• No products in the cart.

কিভাবে গুগল ক্রম এক্সটেনশন ব্যাবহার করতে হয়?

আসসালামু আলাইকুম, আমরা যারা ব্লগিং করি তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল লিখতে চলেছি,টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের মূল বিষয় কি? উত্তরঃ How to use Google chrome extension On Android.

এর পরের পোস্টে ব্লগারদের জন্য প্রয়োজনীর Extension নিয়ে আলোচনা করবো।

 

Best Google Chrome Extensions for Blogger and Site Owner:

 

Grammar,AdBlock, Pocket,WhatFont,SEOquak,Awesome Screenshot: Screen Video Recorder,ColorZilla,MailTrack

 

 

 

মূল বিষয়ে আশা যাক, আপনারা জানেন সব ব্রাউজারে এক্সটেনশন সাপোর্ট করেনা তাই এক্সটেনশন সাপোর্টটেড ব্রাওজার দিয়ে এক্সটেনশন ব্যবহার করতে হয়।

How to use Google Chrome extension On Android?

আজকে আমরা Kiwi browser দিয়ে Extension ব্যাবহার করে দেখাবো।

এরজন্য Google playstore থেকে Kiwi browser টি ডাওনলোড করে  Install করে নেই-

 

Terms & Conditions গুলো চাইলে পড়ে নিতে পারেন –

 

এখন ডানকোনায় থ্রি-ডট মেনুতে ক্লিক করি

 

নিচের দিকে স্ক্রল করে Extension মেনুতে ক্লিক করি-

 

 

আমাদের ব্রাউজারে পূর্বে যেহেতু কোন Extension যোগ করা নেই তাই এখানে খালি দেখাচ্ছে।

নতুন এক্সটেনশন যোগ করার জন্য +(From store) এ ক্লিক করি-

এখন আপনি ইচ্ছামত গুগল ক্রম এক্সটেনশন গুলো যোগ করে নিন।

আমি Touch Vpn Extension টি add করে নিচ্ছি।

যোগ করার জন্য Add To chrome এ ক্লিক করুন।

 

শর্তগুলো মেনু ok চাপুন-

 

 

এখন ব্রাওজারে এক্সটেনশন যোগ হয়ে গেছে, এক্সটেনশন ব্যাবহার করার জন্য ডান কোনায় থ্রি-ডট মেনু থেকে স্ক্রল করে নিচের দিকে Touch VPN এ ক্লিক করি।

 

 

 

এখানে Best choice থেকে Country বেছে নিতে পারবেন।

 

 

Connect এ ক্লিক করে vpn কারেন্ট করে নিন।

 

 

কানেক্টেড হয়ে গেলে অন্য একটি ট্যাব অপেন করে ব্যাবহার করতে থাকুন।

 

 

এইভাবে গুগল ক্রম এক্সটেনশন স্টোর থেকে আপনার প্রয়োজনীয় এক্সটেনশন যোগ করে ব্যাবহার করতে পারবেন।

ব্লগারদের জন্য প্রযোজনীয় এক্সটেনশন  এবং পিএলপি ফাইল সমূহের তালিকা দেখুন এখানে।

আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

 

0 responses on "কিভাবে গুগল ক্রম এক্সটেনশন ব্যাবহার করতে হয়?"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025