• No products in the cart.

পাসওয়ার্ড জানলেও কেউই লগ ইন করতে পারবেনা আপনার ফেসবুক আইডি তে

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন??? আশা করি ভালই আছেন। trickbd এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ৷ ★★★ এখন থেকে পাসওয়ার্ড জানলেও কেউই লগ ইন করতে পারবেনা আপনার ফেসবুক আইডি তে। তাহলে নিচের ধাপগুলা অনুসরণ করুন…………..

১। প্রথমে ফেসবুকে লগ ইন করুন।
২। Settings এ যান।
৩। Security এ যান।
৪। Login Approvals On এর ডানপাশে Enable এ ক্লিক করুন।
৫। খালি বক্সে আপনার ফোন নাম্বার দিন। যেমনঃ 179******** ……. (0 দেয়া লাগবে না)
৬। আপনার ফোনে একটা কোড যাবে।
৭। বক্সে কোডটি সাবমিট করুন।
*** এখন থেকে অন্যকোন মোবাইল বা পিসি ফেসবুকে দিয়ে আপনার ফেসবুকে লগ ইন করলে আপনার ফোনে কোড আসবে। তাই আপনার পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবেনা। বিঃদ্রঃ কোড ছারা লগ ইন করতে পারবেন না তাই যেই নাম্বের এড করবেন ওটা অন রাখবেন।

0 responses on "পাসওয়ার্ড জানলেও কেউই লগ ইন করতে পারবেনা আপনার ফেসবুক আইডি তে"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025