বিকাশের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরেই সরাসরি টাকা পাঠানোর সুবিধা চালু রয়েছে। বিকাশ এই সেবাটি ধীরে ধীরে আরও উন্নতি করছে, যুক্ত করছে নতুন নতুন ব্যাংক। বিকাশের মাধ্যমে ব্যাংকে টাকা পাঠানোর এই সুবিধার ফলে অনেক গ্রাহক উপকৃত হচ্ছেন। সরাসরি ব্যাংকে টাকা পাঠিয়ে দ্রুত টাকা উত্তোলন করা যাচ্ছে এই সুবিধার ফলে। এতে ক্যাশ আউট চার্জ সাশ্রয়ও হচ্ছে। কেননা বিকাশের মাধ্যমে সরাসরি ব্যাংকে টাকা পাঠালে ক্যাশ আউট থেকে কম চার্জ করে বিকাশ। এই সেবাটি খুব দ্রুত কাজ করে এবং সঙ্গে সঙ্গেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যায়। দিন-রাত ২৪ ঘণ্টাই বিকাশের এই সেবাটি পাওয়া যায়।
বিকাশের এই সেবাটি বিকাশ অ্যাপ হতে খুব সহজেই বিকাশ টু ব্যাংক অপশন ব্যবহার করে পাওয়া যেতে পারে। আজকের এই পোস্টে জেনে নিতে পারবেন কীভাবে সহজেই আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনার ব্যাংক অ্যাকাউন্টকে বিকাশের সাথে যুক্ত করে যে কোন সময় টাকা পাঠাতে পারবেন। এই সেবার খরচ ও অন্যান্য বিস্তারিত তথ্য থাকছে এই পোস্টে।
কীভাবে এই সেবা পাবেন?
অবশ্য আরও কয়েকটি ব্যাপার জেনে নেয়া প্রয়োজন। বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে বিকাশে আপনার নাম ও তথ্যের সাথে মিলে গেলে সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনি বিকাশের সাথে যুক্ত করতে পারবেন। সেগুলোকে লিংকড ব্যাংক একাউন্ট বলে। তবে কয়েকটি ব্যাংকের ক্ষেত্রে অন্যের ব্যাংক একাউন্টেও বিকাশ থেকে টাকা পাঠানো যায়। বিকাশ অ্যাপের মধ্যে ব্যাংক অ্যাড করতে গেলে ব্যাংকের নামের পাশে লিংক চিহ্ন দেখলেই বুঝতে পারবেন।
লিংক ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাংক একাউন্টের নাম ও বিকাশের নাম একই হতে হবে বা একই জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা হতে হবে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বর ও বিকাশের মোবাইল নম্বরটিও এক হতে হবে। এটি না মিললে প্রথমে ব্যাংকে যোগাযোগ করে তথ্য হালনাগাদ করে নিতে হবে। সব তথ্য মিলে গেলে তবেই শুধু ব্যাংক অ্যাকাউন্ট বিকাশের সঙ্গে সফলভাবে যুক্ত হতে পারবে। এছাড়া বিকাশ বর্তমানে এই সেবাটি নির্দিষ্ট কিছু ব্যাংকে দিচ্ছে। ফলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এসব ব্যাংকের হতে হবে। কোন কোন ব্যাংকে বিকাশের এই সেবা পাওয়া যাবে সেটি নিয়ে পোস্টের পরবর্তী অংশে আলোচনা করা হয়েছে।
উল্লিখিত সেবা পেতে হলে প্রথমেই আপনাকে বিকাশ অ্যাপ ইন্সটল করে নিতে হবে স্মার্টফোনে। বিকাশ অ্যাপ ছাড়া বিকাশের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা সম্ভব নয়। বিকাশ অ্যাপ ইন্সটল করতে গুগল প্লেস্টোর বা আইফোনের অ্যাপ স্টোরে চলে যেতে পারেন। তারপর আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বিকাশের সাথে লিঙ্ক বা যুক্ত করে নিতে হবে।
বিকাশের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে নিচের নির্দেশনা অনুসরণ করুনঃ
- প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করে পিন দিয়ে লগইন করুন।
- এবার হোমপেজ হতে ‘বিকাশ টু ব্যাংক’ অপশনটি খুঁজে বের করুন এবং ট্যাপ করুন।
- পরবর্তী পেজে দুটি অপশন দেখতে পাবেন। এখান থেকে ‘ব্যাংক অ্যাকাউন্ট’ অপশনটি সিলেক্ট করুন।
- নতুন পেজে বিকাশ যেসব ব্যাংকে বিকাশ টু ব্যাংক সুবিধা দেয় তার একটি তালিকা দেখতে পাবেন। আপনার এই তালিকার মধ্যে যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটির উপর ট্যাপ করুন।
- নতুন একটি পপ আপ দেখতে পাবেন। এখানে ‘অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট’ বাটনে ট্যাপ করুন।
- এবার আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবার জন্য একটি জায়গা দেখতে পাবেন। আপনার পুরো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি প্রদান করে নিচে ‘এগিয়ে যান’ বাটনে ট্যাপ করুন।
- এবার আপনাকে বিকাশ নতুন একটি পেজে নিয়ে যাবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট এনআইডি এবং মোবাইল নাম্বার মিলে গেলে বিকাশ আপনার নাম্বারে একটি ওটিপি কোড পাঠাবে যেটি আপনাকে প্রবেশ করাতে হবে। সঠিক ওটিপি প্রদান করলে সঙ্গে সঙ্গেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট বিকাশের সাথে যুক্ত হয়ে যাবে।
- সফলভাবে যুক্ত হওয়া ব্যাংক অ্যাকাউন্ট আপনি পূর্বের পেজে ‘সেভ করে রাখা ব্যাংক’ সেকশনে প্রথমেই দেখতে পাবেন।
এবার আপনার সেভ করে রাখা ব্যাংকে সহজেই কীভাবে টাকা ট্রান্সফার করতে পারবেন সেটি দেখানো হবে। বিকাশ থেকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে নিচের নির্দেশনা অনুসরণ করুনঃ
- ‘বিকাশ টু ব্যাংক’ অপশন থেকে উপরের নির্দেশনা অনুসরণ করে ‘সেভ করে রাখা ব্যাংক’ সেকশনে চলে যান।
- এখানে আপনার সেভ করে রাখা ব্যাংকের নামগুলো প্রথমেই দেখতে পাবেন। যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান সেটির উপর ট্যাপ করুন।
- বিকাশ আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরসহ আপনার সেভ করা অ্যাকাউন্ট প্রদর্শন করবে। এবার সেই অ্যাকাউন্টের উপর ট্যাপ করুন।
- নতুন পেজে আপনার ব্যবহারযোগ্য ব্যালেন্স বা যে পরিমাণ টাকা আপনার বিকাশ ব্যালেন্সে আছে দেখতে পাবেন এবং কী পরিমাণ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চান সেটি প্রবেশ করতে হবে। এরপর পাশের অ্যারো চিহ্নে ট্যাপ করে এগিয়ে যেতে হবে।
- এবার আপনাকে লেনদেনের একটি রেফারেন্স দিতে হবে। নিজের ইচ্ছামতো একটি রেফারেন্স প্রদান করে এগিয়ে যান।
- পরের পেজে আপনি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারের খরচ সহ লেনদেনটির বিস্তারিত দেখতে পাবেন। পিন দিয়ে নিশ্চিত করে লেনদেন সম্পন্ন করে ফেলুন।
- আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিছুক্ষনের মধ্যেই এই টাকা যুক্ত হয়ে যাবে।
এভাবে সহজেই প্রতিবার বিকাশ হতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন আপনি।
কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে এই সুবিধা পাওয়া যাচ্ছে?
বিকাশ টু ব্যাংকের এই সুবিধাটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যাংকে পাওয়া যাচ্ছে বর্তমানে। ভবিষ্যতে এখানে আরও ব্যাংক যুক্ত হতে পারে। নিচের তালিকা হতে দেখে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই সুবিধা পাবেন কিনা।
- অগ্রণী ব্যাংক
- সোনালী ব্যাংক
- ব্র্যাক ব্যাংক লিমিটেড
- সিটি ব্যাংক লিমিটেড
- এবি ব্যাংক
- কমিউনিটি ব্যাংক
- আইএফআইসি ব্যাংক
- ইস্টার্ন ব্যাংক
- ঢাকা ব্যাংক
- এনাআরবিসি ব্যাংক
- প্রিমিয়ার ব্যাংক
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- মিডল্যান্ড ব্যাংক
চার্জ ও লিমিট বিষয়ক তথ্য
বিকাশের মাধ্যমে সরাসরি ব্যাংকে অর্থ ট্রান্সফারের এই সুবিধা নিতে বিকাশ কিছু পরিমাণ টাকা চার্জ করে থাকে যা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন রকম। তবে এই চার্জ ক্যাশ আউট চার্জ থেকে কম হওয়ায় অনেকের জন্যই এটি সাশ্রয়ী পদ্ধতি হতে পারে।
অগ্রণী ব্যাংক,সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড এই চারটি ব্যাংকের জন্য বিকাশ ট্রান্সফারকৃত টাকার ১ শতাংশ চার্জ ধার্য করেছে। অন্যান্য সকল ব্যাংকের জন্য এই চার্জ ১.২৫ শতাংশ। অর্থাৎ বিকাশের ক্যাশ আউট চার্জ ১.৮০ শতাংশ হতে এটি কিছুটা কম।
এই পদ্ধতিতে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা এবং মাসে সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা বিকাশ টু ব্যাংক লেনদেন করতে পারবেন। সুতরাং ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে প্রযোজ্য সীমার ব্যাপারটিও মাথায় রাখা দরকার। এছাড়া বিকাশের সাইট থেকে আরও বিস্তারিত জানতে পারেন।
0 responses on "বিকাশ থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর উপায়"