে তা ভাবাই অসম্ভব ছিলো।
স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ এর ভালো বিষয় হলো আকাশছোঁয়া ফোল্ডেবল ফোনের দাম বাদ দিয়ে আগ্রহীদের কেনার সাধ্যের মধ্যে ফোনটির দাম রেখেছে স্যামসাং। ২লক্ষ ওপেন ও ক্লোজ মোশন আরামসে সহ্য করতে পারবে এই ফোন যা ৫বছর মত নিশ্চিন্তে ব্যবহারের সমান।
স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ এর পাওয়ার এফিসিয়েন্ট পারফরম্যান্স ও ইম্প্রুভড ব্যাটারি এর কল্যাণে গ্যালাক্সি জি ফ্লিপ ৪ সম্পূর্ণ একদিন ব্যাটারি ব্যাকাপ দিতে সক্ষম। ফোনটিতে বেশ সুন্দরভাবে স্থান পেয়েছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর। সহজ ভাষায় বলতে গেলে গ্যালাক্সি এস২২ এর চেয়ে উত্তম প্রসেসর রয়েছে এই ফোনে, তার উপর আবার আকর্ষণীয় ফোল্ডিং মেকানিজম তো থাকছেই।
একনজরে স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ এর স্পেসিফিকশন
- ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
- ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ১০মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৩৭০০মিলিএম্প
- চার্জিংঃ ২৫ওয়াট
০৬. অপো ফাইন্ড এক্স৫ প্রো / Oppo Find X5 Pro
বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় আরেক অনন্য সংযোজন অপো ফাইন্ড এক্স৫ প্রো ফোনটি। ৬.৭ইঞ্চির ১২০হার্জ কোয়াড এইচডি+ ডিসপ্লে রয়েছে এই ফোনে যা দামের মধ্যে অন্য ফোনের চেয়ে অনেক বেটার। আনার এদিকে ৮০ওয়াট ওয়্যারড চার্জিং ও ৫০ওয়াট ওয়্যারলেস চার্জিং এর কারণে অনেকের কাছে ফোনটি অধিক গ্রহণযোগ্য জবে। ৫০০০মিলিএম্প এর ব্যাটারির এই ফোনে রয়েছে টপ-টিয়ার ক্যামেরা, যা দুইটি ৫০মেগাপিক্সেল প্রাইমারি ও আলট্রাওয়াইড লেন্স এর সমন্বয়ে তৈরী।
অপো ফাইন্ড এক্স৫ প্রো ফোনটিতে পেরিস্কোপ জুম লেন্স না থাকলেও টেলিফটো লেন্স ব্যবহার করে ২এক্স জুম সুবিধা পাওয়া যাবে। ফোনের ডিজাইনটিও বেশ ইউনিক ও সুন্দর সিমলেস ক্যামেরা ডিজাইনের কারণে ফোনটিকে অসাধারণ লাগে। স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এর কল্যাণে এই ফোনের পারফরম্যান্সেও কোনো কমতি দেখতে পাবেনা ব্যবহারকারীগণ।
একনজরে অপো ফাইন্ড এক্স৫ প্রো এর স্পেসিফিকশন
- ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১
- ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
- চার্জিংঃ ৮০ওয়াট
০৫. ভিভো এক্স৮০ প্রো / Vivo X80 Pro
বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় অ্যাপল, স্যামসাং ও গুগল এর পাশে ক্যামেরার জোরে স্থান করে নিয়েছে ভিভো এক্স৮০ প্রো। স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চালিত এই ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ, যার প্রত্যেকটি আলাদা ফিচারে ভর্তি। আবার এই ফোনে ভিভো’র ভি১+ ইমেজ প্রসেসিং চিপ ও গিম্বল এর মত স্ট্যাবিলাইজেশন রয়েছে, যা এই ফোনটিকে আল্টিমেট ক্যামেরা ফোনে পরিণত করেছে। অসাধারণ ভিডিও মোড এর পাশাপাশি আরো রয়েছে সিনেমা-ওয়াইড এসপেক্ট রেশিও ও ফিল্ম ৩৪ মত গ্রেইন যোগ করার সুযোগ। অর্থাৎ দাম যদি কোনো সমস্যা না হয়, তাহলে ভিভো এক্স৮০ প্রো ফোনটি ক্যামেরা লাভারদের জন্য একটি অসাধারণ পছন্দ হবে।
৬.৭৮ইঞ্চির এমোলেড ডিসপ্লে রয়েছে এই ফোনে, যার রেজ্যুলেশন কোয়াড এইচডি+ এবং রিফ্রেশ রেট রয়েছে ১২০হার্জ এর। ইতিমধ্যে ফোনটির প্রসেসর, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এর পারফরম্যান্স সম্পর্কে কমবেশি সবার ধারণা রয়েছে। ফোনটির ৪৭০০মিলিএম্প ব্যাটারি আহামরি কিছু। মনে না হলেও ওর ৮০ওয়াট চার্জিং যে কারো পছন্দের তালিকায় থাকতে বাধ্য।
একনজরে ভিভো এক্স৮০ প্রো এর স্পেসিফিকশন
- ডিসপ্লেঃ ৬.৭৮ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১
- ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪৭০০মিলিএম্প
- চার্জিংঃ ৮০ওয়াট
০৪. আইফোন ১৩ / iPhone 13
হ্যা, ঠিকই দেখেছেন! বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় আমরা আইফোন ১৩ কে রেখেছি। বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় সবচেয়ে পুরোনো ফোন হলেও এই ফোনটিকে সেরা বলার অসংখ্য কারণ রয়েছে। সুলভ মূল্যে বর্তমানে এই ফোনটি পাওয়া যাচ্ছে যার ফিচার নতুন আইফোন ১৪ এর সমতুল্য প্রায়। এ১৫ বায়োনিক চিপ, সিনেমাটিক মোড এর মত লেটেস্ট ক্যামেরা ফিচারের কারণে এই ফোনটি পুরোনো হওয়া স্বত্বেও এখনো অসাধারণ।
অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এর এই ক্যামেরা সেটাপ মুক্তির এক বছর পরও এখনো ইন্ডাস্ট্রি-লিডিং ক্যামেরা পারফরম্যান্স প্রদান করে। হাই রিফ্রেশ রেট না থাকলেও ৬.১ইঞ্চির ওলেড ডিসপ্লেকে কোনো দিক দিয়ে কমতি হিসেবে গণ্য করা বোকামি হবে। আবার অ্যাপল এর ডিভাইস হওয়ায় বেশ অনেক বছর ধরে এই ফোনে সফটওয়্যার আপডেটও পাওয়া যাবে, যে কথা সবার জানা।
একনজরে আইফোন ১৩ এর স্পেসিফিকশন
- ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
- প্রসেসরঃ এ১৫ বায়োনিক
- ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৩২৪০মিলিএম্প
আবার ম্যাজিক ইরেজার এর মত অনেক পিক্সেল-অনলি ফিচার রয়েছে যা অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোনে পাবেন না। এই ফোনে তিন বছরের সফটওয়্যার আপডেট ও ৫বছরের সিকিউরিটি আপডেট পাবেন ব্যবহারকারীগণ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যারা ভালোবাসেন, তাদের জন্য পিক্সেল ৭ প্রো ফোনটির কোনো বিকল্প নেই।
একনজরে গুগল পিক্সেল ৭ প্রো এর স্পেসিফিকশন
- ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
- প্রসেসরঃ গুগল টেন্সর জি২
- ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ১০.৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
- চার্জিংঃ ৩০ওয়াট
০২. স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা / Samsung Galaxy S23 Ultra
প্রতি বছরের মতোই স্যামসাং গ্যালাক্সি আলট্রা সিরিজ বিশ্বের সেরা ফোনগুলোর তালিকায় থাকবেই। ২০২৩ সালে স্যামসাং তাদের আলট্রা লাইনআপকে আরও শক্তিশালী করেছে গ্যালাক্সি এস২৩ আলট্রার মাধ্যমে। ফিচারে ফিচারে ভরপুর এই ফোনে স্যামসাং চিপসেট থেকে শুরু করে ক্যামেরা পর্যন্ত সবকিছুতেই আরও উন্নতি এনেছে।
ফোনের ডিসপ্লে রয়েছে আগের মতই ৬.৮ ইঞ্চির অ্যামোলেড প্যানেল। প্রতিবারের মতো এবারও স্যামসাং বিশ্বের সেরা ডিসপ্লে দিয়েই তাদের ফ্ল্যাগশিপ ফোনটি বাজারে এনেছে যেখানে আছে আধুনিক সকল প্রযুক্তি। সবথেকে বড় পরিবর্তন এবার চিপসেটে। এবছর স্যামসাং তাদের এক্সিনোস প্রসেসর ব্যবহার করে নি। ফোনটিতে থাকছে বাজারের সেরা স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপ। শুধু তাই নয় আরও বড় পরিবর্তন এসেছে এবারের ক্যামেরা সেটআপে। আগের বিশ্বসেরা ক্যামেরা সেটআপকে আরও উন্নত করে এবার ২০০ মেগাপিক্সেলের মূল লেন্স ব্যবহার করা হয়েছে এই ফোনে। কোয়াড ক্যামেরা সেটআপে দুটি টেলিফটো এবং একটি আলট্রা ওয়াইড লেন্সও রয়েছে। তবে সামনের সেলফি ক্যামেরা ৪০ মেগাপিক্সেল হতে ১২ মেগাপিক্সেলের নেমে এলেও স্লেফি কোয়ালিটির উন্নতি হয়েছে। ফোনটিতে দেয়া হয়েছে লেটেস্ট ইউএফএস ৪.০ স্টোরেজ যা ফোনটিকে আরও দ্রুত কাজ করতে সহায়তা করে।
ফোনে আরও অসংখ্য ফিচার রয়েছে যা আগের বছর হতে তেমন একটা পরিবর্তন হয় নি। ৫০০০ মিলিএম্প ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জ সুবিধা রয়েছে আগের মতোই। এছাড়া একটি ফ্ল্যাগশিপ ফোনে যেসব ফিচার থাকা উচিত তার সকল কিছুই উপস্থিত এখানে। আর তাই নিঃসন্দেহে এটি ২০২৩ সালের অন্যতম সেরা ফোন।
একনজরে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা এর স্পেসিফিকশন
- ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ২
- ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (২০০+১০+১০+১২ মেগাপিক্সেল)
- সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- চার্জিংঃ ৪৫ ওয়াট
০১. আইফোন ১৪ প্রো / iPhone 14 Pro
বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় শীর্ষস্থান এই কয়মাস আগেও স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা এর দখলে থাকতো। কিন্তু অবশেষে আইফোন এর সকল কমতি দূর করে সকল অ্যান্ড্রয়েড ফোনকে পেছনে ফেলে বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে আইফোন ১৪ প্রো। ব্যাটারি ও স্ক্রিনসাইজ ছাড়া আইফোন ১৪ প্রো ও প্রো ম্যাক্স এর তেমন পার্থক্য নেই, তাই আমরা সবার অধিক পছন্দের আইফোন ১৪ প্রো মডেলটিকে আমাদের তালিকায় শীর্ষে রেখেছি।
বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় শীর্ষস্থান দখল করতে হলে একটি ফোনে যেসব ফিচার থাকা উচিত তার প্রত্যেকটি রয়েছে আইফোন ১৪ প্রো তে। সে ইউনিক ডায়নামিক আইল্যান্ড ফিচারই হোক বা ৪৮মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সকল দিক দিয়ে আগের জেনারেশনের চেয়ে অনেক এগিয়ে গিয়েছে আইফোন ১৪ প্রো সিরিজ।
৪৮মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এর কল্যাণে বাড়তি লেন্স ছাড়াই ২এক্স জুম ফিচার পাওয়া যাবে আইফোন ১৪ প্রো তে। আবার এদিকে ৩এক্স টেলিফটো ক্যামেরা ও আলট্রাওয়াইড ক্যামেরা তো থাকছে। বিশেষ করে সম্প্রতি যোগ হওয়া অলওয়েজ-অন ডিসপ্লে ও আইওএস ১৬ এর এক্সক্লুসিভ ফিচারগুলোর অসাধারণ প্রয়োগের কথা উল্লেখ করতে হয়। মোট কথায় এই বছর তো বটেই, আসন্ন সময়েও বাজারের অন্যান্য ফোনের চেয়ে বেশ এগিয়ে থাকবে আইফোন ১৪ প্রো সিরিজ।
একনজরে আইফোন ১৪ প্রো এর স্পেসিফিকশন
- ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
- প্রসেসরঃ অ্যাপল এ১৬ বায়োনিক
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৩২০০মিলিএম্প
আপনি অনলাইনে যতগুলো স্মার্টফোন র্যাংকিং পাবেন, তা একটা আরেকটার সাথে মিলবেনা। এমনকি আপনার নিজের বিবেচনায়ও হয়ত আলাদা র্যাংকিং চলে আসবে। এই তালিকায় থাকা প্রতিটি ফোনই অসাধারণ। বিক্রেতাভেদে এদের দাম ভিন্ন হতে পারে।
উল্লেখিত বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় থাকা ফোনগুলোর মধ্যে আপনার পছন্দের কোনটি? আপনার মূল্যবাদ মতামত বাংলাটেক টিম ও পাঠকদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে।
0 responses on "বিশ্বের সেরা স্মার্টফোন ২০২৩"