• No products in the cart.

ফেসবুকে স্টাইলিশ নাম লেখার পদ্ধতি । Facebook Stylish Name

ফেসবুকে স্টাইলিশ নাম লেখার পদ্ধতি: আমরা অনেকের ফেসবুক প্রোফাইলেই দেখে থাকি যে তারা নিজের ফেসবুকের নামটি একটু আলাদা রকমের ও সুন্দর ভাবে লিখে রেখেছেন। আর তখনি আমাদের মনে এই প্রশ্নটি চলে আসে যে কিভাবে আমরাও নিজের ফেসবুক প্রোফাইলে এই ধরণে স্টাইলিশ নাম লিখতে পারবো ? কি তাইতো ? তবে চিন্তা করতে হবেনা, আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা ফেসবুকে সুন্দর সুন্দর ও স্টাইলিশ নাম লিখার সেরা পদ্ধতিটির বিষয়ে বলতে চলেছি।

কিভাবে ফেসবুকে স্টাইলিশ নাম লিখতে হয় ?

বর্তমান সময়ে বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীরাই Facebook stylish name তৈরি করার ট্রিকস গুলো খুঁজছেন।

অবশই, আপনিও এই উপায়ই খুঁজছেন যার জন্যেই আজকের এই আর্টিকেলটি আপনি পড়ছেন।

আমি ইন্টারনেটে প্রচুর রিসার্চ করে ফেসবুকে স্টাইলিশ নাম লেখার কিছু সেরা পদ্ধতি গুলো খুঁজে বের করেছি।

তবে বর্তমান সময়ে, ফেসবুক দ্বারা stylish names id তৈরি করা বা ব্যবহার করাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এটা করলে আপনি ফেসবুকের terms and policies-টিকে অমান্য করা হবে এবং আপনার প্রোফাইল সম্পূর্ণভাবে block / disabled করা যেতে পারে।

যদি এটা হয়ে থাকে তাহলে এর দায়িত্ব আপনাকেই নিতে হবে এবং আমরা এর জন্যে কোনোভাবেই দায়ী হবোনা।

নিজের ফেসবুক প্রোফাইল এর জন্যে স্টাইলিশ নাম তৈরি করার জন্যে আপনাকে প্রথমেই নামের জন্যে স্টাইল খুঁজতে হবে।

তবে এর জন্যে আপনারা বিভিন্ন অনলাইন টুলস গুলো ব্যবহার করতে পারবেন।

ফেসবুকে স্টাইলিশ নাম লেখার পদ্ধতি

এখন আমরা একে একে প্রত্যেকটি ধাপ গুলো জেনেনিতে চলেছি যেগুলো অনুসরণ করে আপনারা নিজের ফেসবুক একাউন্ট / প্রোফাইল এর মধ্যে সুন্দর সুন্দর নাম যোগ করতে পারবেন।

ধাপ ১.

নিজের কম্পিউটার বা মোবাইল এর ওয়েব ব্রাউজার ওপেন করুন এবং “https://www.fontscopyandpaste.com” ওয়েবসাইটে ভিসিট করুন।

ধাপ ২.

ওয়েবসাইটে ভিসিট করার সাথে সাথে ওপরের দিকেই আপনারা একটি TEXT BOX দেখতে পাবেন।

সেই টেক্সট বক্সে আপনাদের নিজের নামটি লিখতে হবে।

আপনি সাধারণ ভাবেই নিজের নামটি সেখানে লিখুন।

ধাপ ৩.

এখন আপনারা নিচে সরাসরি আপনার দিয়ে দেওয়া নামের সাথে রিলেটেড কিছু স্টাইলিশ নাম (stylish names) গুলো দেখতে পাবেন।

আপনার যেই নামটি পছন্দ, সরাসরি সেই নামে click করুন। এতে নিজে নিজেই নামটি কপি হয়ে যাবে।

ধাপ ৪.

এখন আপনাকে নিজের ফেসবুক একাউন্টে লগইন করতে হবে এবং “General profile settings” এর পেজে চলে যেতে হবে।

এই settings পেজে যাওয়ার জন্যে আপনাকে অনুসরণ করতে হবে এই পথ,

Menu >> Settings & privacy >> Settings.

এখন, যেই First name এবং Surname এর বাক্স দেখছেন সেখানে নিজের তৈরি ও কপি করা স্টাইলিশ ফেসবুক নামটি পেস্ট করুন।

নিচে থাকা “Review Changes” এর বাটনে click করুন।

ধাপ ৫.

Review changes-এর মধ্যে click করার পর যদি আপনার দিয়ে দেওয়া নামটি ফেসবুক দ্বারা গ্রহণ করা হয়, তাহলে এর পর আপনাকে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিতে বলা হবে।

ব্যাস, আপনার ফেসবুক একাউন্ট পাসওয়ার্ড সঠিক ভাবে দিয়ে দিলেই ফেসবুক প্রোফাইল আইডির নাম পরিবর্তন হয়ে যাবে।

ফেসবুক স্টাইলিশ নাম তৈরি করার কিছু সেরা ওয়েবসাইট
নিচে আমরা সেরা কিছু ওয়েবসাইট গুলোর বিষয়ে জানবো যেগুলোতে গিয়ে আপনারা নিজের ফেসবুক প্রোফাইল এর জন্যে সুন্দর সুন্দর নাম তৈরি করতে পারবেন। তৈরি করা স্টাইলিশ নাম গুলো সরাসরি কপি করে নিজের ফেসবুক নাম হিসেবে শর্ট করতে পারবেন।

১. LingoJam
LingoJam-হলো একটি সেরা অনলাইন font maker ওয়েবসাইট বা টুল।

এই অনলাইন স্টাইলিশ ফন্ট মেকার টুল ব্যবহার করার জন্যে আপনাকে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হয়না।

টুলটি ব্যবহার করার জন্যে, সরাসরি এর ওয়েবসাইটে ভিসিট করুন এবং টেক্সট বাক্সে নিজের ফন্ট টেক্সট লিখুন বা পেস্ট করুন।

এই tool সম্পূর্ণ ফ্রীতে আপনারা ব্যবহার করতে পারবেন।

২. fsymbols.com

আমার হিসেবে এটা সব থেকে সেরা অনলাইন স্টাইলিশ ফন্ট মেকার টুল।

এখানে আপনারা cool symbols, Emoticons, Font Generator, Text art ইত্যাদি বিভিন্ন tools গুলো পাবেন।

নানান ধরণের সুন্দর সুন্দর emoticons এবং symbols গুলো সরাসরি copy করে নিজের ফেসবুক পেজ গুলোতে পেস্ট করতে পারবেন।

এই Facebook font style changer ব্যবহার করে আপনারা bio/post, comment, message, group name ইত্যাদির font style change করতে পারবেন।

৩. Fancy Fonts

এখানে আপনারা 80 stylish Facebook fonts এর অধিক সম্পূর্ণ ফ্রি font styles গুলো পাবেন।

ফেসবুকের সাথে জড়িত post বা text গুলোকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্যে আপনারা এই টুল ব্যবহার করতে পারেন।

এটাও সম্পূর্ণ copy এবং paste tool যেখানে পছন্দের টেক্সট বা নামটি সহজে কপি করে ফেসবুকে পেস্ট করতে পারবেন।

এদের বাইরেও আরো অন্যান্য অনলাইন টুলস গুলো রয়েছে যেগুলো ব্যবহার করে স্টাইলিশ টেক্সট বা ফন্ট তৈরি করতে পারবেন।

উপসংহার,,
তাহলে বন্ধুরা, আশা করছি, কিভাবে ফেসবুকে স্টাইলিশ নাম দেওয়া যায় বা ফেসবুকে কিভাবে স্টাইলিশ নাম লিখব ? এই বিষয়ে সম্পূর্ণ স্পষ্টভাবে আপনারা বুঝতে ও শিখতে পেরেছেন। আমাদের আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার অবশই করবেন। এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

3 responses on "ফেসবুকে স্টাইলিশ নাম লেখার পদ্ধতি । Facebook Stylish Name"

  1. Jx Limon khan

  2. Limon

  3. jx √Limon’ FFG

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025