• No products in the cart.

বাংলা পিডিএফ (PDF) বই ডাউনলোড করুন – (সেরা পিডিএফ ওয়েবসাইট)

কোই গেলো আগের সেই পুরোনো দিন গুলি, যেখানে বই পড়াটা এক ধরণের মজার ও আনন্দর বিষয় ছিল।

তবে, এখনো অনেকেই বিভিন্ন ধরণের বই যেমন, বাংলা উপন্যাসবাংলা গল্পের বইজীবনীঅনুবাদ বই বা কবিতা কিছু, অবশই পড়ার রুচি রাখেন।

কিন্তু, আজকের আধুনিক জগতে, কাগজের তৈরি বই না পড়ে লোকেরা পছন্দ করেন “PDF e-book“.

PDF e-book হলো, pdf ফাইল extension এর মাধ্যমে তৈরি করা একটি “digital document“, যেটা আপনি আপনার smartphone বা computer এ পড়তে ও ব্যবহার করতে পারবেন।

আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন, যারা অনলাইনে বই পড়ে ভালো পান এবং এই ক্ষেত্রে কিছু বাংলা PDF বই ডাউনলোড করতে চাচ্ছেন।

এমনিতে, ইন্টারনেটে “বাংলা পিডিএফ (PDF) বই ডাউনলোড করার প্রচুর ওয়েবসাইট রয়েছে।

তবে, তাদের মধ্যে কিছু ওয়েবসাইট আপনার থেকে টাকা নিয়েই, pdf বই ডাউনলোড করার অনুমতি দেন।

এই ক্ষেত্রে, আপনি আপনাদের এমন ৮ টি ওয়েবসাইটের লিস্ট দিয়ে দিবো যেগুলির মাধ্যমে একেবারেই ফ্রীতে পিডিএফ বই ডাউনলোড করা যেতে পারে।

বাংলা পিডিএফ (pdf) বই ডাউনলোড করার সেরা ফ্রি ওয়েবসাইট ( ৮ টি )

এমনিতে বই পড়ার আসল মজা কিন্তু কাগজের তৈরি বই পড়েই।

তবে, মোবাইল বা ট্যাবলেট এর মাধ্যমে pdf document এর মাধ্যমে, আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন বিষয়ের বিভিন্ন বই পেয়ে যেতে পারি।

তাছাড়া, মোবাইলের মাধ্যমে অনেক সহজে এবং যেকোনো জায়গার থেকে বই পড়ার আনন্দ নেওয়া যেতে পারে।

১. Google search 

প্রথম এবং সেরা ওয়েবসাইট হলো “Google“.

কেননা, এখান থেকে আপনারা যেকোনো ধরণের বই এবং যেকোনো ভাষাতেই পেয়ে যাবেন।

তবে, এর জন্য আপনার যেতে হবে Google search engine এ।

Google search এ গিয়ে, আপনি আপনার পছন্দের বই এর নাম লিখে শেষে “filetype:pdf” লিখে সার্চ করুন।

এখন, filetype:pdf লেখার জন্য, আপনার সার্চ করা বই বা বাক্যের কেবল pdf file গুলি দেখানো হবে।

এবং, ৯০% লোকেরা এভাবে নিজের পছন্দের PDF বই গুলি গুগল সার্চ এর মাধ্যমে পেয়ে যাচ্ছেন।

2. Bdebooks.com – (bangla pdf only)

ফ্রীতে বাংলা পিডিএফ বই ডাউনলোড করার এটা সব থেকে সেরা এবং ভালো একটি ওয়েবসাইট।

এখানে আপনারা বিভিন্ন বিষয়ে PDF বই পেয়ে যাবেন।

যেমন, Bangla Story Books, Bangla Onubad Boi, Horror books, Teenagers Books, Indian Writer books, Bangladeshi Writer books এবং আরো অনেক বিষয় নিয়ে বই পেয়ে যাবেন।

সত্যি বললে, এই ওয়েবসাইটে এসে আপনার আর অন্য কোনো ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হবেনা।

কারণ, A to Z সব রকমের Bengali PDF e-books আপনারা এখানে পাবেন।

এখানে, PDF e-books download করার জন্যে আপনার account তৈরি করতে হবেনা।

কেবল, নিজের পছন্দের PDF বই এ ক্লিক করুন এবং তারপর পরের পেজে “Download” লিংক আপনি দেখতেই পারবেন।

অনেক সহজেই প্রত্যেকটি পিডিএফ পেয়ে যাবেন।

৩. Amarbooks.org – (bangla pdf only)

PDF ডাউনলোড করার এই ওয়েবসাইটটি কিন্তু অসাধারণ।

কারণ, এই ওয়েবসাইট এর মাধ্যমে আমরা যেকোনো ধরণের pdf e-book ফ্রীতেই download করে নিতে পারি।

এখানেও আপনারা বিভিন্ন, বিষয়ক বই যেমন, series bangla books, বিভিন্ন writers এর বই, horror এবং আরো অন্যান্য বই ডাউনলোড করতে পারবেন।

এই সম্পূর্ণ ওয়েবসাইটটি ফ্রি এবং কেবল কিছু ক্লিক করেই যেকোনো “bangla e-book” নিজের কম্পিউটার ও মোবাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

প্রত্যেক দিন এই “বাংলা পিডিএফ বয়ের ওয়েবসাইটে” নতুন নতুন books যোগ করা হয়।

আর তাই, amarbooks.org ওয়েবসাইটটি আমার নজরে সেরা একটি Bengali PDF download website.

৪. Banglabook.org – (only Bengali e-books)

এই ওয়েবসাইটের ক্ষেত্রেও বিশেষ বলতে গেলে, এখানে আপনারা বিভিন্ন ধরণের বাংলা লেখকের বই পেয়ে যাবেন।

যেমন, Humayun Ahmed, Sunil Gangopadhay, Buddhadeb Guha, Samaresh Majumdar, Qazi Anwar Hussain এবং আরো অনেক রয়েছেন।

এছাড়াও, পপুলার ইংরেজি লেখকদের বাংলায় অনুবাদ করা বই আপনারা এখানে পাবেন।

এমনিতে, অন্যান্য বয়ের বিষয় যেমন horror, comedy ইত্যাদি হিসেবে এখানে পিডিএফ বই গুলি লিস্ট করা হয়নি।

তবে, যদি আপনি writers হিসেবে বই খুঁজতে চাচ্ছেন, তাহলে A to Z সম্পূর্ণ লেখকদের লিখা বয়ের লিস্ট এখানে পাবেন।

তাছাড়া, ওয়েবসাইটে থাকা search bar ব্যবহার করে, আপনারা যেকোনো পিডিএফ ই-বুক সার্চ করতে পারবেন।

৫. Grontho.com – (Only Bengali)

বাংলা গ্রন্থের পিডিএফ ই-বুক ডাউনলোড করার এটা এক অনেক ভালো ওয়েবসাইট।

এখানে তেমন কোনো বিশেষ ক্যাটাগরি বা বিষয় দেওয়া থাকবেনা যদিও, আপনি একসাথেই সব রকমের বই দেখতে পাবেন।

প্রথম পাতার থেকে শুরু করে প্রায় অনেক গুলি বই আপনারা দেখতে পাবেন।

কেবল বাংলা গল্প নয়, আপনারা এখানে অনেক ধরণের বাংলা ই-বুক (e-book) পাবেন।

যেমন, গিটার শেখার বই, জীবনী, বাংলা গল্পের বই, কাহিনী, পিয়ানো শেখার কোর্স এবং আরো অনেক।

PDF বাংলা বই ডাউনলোড করার জন্যে, সোজা আপনার পছন্দের বয়ে ক্লিক করুন।

তারপর, পরের পেজে থাকা “Download” লিংকে ক্লিক করুন।

৬. Archive.org/details/books – (English/Bengali)

ইন্টারনেট থেকে বই ডাউনলোড করার ওয়েবসাইট গুলির মধ্যে, “archive.org/details/books” ওয়েবসাইটটি আপনার অনেক কাজে আসবে।

তবে, এখানে কেবল বাংলা পিডিএফ (PDF) ছাড়াও ইংলিশ পিডিএফ (PDF) বই আপনারা পাবেন।

মূলত, এটা একটি ইংরেজি ই-বুক ডাউনলোড করার ওয়েবসাইট।

কিন্তু, কিছু বাংলা বই আপনারা এখানে পেয়ে যাবেন।

৭. pdfdrive.com – (English/Bengali)

অনলাইন পিডিএফ বই ফ্রীতে ডাউনলোড করার এটা এক সেরা ওয়েবসাইট বলে বলা যেতে পারে।

তবে, যদি আপনারা English PDF e-books download করার কথা ভাবছেন তাহলে।

বিভিন্ন ভালো ভালো ইংরেজি পিডিএফ বই আপনারা এখানে পেয়ে যাবেন।

Horror, educational, social, novel এবং আরো অন্যান্য বিষয়ক গ্রন্থ আপনারা এখানে পাবেন।

তবে, ওয়েবসাইটে থাকা search box ব্যবহার করে, নিজের প্রয়োজন অনুসারী বই খুঁজে নিতে পারবেন।

Search box এর ব্যবহার করে, আপনারা বিভিন্ন বাংলা বই ও খুঁজে নিতে পারবেন।

“Pdfdrive.com” ওয়েবসাইটটি কিন্তু একবার হলেও ব্যবহার করে দেখবেন।

৮. Freecomputerbooks.com ( English/Bengali)

যদি আপনারা গল্প, গ্রন্থ, নভেল এগুলি ছাড়াও অন্য ধরণের বই পড়তে চাচ্ছেন যেমন, IT, computer language, computer science, java, Linux, web programming ইত্যাদি, তাহলে এই ওয়েবসাইট আপনার কাজে আসবে।

আপনারা বিভিন্ন technology র সাথে জড়িত পিডিএফ বই এখানে পেয়ে যাবেন।

এমনিতে, computer এবং IT ও programming এর সাথে জড়িত বই গুলি আপনারা এখানে পাবেন।

মূলত, এই ওয়েবসাইটে ইংলিশ পিডিএফ বই অধিক পরিমানে রয়েছে।

তবে, ওয়েবসাইটের ওপরে থাকা search box ব্যবহার করে, আপনারা বাংলা বই গুলিও খুঁজে নিতে পারবেন।

“Freecomputerbooks.com” একবার ব্যবহার করে অবশই দেখবেন।

 

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, যদি আপনারও মোবাইলে ই-বুকের (e-book) মাধ্যমে বই পড়ার রুচি রয়েছে, তাহলে ওপরে দেওয়া ওয়েবসাইট গুলিতে একবার অবশই গিয়ে দেখবেন।

পিডিএফ ডাউনলোড করার ওয়েবসাইট গুলির থেকে সম্পূর্ণ ফ্রীতেই বাংলা পিডিএফ বই ডাউনলোড করে নিতে পারবেন।

আমি নিজেই ব্যবহার করে দেখেছি।

কোনো সমস্যা বা পরামর্শ থাকলে আমাকে নিচে কমেন্টের মাধ্যমে অবশই জানিয়ে দিবেন।

0 responses on "বাংলা পিডিএফ (PDF) বই ডাউনলোড করুন – (সেরা পিডিএফ ওয়েবসাইট)"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025