• No products in the cart.

এন্ড্রয়েড ফোন থেকে ডিলিট হওয়া নাম্বার ফিরে পাওয়ার উপায়

যেকোনো এন্ড্রয়েড মোবাইল থেকে ডিলিট হওয়া নাম্বার ফিরে পাওয়ার উপায় কি ? কিভাবে মোবাইল থেকে ডিলিট করা নাম্বার পুনরুদ্ধার করবেন (How to Retrieve Deleted Phone Numbers on Android) ? আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা নাম্বার রিকভার করার সম্পূর্ণ সহজ প্রক্রিয়া আপনাদের বলতে চলেছি।

আপনি যদি জেনেবুঝে বা ভুলে নিজের এন্ড্রয়েড মোবাইল থেকে যেকোনো ফোন নাম্বার ডিলিট করে দিয়েছেন তাহলে ভয় পেতে হবেনা।

কেননা, আপনার এন্ড্রয়েড মোবাইলে যখন আপনি কোনো নতুন ফোন নাম্বার সেভ করে থাকেন, তখন সেটা নিজে নিজে আপনার মোবাইলের সাথে সংযুক্ত জিমেইল একাউন্টের মধ্যে সেভ হয়ে যায়।

আর তাই, আপনি কিছু সহজ ধাপ গুলো অনুসরণ করে “Google Contacts” এর ব্যবহার করে মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া কন্টাক্ট নাম্বার রিস্টোর করতে পারবেন।

এন্ড্রয়েড মোবাইল থেকে ডিলিট হওয়া নাম্বার ফিরে পাওয়ার উপায়:

কিভাবে নিজের এন্ড্রোইড মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া মোবাইল নম্বর ফিরে পাবেন ? এই বিষয়ে জানার জন্যে আপনাকে আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ মন দিয়ে পড়তে হবে এবং নিচে বলে দেওয়া ধান গুলো সঠিক ভাবে অনুসরণ করতে হবে।

আমরা মোবাইল নাম্বার ফিরে পাওয়ার এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আমাদের গুগল একাউন্ট ব্যবহার করে সম্পূর্ণ করতে চলেছি।

গুগল কন্টাক্টস এর দ্বারা ডিলেট হয়ে যাওয়া নাম্বার ফিরে পাওয়া

মনে রাখবেন, যেকোনো android mobile ব্যবহার করার জন্যে শুরুতে সেটাকে একটি গুগল একাউন্ট (Gmail account) এর ব্যবহার করে সেটআপ (setup) করতে হয়।

একাউন্ট সেটআপ আমরা প্রত্যেকেই করে থাকি কেননা এর পরই আমরা আমাদের মোবাইলে “Play Store” এর মতো বিভিন্ন Google apps এবং services গুলো ব্যবহার করার সুবিধা পাই।

আর ডিলিট হয়ে যাওয়া কন্টাক্ট নাম্বার রিকোভার করার ক্ষেত্রে সুখবর এখানেই যে, একবার যেই গুগল/ জিমেইল একাউন্ট ব্যবহার করে আপনি আপনার এন্ড্রয়েড মোবাইল সেটআপ করেছিলেন সেখানে নিজে নিজেই আপনার মোবাইল নাম্বার গুলো সেভ বা ব্যাকআপ হয়ে থাকছে।

তাই, আপনার ডিলেট হওয়া ফোন নাম্বার আপনার গুগল একাউন্ট থেকে রিকভার বা রিস্টোর করা যাবে।

Restore Phone Numbers Using Google Account

Google Account ব্যবহার করে phone number restore করার ক্ষেত্রে আপনাকে নিচে বলে দেওয়া ধাপ গুলো ভালো করে দেখতে ও সেগুলো সঠিক ভাবে অনুসরণ করতে হবে।

আপনার মোবাইল থেকে deleted হওয়া phone numbers বা contacts গুলো recover করার জন্যে আপনাকে Google Contacts পরিষেবার ব্যবহার করতে হবে।

আপনি নিজের mobile বা computer দুটো মাধ্যমেই Google Contacts ব্যবহার করতে পারবেন।

নিচে আমি সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের বলে দিচ্ছি।

স্টেপ ১.

সবচেয়ে আগেই আপনাকে চলে যেতে হবে “https://contacts.google.com” এর ওয়েবসাইটে। আমি ওপরে যা বললাম আপনি নিজের মোবাইল বা কম্পিউটারের ব্রাউসার থেকে এই ওয়েবসাইটে যেতে পারেন।

স্টেপ ২.

Google Contacts-এর ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে আপনাকে আপনার Google Account-এ login করতে বলা হবে। এক্ষেত্রে আপনার মোবাইলে যেই গুগল একাউন্ট দিয়ে লগইন করা আছে সেই একাউন্ট আপনাকে ব্যবহার করতে হবে।

স্টেপ ৩.

Google Contacts-এর মধ্যে login হওয়ার পর আপনারা এর home page-এর মধ্যে নিজের মোবাইলের প্রত্যেকটি contact number গুলো দেখতে পারবেন।

তবে, ডিলিট করা নাম্বার রিকভার করার ক্ষেত্রে আপনাকে হোম পেজে একেবারে ওপরে থাকা মেনু আইকনে (≡) ক্লিক করতে হবে।

স্টেপ ৪.

Menu-তে click করার পর আপনারা নানান options গুলো দেখবেন।

আপনাকে একেবারে নিচে থাকা “Bin” অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৫.

Bin-এর মধ্যে click করার পর একটি পেজ দেখবেন যেখানে আপনার ডিলিট করা নম্বরটি দেখানো হবে।

আপনার মোবাইল থেকে ডিলিট হওয়া ফোন নম্বর মোবাইল থেকে সরাসরি এই Bin ফোল্ডারে চলে আসে।

আর, ৩০ দিন পর্যন্ত প্রত্যেকটি ডিলিট করা মোবাইল নম্বর এখানেই সেভ হয়ে থাকে।

স্টেপ ৬.

মোবাইল নাম্বার রিকভার করার জন্যে আপনাকে Bin folder-এ থাকা contact-এর নামের ওপরে click করতে হবে। Click করার পর আপনারা নিচে ছবিতে দেখানোর মতো “recover” এর একটি অপসন দেখবেন।

এখন আপনাকে সরাসরি এই “Recover” এর অপশনে click করতে হবে।

ব্যাস, এখন আপনার ডিলেটেড মোবাইল নম্বর আবার রিস্টোর হয়ে যাবে এবং আপনি সেটা নিজের মোবাইলের কন্টাক্ট লিস্ট এর মধ্যে দেখতে পারবেন।

এখন, ওপরে বলা প্রক্রিয়া ব্যবহার করলেই আপনি আরামে মোবাইল থেকে ডিলিট করা কন্টাক্ট নম্বর ফিরিয়ে পাবেন যদিও, আরেকটি উপায় অবশই রয়েছে জেতাও ব্যবহার করে দেখতে পারেন।

Google backup-এর দ্বারা ডিলিট করা নাম্বার ফিরে পাওয়া
এখন, হারিয়ে যাওয়া মোবাইল নম্বর পুনরুদ্ধার করার যেই উপায়টি আমরা ব্যবহার করতে চলেছি, সেটাও কিন্তু Google Contacts-এর ওয়েবসাইটে গিয়েই করতে হবে।

যদি ওপরে বলে দেওয়া উপায় ব্যবহার করার পরেও আপনি আপনার ডিলিট করা ফোন নম্বর ফিরে পাননি, তাহলে নিচে বলা এই উপায় ব্যবহার করে দেখুন।

নিচের প্রক্রিয়াতে আমরা সম্পূর্ণ contact list একটি নির্দিষ্ট সময় হিসেবে রিসেট বা রিস্টোর করতে চলেছি।

স্টেপ ১.

আপনি সরাসরি “https://contacts.google.com” এর ওয়েবসাইটে চলে যেতে হবে।

আপনি এক্ষেত্রেও চাইলে নিজের মোবাইল বা কম্পিউটার যেকোনো ডিভাইস ব্যবহার করতে পারেন।

স্টেপ ২.

এখন Google contacts-এর home page-এ একেবারে ওপরে থাকা settings gear icon-টি click করতে হবে।

Icon-টি click করার সাথে সাথে আপনারা দুটো আলাদা আলাদা options দেখতে পাবেন।

আপনাকে সরাসরি, “undo changes” এই অপশনে click করতে হবে।

স্টেপ ৩.

এখন আপনি “undo changes” নামের একটি অপসন পেজ দেখবেন।

এখন, আপনাকে এখানে একটি নির্দিষ্ট সময়কাল সেট করতে হবে।

এক্ষেত্রে আপনার মনে থাকা দরকার যে আপনি কন্টাক্ট নম্বরটি কখন ডিলিট করেছিলেন।

১ ঘন্টা আগে, ১ দিন আগে, ১ সপ্তা আগে নাকি মনে আছে এমন কোনো কাস্টম তারিখে ?

ভালো করে ডিলিট করার সময়টি মনে করে দিয়ে দেওয়া যেকোনো একটি অপসন সিলেক্ট করতে হবে।

এবার নিচে থাকা “Undo” অপশনে click করুন।

এখন, আপনি যেই সময় সিলেক্ট করে undo করেছেন সেই তারিখে আপনার contact list-এ যেগুলো contact number সেভ করা ছিল সেগুলো আপনি ফিরে পাবেন। মানে সেই ডেট হিসেবে আপনার contact list-টি রিসেট বা রিস্টোর হয়ে যাবে।

উপসংহার
তাহলে বন্ধুরা, আশা করছি আপনার এন্ড্রয়েড মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া মোবাইল নম্বর কিভাবে ফিরে পাওয়া যাবে বা কিভাবে নম্বর পুনরুদ্ধার বা রিকভার করবেন সেই বিষয়ে সম্পূর্ণ স্পষ্ট করে বুঝতে পেরেছেন। আমাদের আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে, আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার অবশই করবেন। এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, সেটা নিচে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারেন।

0 responses on "এন্ড্রয়েড ফোন থেকে ডিলিট হওয়া নাম্বার ফিরে পাওয়ার উপায়"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025