গুগলে কিভাবে মোবাইল নম্বর সেভ করতে হয় ? কিভাবে নিজের গুগল বা জিমেইল একাউন্টে কন্টাক্ট নাম্বার সেভ করবেন ? আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা এই বিষয়ে সম্পূর্ণটা জানার চেষ্টা করবো। যখন আমাদের মোবাইল হারিয়ে যায়, চুরি হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তখন সেখানে সেভ হয়ে থাকা আপনার contact number গুলিও হারিয়ে যায়।
এমনিতে, কিছু টাকা খরচ করে আমরা আরেকটা মোবাইল অবশই কিনে নিতে পারি। তবে, শুরু থেকে যেই যেই ব্যক্তিদের মোবাইল নাম্বার নিজের মোবাইলে সেভ করে রেখেছিলেন, সেগুলো কিন্তু টাকা দিয়েও ফিরিয়ে পাওয়া সম্ভব না।
কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের মোবাইল নম্বর গুলিকে mobile storage বা SIM-এর মধ্যে save করে থাকি। আর তাই, মোবাইল হারিয়ে গেলে contact number-ও হারিয়ে যায়।
তবে, যদি আপনি একটি android mobile ব্যবহার করছেন এবং নিজের contact number গুলোকে নিজের গুগল একাউন্টে বা Google contacts-এর মধ্যে সেভ করে থাকেন,
তাহলে, যতবারই আপনার ফোন হারিয়েযাক বা খারাপ হয়ে যাক না কেন, আপনার সেভ করা কন্টাক্ট নম্বর চিরকাল আপনার কাছে আপনার গুগল একাউন্টেই সেভ হয়ে থাকবে।
গুগলে কিভাবে মোবাইল নম্বর সেভ করতে হয় ?
এমনিতে একটি সাধারণ মোবাইলে কিন্তু Gmail, Google account বা Google Contacts এর সুবিধা সরাসরি দেওয়া হয়না, তবে android mobile-এর মধ্যে এই সুবিধা গুলো পাবেন।
অনেকেই কিন্তু এই মোবাইল নাম্বার গুগল একাউন্টে সেভ বা ব্যাকআপ করার সুবিধার বিষয়ে এখনো জানেননা।
আপনি জিডিওবা একটি smartphone ব্যবহার না করে থাকেন, তাহলেও কোনো চিন্তা নেই।
আপনি সরাসরি গুগল কন্টাক্ট এর অনলাইন ওয়েবসাইটে গিয়ে সেখানে নিজের কন্টাক্ট নম্বর গুলো সেভ করতে পারবেন। এই বিষয়ে নিচে আমি বিস্তারিত ভাবে অবশই বলবো।
মনে রাখবেন, যখন আমরা মোবাইল নম্বর গুলো গুগল একাউন্টে সেভ করে রাখি, তখন সেগুলো গুগলের ক্লাউড স্টোরেজের মধ্যে সেভ হয়ে থাকে।
আর তাই, আপনি যেকোনো সময় যেকোনো ডিভাইস থেকে নিজের গুগল একাউন্টে লগইন করে সেই contact number গুলোকে রিকভার বা রিসেট করতে পারবেন।
১. Google contacts-এর ওয়েবসাইটে গিয়ে নাম্বার সেভ করুন
জিমেইল একাউন্টে মোবাইল নাম্বার সেভ করার সবচে সহজ এবং সুবিধাজনক উপায় এখানে বলে দিচ্ছি।
আপনি একটি basic feature phone ব্যবহার করছেন বা android smartphone,
দুটো ক্ষেত্রেই এই প্রক্রিয়া ব্যবহার করে গুগলে কন্টাক্ট নাম্বার সেভ করতে পারবেন।
ধাপ ১.
শুরুতে আপনাকে www.contacts.google.com এর ওয়েবসাইটে ভিসিট করতে হবে।
আপনি নিজের কম্পিউটার বা মোবাইল যেকোনো ডিভাইস থেকেই এই ওয়েবসাইটে যেতে পারেন।
ধাপ ২.
এখন আপনাকে আপনার জিমেইল একাউন্টে (Google account) লগইন করার জন্যে বলা হবে।
আপনি আপনার যেই গুগল একাউন্টে মোবাইল নাম্বার গুলো সেভ করতে চান সেই একাউন্টের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
ধাপ ৩.
Google contacts-এর একাউন্টে login হওয়ার পর এখন আপনারা Google Contacts-এর হোমপেজটি দেখতে পাবেন। যদি আপনার একাউন্টে আগেথেকে কোনো নম্বর সেভ করা আছে তাহলে আপনাকে সেগুলো সরাসরি দেখিয়ে দেওয়া হবে।
নিচে আপনারা একটি “+” আইকন দেখতে পারছেন, সরাসরি সেই প্লাস আইকনে ক্লিক করুন।
ধাপ ৪.
Plus icon (+) এর মধ্যে click করার সাথে সাথে আপনাকে দুটি option দেখানো হবে।
Create a contact: এর দ্বারা আপনি একবারে কেবল একটি কন্টাক্ট নাম্বার সেভ করতে পারবেন।
Create multiple contacts: এর দ্বারা আপনি একসাথে একাধিক মোবাইল নাম্বার সেভ করতে পারবেন।
ধাপ ৫.
এখন আপনারা সরাসরি Google-এ contact number save করার একটি page দেখবেন।
এখানে আপনাকে বেশি কিছু করতে হবেনা।
ওপরে থাকা First name এবং last name-এর মধ্যে যার নাম্বার সেভ করতে চলেছেন তার নাম লিখুন।
এবার নিচে থাকা mobile number এর বক্সে ব্যক্তির মোবাইল নাম্বার যোগ করুন।
ব্যাস, এখন ওপরে থাকা “Save” এর অপশনে ক্লিক করুন।
নোট: আপনি চাইলে আপনার কন্টাক্ট এর ইমেইল আইডিও সেভ করে রাখতে পারেন।
ধাপ ৬.
এখন আপনার নাম্বার আপনার গুগল একাউন্টে সেভ হয়ে গিয়েছে।
২. এন্ড্রয়েড মোবাইল দিয়ে জিমেইলে কন্টাক্ট নাম্বার সেভ করুন
এখন যদি আপনার কাছে একটি এন্ড্রয়েড মোবাইল আছে তাহলে আপনাকে বার বার contacts.google.com-এর ওয়েবসাইটে গিয়ে ম্যানুয়াল ভাবে মোবাইল নাম্বার সেভ করার দরকার নেই।
বর্তমান সময়ে যেকোনো এন্ড্রয়েড মোবাইলেই “Google contacts app” দেওয়াই থাকে।
যখনইবা আপনার কোনো নতুন কন্টাক্ট নাম্বার যোগ করতে হয় আপনি Google Contacts এর দ্বারা অনেক সুবিধাজনক ভাবে সেটা করতে পারেন।
ধাপ ১.
সবচেয়ে আগেই আপনাকে নিজের android mobile থেকে “Contacts” এপ্লিকেশনটি খুঁজে ওপেন করতে হবে।
ধাপ ২.
Google contacts app-টি ওপেন করার পর এখন আপনারা সরাসরি নিচে থাকা “contacts” এর অপশনে click করুন।
এবার, হাতের দান দিকে থাকা Plus Icon (+) এর মধ্যে click করুন।
ধাপ ৩.
এখন শেষে, আপনি যেই ব্যক্তির মোবাইল নাম্বার নিজের জিমেইল একাউন্টে সেভ করতে চাইছেন তার নাম দিয়ে দিন।
এবং, নিচে থাকা “phone” বক্সে ব্যক্তির মোবাইল নাম্বার লিখে “save” এর মধ্যে click করুন।
ব্যাস, এখন আপনার মোবাইল নাম্বার আপনার গুগল একাউন্টে সেভ হয়ে যাবে।
৩. Back up & sync device contacts
অনেক সময় এরকমও হয়ে থাকে যে আপনার device এর contacts গুলো গুগলে সেভ না হয়ে mobile storage বা SIM-এর মধ্যে সেভ হয়ে থাকে।
আর যদি আপনার মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়, তাহলে এই contact number গুলো কখনোই ফিরিয়ে পাবেননা।
নিচে আমি আপনাকে এমন একটি প্রক্রিয়া বলবো যার দ্বারা প্রত্যেক device contacts গুলো নিজে নিজেই Google contacts হিসেবে save হবে।
Back up & sync-এর অপশনটি প্রত্যেক android device-এর মধ্যেই থাকবে।
তাই, যদি আপনার android mobile চুরি হয় বা হারিয়ে যায় তাহলে আপনার নতুন device-এর মধ্যে সেই contacts গুলো নিজে নিজেই চলে আসবে।
তবে আপনাকে নিজের নতুন android mobile এর মধ্যে সেই একই Gmail account দিয়ে login করতে হবে যেই একাউন্ট আগের মোবাইলে ব্যবহার করছিলেন।
সবচে আগেই আপনাকে নিজের android mobile থেকে “settings” অপশনে যেতে হবে।
এখন আপনাকে যেতে হবে, Google and then Settings for Google apps and then Google Contacts sync and then Also sync device contacts and then Automatically back up & sync device contacts.
Automatically back up & sync device contacts অপশনটি চালু (on) করুন।
শেষে, আপনাকে নিজের সেই গুগল একাউন্টটি সিলেক্ট করতে হবে যেখানে কন্টাক্ট নাম্বার গুলো সেভ করতে চান।
0 responses on "জিমেইল/গুগলে কিভাবে মোবাইল নম্বর সেভ করতে হয় ?"