বর্তমান সময়ে ইন্টারনেট থেকে অনলাইনে টাকা ইনকাম করার নানান উপায় গুলো আছে। এই উপায় গুলোর মধ্যে রয়েছে এমন কিছু বিদেশি ইনকাম সাইট যেগুলোতে গিয়ে কোনো ধরণের ডিপোজিট ছাড়া ইনকাম করার সুযোগ পাওয়া যাবে। তবে কোনো ধরণের ডিপোজিট না করেই ইনকাম করার এই সাইট গুলোর বেশিরভাগ আপনাকে তেমন অধিক রোজগারের সুযোগ দিবেনা। সাইট গুলো ব্যবহার করে নিজের খালি সময়ে ঘরে বসে অনলাইনে কাজ করে কিছুটা পার্ট-টাইম ইনকাম অন্তত করতেই পারবেন।
কোনো ডিপোজিট ছাড়া ইনকাম করাটা কি সম্ভব ?
অবশই সম্ভব। দেখুন ইন্টারনেটে এরকম প্রচুর রিয়েল ইনকাম সাইট গুলো রয়েছে যেগুলোতে গিয়ে নিজের একটি ফ্রি একাউন্ট তৈরি করে তারপর বিভিন্ন ছোট ছোট কাজ গুলো সম্পূর্ণ করে ডলারে ইনকাম করতে পারবেন।
এক্ষত্রে, কোনো ধরণের ডিপোজিটের প্রয়োজন নেই। তবে আপনি কোন ওয়েবসাইট গুলিতে কাজ করছেন এবং কতক্ষন কাজ করছেন সেটার ওপরেই সম্পূর্ণ ভাবে নির্ভর করবে আপনার ইনকাম।
এরকম অনেক বিদেশি টাকা ইনকাম সাইট গুলো আছে যেগুলোতে নিয়মিত ছোটোখাটো ও সাধারণ কাজ গুলো করে ইনকাম করতে পারলেও সেই ইনকাম অনেক সামান্য পরিমানের হবে।
আবার, blogger, YouTube ইত্যাদির মতো বিদেশী সাইট গুলো ব্যবহার করে লোকেরা নিয়মিত লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারছেন।
তাই, সোজা ভাবে বলতে গেলে, যদি আপনি একটি ভালো এবং জেনুইন অনলাইন ইনকাম সাইট ব্যবহার করে থাকেন তাহলে কোনো ধরণের ডিপোজিট ছাড়া ইনকাম করাটা সম্ভব।
বিদেশি ইনকাম সাইট গুলো কি সত্যি টাকা দিবে ?
দেখুন এই প্রশ্নের উত্তর অনেক সোজা। আপনি যদি একটি ভালো ও জেনুইন রিয়েল ইনকাম সাইট ব্যবহার করে থাকেন তাহলে অবশই সাইট গুলোর থেকে পেমেন্ট পাবেন।
ইন্টারনেটে থাকা বিভিন্ন রিভিউ এবং যথেষ্ট রিসার্চ করার পর আমি আপনাদের জন্য এমন কিছু সেরা বিদেশি অনলাইন ইনকাম সাইট গুলো নিয়ে এসেছি যেগুলোতে ভালো করে কাজ করতে পারলে সময় মতো পেমেন্ট পাওয়ার সুযোগ রয়েছে।
তবে মনে রাখবেন, এমনও প্রচুর সাইট আছে যেগুলিতে কাজ করার পর আপনাকে কোনো ধরণের পেমেন্ট করা হয়না এবং সেখানে কাজ করে কেবল আপনার সময় নষ্ট হয়।
তাই, অনলাইনে ইনকাম করার ক্ষেত্রে আপনাকে এই ধরণের ফেক ইনকাম সাইট গুলোর থেকে বেঁচে থাকা দরকার।
অনলাইনে ইনকাম করার সেরা ৯টি বিদেশি ইনকাম সাইট
অনলাইন আর্নিং ওয়েবসাইট গুলো বর্তমানের ডিজিটাল দুনিয়ায় টাকা ইনকাম করার সব থেকে সহজ ও সুবিধাজনক উপায় হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে দ্রুত আয় করার ক্ষেত্রে অনেকেই এই ওয়েবসাইট গুলো ব্যবহার করছেন।
নিচে দিয়ে দেওয়া রিয়েল ইনকাম বিদেশি সাইট গুলো হাজার হাজার অনলাইন ব্যবহারকারীদের দ্বারা পরীক্ষিত, যারা বলেছেন যে অনলাইন অর্থ উপার্জনের ক্ষেত্রে এগুলো সত্যি কাজ করে থাকে।
১. ySense
ইন্টারনেট থেকে দ্রুত ইনকাম করার ক্ষেত্রে অনলাইন পেইড সার্ভে ওয়েবসাইট গুলো অনেকেই পছন্দ করে থাকেন। আমার হিসেবেও অনলাইন সার্ভে গুলো ইন্টারনেট থেকে ইনকামের একটি দারুন উপয়।
এক্ষেত্রে একটি বৈধ ও প্রচলিত সার্ভে ওয়েবসাইট হলো ySense। এটা একটি গ্লোবাল অনলাইন কমিউনিটি যেখানে একাধিক উপার্জনের বিকল্প গুলো আপনারা পাবেন।
সরাসরি নিজের একটি সম্পূর্ণ ফ্রি একাউন্ট তৈরি করে, paid online surveys এবং cash offers গুলো সম্পূর্ণ করার মাধ্যমে ySense দ্বারা ইনকাম শুরু করতে পারবেন।
এছাড়া, ভিডিও দেখে, বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপস গুলো ব্যবহার বা ডাউনলোড করে এবং অন্যদের এখানে রেফার করার মাধমেও ইনকাম করা সম্ভব।
আপনি যেকোনো দেশ থেকে এই সাইটে কাজ করে ইনকাম করার সুযোগ পাবেন।
২. FreeCash
Freecash.com, একটি সেরা বিদেশী সাইট যেটা ব্যবহার করে অনলাইনে ইনকাম করা যাবে। এখানেও আপনারা বিভিন্ন ছোট ছোট কাজ গুলো করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন। যেমন, সার্ভে সম্পূর্ণ করে, গেম খেলে বা অন্যান্য ওয়েবসাইটে sign up করার মাধ্যমে।
ওয়েবসাইটে গিয়ে তাদের offers ট্যাবে click করে আপনারা প্রত্যেকটি অফার দেখে নিতে পারবেন। এছাড়া, কোন অফার সম্পূর্ণ করার জন্য আপনাকে কত টাকা দেওয়া হবে সেটাও সেখানেই দেওয়া থাকবে।
এখান থেকে মূলত বিভিন্ন মোবাইল গেম এবং অ্যাপ গুলোকে ডাউনলোড করে এবং খেলে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। বেশিরভাগ অ্যাপ অফার গুলোতে মিনিমাম $0.20 থেকে $1 পর্যন্ত ইনকাম করার সুযোগ দেওয়া হচ্ছে।
এছাড়া, অন্যান্য ব্যক্তিদের এই সাইটে রেফার করে ৩০% কমিশন আলাদা ভাবে ইনকাম করার সুযোগ থাকছে। ইনকাম করা টাকা Gift Cards, PayPal, Bitcoin, Litecoin, Ethereum ইত্যাদি এবং bank transfer-এর মাধ্যমে তুলতে পারবেন।
৩. YouTube
যখন কথা বলা হচ্ছে সেরা বিদেশী ইনকাম সাইট গুলোর, তখন YouTube এর বিষয়ে না বলে থাকা সম্ভব না। আমরা প্রত্যেকেই দিনের বেশিরভাগ সময় YouTube-এ নানান ভিডিও গুলো দেখে সময় কাটাই।
তবে, অনলাইনে টাকা ইনকাম করার ক্ষেত্রে ইউটিউব কিন্তু সবচেয়ে অধিক বিশ্বস্ত এবং লাভজনক একটি সাইট।
লোকেরা নিজের একটি ফ্রি YouTube channel তৈরি করে নিজের চ্যানেলে নিয়মিত ভিডিও কনটেন্ট পাবলিশ করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারছেন এই সাইট থেকে।
যদি আপনি সাথে সাথে বা অনেক তাড়াতাড়ি ইনকাম করার উপায় খুঁজছেন, তাহলে অবশই YouTube আপনার জন্য না। কারণ, শুরুতে ইউটিউব থেকে ইনকাম হতে ভালোই সময় লেগে থাকে। এখানে আপনাকে নিজের প্রথম ইনকাম করার জন্য প্রায় ৬ মাস থেকে ১ বছর নিরন্তর কাজ করে যেতে হবে।
তবে, একবার আপনার ইউটিউব চ্যানেলে প্রচুর subscribers এবং views হয়ে গেলে, এমন সময়ও চলে আসতে পারে যে আপনাকে র অন্য কোনো কাজ করতে হবেনা।
৪. Fiverr
Fiverr কি এবং কিভাবে ইনকাম করবেন, এই বিষয়ে আমি আগেই আপনাদের বলেছি।
Fiverr হলো একটি অনেক প্রচলিত ও জনপ্রিয় freelancing online earning website যেখানে বিভিন্ন ধরণের জেনুইন কাজ গুলো পাওয়া সম্ভব। যেমন, logo designs, voice-over artist, content writing ইত্যাদি।
মূলত বিভিন্ন companies এবং clients গুলো নানান কাজ গুলো টাকা দিয়ে করানোর উদ্যেশ্যে এই ওয়েবসাইটে চলে আসেন।
তাই, আপনি শুরুতে ছোটখাটো ও সাধারণ কাজ/গিগ গুলো সম্পূর্ণ করে মিনিমাম ৫ ডলার ইনকাম করতে পারবেন। তবে আপনার ৫ ডলার থেকে ১ ডলার fiverr কেটে নিবে তাদের পরিষেবা ব্যবহার করার জন্য।
আপনি ন্যূনতম দক্ষতার সাথে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ পেতে ও করতে পারবেন। একজন সাধারণ ফ্রিল্যান্সার এই সাইট গুলোর থেকে কাজ তুলে মাসে ১৫ থেকে ২৫ হাজার আরামে ইনকাম করতে পারবেন।
আপনাকে কেবল এইটা নিশ্চিত করতে হবে যে, আপনি কি ধরণের কাজ গুলো অফার করবেন। এর পর গ্রহণ করা কাজ গুলো সরাসরি সময় মতো সম্পূর্ণ করে ক্লায়েন্টদের জমা দিতে হবে।
৫. Swagbucks
এটাও একটি অনেক জনপ্রিয় বিদেশি ইনকাম সাইট যেখানে কোনো ধরণের ডিপোজিট ছাড়া ইনকাম করার অনেক উপায় আপনারা পাবেন। আপনাকে বিভিন্ন ছোট ছোট কাজ গুলো করার মাধ্যমে পয়েন্টস লাভ করতে হবে। এবং আয় করা পয়েন্ট গুলোকে ফ্রি গিফ্ট কার্ড বা PayPal এর মাধ্যমে তুলতে পারবেন।
এটাকে মূলত একটি পেইড সার্ভে ওয়েবসাইট হিসেবে নিয়ে কাজ করতে পারেন।
পেইড সার্ভে গুলোর ক্ষেত্রে আপনাকে বিভিন্ন আলাদা আলাদা বিষয়ে নানান প্রশ্ন গুলো করা হবে। আর যখন আপনি এই সার্ভে গুলোকে সম্পূর্ণ করে থাকেন, তখন Swagbucks দ্বারা আপনাকে SB points দিয়ে দেওয়া হবে।
৬. 2Captcha
2Captcha, মূলত একটি অনলাইনে ক্যাপচা পূরণ করে পার্ট-টাইম ইনকাম করার একটি দারুন ওয়েবসাইট। এটা সবথেকে সহজ ও সুবিধাজনক অনলাইন ওয়ার্ক যেটা জেকেও করতে পারবেন।
2Captcha একটি দারুন প্লাটফর্ম যেখানে ক্যাপচা গুলো টাইপ করার মাধ্যমে সমাধান করার জন্য অর্থ প্রদান করা হয়। তবে মনে রাখবেন, এখান থেকে আপনারা কেবল সাধারণ হাত খরচ বের করতে পারবেন।
কাজ শুরু করার জন্য আপনাকে নিজের একটি ফ্রি একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরি করে ভেরিফাই করার পর দিয়ে দেওয়া ক্যাপচা কোড গুলোকে সঠিক ভাবে টাইপ করে ইনকাম করতে পারবেন।
৭. Inboxdollars.com
সেরা বিদেশি ইনকাম সাইট গুলোর inboxdollars একটি অনেক প্রচলিত ওয়েবসাইট। এখানে গেম খেলে, সার্ভে সম্পূর্ণ এবং ক্যাশ অফার গুলো সম্পূর্ণ করার মাধ্যমে ইনকাম করা সম্ভব।
এখানে থাকা বেশিরভাগ অনলাইন সার্ভে গুলো সম্পূর্ণ করার মাধ্যমে আপনারা $0.50 থেকে $5.00 আয় করতে পারবেন। এছাড়া, সার্ভে গুলো সম্পূর্ণ হতে প্রায় ৩ থেকে ২৫ মিনিট সময় লেগে থাকে।
এছাড়া, যা আমি ওপরে বলেছি Monkey Bubble Shooter, Mahjong Solitaire, Outspell এবং Candy Jam-এর মতো গেম গুলো খেলেও ইনকাম করা যাবে।
৮. Cointiply.com
এই ওয়েবসাইটে ছোট ছোট কাজ গুলো সম্পূর্ণ করে ক্রিপ্টো মুদ্রা ইনকাম করা যাবে। মানে ইনকাম বা আর্নিং হিসেবে আপনাকে দেওয়া হবে বিটকয়েন। কাজ শুরু করার জন্য আপনাকে একটি ফ্রি একাউন্ট তৈরি করতে হবে।
আপনি mobile এবং desktop games গুলো খেলার মাধ্যমে অনেক সহজেই নিজের খালি সময়ে বিটকয়েন ইনকাম করতে পারবেন। এছাড়া, ছোট ছোট অফার গুলোকে সম্পূর্ণ করে প্রত্যেকদিন আয়ের সুযোগ পাবেন।
এগুলির বাইরে এই ওয়েবসাইতে, ভিডিও দেখে এবং সার্ভে সম্পূর্ণ করেও বিটকয়েন ইনকাম করার সুযোগ রয়েছে।
আপনার একাউন্টে টোটাল $3 (30,000 coins) সম্পূর্ণ হলে আপনি বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো মুদ্রা হিসেবে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
এদের একটি রেফারাল প্রোগ্রাম রয়েছে। তাই, আপনি অন্যান্য ব্যক্তিদের এই সাইটে রেফার করে তাদের ইনকামের 25% আয় করতে পারবেন।
৯. Shutterstock.com
এটা মূলত একটি অনেক জনপ্রিয় স্টক ইমেজ ওয়েবসাইট। এখান থেকে বিশ্বজুড়ে হাজার হাজার লোকেরা নিয়মিত high-quality licensed images, videos এবং music গুলোকে কিনে ব্যবহার করে থাকেন।
এখন, আপি যদি একজন দক্ষ ফটোগ্রাফার এবং ছবি তুলতে আপনি পছন্দ করেন, তাহলে এই ওয়েবসাইটটি আপনার অনেক কাজে লাগবে। কারণ, এখানে আপনি নিজের তোলা হাই কোয়ালিটি ছবি গুলোকে বিক্রি করতে পারবেন।
তবে কেবল ছবি নয়, আপনি চাইলে high quality video clip গুলিও এখানে বিক্রি করতে পারবেন।
যখনি এই ওয়েবসাইট থেকে গ্রাহকেরা আপনার আপলোড করা ছবি বা ভিডিও গুলো ডাউনলোড করবেন, আপনাকে প্রত্যেক প্রত্যেক ডাউনলোড এর জন্য টাকা দেওয়া হবে।
এছাড়া, এখানে একটি রেফারেল প্রোগ্রাম অবশই রয়েছে। তাই, অন্যান্য গ্রাহক বা কান্ট্রিবিউটর দের রেফার করেও ইনকাম সম্ভব।
FAQ:
Q. টাকা ইনকাম করার সেরা বিদেশি সাইট কোনটি ?
এমনিতে বেশিরভাগ অনলাইন ইনকাম সাইট গুলোই বিদেশী সাইট। আমার হিসেবে এদের মধ্যে সব থেকে সেরা সাইট গুলো হলো, Freelancer.com, 2Captcha, ySense এবং YouTube.
Q. এই ইনকাম সাইট গুলো কি সত্যি টাকা দিবে ?
ইন্টারনেটে থাকা বিভিন্ন ইউসার দ্বারা দেওয়া রিভিউ অনুযায়ী এই সাইট গুলো সত্যি টাকা দিবে।
Q. ওয়েবসাইট গুলো থেকে কত ইনকাম করা যাবে ?
বেশিরভাগ অনলাইন ইনকাম ওয়েবসাইট গুলোর থেকে অনেক সামান্য পরিমানে টাকা ইনকাম করা সম্ভব। তবে, Fiverr, YouTube, Shutterstock এই ধরণের সাইট থেকে ইনকাম করতে সময় লাগলেও, অনেকেই প্রায় ২০ হাজার থেকে ৫০ হাজার প্রত্যেক মাসে আয় করছেন।
আমাদের শেষ কথা,,
যদি আপনারা নিজের খালি সময়ে অনলাইনে কাজ করে নিজের হাত খরচ বের করতে চান, তাহলে ওপরে বলা এই বিদেশি ওয়েবসাইট গুলো ব্যবহার করে দেখতে পারেন। এই ওয়েবসাইট গুলোতে গিয়ে বিভিন্ন কাজ গুলো করার মাধ্যমে আপনারা কিছু টাকা ইনকাম করার সুযোগ অবশই পাবেন। এছাড়া, সাইট গুলোতে কাজ করার জন্য আপনাকে কোনো ধরণের টাকা ডিপোজিট করতে হবেনা।
0 responses on "টাকা আয় করার রিয়েল বিদেশি ইনকাম সাইট – সেরা ৯টি"