নতুন মোবাইল ফোন 2022: বন্ধুরা আজকের দিন হয়েছে আমরা নতুন এন্ড্রয়েড মোবাইল ফোন গুলো নিয়ে আমাদের ব্লগে আলোচনা করিনি। তবে, যদি আপনারা ২০২২ সালের উন্নত ফীচার সহ সেরা নতুন মোবাইল গুলোর বিষয়ে জেনে নিতে চাইছেন, তাহলে আমাদের এই আর্টিকেলের মধ্যে জানতে পারবেন।
আজকের আমাদের এই নতুন এন্ড্রয়েড মোবাইলের তালিকাতে (New Android Mobile List 2022) আমরা যেগুলো মোবাইল নিয়ে আলোচনা করবো, সেগুলো অবশই হতে চলেছে বাজেট ফ্রেন্ডলি।
২০২২ এর লেটেস্ট স্মার্টফোন লঞ্চ (latest smartphone launch) এর ক্ষেত্রে, ফেব্রুয়ারী (February) মাসটি অনেক দারুন ছিল।
কেননা, ২০২২ এর জানুয়ারী মাসের তুলনায় ফেব্রুয়ারী মাসে বিভিন্ন মোবাইল কোম্পানির প্রচুর নতুন নতুন মডেল গুলো লঞ্চ হয়েছে, এবং এদের মধ্যে কিছু মোবাইল কোম্পানি গুলো হলো, – Samsung, Oppo, Realme, Redmi, Nubia এবং Lenovo ইত্যাদি।
এছাড়া, latest smartphone launch list এর মধ্যে আপনারা Samsung Galaxy S22 অবশই পাবেন।
এছাড়া, বর্তমান সময়ে লঞ্চ হওয়া মোবাইল গুলোতে কিছু আধুনিক features, functions এবং technology আমরা দেখতে পাচ্ছি।
তাহলে চলুন, নিচে সরাসরি ২০২২ সালের নতুন এন্ড্রয়েড মোবাইলের মডেল গুলোর বিষয়ে জেনেনেই।
নতুন এন্ড্রয়েড মোবাইল ফোন তালিকা – (২০২২)
তাহলে চলুন, এবার আমরা একে একে প্রত্যেকটি মোবাইল ফোন গুলোর বিষয়ে জেনেনেই।
বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি, হতে পারে কিছু কিছু জায়গাতে কিছু কিছু মোবাইলের মডেল গুলো এখনো হয়তো লঞ্চ হয়নি তবে দুয়েকদিনের মধ্যেই লঞ্চ হওয়ার কথা রয়েছে।
সেক্ষেত্রে আপনারা কিছুদিন অবশই অপেক্ষা করে নিবেন।
১. Oppo Reno7
খবর পাওয়া গেছে যে, গেলো বছর চীন দেশে Oppo দ্বারা Oppo Reno7 series launch করে দেওয়া হয়েছে।
এখন এই সিরিজ ভারত জুড়ে অন্যান্য এশিয়ান দেশ গুলোতেওঁ লঞ্চ হতে চলেছে।
এমনিতে, ভারতে Reno7 এবং Reno7 Pro 5G, এই দুটো মডেল ফেব্রুয়ারী মাসে লঞ্চ হয়ে গিয়েছে, এবং বাংলাদেশ জুড়ে অন্যান্য কিছু দেশে এখনো লঞ্চ হতে চলেছে।
এই দুটোই মডেল Oppo তরফ থেকে চলে আসা অনেক দারুন এবং উন্নত মোবাইলের মডেল বলে বলা যেতে পারে।
Reno7 specifications in Bangla
- 6.43 inches screen size
- 90Hz screen refresh rate
- Full HD+ (1080 x 2400 pixels)
- Operating System – Android 11
- RAM – 8GB / 12GB
- Battery – 4500mAh
- 48MP + 2MP + 2MP, triple rear camera setup.
- 32MP front camera
- Network Type – 5G, 4G, 3G, 2G
- 33W fast charging support.
- MediaTek Dimensity 900
- CPU – 2.4GHz, Octa-core
- GPU – ARM Mali-G68 MC4
- 128GB / 256GB Internal Storage
তাহলে দেখলেন তো, কত কিছু রয়েছে Oppo Reno 7 মোবাইলে।
Reno7 Pro 5G features & specifications
- 6.55 inches, SUPER AMOLED display
- 90Hz Refresh Rate
- Full HD+ (1080 x 2400 pixels)
- Operating System – Android 11
- RAM – 8GB / 12GB
- Battery – 4500mAh
- Front Camera – 32MP
- Back Camera – 50MP (Main) 8MP (118.9° Ultrawide) 2MP (Macro)
- Network Type – 5G, 4G, 3G, 2G
- 65W Wired Fast Charging
- MediaTek Dimensity 1200 Max
- CPU –
- 3.0GHz Octa-core
- GPU – ARM Mali-G77 MC9
- 256GB Internal Storage
আমার হিসেবে Reno7 এবং Reno7 Pro 5G দুটোই oppo তরফ থেকে দারুন দুটি মডেল লঞ্চ করা হয়েছে।
তাই, আমার হিসেবে আপনারা দুটোর মধ্যে যেকোনো একটি নিতে পারেন।
২. Redmi Note 11 এবং Note 11S
যখন কথা হচ্ছে নতুন মোবাইলের, তখন রেডিমি নোট মোবাইলের মডেল গুলোর নাম অবশই আসতে বাধ্য।
কেননা, আমরা প্রত্যেকেই জানি রেডিমি নোট এর বিভিন্ন মডেল গুলো কিছু দিন পর পর লঞ্চ হতেই থাকে।
Redmi তরফ থেকে চলে আসা নতুন মোবাইল মডেল দুটো হলো, Redmi Note 11 এবং Redmi Note 11S.
চলুন সবচে আগে আমরা, Redmi Note 11 মডেলের features এবং specifications গুলো জেনেনেই।
Redmi Note 11 specifications & features
রেডিমির এই মডেলে থাকছে, 6.43-inch touchscreen display এবং যার resolution হচ্চে, 1080×2400 pixels.
Redmi Note 11 এর মধ্যে দেওয়া হয়েছে, octa-core Qualcomm Snapdragon 680 processor যেটার পারফরমেন্স সত্যি দুর্দান্ত।
মোবাইলের মধ্যে থাকছে, 4GB of RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ যেটাকে ভবিষ্যতে microSD card এর সাহায্যে অবশই বাড়ানোর সুযোগ থাকছে।
Operating system (OS) এর কথা যখন আসছে, তখন এই মোবাইলে দেওয়া হয়েছে, Android 11.
মোবাইলটি অনেক বেশি সময় পর্যন্ত ব্যবহার করার ক্ষেত্রেও আমাদের দেওয়া হয়েছে, 5000mAh battery যেখানে fast charging এর সুবিধাও থাকছে।
Redmi Note 11 এর ক্যামেরার কথা যখন আসছে, তখন এখানে দেওয়া হয়েছে quad camera setup যেখানে থাকছে, 50-megapixel primary camera. রেয়ার ক্যামেরাতে autofocus এর ফীচার থাকছে।
এছাড়া, 13-megapixel এর সিঙ্গেল ক্যামেরা সেটআপ থাকছে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে।
Redmi Note 11S specifications & features
Redmi Note 11S মোবাইলটিও ২০২২ সালে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে।
মোবাইলে থাকছে, 6.43-inch touchscreen display এবং 1080×2400 pixels resolution.
Redmi Note 11S এর মধ্যে দেওয়া হয়েছে, octa-core MediaTek Helio G96 processor.
যখন RAM এর কথা বলা হচ্ছে তখন এখানে RAM দেওয়া হয়েছে 6GB.
রেডিমির এই নতুন মোবাইলের মডেলেও থাকছে Android 11 OS এবং 5000mAh battery.
এছাড়া, এই মডেলও সাপোর্ট করে থাকে, proprietary fast charging.
ক্যামেরার দিকে চলে আসলে আমরা দেখতে পাবো, 108-megapixel primary camera এবং front camera রয়েছে 16-megapixel এর সাথে।
Redmi Note 11S এর মধ্যেও থাকছে 64GB র ইন্টারনাল স্টোরেজ যেটাকে অবশই microSD card এর সাহায্যে বাড়ানো যাবে।
মোবাইলটি লঞ্চ করা হয়েছে Horizon Blue, Polar White এবং Space Black colours এর সাথে।
মোবাইলে fingerprint sensor অবশই দেওয়া হয়েছে যার মাধ্যমে সহজেই মোবাইল unlock করতে পারবেন।
৩. Vivo T1 5G
কিছুদিন আগেই ভিভো (VIVO) তরফ থেকে এর নতুন একটি মোবাইলের সিরিজ লঞ্চ করা হয়েছে।
বাজেট এর মধ্যে থেকে কম দামে যদি আপনারা একটি ৫জি ( 5G ) মোবাইল কিনে নিতে চাইছেন, তাহলে vivo T1 5G মডেল অনেক দারুন একটি বিকল্প।
vivo T1 5G মোবাইলের তিনটি ভেরিয়েন্ট রয়েছে,
- 128 GB/8 GB RAM
- 128 GB/6 GB RAM
- 128 GB/4 GB RAM
প্রত্যেক ভেরিয়েন্ট এর ক্ষেত্রে RAM কম বেশি হচ্ছে, তবে internal storage এক থাকছে, তাই এদের মধ্যে প্রাইস এর তেমন পার্থক্য থাকছেনা।
Features & specification of vivo T1 5G
RAM এবং storage এর বিষয়ে আমরা ওপরে আগেই কথা বলেছি।
তাই চলুন, ভিভোর এই নতুন মোবাইলের মডেলে কিকি অন্যান্য features গুলো আছে সেগুলো দেখেনেই।
মোবাইলে থাকছে 16MP Front Camera এবং 50MP + 2MP + 2MP rear camera.
ব্যাটারী নিয়ে কথা বললে মোবাইলে দেওয়া হয়েছে 5000 mAh Lithium Battery এবং মোবাইলের স্ক্রিন থাকছে 6.58 inch (2408 x 1080 Pixels), Full HD+ Display সাথে।
শেষে, এখানে অনেক শক্তিশালী Qualcomm Snapdragon 695 Processor (Octa Core) দেওয়া হয়েছে।
যদি আপনি মোবাইলে গেমিং করতে চাইছেন, তাহলে চিন্তা করবেননা, কেননা smooth Gaming performance এর জন্য vivo T1 5G মোবাইলে দেওয়া হয়েছে, Qualcomm Adreno 619 (GPU).
অপারেটিং সিস্টেম এর ক্ষেত্রে মোবাইলে থাকছে, Android 12 OS.
৪. Samsung Galaxy S22
Samsung Galaxy S22 সিরিজ ফেব্রুয়ারী ২০২২ এর শেষে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে।
Galaxy S21 এর সফলতার পর Samsung এর এই নতুন series এর অপেক্ষা প্রচুর লোকেরা প্রায় অনেক দিন থেকেই করছিলেন।
স্যামসাং এর এই নতুন সিরিজ এর মধ্যে থাকছে Galaxy S22, Galaxy S22+ এবং Galaxy S22 Ultra.
আমরা নিচে Galaxy S22 মডেলের specification এবং features গুলো জানবো।
Features & specifications of Samsung Galaxy S22
মোবাইলের বিল্ট কোয়ালিটি কিন্তু সাংঘাতিক দারুন, কেননা এখানে দেওয়া হয়েছে, Glass front (Gorilla Glass Victus+), glass back (Gorilla Glass Victus+), aluminum frame.
সরাসরি যদি ডিসপ্লে নিয়ে কথা বলা হয়, তাহলে এখানে থাকছে 6.1 inches স্ক্রিন সাইজ, 1080 x 2340 pixels resolution, ~425 ppi density, Dynamic AMOLED 2X এবং 120Hz refresh rate.
মোবাইলের মধ্যে থাকছে, Android 12 (One UI 4.1).
Processor এবং chipset এর দিকে নজর দিলে এখানে রয়েছে, Qualcomm SM8450 Snapdragon 8 Gen 1 (4 nm) chipset এবং Octa-core CPU.
এছাড়া থাকছে Adreno 730 GPU.
RAM এবং storage এর দিকে নজর দিলে দেখা যাচ্ছে এর দুটো ভেরিয়েন্ট, 128GB / 8GB RAM, 256GB / 8GB RAM.
এর main camera setup থাকছে 50 MP এর সাথে এবং selfie camera থাকছে 10 MP এর সাথে।
ব্যাটারী নিয়ে দেখলে আমরা পাচ্ছি, স্যামসাং এর এই মডেলে থাকছে Li-Ion 3700 mAh ব্যাটারি এবং সাথে থাকছে Fast charging 25W এর সুবিধা।
শেষে, মোবাইলে থাকছে বিভিন্ন সেন্সর যেমন, Fingerprint (under display, ultrasonic), accelerometer, gyro, proximity, compass, barometer.
৫. Realme 9 Pro series
যখন কথা বলা হচ্ছে ২০২২ এর নতুন মোবাইলের মডেল গুলোর কথা, তখন Realme 9 Pro series এর বিষয়ে বলাটা অবশই জরুরি। এই মোবাইলটিও ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে লঞ্চ করা হয়েছে।
মোবাইলের ডিসপ্লের ক্ষেত্রে পাবেন, IPS LCD, 120Hz refresh rate, 1080 x 2412 pixels resolution এবং 6.6 inches display.
Operating system এর ক্ষেত্রে realme ৯ pro মোবাইলে থাকছে, Android 12 (Realme UI 3.0).
Chipset থাকছে, Qualcomm SM6375 Snapdragon 695 5G (6 nm), Octa-core এবং GPU থাকছে Adreno 619.
Realme র এই নতুন মডেলে থাকছে দুটো আলাদা আলাদা ভেরিয়েন্ট এর সাথে – 128GB / 6GB RAM এবং 128GB / 8GB RAM.
এখানে main camera দেওয়া হয়েছে 64 MP এবং 16 MP selfie camera.
মোবাইলের মধ্যে রয়েছে বিভন্ন আলাদা আলাদা sensors যেমন, Fingerprint (side-mounted), accelerometer, gyro, proximity, compass.
শেষে, মোবাইলের মধ্যে দেওয়া হয়েছে Li-Po 5000 mAh ব্যাটারী যেখানে Fast charging 33W এর সুবিধা রয়েছে।
মোবাইলটি বর্তমান তিনটি আলাদা আলাদা রঙের সাথে বাজারে পাওয়া যাচ্ছে, Midnight Black, Aurora Green, Sunrise Blue.
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, নতুন মোবাইল ফোন 2022 (New Android Mobile List 2022) নিয়ে লিখা আমাদের আজকের আর্টিকেল এখানেই শেষ হলো।
আশা করছি, নতুন এন্ড্রয়েড মোবাইল গুলোর তালিকা আপনাদের অবশই পছন্দ হয়েছে।
আমাদের আজকের আর্টিকেল সত্যি ভালো লেগে থাকলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার অবশই করবেন।
এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।
Related
- afr technology
- chat lock
- how to lock whatsapp in iphone
- how to set whatsapp chat lock
- lock
- lock chat on whatsapp
- whatsapp chat lock
- whatsapp chat lock feature
- whatsapp chat lock kaise kare
- whatsapp chat lock without app
- whatsapp chat locker
- whatsapp lock
- whatsapp lock kivabe kore
- whatsapp new update 2023
- whatsapp secret chat messages
- whatsapp security settings
- whatsapp update bangla
- চ্যাট লক
- হোয়াটসঅ্যাপ
- হোয়াটসঅ্যাপ চ্যাট লক
Recent Posts
- বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মাউস ব্র্যান্ড ও মডেল_ কোনগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে?
- ডাউনলোড করে নিন ৫টি প্রিমিয়াম অ্যাপ (Download Fast)
- অনলাইনে প্রতারক চক্রের বিভিন্ন ধরনের ফাদ ও তা থেকে নিজেক সুরক্ষিত রাখার উপায়।
- ক্রোম ব্যবহার করে ওয়েব পেজের জন্য কিভাবে ডেস্কটপ শর্টকাট অ্যাপ তৈরি করবেন
- আপনার হাতের ফোনটিকে FTP Server বানিয়ে ব্যবহার করুন এক ক্লিকে!
Recent Comments
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
0 responses on "নতুন মোবাইল ফোন 2022: সেরা ৫টি মোবাইল সেরা ফীচার এর সঙ্গে"