প্রতিদিন স্বর্ণের দাম বেড়েই চলেছে । আন্তর্জাতিক মুদ্রা ডলার এর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সোনার দাম বাড়াতে হচ্ছে।
আজ আমরা জানবো কিভাবে প্রতিদিন এর বর্তমান স্বর্ণের দাম জানা যায় ।
বাজুস এর ওয়েবসাইটে স্বর্ণের দাম দেয়া আছে গ্রাম হিসেবে। কিন্তু আমরা যখন গ্রামে গঞ্জে,র জুয়েলারিতে যাই তখন সেখানে ভরি হিসেবে বিক্রি হয়।
সেজন্য আমাদের ভড়ি এবং আনা এর স্বর্ণমূল্য জানতে হবে।
আজ আমরা আলোচনা করব আমরা কিভাবে এটি অনেক সহজেই দেখতে পারি।
বাজুস.xyz beta ওয়েবসাইট থেকে আমরা অনেক সহজেই প্রতিদিন এর স্বর্ণের মূল্য দেখতে পারি।
তো বন্ধুরা আজকে সোনার দাম কত দেখে নিন।
আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ।
ধন্যবাদ।
0 responses on "প্রতিদিন এর স্বর্ণের দাম দেখুন লাইভ বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এর নির্ধারিত মূল্য অনুযায়ী"