বিকাশ এর “মাই অফার” সেকশনে এসেছে বেশ কিছু নতুন অফার। বিকাশ এর নতুন সকল “মাই অফার” সম্পর্কে জানবেন এই পোস্টে। তবে বলে রাখা ভালো আপনার বিকাশ একাউন্টে উক্ত অফার পাবেন কিনা তা নির্ভর করছে আপনার বিকাশ অ্যাপের “মাই অফার” সেকশনে উক্ত অফার দেখানো হচ্ছে কিনা তার উপর। তাই উল্লেখিত যেকোনো অফার নেওয়ার আগে অবশ্যই আপনার বিকাশ “মাই অফার” সেকশন চেক করুন।
কার্ড টু বিকাশ ২৫টাকা ক্যাশব্যাক
২,০০০টাকা বা তার বেশি এমাউন্ট কার্ড টু বিকাশ করলে পেয়ে যাবেন ২৫টাকা ক্যাশব্যাক। এই অফার এর মেয়াদ রয়েছে অক্টোবর ১৫ পর্যন্ত।
- অফারঃ ২৫টাকা ক্যাশব্যাক
- মাধ্যমঃ কার্ড টু বিকাশ
- এমাউন্টঃ ২,০০০টাকা বা তার বেশি
- মেয়াদ শেষঃ ১৫ অক্টোবর, ২০২২
কার্ড টু বিকাশ ২৫টাকা ক্যাশব্যাক অফার পেতে বিকাশ এর “মাই অফার” সেকশনে প্রবেশ করে উল্লেখিত অফারের পাশে থাকা “অফার নিন” বাটনে ট্যাপ করুন। কেউ কেউ সেখানে ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়ার অফার দেখতে পারেন। সেক্ষেত্রে ৩০৩০ টাকা অ্যাড মানি করতে হবে। (যদি অফারটি প্রযোজ্য হয় আরকি)।
কার্ড টু বিকাশ ৪০টাকা ক্যাশব্যাক
৪,২০০টাকা কার্ড টু বিকাশ করলে পেয়ে যাবেন ৪০টাকা ক্যাশব্যাক বোনাস। এই অফার চলবে অক্টোবর ২৯ পর্যন্ত। অফারটি পেতে বিকাশ এর “মাই অফার” সেকশনে প্রবেশ করে “অফার নিন” বাটনে ট্যাপ করুন।
- অফারঃ ৪০টাকা ক্যাশব্যাক
- মাধ্যমঃ কার্ড টু বিকাশ
- এমাউন্টঃ ৪,২০০টাকা
- মেয়াদ শেষঃ ২৯ অক্টোবর, ২০২২
ব্যাংক টু বিকাশ ৩৫টাকা ক্যাশব্যাক
ব্যাংক থেকে বিকাশ একাউন্টে ব্যাংক টু বিকাশ এর মাধ্যমে ৪,২০০টাকা আনলে পেয়ে যাবেন ৪,২০০টাকা ক্যাশব্যাক বোনাস। অফারটি চলবে ২৯ অক্টোবর পর্যন্ত ও বিকাশ অ্যাপ থেকে “মাই অফার” সেকশনে প্রবেশ করে ক্লেইম করা যাবে।
- অফারঃ ৩৫টাকা ক্যাশব্যাক
- মাধ্যমঃ ব্যাংক টু বিকাশ
- এমাউন্টঃ ৪,২০০টাকা
- মেয়াদ শেষঃ ২৯ অক্টোবর, ২০২২
ক্যাশ ইন ৩০টাকা ক্যাশব্যাক
৪,২০০টাকা ক্যাশ ইন করলে বিকাশে পাওয়া যাবে ৩০টাকা ক্যাশব্যাক বোনাস। অক্টোবর ২৯ পর্যন্ত এই অফার চলবে। অফারটি নেওয়ার আগে অবশ্যই আপনার বিকাশ “মাই অফার” সেকশনে এটি প্রদর্শন করছে কিনা তা চেক করতে ভুলবেন না।
- অফারঃ ক্যাশ ইন ক্যাশব্যাক
- মাধ্যমঃ ক্যাশ ইন
- এমাউন্টঃ ৪,২০০টাকা
- মেয়াদ শেষঃ ২৯ অক্টোবর, ২০২২
আবার বলছি অবশ্যই বিকাশ অ্যাপ থেকে “মাই অফার” সেকশনে প্রবেশ করে আগে আপনি উল্লেখিত অফার পাবেন কিনা তা নিশ্চিত করুন, তারপর অফার নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
0 responses on "বিকাশ মাই অফারে ১০০ টাকার বেশি বোনাস (আলাদা আলাদা অফার)"