• No products in the cart.

ফ্রীতে সিনেমা দেখুন: মোবাইলে মুভি দেখার সেরা অ্যাপস – (Free)

এন্ড্রয়েড মোবাইলে ফ্রীতে মুভি দেখার সেরা অ্যাপস গুলোর বিষয়ে আমরা আজকে আলোচনা করব। (Best Free Movie Apps to Watch Movies Online).
বর্তমান সময়ে বেশিরভাগ সিনেমা (movies) গুলো আমরা আমাদের smartphone, laptop বা smart TV-র screen এর মধ্যে ঘরে বসে দেখে থাকি।

OTT streaming এর জনপ্রিয়তা এবং ব্যবহার আজ বিশ্বজুড়ে প্রচুর অধিক, আর তাই আজ মোবাইলে সিনেমা দেখার অ্যাপ গুলো প্রচুর রয়েছে।

এক্ষেত্রে, Disney+Hotstar, Netflix, Amazon Prime Video ইত্যাদির মতো OTT streaming apps গুলো ব্যবহার করে আমরা সহজেই মুভি বা ওয়েব সিরিজ ইত্যাদি দেখতেই পারি।

তবে মনে রাখতে হবে, এই জনপ্রিয় OTT platform গুলো কিন্তু paid, তাই টাকা দিয়ে subscription কেনার পর আপনি content দেখতে পারবেন।

অনেক সময় এমন হতেই পারে যে, আপনি যেই সিনেমা (movie) দেখতে চাইছেন সেটা এই paid OTT streaming apps গুলোতে খুঁজে পাচ্ছেননা, আবার এমন ও হতে পারে যে আপনি সিনেমা বা ওয়েব সিরিজ দেখার একটি সম্পূর্ণ ফ্রি অ্যাপ খুঁজছেন।

আর এক্ষেত্রে, নিচে দেওয়া প্রত্যেকটি ফ্রি মুভি দেখার অ্যাপস গুলো আপনাদের কাজে লাগবে।

এই free movie apps গুলোতে আপনারা হাজার হাজার movies এবং Tv shows গুলো একেবারে ফ্রীতে পেয়ে যেতে পারেন।

আপনাকে কেবল এই অ্যাপ গুলোকে নিজের Android Mobile-এর মধ্যে download করে install করতে হবে।

ব্যাস, এখন আপনি নিজের ইচ্ছে মতো মুভি সিলেক্ট করুন এবং ভালো ভিডিও কোয়ালিটির সাথে দেখতে থাকুন।

মোবাইলে ফ্রীতে মুভি দেখার সেরা অ্যাপ গুলো
মোবাইলে সিনেমা দেখার ফ্রি অ্যাপ গুলোতে আপনারা comedy, action, horror, drama, documentaries, family films ইত্যাদি নানান ধরণের সিনেমা গুলো পেয়ে যাবেন যেগুলো একেবারেই ফ্রীতে দেখতে পারবেন।

চলুন, নিচে আমরা একে একে প্রত্যেকটি সিনেমা দেখার অ্যাপ গুলোর বিষয়ে জেনেনেই।

১. Popcornflix

Popcornflix, হলো ফ্রীতে মুভি দেখার দারুন একটি অ্যাপ গুলোর মধ্যে একটি যেখানে free movies এবং TV shows গুলো দেখতে পারবেন।

অবশই, এই app নিজের মোবাইলে install করার পর আপনি computer/laptop ছাড়া নিজের মোবাইলেই মুভি স্ট্রিম করে দেখতে পারবেন।

এখানে আপনারা অনেক সহজেই TV Series এবং movies-এর আলাদা আলাদা ভাগ বা ক্যাটাগরি দেখতে পাবেন।

Movies এর section এর মধ্যে আপনারা crime, sports, action, drama, thriller ইত্যাদি বিভিন্ন সাব ক্যাটেগরি গুলো পাবেন।

App-টির মধ্যে একটি দারুন feature রয়েছে,

এখানে থাকছে একটি Not seen Filter, যেটা কিছুদিন app ব্যবহার করার পর আপনারা দেখতে পাবেন।

এই feature-এর দ্বারা আপনাকে দেখে নেওয়া সিনেমা গুলো এবং যেগুলো এখনো দেখা হয়নি, সেগুলো আলাদা করে দেখিয়ে দেওয়া হয়।

Features of Popcornflix

ছোট ছোট বিজ্ঞাপন।
Popular movies গুলো থাকছে।
Movies এবং TV Shows এর ক্যাটাগরি সম্পূর্ণ আলাদা।
Subtitle এবং language change options পাবেন।
iPhone, iPad, Android, Apple TV এবং অন্যান্য device গুলো support করে থাকে।
এদের নিজেদের Popcornflix originals আপনারা পাবেন।

২. Crackle

Crackle-এর মধ্যে আপনারা প্রচুর সিনেমা গুলো পেয়ে থাকি।

এখানে আপনারা প্রত্যেকটি সিনেমার মধ্যে captions দেখতে পাবেন, এবং মুভি দেখার জন্যে আপনাকে login করতে হয়না।

এমনিতে এই app-টি Sony Pictures-এর তরফ থেকে launch করা হয়েছে।

এখানে, আপনারা old classics movies এবং new hit movies-এর সাথে free movies-এর সেরা এবং দারুন কালেকশন দেখতে পাবেন।

সিনেমা ছাড়াও, আপনারা এখানে TV Shows গুলোও ফ্রীতে দেখতে পারবেন।

Crackle-এর মধ্যে আপনারা movies গুলোকে বিভিন্ন genre, title এবং date হিসেবে filter করতে পারবেন।

Features of Crackle

প্রত্যেক সিনেমাতেই আপনারা captions দেখতে পাবেন।
সিনেমা দেখার জন্যে Login করাটা জরুরি। না
প্রচুর movies এখানে পাবেন।
iPhone, iPad, Android, Blackberry, Windows Phone, এবং Apple TV devices গুলো support করে থাকে।

৩. Tubi TV

Tubi TV-এর মধ্যে আপনারা প্রায় 35,000 থেকেও অধিক movies এবং shows গুলো পেয়ে যাবেন।

এখানে প্রত্যেকটি movie, অনেক দারুন ভাবে categories এবং genres হিসেবে সাজিয়ে রাখা আছে।

যেমন, horror, romance, এবং comedy ইত্যাদি। এছাড়া, আপনারা features এবং popular movies এর section গুলোও আলাদা ভাবে পাবেন।

এখানে movies গুলো আপনারা high quality-র সাথে দেখতে পাবেন।

যদি movie player-এর কথা বলা হয়, তাহলে প্লেয়ারটি ব্যবহার করা অনেক সোজা।

এছাড়া, প্রত্যেকটি সিনেমাতেই আপনারা subtitles পেয়ে যাবেন।

এই Tubi TV app, Android, ios, Apple TV, Amazon Fire TV Stick, Xbox, PlayStation, এবং অন্যান্য smart TV devices গুলোতে support করে।

এই app-এর মধ্যে আপনারা আলাদা করে kids category পেয়ে থাকেন।

৪. Pluto TV

Pluto TV হলো এমন একটি app যেখানে প্রচুর সংখ্যায় streaming content গুলো পাবেন।

এর user interface তুলনামূলক ভাবে অনেক সহজ-সরল যেখানে app ওপেন করার সাথে সাথে Pluto TV-এর free channels গুলো দেখানো হয়।

অবশই, আপনারা এখানে আলাদা ভাবে free movies এবং TV shows-এর ট্যাব পেয়ে যাবেন।

যদি movie player এর কথা বলা হয়, তাহলে এটা অনেক দারুন এবং সহজেই ব্যবহার করা যাবে।

এমনিতে, প্রত্যেক সিনেমার ক্ষেত্রে না থাকলেও, বেশিরভাগ সিনেমাতেই আপনারা Subtitles পেয়ে যাবেন।

এখানে এমন প্রচুর channels গুলো রয়েছে যেগুলো মূলত movies-এর জন্যেই থাকছে।

Android এবং iOS, দুটোই support করে এই Pluto TV app.

৫. YouTube

যখন কথা হচ্ছে মোবাইলে ফ্রীতে সিনেমা দেখার, তখন YouTube এর নাম তো অবশই আমাদের লিস্টে থাকছে।

কারণ, YouTube এর মধ্যে এমন প্রচুর official channel গুলো রয়েছে যেগুলোতে পুরোনো বা নতুন সিনেমা গুলো আপনারা দেখতে পারবেন।

এর বাইরেও, YouTube এর দ্বারা আপনারা সম্পূর্ণ ফ্রীতে বাংলা, হিন্দি, ইংলিশ বা যেকোনো ভাষার সিনেমা গুলো দেখার সুযোগ পাবেন।

YouTube হলো বিশ্বজুড়ে সব থেকে অধিক পরিমানে ব্যবহার হওয়া online streaming app.

এছাড়া, এখন YouTube থেকে যেকোনো সিনেমা কিনে বা কিছু টাকা দিয়ে ভাড়া হিসেবে নিয়ে দেখতে পারবেন।

Android, ios, Apple TV, Chromecast ইত্যাদি বিভিন্ন device গুলোতে আপনি YouTube ব্যবহার করতে পারবেন।

৬. Roku

Roku হলো বর্তমানের জনপ্রিয় streaming device manufacturers গুলোর মধ্যে একটি যাদের নিজের free movies app রয়েছে।

এই free movie app ব্যবহার করার জন্যে আপনার কাছে Roku device থাকাটা জরুরি না।

এখানে আপনারা সেরা জনপ্রিয় সিনেমা গুলো পাওয়ার সাথে সাথে কিছু জনপ্রিয় TV channels গুলোও পাবেন।

এই app, Android, iOS, streaming boxes এবং smart TV devices গুলো support করে থাকে।

৭. Plex

Plex হলো একটি সেরা জনপ্রিয় free movie app যেটা প্রায় প্রত্যেকটি device-এর মধ্যেই কাজ করে থাকে।

এই এপ্লিকেশন এর মধ্যে থাকছে, free movies, TV, web shows, news, এবং podcasts.

এখানে একটি সাধারণ সার্চ ইঞ্জিন থাকছে যার দ্বারা সিনেমা গুলোকে সার্চ করা যাবে।

Android, iOS এবং প্রায় প্রত্যেক device এর মধ্যে এই Plex app ব্যবহার করতে পারবেন।

৮. FilmRise

FilmRise এর তরফ থেকে রয়েছে একটি দারুন free movie এবং TV app, যেখানে আপনারা কোনো ধরণের বিজ্ঞাপনের ঝামেলা পাবেননা।

App, ওপেন করার সাথে সাথে আপনারা category screen দেখতে পাবেন, এছাড়া আলাদা ভাবে থাকছে brows button.

এই এপ্লিকেশন এর মধ্যে আপনারা নতুন movies এর তুলনায় প্রচুর old movies গুলো দেখতে পাবেন।

তবে, app-টি ব্যবহার করার জন্যে আপনাকে sign up করতে হয়না।

এই app, Android, ios, Roku, Samsung TV Plus, Amazon IMDb TV, এবং Vizio devices-গুলো support করে থাকে।

আমাদের শেষ কথা,,
ওপরে মোবাইল দিয়ে অনলাইনে সিনেমা দেখার জন্যে দিয়ে দেওয়া সেরা অ্যাপস গুলোর বাইরেও আরো প্রচুর apps গুলো রয়েছে।

যেমন, Vudu, Redbox, Disney+, Yidio, Tubi, Pluto TV ইত্যাদি।

আপনারা নিজের পছন্দ হিসেবে এই মুভি দেখার সেরা অ্যাপ গুলো ব্যবহার করতে পারেন।

আমাদের আজকের এই আর্টিকেলটি কেমন লাগলো ? নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

0 responses on "ফ্রীতে সিনেমা দেখুন: মোবাইলে মুভি দেখার সেরা অ্যাপস – (Free)"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025