• No products in the cart.

বিকাশে ৫৫ টাকা বোনাস নিন এই নতুন অফারে

প্রতি মাসের মতোই মার্চ মাসেও বিকাশ গ্রাহকদের জন্য অসাধারণ সব অফার নিয়ে হাজির হয়েছে। পুরো মার্চ মাস জুড়েই বিকাশে অ্যাড মানি করলে পেতে পারেন ৫৫ টাকা ক্যাশব্যাক। এই ক্যাশব্যাক সকল গ্রাহকই উপভোগ করতে পারবেন নির্দিষ্ট কিছু শর্ত মেনে। ক্যাশব্যাক পেতে হলে আপনার সচল একটি বিকাশ অ্যাকাউন্ট প্রয়োজন হবে। বিকাশের এই ক্যাশব্যাক অফার পুরো মাসে একবার নেয়া যাবে। চলুন জেনে নেই কীভাবে পাবেন এই ক্যাশব্যাক।

কীভাবে পাবেন বিকাশের ৫৫ টাকা ক্যাশব্যাক

৫৫ টাকা ক্যাশব্যাক পেতে আপনাকে আপনার সচল ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড মানি করতে হবে। এজন্য আপনাকে প্রথমে বিকাশ অ্যাপ নামিয়ে ইনস্টল করে নিতে হবে আপনার স্মার্টফোনে। অ্যাপটি ইনস্টল করতে গুগল প্লেস্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোরে যেতে হবে।

অফারটি শুধুমাত্র বিকাশ অ্যাপ থেকে অ্যাড মানি করার ক্ষেত্রেই পাওয়া যাবে। অর্থাৎ কোড ডায়াল করে অ্যাড মানি করলে আপনি উক্ত অফারের আওতাভুক্ত হবেন না। এছাড়া ব্যাংক থেকে অ্যাড মানি করলেও অফারটি পাবেন না। অফারটি পেতে হলে অবশ্যই আপনার ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড ব্যবহার করতে হবে।

যে কোন ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করে ‘Add Money’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ‘Card to Bkash’ সিলেক্ট করে নতুন পেজে আপনার কার্ডের ধরণ অর্থাৎ ভিসা বা মাস্টারকার্ড সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনার কার্ড নাম্বার সহ সমস্ত তথ্য প্রদান করে অ্যাড মানি সম্পন্ন করতে পারবেন সহজেই।

অফারের আওতায় আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ অ্যাড মানি করতে হবে। কার্ড থেকে শুধুমাত্র ৫,৫৯৯ টাকা অ্যাড মানি করলেই আপনি এই ক্যাশব্যাক পাবেন। এই পরিমাণ অর্থ সফলভাবে অ্যাড মানি হলে এক কার্যদিবসের মধ্যে বিকাশ আপনার ব্যালেন্সে ৫৫ টাকা ক্যাশব্যাক যুক্ত করে দেবে। ক্যাশব্যাক শুধুমাত্র একবারই পাওয়া যাবে এই অফারের আওতায়। অর্থাৎ ৫৫ টাকা ক্যাশব্যাক পেতে অফার চলাকালীন সময়ে যে কোন গ্রাহককে তার সচল বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাপ থেকে কার্ডের মাধ্যমে ৫,৫৯৯ টাকা অ্যাড মানি করতে হবে।

অফারের সময় এবং অন্যান্য শর্ত

বিকাশ অফারটি ১ মার্চ ২০২৩ থেকে ৩০ মার্চ ২০২৩ পর্যন্ত চালু রাখবে বলে জানিয়েছে। সুতরাং গ্রাহককে এই সময়ের মধ্যেই ৫,৫৯৯ টাকা অ্যাড মানি করে অফারটি উপভোগ করতে হবে। অর্থাৎ পুরো মার্চ মাস জুড়েই অফারটি চালু থাকছে। এছাড়া আরো কিছু শর্ত রয়েছে। যে বিকাশ অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি থেকে করা হবে শুধুমাত্র সেই বিকাশ অ্যাকাউন্টেই বোনাস যুক্ত হবে। অর্থাৎ যার অ্যাকাউন্ট থেকে এই অ্যাড মানি ইনিশিয়েট করা হবে তিনি পাবেন ক্যাশব্যাক। এছাড়া আপনার বিকাশ অ্যাকাউন্ট অবশ্যই সচল ও স্বাভাবিক অবস্থায় থাকতে হবে।

বিকাশ এই ক্যাশব্যাক সঙ্গে সঙ্গে প্রদান করছে না। বিকাশ এক কার্যদিবস সময় নেবে আপনার অ্যাকাউন্টে ৫৫ টাকা ক্যাশব্যাক যুক্ত করতে। সুতরাং সাধারণত অ্যাড মানি করার পরের দিন আপনার ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়া বন্ধ বা ছুটির দিন হলে কিছুটা সময় লাগতে পারে।

একবারের বেশি এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন না। কাজেই অফার চলাকালীন যে কোনো সময় একবার এটি করতে পারেন। এছাড়া অবশ্যই অ্যাড মানি সফল হতে হবে। কার্ডের মাধ্যমে শুধুমাত্র নির্দিষ্ট সফল লেনদেনের ক্ষেত্রেই এই ক্যাশব্যাক পাওয়া যাবে।

সুতরাং পুরো মার্চ মাস জুড়ে বিকাশের ৫৫ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে আজই বিকাশ অ্যাপ থেকে ৫,৫৯৯ টাকা অ্যাড মানি করে ফেলুন। বিকাশের এই অফারটি ছাড়াও আরো বেশ কিছু অফার রয়েছে যা আমাদের পূর্বের বিকাশ অফার পোস্ট থেকে দেখে নিতে পারেন।

 

0 responses on "বিকাশে ৫৫ টাকা বোনাস নিন এই নতুন অফারে"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025