ফিচার ফোনের চাহিদা দিনদিন বেড়েই চলেছে। বর্তমানে যেকোনো ধরনের ফোনেই থাকে ডুয়াল সিম সুবিধা। কারণ অনেকেরই একাধিক সিম ব্যবহারের প্রয়োজন হয়। এই পোস্টে জানবেন চারটি সিম চালানোর সুবিধা সম্বলিত একটি ফোন সম্পর্কে। যাদের দুইটির অধিক সিম ব্যবহারের প্রয়োজন হয় এবং ফিচার ফোন পছন্দ এই কাজে, তাদের এই পোস্টটি কাজে আসতে পারে।
কথা বলছি দেশীয় ব্র্যান্ড জিও এর Geo R40 ফোনটিকে নিয়ে। বেশ ছোটোখাটো এই ফিচার ফোনটিতে থাকছে চারটি সিম ব্যবহারের সুবিধা। তবে ভারতের স্মার্টফোন ব্র্যান্ড Jio (জিও) আর এই দেশী ব্র্যান্ড জিও কিন্তু আলাদা। একই সাথে চারটি সিম সচল থাকবে এই ফোনে যার প্রত্যেকটা সার্ভিস কাজ করবে।
লং লাস্টিং ব্যাটারির পাশাপাশি চারটি সিম ব্যবহারের সুযোগ রয়েছে Geo R40 নামের ফোনটিতে। পারফেক্ট কালার কম্বিনেশনে পাওয়া যাবে ডিভাইসটি।
২.৪ইঞ্চি ডিসপ্লের জিও আর৪০ ফিচার ফোনে চারটি সিম ব্যবহারের ফিচার সম্পর্কে তো ইতিমধ্যে জেনেছেন। ফোনটিতে MTK6261D প্রসেসর ব্যবহৃত হয়েছে। ২৫০০মিলিএম্প এর ব্যাটারি থাকছে উক্ত ফিচার ফোনে, যা ফিচার ফোন হিসেবে অনেক বেশি বলা চলে। তাই এই ফোন থেকে অসাধারণ ব্যাটারি ব্যাকাপ পাওয়া যাবে তা নিশ্চিত করে বলা যায়।
চারটি সিম থাকায় দেশের যে প্রান্তেই থাকুন না কেনো, একাধিক অপারেটরের সিম থাকলে নেটওয়ার্ক এর মধ্যে থাকার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও রয়েছে ওয়্যারলেস এফএম এর মত ফিচার। ভিজিএ ক্যামেরার পাশাপাশি এমপি৩ ও এমপি৪ প্লে করার ফিচারও পেয়ে যাচ্ছেন এখানে। চারটি সিম এর পাশাপাশি ৫০০ কনটাক্ট সেভ রাখা যাবে ফোনের স্টোরেজে।
একনজরে Geo R40 এর সকল ফিচারঃ
- 2.4″ ডিসপ্লে
- 4 সিম
- MTK6261D প্রসেসর
- 2500mAh ব্যাটারী
- অটো কল রেকর্ডিং
- ওয়্যারলেস এফএম
- ব্ল্যাক লিষ্ট
- বিগ টর্চ
- VGA – ক্যামেরা
- ভাইব্রেশন মোড
- MP3 & MP4 প্লেয়ার
- 500 কন্টাক্ট ফোনবুক মেমরি
চার সিম এর এই ফিচার ফোন, Geo R40 এর দাম মাত্র ১৭০০টাকা। ফোনটি কেনার জন্য নিকটস্থ মোবাইল মার্কেটে যোগাযোগ করুন।
0 responses on "একসাথে ৪ সিম চলবে জিও R40 বাটন ফোনে!"