• No products in the cart.

নগদ থেকে টাকা তোলার নিয়ম

নগদ একাউন্টে থাকা ব্যালেন্স ক্যাশ টাকা হিসেবে হাতে পেতে চান? টাকা তোলার একাধিক সুবিধা প্রদান করে নগদ। এই পোস্টে নগদ থেকে টাকা তোলার নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত জানবেন।

এজেন্ট

নগদ একাউন্ট থেকে টাকা তোলার সবচেয়ে সেরা উপায় হলো নগদ এজেন্টের কাছে গিয়ে টাকা তোলা। দোকানদার বা নগদ ক্যাশ আউট পয়েন্ট হতে পারে নগদ থেকে টাকা তোলার সেরা উপায়। নগদ ক্যাশ আউট খরচ বা চার্জ বেশ কম বলা চলে। মূলত আপনার নিকটস্থ অনেক দোকানেই নগদ এজেন্ট পেয়ে যাবেন যাদের কাছে গিয়ে নগদ ক্যাশ আউট এর কথা জানালে টাকা তুলতে পারবেন নগদ থেকে।

কোনো দোকানে নগদ ক্যাশ আউট আছে কিনা তা জানতে পারেন দোকানে টাংগানো ব্যানার দেখে কিংবা দোকানিকে জিজ্ঞেস করে। নগদ এর ওয়েবসাইট থেকে উদ্যোক্তা লোকেটর ফিচারটি ব্যবহার করে সহজে আপনার নিকটস্থ যেকোনো এলাকায় থাকা এজেন্টকে খুঁজে বের করতে পারবেন।

নগদ টু কার্ড

নগদ একাউন্ট ব্যবহার করে নগদ ব্যালেন্সকে ট্রান্সফার করতে পারবেন ব্যাংকের ভিসা ডেবিট কার্ডে। এক্ষেত্রে নগদ থেকে ভিসা ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফার করতে ১.৫% চার্জ অর্থাৎ প্রতি হাজারে ১৫টাকা চার্জ প্রযোজ্য হবে। এই সেবা ব্যবহার করতে অবশ্যই স্থানীয় ব্যাংকগুলো দ্বারা ইস্যু করা ডেবিট কার্ড ব্যবহার করতে হবে। নগদ একাউন্ট থেকে ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই স্মার্টফোন ও নগদ অ্যাপ ব্যবহার করতে হবে।

নগদ ব্যবহারকারীগণ তাদের ভিসা ডেবিট কার্ড প্রথমে নগদ একাউন্টে যুক্ত করবেন এবং এরপর নগদ অ্যাপ থেকে নগদ থেকে ভিসা ডেবিট কার্ডে টাকা পাঠাতে পারবেন। নগদ থেকে ভিসা ডেবিট কার্ড এ ট্রান্সফারের জন্য প্রথমে স্মার্টফোন থেকে নগদ অ্যাপে লগইন করুন।

নগদ সেন্ড মানি

আপনি কিন্তু নগদ থেকে সেন্ড মানি করেও টাকা তুলতে পারেন। অর্থাৎ কাউকে সেন্ড মানি করে টাকা পাঠালে সেগুলো তিনি তুলতে পারেন কিংবা ক্যাশের বদলে নগদ ব্যালেন্স হিসাব করতে পারেন। অর্থাৎ নগদ সেন্ড মানি হতে পারে টাকা তোলার সেরা একটি উপায়।

নগদ অ্যাপ ব্যবহার করে এক নগদ একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য নয়৷ অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে নগদ সেন্ড মানি করা যাবে। তবে নগদ মোবাইল মেন্যু কোড ব্যবহার করে সেন্ড মানি করলে সেক্ষেত্রে ৫টাকা চার্জ কাটবে। সেক্ষেত্রে নগদ অ্যাপ ব্যবহার করে সেন্ড মানি করাটা অধিক বুদ্ধিমানের কাজ হবে।

ভালো বিষয় হচ্ছে একাউন্ট নেই এমন নাম্বারেও নগদ থেকে টাকা পাঠানো যাবে। তাই নগদ থেকে যেকোনো মোবাইল ব্যবহারকারীকে টাকা পাঠানো যাবে ও প্রাপক উক্ত টাকা পেয়েও যাবেন।

বিস্তারিত জানতে নিচে লিংক করা পোস্টসমূহ ঘুরে আসুন।

এটিএম

নগদ এর সেবা দানকারী প্রতিষ্ঠান কিন্তু কোনো ব্যাংক নয়৷ এখনো পর্যন্ত নগদ এর মাধ্যমে এটিএম কিংবা ব্যাংকের শাখা থেকে টাকা তোলার কোনো সুযোগ নেই। দেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম, যেমনঃ বিকাশ, উপায়, রকেট, ইত্যাদি এই সুবিধা প্রদান করে। তবে নগদ এখনো ব্যাংক থেকে টাকা তোলার ফিচারটি নিয়ে আসতে পারেনি। হয়ত অদূর ভবিষ্যতে এই সুবিধাটিও প্রদান করবে নগদ।

 

0 responses on "নগদ থেকে টাকা তোলার নিয়ম"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025