• LOGIN
  • No products in the cart.

এসএসসি ২০২২ এর ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

২০২২ সালের এসএসসি / SSC ও সমমানের ফলাফল প্রকাশিত হয়েছে ২৮ নভেম্বর ২০২২ সোমবার। আশা করি আপনাদের ফলাফল প্রত্যাশানুযায়ী ভাল হয়েছে। তারপরেও কারও কারও রেজাল্ট যদি আশানুরূপ না এসে থাকে তাহলে থাকছে ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ। SSC Result Board Challenge করা বেশ সহজ একটি কাজ, যা ঘরে বসেই করতে পারবেন।

২৯ নভেম্বর ২০২২ থেকে ৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত এই SSC ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।

এজন্য শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: RSC DHA 123456 101

মেসেজটি পাঠান 16222 নম্বরে।

এ ক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।

আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে ফিরতি SMS এ আপনাকে একটি পিন নাম্বার প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নাম্বার লিখে স্পেস দিয়ে কন্টাক্ট নম্বর (অর্থাৎ আপনার সাথে যোগাযোগের জন্য যেকোনো মোবাইল নম্বর) লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: RSC YES 47483875 01XXXXXXXX

মেসেজটি পাঠান 16222 নম্বরে।

ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত নিচের নোটিশের স্ক্রিনশট থেকে বিস্তারিত জেনে নিন।

একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে সাবজেক্ট কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে। নোটিশটি এখানে দেখতে পারেন।

পুনঃনিরীক্ষণের ফলাফল জানুয়ারি মাসের মধ্যেই প্রকাশ করা হবে বলে আশা করা যায়। এসএসসি ও সমমান ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ ফলাফল ২০২২ জানতে এই পোস্টটি পরে আবার দেখুন। SSC board challenge result জানতে আমাদের সাথেই থাকুন।

 

0 responses on "এসএসসি ২০২২ এর ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025
Let's chat on WhatsApp

How can I help you? :)

10:54