নগদ একাউন্টের মাধ্যমে মোবাইল নম্বরে টাকা রিচার্জ করে নিতে পারেন ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। নতুন নগদ গ্রাহকগণ মোবাইল ব্যালেন্স রিচার্জে পেয়ে যাবেন এই চমৎকার ক্যাশব্যাক অফার। নতুন নগদ একাউন্ট খুললে যেকোনো পরিমাণ মোবাইল রিচার্জ করলে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ১,০০০টাকা পর্যন্ত নগদ ক্যাশব্যাক। চলুন জেনে নিই নগদ ১০০০ টাকা ক্যাশব্যাক অফারটি সম্পর্কে বিস্তারিত তথ্য।
নগদ ১০০০টাকা ক্যাশব্যাক অফার
নগদ একাউন্ট খুলে নতুন একাউন্টে মোবাইল রিচার্জ করে জিতে নিতে পারেন ১০০০টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সকল নতুন নগদ একাউন্টে এই বোনাস পাওয়া যাবে। একাউন্ট খোলার পর মোবাইল রিচার্জে ২০% করে ক্যাশব্যাক বোনাস পাওয়া যাবে। এখানে প্রথম তিন মাসে যথাক্রমে ৩০০টাকা, ৩০০টাকা ও ৪০০টাকা পর্যন্ত ক্যাশব্যক বোনাস পাওয়া যাবে।
আবার নগদ একাউন্ট খুলে অ্যাপে লগইন করে ২৫টাকা নিশ্চিত বোনাস পাওয়ার সুযোগ তো থাকছেই।
- অফারঃ প্রতি রিচার্জে ২০% ক্যাশব্যাক
- রিচার্জের ধরনঃ নিজ নাম্বারে রিচার্জ
- ট্রানজেকশন চ্যানেলঃ অ্যাপ ও ইউএসএসডি কোড *167#
চলুন জানি নগদ ১০০০টাকা ক্যাশব্যাক ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিতঃ
- শুধুমাত্র নগদ নতুন গ্রাহকরা নিজের নাম্বারে রিচার্জ করে ১০০০টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস পাবেন। আবার নতুন একাউন্ট খুললে ২৫টাকা বোনাসও পাবেন সকল নতুন নগদ গ্রাহক প্রথমবার অ্যাপে লগইন করে
- গ্রাহকগণ প্রতি রিচার্জে সর্বোচ্চ ২০% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। তবে প্রতি মাসে ক্যাশব্যাক এর পরিমানের লিমিট রয়েছে। প্রথম মাসে সর্বোচ্চ ৩০০টাকা, দ্বিতীয় মাসে ৩০০টাকা ও তৃতীয় মাসে ৪০০টাকা ক্যাশব্যাক বোনাস পাওয়া যাবে
- একাউন্ট খোলার পরবর্তী তিন মাস পর্যন্ত রিচার্জে এই ১০০০টাকা পর্যন্ত বোনাস পাবেন নতুন নগদ গ্রাহকগণ
- শুধুমাত্র নতুন ফুল প্রোফাইল গ্রাহকগণ এই অফার পাবেন। অর্থাৎ নগদে এই অফার পেতে হলে অবশ্যই নগদ একাউন্টের সকল তথ্য পুরণ করতে হবে। সম্ভব হলে নিকটস্থ নগদ এজেন্টের কাছে গিয়ে সম্পূর্ণ রেজিস্ট্রেশন নিশ্চিত করতে পারেন। অফার রেজিস্ট্রেশনের তারিখ শুরু অক্টোবর ৩ থেকে
- শুধুমাত্র নিজের নাম্বারে রিচার্জ করলে এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। ৩অক্টোবর বা তার পরে একাউন্ট রেজিস্টার করে বা পিন সেট করে গ্রাহকগণ এই অফার পাবেন
- অ্যাপ বা ইউএসএসডি কোড ব্যবহার করে নিজের নাম্বারে এড মানি করে ১০০০টাকা পর্যন্ত নগদ ক্যাশব্যাক বোনাস পাওয়া যাবে
- নগদ একাউন্ট খুললে বা পিন সেট করলে এই অফারের মেয়াদ শুরু হয়ে যাবে। অর্থাৎ পিন সেট করার পর থেকেই প্রথম মাস শুরু বলে বিবেচিত হবে
- অফারের সকল শর্ত পূরণ করলে পরবর্তী একদিনের (কার্যদিবস) মধ্যে ক্যাশব্যাক পেয়ে যাবেন
- যে একাউন্ট থেকে লেনদেন করা হবে শুধুমাত্র সে নগদ একাউন্টে এই ক্যাশব্যাক পাওয়া যাবে
- ৩ অক্টোবর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে এই অফার
- সকল শর্ত পূরণ করার পরেও যদি কোনো অনাকাঙ্ক্ষিত বা অজানা কারণে ক্যাশব্যাক অফার পাওয়া না যায় তবে পরবর্তী ৩দিনের মধ্যে ক্যাশব্যাক বোনাস প্রদানের চেষ্টা করবে নগদ
- উল্লেখিত ক্যাম্পেইনের যেকোনো শর্ত বা নিয়ম কোনো পূর্ব ঘোষণা ছাড়া পরিবর্তন এর ক্ষমতা রাখে নগদ
- ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো বিষয়ে নগদ এর সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে
নগদ একাউন্টে লেনদেন এর ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন জরুরি, যেমনঃ
- নগদ বা নগদ এর কোনো প্রতিনিধি কখনো আপনার কাছে কোনো ওটিপি বা নগদ পিন জানিতে চাইবেনা
- নগদ বা নগদ এর প্রতিনিধি কখনো আপনাকে কোনো ধরনের লেনদেন করতে বলবেনা
- শুধুমাত্র 16167 বা 09609616167 নাম্বার থেকে নগদ নিজেদের গ্রাহকের সাথে যোগাযোগ করে৷ তাই এই দুই নাম্বার ব্যাতিত অন্য কোনো নাম্বার থেকে কল করে নগদ বলে দাবি করলে তা বিশ্বাস করবেন না এবং উল্লেখিত নাম্বারে কল করে বিষয়টি নগদকে জানান
- তৃতীয় পক্ষ দ্বারা আপনার নগদ সম্পর্কিত কোনো ক্ষতির দায়ভার নগদ কতৃপক্ষ বহন করবেনা
- উল্লেখিত ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে নগদ কোনো গ্রাহককে প্ররোচিত বা বাধ্য করবেনা। অংশগ্রহণকারী সকল ব্যবহারকারীগণ সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই ক্যাম্পেইন অংশগ্রহণ করবেন
0 responses on "নগদে ১০০০ টাকা পর্যন্ত বোনাস মোবাইল রিচার্জে!"