• No products in the cart.

কিভাবে কমান্ড প্রম্পটের ব্যাকগ্রাউন্ড কালার এবং লেখার কালার পরিবর্তন করবেন

আমরা সবাই জানি জানে যে, কমান্ড প্রম্পটের ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার হল, কালো এবং লেখার ডিফল্ট কালার হল সাদা । আমরা প্রায় সবাই কমান্ড প্রম্পটের কালো রঙের সাথে এতটাই অভ্যস্ত যে, কমান্ড প্রম্পটটি কালো রং ছাড়া অন্য কোনও ব্যাকগ্রাউন্ডের রঙের সাথে ডিফল্টটির মতো সুন্দর লাগে না । তবে অনেকেই কমান্ড প্রম্পটের ডিফল্ট কালো রঙ পছন্দ করে না, তাই অনেকেই কমান্ড প্রম্পটের ব্যাকগ্রাউন্ড কালার এবং লেখার কালার পরিবর্তন করতে চান । আজকের আর্টিকেলে আমরা আপনাদের সাথে, কিভাবে কমান্ড প্রম্পটের ব্যাকগ্রাউন্ড কালার এবং লেখার কালার পরিবর্তন করবেন সে বিষয়ে আলোচনা করব । আর একটি ভাল জিনিস হল, কমান্ড প্রম্পটের ব্যাকগ্রাউন্ডের রঙ পরিবর্তন করতে আপনাকে কোন থার্ড পার্টি টুল ব্যবহার করতে হবে না । উইন্ডোজের সব সংস্করণে ডিফল্টভাবে, কমান্ড প্রম্পটের ব্যাকগ্রাউন্ড এবং লেখার রং পরিবর্তন করার অপশন দেওয়া থাকে ।

কমান্ড প্রম্পটের ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার পরিবর্তন

কমান্ড প্রম্পটের ব্যাকগ্রাউন্ড কালার এবং লেখার কালার পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন –

ধাপ ১ : প্রথমে স্টার্ট মেনু সার্চ বাক্সে বা রান কমান্ড বক্সে CMD টাইপ করে কমান্ড প্রম্পট ওপেন করুন ।

ধাপ ২ : কমান্ড প্রম্পট ওপেন হওয়ার পর, টাইটেল বারে মাউসের ডান বাটন ক্লিক করুন (নীচের ছবিতে দেখানো উপরের বারটি), এবং এরপরে Properties অপশনে ক্লিক করুন । পরবর্তী উইন্ডোতে কমান্ড প্রম্পট ফিচার গুলো ওপেন হবে ।

ধাপ ৩ : পরবর্তী উইন্ডো থেকে Colours বাটনে ক্লিক করুন ।

ধাপ ৪ : পরের ধাপে আপনি যদি কমান্ড প্রম্পটের ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে চান তাহলে Screen Background লেখা অপশনের বাম পাশে থাকা রেডিও বাটনে ক্লিক করুন এবং যদি কমান্ড প্রম্পটের লেখার কালার পরিবর্তন করতে চান তাহলে Screen Text অপশনের বাম পাশে থাকা রেডিও বাটনে ক্লিক করুন ।

ধাপ ৫ : এরপর Select Screen Colours লেখার উপরের অংশ থেকে আপনার পছন্দের কালার নির্বাচন করে OK বাটনে ক্লিক করুন ।

এরপর আপনি দেখতে পাবেন যে, আপনার কমান্ড প্রম্পটের কালার পরিবর্তন হয়ে গেছে ।

শেষ কথা

আমরা আশা করছি, আজকের আর্টিকেলের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কমান্ড প্রম্পটের কালার পরিবর্তন করতে পারবেন । আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান

0 responses on "কিভাবে কমান্ড প্রম্পটের ব্যাকগ্রাউন্ড কালার এবং লেখার কালার পরিবর্তন করবেন"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025