• No products in the cart.

কিভাবে,আপনার ফোনের Stock rom( ষ্টক রম ) Backup দিবেন । [ Tutorial ]

                              (((((((((((((আসসালামুয়ালাইকুম))))))))))))))))

হতাট কোন সমস্যা হবে, মোবাইল ব্রিক করলে, রোম ক্রাস করলে তখন আগের অবস্থাতে ফিরে যাবার জন্য রোম ব্যাকআপ করা লাগে। তাই এমন সমস্যা হলে আগের অবস্থাতে ফিরে যেতে হলে এই ব্যাকআপ রাখা জরুরি। আপনি চাইলে যে কোন রোম ব্যাকআপ করতে পারবেন এবং ব্যাকআপ করতে পারবেন একাধিক বার। তবে তা রাখার জন্য আপনার মেমরি কার্ডে জায়গা থাকতে হবে। আপনি চাইলে ব্যাকআপ করে অন্য কথায় সরিয়ে রাখতে পারেন যদি আপনার ভবিষ্যতে কাজে লাগে সেই জন্য। আপনার মেমরিতে ব্যাকআপ রাখার জন্য সর্বনিম্ম ১ গিবি জায়গা খালি রাখা উচিত। তবে ব্যাকআপ ফাইল সাইজ নির্ভর করে আপনার রোমের উপর। যদি বেশি অ্যাপ ইন্সটল থাকলে জায়গা বেশি খাবে। কম থাকলে কম খাবে। বন্ধুরা কথা বিড়িয়ে আর লাভ নেই, চলুন এবার কাজের ধাঁপে চলে যাই।

কিভাবে আপনার ফোনের Stock rom( ষ্টক রম ) Backup দিবেন ।

Volume Up ও Power বাটন একসাথে চেপে দরবেন

এরপর…wipe factory data/reset এ ক্লিক করবেন ।

( yes ) এ ক্লিক করবেন ।

wipe cache pertition এ click করুন ।

backup and restore এ ক্লিক করুন ।

এবং backup এ ক্লিক করুন ।
কিছুক্ষণ পর ব্যাকাপ হয়ে গেলে –

Reboot করুন ।

এরপর আপনার মেমোরিতে একটি Clock Work Mode নামে একটি ফোল্ডার পাবেন
সেটি আপনার কম্পিউটার এ কপি করুন ব্যাস আপনার কাজ শেষ

0 responses on "কিভাবে,আপনার ফোনের Stock rom( ষ্টক রম ) Backup দিবেন । [ Tutorial ]"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025