• No products in the cart.

বিকাশ থেকে ২০ টাকা মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ১০০ টাকা ক্যাশব্যাক..(শর্ত প্রযোজ্য)

বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সবচাইতে বড় অর্থায়ন প্রতিষ্ঠান। এটি ব্যাঙ্ক হিসাববিহীন ব্যক্তিদের আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে.! বিকাশ তাদের গ্রাহকদের প্রতিনিয়ত নিত্যনতুন অফার দিয়ে যাচ্ছে.!

এখন বিকাশ থেকে যে কোনো নাম্বার ২০ টাকা মোবাইল রিচার্জ করলে পেতে পারে ১০০ টাকা ক্যাশব্যাক.! প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত, প্রতি মিনিটে প্রথম ২০ টাকা মোবাইল রিচার্জ কারি পাবে ১০০ টাকা ক্যাশব্যাক.!

এছাড়াও প্রথম ১৪ জন ২০ টাকা মোবাইল রিচার্জ পাচ্ছেন ১০ টাকা করে ক্যাশব্যাক।

অফার চলাকালীন একবার এই অফারটি উপভোগ করতে পারবেন এবং ক্যাশব্যাক পাবেন বিকাশ একাউন্টে। বিজয়ী গ্রাহকরা রিচার্জ করার পরবর্তী কর্ম দিবসের মধ্যে ক্যাশব্যাক পেয়ে যাবেন।

 

0 responses on "বিকাশ থেকে ২০ টাকা মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ১০০ টাকা ক্যাশব্যাক..(শর্ত প্রযোজ্য)"

Leave a Reply

top
© Technial Bangla. All rights reserved. 2025