• No products in the cart.

এবার খুব সহজে আপনার ভোট দেওয়ার কেন্দ্র এবং ভোটিং নাম্বার জেনে নিন। ‍Google Map এ কেন্দ্রে পৌছানোর ডিরেকশন পর্যন্ত পেয়ে যাবেন, দেখতে পারবেন কেন্দ্রের ছবিও। [Updated with App Link]

স্বাগতম আমার আজকের পোস্টে।

কিছু কথা: আমি পোস্টটি ২দিন আগে লিখেছিলাম, শুধু পোস্ট করা হয়নি। আজকে আমাদের একজন সম্মানিতো অথর পোস্ট করেছেন, কিন্তু তিনি এ্যাপস এর লিংক দেননি, তার পোস্টটি অসম্পূর্ন, তাই পোস্ট করে দিলাম। যেহেতু লেখা ছিলো।

আমরা সাধারণত ভোট দেওয়ার জন্য আমাদের Voting Number আমাদের এলাকার সংশ্লিষ্ট সম্মানিতো মেম্বার বা চেয়ারম্যান মহাদয় এর কাছ থেকে জেনে থাকি বা ভোট কেন্দ্রে গিয়ে তারপর Voting Number সংগ্রহ করি।

এর আগে আমরা https://services.nidw.gov.bd এই সাইট থেকে ভোটিং নাম্বার, ভোটার নং, পিন নাম্বার দেখতে পারতাম কিন্তু এই সার্ভিসটি এখন বন্ধ থাকার কারনে এভাবে আর ভোটিং নাম্বার দেখতে পারি না।

তো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে অনলাইনে আপনার NID নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনার ভোটিং নাম্বার, ভোটার নং, ভোট কেন্দ্রের নাম ও ঠিকানা এবং ভোট কেন্দ্রের ছবি দেখতে পারবেন। আরো পেয়ে যাবেন কেন্দ্রে পৌছানোর ডিরেকশন Google Map এ।

 

তো এর জন্য Play Store থেকে Smart Election Management BD এ্যাপটি ইনস্টল করতে হবে।

এখানে ক্লিক করে সরাসরি Play Store থেকে Smart Election Management BD  এ্যাপটি ইনস্টল করুন।

 

এবার নিচের স্ক্রিনশট অনুযায়ি কাজ করুন।

প্রথমে এ্যাপটি ওপেন করলে নিচের মতো দেখতে পারবেন।

 

 

ভাষা সিলেক্ট করুন। আমি বাংলা সিলেক্ট করলাম।

 

এবার নিচে দেখানো স্ক্রিনশট এর মতো করে মেনুবার এ ক্লিক করুন।

সার্চ ভোট কেন্দ্র তে ক্লিক করুন।

 

এবার নিচের স্ক্রিসশট এর মতো আসবে, আপনার NID নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সার্চ এ ক্লিক করুন।

সার্চ এ ক্লিক করার পর নিচের মতো আপনার ভোটিং নাম্বার, ভোটার নং, ভোট কেন্দ্রের নাম ও ঠিকানা এবং ভোট কেন্দ্রের ছবি দেখতে পারবেন।

 

 

এখানে + দিক নির্দেশনা তে ক্লিক করলে আপনাকে Google Map এ নিয়ে যাবে, ডিরেকশন দেখাবে।

.

 

এই পোস্টটির একটি ভিডিও নিচে ইমবেড করে দিলাম। টেকনোলজিতে নতুনদের বুঝতে সুবিধা হবে।

0 responses on "এবার খুব সহজে আপনার ভোট দেওয়ার কেন্দ্র এবং ভোটিং নাম্বার জেনে নিন। ‍Google Map এ কেন্দ্রে পৌছানোর ডিরেকশন পর্যন্ত পেয়ে যাবেন, দেখতে পারবেন কেন্দ্রের ছবিও। [Updated with App Link]"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025