• No products in the cart.

বিকাশে ২০২২ টাকা পর্যন্ত বোনাস জিতুন জিপি মোবাইল রিচার্জ করে

বিকাশ নিয়ে এলো গ্রামীণফোন ও স্কিটো নাম্বারে রিচার্জে মেগা ক্যাশব্যাক অফার। বিকাশ থেকে গ্রামীণফোন ও স্কিটো নাম্বারে রিচার্জ করে পেয়ে যেতে পারেন ২,০২২টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস। জিপির প্রিপেইড, পোস্টপেইড এবং স্কিটো- এসকল গ্রাহকরা এই অফারে অংশ নিতে পারবেন। এই পোস্টে বিকাশ ২০২২টাকা ক্যাশব্যাক অফার সম্পর্কে জানবেন।

বিকাশ ২০২২ টাকা ক্যাশব্যাক অফার

প্রতিদিন  বিকাশ এর মাধ্যমে গ্রামীণফোন এবং স্কিটো নাম্বারে সর্বোচ্চ রিচার্জকারী ৩০০ জন গ্রাহক পাবেন ২০২২ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দ্রুত এই এই অফারটি লুফে নিতে আপনার গ্রামীণফোন বা স্কিটো নাম্বারে রিচার্জ করুন  বিকাশ এর মাধ্যমে।

উল্লিখিত ২০২২ টাকা বিকাশ ক্যাশব্যাক অফার চলবে ডিসেম্বর ৬ থেকে ডিসেম্বর ১৩ পর্যন্ত। বিকাশ অ্যাপ অথবা বিকাশের মোবাইল ডায়াল নম্বর *২৪৭# ব্যবহার করে জিপি বা স্কিটো সিমে মোবাইল রিচার্জ করতে পারবেন।

বিকাশ ২০২২ টাকা বোনাস অফার সম্পর্কে বিস্তারিতঃ

  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে সকল গ্রামীণফোন ও স্কিটো গ্রাহক এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন
  • বিকাশ থেকে সবচেয়ে বেশি রিচার্জ করা গ্রামীণফোন ও স্কিটো গ্রাহকগণ ক্যাশব্যাক বোনাস পেয়ে যাবেন
  • সবচেয়ে বেশি পরিমাণ মোবাইল রিচার্জকারী প্রথম ৩০ জন পাবেন ২০২২টাকা করে ক্যাশব্যাক
  • শীর্ষস্থানে থাকা এরপরের ৫০জন মোবাইল রিচার্জকারী ৪০০টাকা করে ক্যাশব্যাক পাবেন
  • শীর্ষস্থানে থাকা এরপরের ১০০জন মোবাইল রিচার্জকারী ৩০০টাকা করে ক্যাশব্যাক পাবেন
  • শীর্ষস্থানে থাকা এরপরের ১২০জন মোবাইল রিচার্জকারী ২০০টাকা করে ক্যাশব্যাক পাবেন

সকল গ্রামীণফোন ও স্কিটো গ্রাহক তাদের নাম্বারে বিকাশ থেকে সর্বোচ্চ রিচার্জ করে শর্ত পূরণ সাপেক্ষে জিতে নিতে পারেন ২০২২টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই অফারটি পেতে একজন গ্রাহক যতবার ইচ্ছা ততবার রিচার্জ করতে পারবেন।

একাধিক গ্রাহক যদি একই পরিমাণ সর্বোচ্চ রিচার্জ করে থাকেন তবে স্বয়ংক্রিয়ভাবে বিজয়ী নির্বাচিত হবে। গ্রাহকগণ *২৪৭# বা বিকাশ অ্যাপ ব্যবহার করে গ্রামীণফোন ও স্কিটো নাম্বারে রিচার্জ করে ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।

  • সফলভাবে লেনদেনের ৩ কার্যদিবসের মধ্যে একজন গ্রাহক ক্যাশব্যাক পেয়ে যাবেন
  • ক্যাশব্যাক বোনাস পেতে হলে/অংশ নিতে চাইলে অবশ্যই একজন গ্রাহকের একাউন্ট সচল থাকতে হবে ও পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে
  • ক্যাশব্যাক অফার পেতে হলে ইনকামিং লেনদেন সচল থাকতে হবে
  • একাউন্টের কোনো সমস্যার কারণে ক্যাশব্যাক প্রদান করা না গেলে সেক্ষেত্রে উক্ত গ্রাহক এই ক্যাশব্যাক পাবেন না
  • গ্রাহকের একাউন্টের কোনো সমস্যা ব্যতীত অন্য কোনো কারণে ক্যাশব্যাক প্রদান করা না গেলে সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর ২মাসের মধ্যে ৩বার বিরতিতে ক্যাশব্যাক প্রদানের চেষ্টা করবে বিকাশ। এরপরেও ক্যাশব্যাক প্রদান করা না গেলে সেক্ষেত্রে উক্ত গ্রাহক আর এই ক্যাশব্যাক বোনাস পাবেন না
  • ক্যাশব্যাক পেতে ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রামীণফোন ও স্কিটো নাম্বারে সফলভাবে রিচার্জ সম্পন্ন করতে হবে
  • কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া ক্যাম্পেইনের যেকোনো ধরনের নিয়ম বা শর্ত পরিবর্তন বা সংশোধনের অধিকার রাখে বিকাশ
  • কোনো নির্দিষ্ট লেনদেন বা কার্যক্রম বিকাশের কাছে যুক্তিসংগত বলে মনে না হলে সেক্ষেত্রে উক্ত গ্রাহকের ক্যাশব্যাক বাতিল করার অধিকার রাখে বিকাশ
  • অজানা কারণে উক্ত অফারটির ক্যাশব্যাক না পেলে গ্রাহকগণ 16247, বিকাশ সেন্টার, বিকাশ লাইভ চ্যাট, ইমেইল, ইত্যাদি মাধ্যমে বিকাশকে জানাতে পারবেন

 

0 responses on "বিকাশে ২০২২ টাকা পর্যন্ত বোনাস জিতুন জিপি মোবাইল রিচার্জ করে"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025