আসসালামু আলাইকুম, আজকে কথা বলবো ওয়ার্ডপ্রেস এর অপশন মেটা নিয়ে। অপশন মেটা দিয়ে আসলে কি কাজ করা হয়! আমরা যেমন ইউজারের মেটা বা ইনফর্মেশন যোগ করতে পারি যেমন ইমেইল, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি ঠিক তেমনি ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ও মেটা ইনফর্মেশন যোগ করতে পারি।
এই সাইট অপশন মেটার মাধ্যমে সাইটের লগো সহ ভিবিন্ন মেটা যোগ করা যায়।
একটি নতুন অপশন মেটা তৈরী করার জন্য add_option এই ফাংশনটি ব্যাবহার করতে হয় ঠিক এই ভাবেঃ
add_option(‘META’, ‘VALUE’)
META এর যায়গায় আপনার মেটা নাম দিতে হবে যা দিয়ে মেটা ভ্যালুটি কল করবেন। আর VALUE এর যায়গায় মেটা ভ্যালুটি দিতে হবে।
এটি একটি ফর্ম আকারেও তৈরী করা যায়। এভাবে ও ফর্ম আকার ধারন করতে পারি।
যখন কিছু লিখে সেখানে সাবমিট বাটনে ক্লিক করা হবে তখন META_NAME এর যায়গায় আপনি যেই মেটা কি দিবেন সেই মেটার ভ্যালুটি আপনার দেয়া ভ্যালু যোগ হয়ে যাবে।
দ্বিতীয়ত রয়েছে update_option এটির মাধ্যমে সাইটের থাকা অপশন মেটাটি এডিট করা যায়। এটার ব্যাবহার হচ্ছে update_option(‘META_NAME’, ‘META_VALUE’) প্রতিটা ফাংশনের ব্যাবহারই একই রকম।
যদি এটা ফর্ম আকারে তৈরী করতে চাই তাহলে একই ভাবে কোড সাজাতে হবেঃ
ঠিক একই ভাবে প্রথমে পিএইচপি কোড লিখলাম তারপর সেই এইচটিএমএল ফর্ম তৈরী করলাম। আর ইনপুট টেক্স ভ্যালুর মধ্যে যেই ফাংশনটি ব্যাবহার করা হয়েছে এটির মাধ্যমে ভালুটি দেখানো যায়। এটার কাজ ঠিক এই রমকমঃ get_option(‘META_NAME’) ফাংশনের ভেতর META_NAME এর যায়গায় যেই মেটা কি দিবেন সেই মেটার ভ্যালুটি দেখাবে। যদি সাধারন ভাবে একটি মেটার ভ্যালু বের করতে চাই তাহলে এভাবে লিখতে হবেঃ
আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্টে বলবেন, ধন্যবাদ!
Related
- meta business suite কিভাবে ব্যবহার করবেন?
- ওয়ার্ডপ্রেস
- ওয়ার্ডপ্রেস থীম ডেভেলপমেন্ট
- ওয়ার্ডপ্রেস পোস্ট
- ওয়ার্ডপ্রেস পোস্ট ক্যাটাগরি
- ওয়ার্ডপ্রেস ব্লগ
- ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট
- ওয়ার্ডপ্রেসে পোস্ট করুন
- কিভাবে ওয়ার্ডপ্রেসে পোস্ট করতে হয়
- কিভাবে ফেসবুক পেইজ বুস্ট করবেন
- কিভাবে ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম করা যায়
- কিভাবে ব্যবহার করবেন?
- ফেসবুক পেজের নাম পরিবর্তন
- বাংলা ওয়ার্ডপ্রেস
- মিটার ইউনিট কিভাবে দেখবো
- মিটার ইউনিট কিভাবে বুঝবো
- মিটারে কিভাবে ইউনিট দেখবেন
Recent Posts
- বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মাউস ব্র্যান্ড ও মডেল_ কোনগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে?
- ডাউনলোড করে নিন ৫টি প্রিমিয়াম অ্যাপ (Download Fast)
- অনলাইনে প্রতারক চক্রের বিভিন্ন ধরনের ফাদ ও তা থেকে নিজেক সুরক্ষিত রাখার উপায়।
- ক্রোম ব্যবহার করে ওয়েব পেজের জন্য কিভাবে ডেস্কটপ শর্টকাট অ্যাপ তৈরি করবেন
- আপনার হাতের ফোনটিকে FTP Server বানিয়ে ব্যবহার করুন এক ক্লিকে!
Recent Comments
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
0 responses on "ওয়ার্ডপ্রেসে সাইট অপশন মেটা কিভাবে যুক্ত করবেন এবং আপডেট করবেন!"