• No products in the cart.

ফেসবুক প্রফেশনাল মোড কি? ফেসবুক প্রফেশনাল মোড চালুর উপায়

ইতোমধ্যে হয়ত ফেসবুক প্রফেশনাল মোড নিয়ে কমবেশি সবাই জানেন। ফেসবুক এর এই নতুন ফিচার অল্পদিনে বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রায় সকল ফেসবুক ইউজার এই ফিচারটি পাওয়ার জন্য বেশ উদগ্রীব হয়ে আছেন।

ফেসবুক প্রফেশনাল মোড এর কাজ হলো ফেসবুক পেজ এর ফিচারগুলো ফেসবুক একাউন্ট বা প্রোফাইলে প্রদান করা, এছাড়া এই ফিচার ব্যবহার করে ফেসবুক প্রোফাইল দ্বারাই আয় সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ফেসবুক প্রফেশনাল মোড কি ও কিভাবে ফেসবুক প্রফেশনাল মোড চালু করবেন।

ফেসবুক প্রফেশনাল মোড কি?

সহজ ভাষায় বলতে গেলে ফেসবুক পেইজ এর মত দেখতে প্রোফাইল তৈরির ফিচার হলো প্রফেশনাল মোড। আপনি যদি আপনার কনটেন্ট এর জন্য পেজ ব্যবহার না করে প্রোফাইল ব্যবহার করতে চান, সেক্ষেত্রে প্রফেশনাল মোড ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার ফিডে পাবলিক কনটেন্ট পোস্ট করা যাবে ও যেকেউ আপনার কনটেন্ট দেখতে পাবে। তবে আপনি চাইলে আপনার পোস্ট কারা কারা দেখতে পাবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মানে হলো সাধারণ প্রোফাইলের মত পোস্ট এর প্রাইভেসি পাবলিক বা ফ্রেন্ডস হিসেবে সেট করার অপশন রয়েছে।

ফেসবুক প্রফেশনাল মোড এর সুবিধা

এবার জানি চলুন প্রোফাইল এর জন্য প্রফেশনাল মোড চালু করলে কি কি সুবিধা পাবেন। প্রফেশনাল মোড চালু করলে প্রোফাইলে নিম্নোক্ত পরিবর্তনগুলো দেখতে পাবেনঃ

  • ফলোয়ারসঃ ডিফল্ট সেটিংসে আপনাকে পাবলিক অর্থাৎ যেকোনো ফেসবুক ব্যবহারকারী ফলো করতে পারবে। এছাড়া আপনার পাবলিক কনটেন্ট সকল ফেসবুক ব্যবহারকারী দেখতে পাবে। তবে চাইলে পোস্ট এর প্রাইভেসি ফ্রেন্ডস সেট করা যাবে।
  • ক্যাটাগরিঃ ইন্ট্রো সেকসনে ক্যাটাগরি অপশন এড হবে যার দ্বারা আপনি কি ধরনের কনটেন্ট তৈরি করেন তার উপর ক্যাটাগরি সেট করা যাবে। ডিফল্টভাবে ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর সেট করা থাকে, তবে Edit Profile থেকে Details অপশনে গিয়ে ক্যাটাগরি পরিবর্তন করা যাবে।
  • প্রফেশনাল মোড চালু থাকলে প্রোফাইল ট্রান্সপারেন্সি সেকশনে অধিক তথ্য প্রদর্শন করা হবে।

প্রফেশনাল মোড চালু করলে যেসব প্রফেশনাল টুল ও ফিচার পাবেন, সেগুলো হলোঃ

  • প্রফেশনাল ড্যাশবোর্ডঃ প্রোফাইল এর জন্য প্রফেশনাল টুল পাবেন ও ফলোয়ার, পোস্ট রিচ, পোস্ট এনগেজমেন্ট, ইত্যাদি বিষয়ে ইনসাইটস পাবেন।
  • ইনভাইটঃ আপনার ফলোয়ারগণ অন্যদের আপনার প্রোফাইল ফলো করতে ইনভাইট করতে পারবে।
  • পোস্ট কম্পোজারঃ আপনার পোস্ট এর প্রাইভেসি নিয়ন্ত্রণ করতে পারবেন।
  • ক্রিয়েটর সাপোর্টঃ এলিজেবল ক্রিয়েটরগণ ফেসবুক সাপোর্ট থেকে অর্থ পাবেন।
  • রিকমেন্ডেশনঃ এলিজিবল প্রোফাইল এর কনটেন্ট ও প্রোফাইল ফেসবুক ব্যবহারকারীদের সামনে ফলো করার জন্য রিকমেন্ড করা হবে।

ফেসবুক প্রোফাইল এর জন্য প্রফেশনাল মোড এর সবচেয়ে বড় সুবিধা হলো মনিটাইজেশন এর সুযোগ। অর্থাৎ আপনার প্রোফাইলে করা পোস্ট কনটেন্ট মনেটাইজ করতে পারবেন প্রফেশনাল মোড চালু থাকলে। ফেসবুক প্রফেশনাল মোড চালু থাকলে যেসব মনিটাইজেশন এর সুযোগ পাবেন সেগুলো হলোঃ

  • রিলস এডঃ পাবলিক্যালি শেয়ার করা রিলস থেকে আয় করতে রিলসে বিজ্ঞাপন দেখানো যাবে
  • ইন-স্ট্রিম এডঃ ভিডিওতে এড দেখিয়েও আয় করা যাবে
  • সাবস্ক্রিপশনঃ ফ্যানদের সাথে গভীর সম্পর্কে থাকলে সাবস্ক্রিপশন অপশনের মাধ্যমে এক্সক্লুসিভ কনটেন্ট থেকে আয় করার সুযোগ রয়েছে

ফেসবুক প্রফেশনাল মোড এর সাথে কিছু সেফটি ফিচারসও পেয়ে যাবেন। যেমনঃ

  • প্রাইভেসিঃ প্রফেশনাল মোড চালু করলে যেকেউ আপনার পোস্ট দেখতে পাবে, তবে ইতিমধ্যে করা পোস্টগুলোর প্রাইভেসি ঠিকই থাকবে
  • মডারেশন এসিস্টঃ অটোমেটিক মডারেশন টুল ব্যবহার করে কনটেন্টে কমেন্ট মডারেট করতে পারবেন
  • কমেন্ট ম্যানেজমেন্টঃ কোনো পোস্টে কমেন্ট চালু বা বন্ধ করে রাখতে পারবেন

ফেসবুক প্রফেশনাল মোড চালু করার নিয়ম

প্রোফাইল এর জন্য প্রফেশনাল মোড চালু করতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

  • ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট থেকে আপনার প্রোফাইলে প্রবেশ করুন
  • এরপর থ্রি-লাইন (মেন্যু) আইকনে ট্যাপ করুন
  • Turn on professional mode অপশন সিলেক্ট করুন
  • প্রফেশনাল মোড সম্পর্কে কিছু তথ্য সম্পর্কিত একটি পপ-আপ দেখতে পাবেন, Turn On সিলেক্ট করুন
  • এরপর আপনার ফেসবুক ড্যাশবোর্ড পরিবর্তন হয়ে প্রফেশনাল মোডে পরিণত হয়ে যাবে

ফেসবুক প্রফেশনাল মোড বন্ধ করার নিয়ম

ফেসবুক প্রফেশনাল মোড বন্ধ করাও বেশ সহজ। ফেসবুক প্রফেশনাল মোড বন্ধ করতে চাইলেঃ

  • ফেসবুক অ্যাপ বা ব্রাউজার থেকে আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন
  • এবার থ্রি-লাইন (মেন্যু) ট্যাপ করুন
  • Turn Off Professional Mode অপশন সিলেক্ট করুন
  • একশন নিশ্চিত করতে Turn Off অপশনে ক্লিক করুন

ফেসবুক প্রফেশনাল মোড শো করছে না?

ফেসবুক প্রফেশনাল মোড আপনার প্রোফাইলে শো না করলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। ফেসবুক সাপোর্টে যোগাযোগ করে আপনার ফিচারটি না পাওয়ার বিষয়টি ফেসবুক কতৃপক্ষকে জানাতে পারেন। অথবা আপনি চাইলে কিছুদিন অপেক্ষা করতে পারেন। কিছুদিনের মধ্যেই আশা করি অপশনটি পেয়ে যাবেন।

 

0 responses on "ফেসবুক প্রফেশনাল মোড কি? ফেসবুক প্রফেশনাল মোড চালুর উপায়"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025