ফেসবুক পেজ জনপ্রিয় করার সহজ উপায় কি ? (How To Make Your Facebook Page Popular).
এই প্রশ্ন করলে, এর একটি অনেক সহজ উত্তর হলো, “কিছু টাকা দিয়ে ফেসবুকে পেইড প্রমোশন করা“.
সত্যি বললে, ফেসবুককে কিছু টাকা দিয়ে যেকোনো Facebook page promote করানোর প্রক্রিয়া যথেষ্ট লাভজনক।
তাছাড়া, এই মাধ্যমে পেজ জনপ্রিয় করার ক্ষেত্রে আপনার কোনো ধরণের কাজ করতে হবেনা।
সবটাই, Facebook নিজে নিজেই করবে এবং আপনার পেজে তাড়াতাড়ি প্রচুর likes এবং followers নিয়ে আসবে।
তবে, প্রত্যেকেই কিন্তু টাকা দিয়ে নিজের ফেসবুক পেজ জনপ্রিয় করার এই উপায় পছন্দ করেননা।
আর আমিও আপনাদের এটাই বলবো যে,
“কিছুটা সময় লাগলেও, টাকা দিয়ে ফেসবুক পেজ প্রমোট করার কোনো প্রয়োজন নেই”.
কেননা, একটি “Facebook page” কেবল তখন জনপ্রিয়, “যখন সেই পেজে প্রচুর লাইক এবং ফলোয়ার্স থাকছে”।
আর, আপনার ফেসবুক পেজে প্রচুর লাইক এবং ফলোয়ার্স নিয়ে আসার জন্য, এমনিতে বিভিন্ন ফ্রি এবং কার্যকর উপায় ও প্রক্রিয়া রয়েছে।
তাছাড়া, যখন পেজের content বা post গুলো লোকেরা অধিক পছন্দ করবেন, সেই ক্ষেত্রেও আপনার পেজটিকে জনপ্রিয় বলা যেতে পারে।
মনে রাখবেন,
নিজের ফেসবুক পেজে অধিক ফলোয়ার (followers) ও লাইক (like) বাড়ানোর জন্য, ব্যস্ততার (Engagement) কৌশলটি আপনার জানতে হবে।
নিজের পেজে, লোকেদের কিভাবে অধিক ব্যস্ত করে রাখতে পারবেন, সেই বিষয়ে আপনার ভাবতে হবে।
এক্ষেত্রে, লোকেদের নিজের ফেসবুক পেজে ব্যাস্ত করে রাখার জন্য এবং পেজের আকর্ষণ বৃদ্ধি করার জন্য আপনার পাবলিশ করতে হবে, “আকর্ষক সামগ্রী, ছবি, পোস্ট বা কনটেন্ট”.
- নিয়মিত ভাবে পেজে আকর্ষক কনটেন্ট পাবলিশ করতে হবে।
- অন্যদের থেকে content/post কপি করবেননা।
- এমন সময়তে পোস্ট করতে হবে, যখন লোকেরা ফেসবুকে অনলাইন থাকার সুযোগ বেশি।
- কেবল সাধারণ টেক্সট কনটেন্ট পাবলিশ করলেই চলবেনা।
- Quiz, poll, image, quotes, videos ইত্যাদি বিভিন্ন ধরণের কনটেন্ট গুলো নিজের ফেসবুক পেজে পাবলিশ করুন।
ওপরে আমি যেগুলোর বিষয়ে বললাম, সেগুলোর ওপরে নজর দিলে আপনার পেজ এর লাইক অবশই বৃদ্ধি পাবে।
এছাড়া, আরো অন্যান্য গুরুত্বপূর্ণ টিপস ও মাধ্যম রয়েছে।
সেগুলোর মধ্যে, কিভাবে ফেসবুক পেজ প্রমোট করতে হয় তার সঠিক নিয়ম গুলো অবশই আপনার জেনে রাখতে হবে।
কিভাবে ফেসবুক পেজ অধিক জনপ্রিয় হবে ? (১১+ উপায়)
বন্ধুরা, মনে রাখবেন যেকোনো ফেসবুক পেজ, নিজে নিজে জনপ্রিয় (famous) কখনোই হয়না।
প্রথম অবস্থায় আপনার প্রচুর পরিশ্রম করে নিজের পেজ টিকে লোকেদের মধ্যে পৌঁছতে হবে।
এক্ষেত্রে, আপনার বিভিন্ন আলাদা আলাদা বিষয় গুলো নিয়ে ভাবতে হবে এবং কাজ করতে হবে।
আর, যদি আপনার পেজের কনটেন্ট বা পোস্ট গুলো দেখে লোকেরা মনোরঞ্জন পান বা রুচি পান,
তাহলে অবশই, পরে পরে নিজে নিজেই আপনার Facebook page প্রচুর share হতে থাকবে।
যার ফলে, আপনি নিজের পেজে নিজে নিজেই like এবং followers পেতে থাকবেন।
কিন্তু, যখন আপনার ফেসবুক পেজটি নতুন তখন সেটাকে জনপ্রিয় করার জন্য, নিচে দেওয়া উপায় গুলো করলে অবশই লাভ পাবেন।
How to make your Facebook page famous (Bangla guide)
মনে রাখবেন, নিজের নতুন ফেসবুক পেজটিকে তাড়াতাড়ি জনপ্রিয় করার জন্য আপনার জেনেনিতে হবে,
“ফেসবুক পেজ প্রমোট করার নিয়ম গুলোর বিষয়ে“.
কেননা, আপনি আপনার পেজটি যত বেশি প্রমোট ও প্রচার করবেন,
ততটাই অধিক লোকেরা আপনার FB Page এর বিষয়ে জেনেনিতে পারবেন।
আর, যত বেশি লোকেরা আপনার Page এর বিষয়ে জেনেনিবেন, পেজটি ততটাই অধিক জনপ্রিয় হওয়ার সুযোগ থাকবে।
তাহলে চলুন, নিচে আমরা জেনেনেই, “কিভাবে একটি ফেসবুক পেজ জনপ্রিয় ও পপুলার করা যেতে পারে তার ১৫ টি লাভজনক উপায় গুলোর বিষয়ে”।
১. নিয়মিত পোস্ট করতে হবে
ইংরেজিতে একটি কথা রয়েছে, “Consistency is the key to success”.
মানে, যখন আপনি যেকোনো জিনিস নিয়মিত ভাবে করবেন, সেখানে সফলতা পাওয়ার প্রচুর সুযোগ বেড়ে যায়।
তাই, নিজের পেজে নিয়মিত পোস্ট পাবলিশ করতে হবে।
তাছাড়া, Facebook কিছু বিশেষ algorithm ব্যবহার করে সিদ্ধান্ত নিয়ে থাকে যে,
“কখন কখন page content গুলোকে অন্যান্য লোকেদের feed (people’s feeds) এ দেখানো হবে”.
আর এই প্রক্রিয়ার ফলে, আপনার পেজে publish করা post / content গুলোর প্রায় বেশির ভাগ publish হওয়ার সাথে সাথেই অন্যান্য লোকেদের feeds এ দেখানো হয়।
তাই, নিয়মিত ভাবে (regular) নিজের পেজে কনটেন্ট পাবলিশ করতে থাকলে,
আপনার Facebook page এবং Page এর content গুলো অন্যান্য লোকেদের ফিড (feed) এর মধ্যে অধিক পরিমানে দেখানো হবে।
২. সঠিক কনটেন্ট পোস্ট করতে হবে
নিয়মিত ভাবে অধিক অধিক post বা content নিজের পেজে পাবলিশ করার উদ্দেশ্যে, যেকোনো ধরণের পোস্ট পাবলিশ করলেই কাজ হবেনা।
Facebook এর algorithm গুলো সেই পোস্ট এবং কনটেন্ট গুলোকে অধিক গুরুত্ব দিয়ে থাকে, যেগুলোতে media এবং plain text ব্যবহার হয়ে থাকে।
তাই, যখন আপনি আকর্ষণীয় এবং মজাদার মিডিয়া কনটেন্ট (images, videos, infographic etc.) এবং তথ্যপূর্ণ টেক্সট কনটেন্ট গুলো নিজের পেজে পাবলিশ করবেন,
তখন সেগুলো আপনার followers দের timeline এর মধ্যে প্রায়ই দেখানোর সুযোগ বেড়ে উঠবে।
তাছাড়া, যেকোনো ক্ষেত্রে image এবং video কনটেন্ট এর চাহিদা এবং আকর্ষণ অনেক বেশি।
তাই, আপনার পেজের মজাদার image এবং video কনটেন্ট গুলো যখন পেজ ফলোয়ার্স দের timeline এর মধ্যে দেখানো হবে,
তখন, follower এর timeline এর মাধ্যমে অন্যরাও আপনার পেজ এবং পেজ কনটেন্ট এর বিষয়ে জেনেনিতে পারবেন।
৩. আলাদা আলাদা কনটেন্ট পোস্ট করুন
নিজের ফেসবুক পেজে কেবল এক ধরণের কানেন্ট publish করবেননা।
কেননা, একি ধরণের কনটেন্ট লোকেরা অধিক সময় ধরে পছন্দ করেননা।
তাই, প্রত্যেক দিন আলাদা আলাদা ধরণের পোস্ট যেমন,
- Tutorial
- Daily tips
- Question
- Poll
- Videos
- Meme
- Quotes
ইত্যাদি, এই ধরণের পোস্ট গুলো করতে হবে।
এতে, আপনার পেজের value ও চাহিদা বাড়তে থাকবে।
কেননা, এভাবে আপনি আলাদা আলাদা কনটেন্ট এর মাধ্যমে লোকেদের নিজের পেজে ব্যস্ত রাখতে পারছেন।
আর, যখন অধিক লোকেরা আপনার ফেসবুক পেজে ব্যস্ত থাকবে,
তখন আপনার পেজেটিকে জনপ্রিয় অবশই বলা যেতে পারে।
তাই না ?
৪. আপনার চেনা পরিচিত লোকেদের ও বন্ধুদের বলুন
যখন আপনার পেজ নতুন থাকবে, তখন সেখানে কিছু পরিমানে like এবং follower নিয়ে আসার একটায় সহজ উপায় রয়েছে,
নিজের Facebook profile এর মধ্যে থাকা friends নিজের page like করার জন্য invite করুন।
যদি আপনার Facebook profile এর মধ্যে ১০০০ টি friends রয়েছে এবং তাদের মধ্যে যদি ১০০ জন আপনার পেজ লাইক করেন,
তাহলে সেটাও কিন্তু অনেক।
কেননা, যখন আপনি আপনার পেজে কিছু কনটেন্ট publish করবেন,
তখন সেই কনটেন্ট গুলো আপনার পেজ follow করা friends দের timeline এর মধ্যে দেখানো হবে।
ফলে, আপনার বন্ধুর timeline থেকেও অন্যান্য লোকেরা আপনার পেজ এর বিষয়ে জানতে পারেন।
৫. অন্যান্য গ্রুপে (Group) পেজ শেয়ার করুন
ফেসবুক এর মধ্যে হাজার হাজার গ্রুপ রয়েছে যেগুলোতে অসংখক followers / members রয়েছে।
আর তাই, নিজের ফেসবুক পেজ প্রমোট করার সেরা মাধ্যম হলো এই গ্রুপ গুলো।
আপনার পেজ এর কনটেন্ট গুলো আপনি বিভিন্ন groups এর মধ্যে share করুন।
এতে, বিভিন্ন groups গুলোতে থাকা members রা আপনার পেজ এবং পেজের কনটেন্ট গুলো দেখতে পারবেন।
তাছাড়া, যদি আপনার কনটেন্ট মজাদার হয়ে থাকে, তাহলে এই groups গুলোর থেকেও প্রচুর followers আপনি পাবেন।
৬. নিজের ফেসবুক পেজে সম্পূর্ণ সেটিং করুন
নিজের পেজ তৈরি করার পর সেখানে জরুরি প্রত্যেকটি settings আপনার করে নিতে হবে।
যেমন, পেজ এর একটি আকর্ষণীয় profile picture, page cover photo ইত্যাদি।
তাছাড়া, description এর ভাগে নিজের পেজের বিষয়ে কিছুটা তথ্য আপনার দিয়ে দিতে হবে।
মনে রাখবেন, যতটা বেশি আকর্ষণীয় ও প্রফেশনাল আপনার পেজটি দেখতে হবে,
ততটাই বেশি লোকেরা আপনার পেজ ফলো করবেন।
এবং অধিক বেশি পেজ ফলোয়ার্স মানে অধিক জনপ্রিয় আপনার পেজ।
৭. অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পেজ প্রোমোট করুন
Facebook এর বাইরেও আরো অন্যান্য জনপ্রিয় social media platform রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি আপনার ফেসবুক পেজ প্রমোট করতে পারবেন।
যদি আপনার অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক যেমন, WhatsApp, twitter, Instagram, LinkedIn ইত্যাদি গুলোতে একটি profile বা page রয়েছে,
তাহলে সেখানে নিজের Facebook page টি প্রমোট করতে পারবেন।
এবং, যদি আপনার পেজ এর কনটেন্ট লোকেরা পছন্দ করেন,
তাহলে অন্যান্য social media গুলোর থেকেও প্রচুর followers আপনি পাবেন।
৮. নিজের পেজে কনটেস্ট (contest) রাখুন
লোকেরা অনলাইন ইন্টারনেটে নিজের জ্ঞান, অভিজ্ঞতা ইত্যাদি দেখানোর জন্য প্রচুর উৎসুক হয়ে থাকে।
তাই, আপনি প্রায় সময় কিছু প্রশ্ন, কুইজ (Quiz) বা পোল (poll) ইত্যাদি রেখে, নিজের পেজের আকর্ষণ বাড়িয়ে নিতে পারবেন।
প্রশ্ন বা কুইজ এর বাইরেও মাঝে মাঝে কিছু বিশেষ কনটেস্ট রাখুন।
এবং, যেই ব্যক্তি কনটেন্ট জিতে নিবেন তার জন্য একটি বিশেষ পুরস্কার রাখুন।
এভাবে, অনেক ফেসবুক পেজ নিজেকে জনপ্রিয় ও প্রমোট অবশই করেছেন।
তাই, একবার এই প্রক্রিয়া অবশই ব্যবহার করে দেখবেন।
৯. ফেসবুক পেজটি টাকা দিয়ে প্রচার করুন
এমনিতে যখনি আমরা আমাদের ফেসবুক পেজে কিছু কনটেন্ট পোস্ট করে থাকি,
তখন, ফেসবুক থেকে সাথে সাথে সেই পোস্টটি টাকা দিয়ে বুস্ট করার অপসন দেখানো হয়।
তাই, আপনি যদি কোনো কষ্ট ছাড়া তাড়াতাড়ি নিজের পেজটিতে অধিক like এবং followers বানিয়ে নিতে চাচ্ছেন,
তাহলে আপনার এই প্রক্রিয়াটি ব্যবহার করতে হবে।
Facebook paid promotion বা boost এর প্রক্রিয়াতে, ফেসবুক আপনার থেকে কিছু টাকা নিয়ে আপনার পেজ বা পেজের কনটেন্ট গুলো অন্যান্য Facebook user দের কাছে নিজে নিজে দেখায়।
আর ফলে, আপনার পেজে প্রচুর like বা followers বাড়তে থাকে।
উদাহরণ স্বরূপে,
ফেসবুক কে যদি $3 পেমেন্ট করছেন তাহলে পেজটিকে প্রায় ৩৫০০ লোকেদের কাছে ফেসবুক advertise / share / promote করবে।
১০. জনপ্রিয় ও ট্রেন্ডিং বিষয়ে ভিডিও তৈরি করুন
আপনি যদি কিছু trending topic নিয়ে ছোট ছোট video তৈরি করে নিজের পেজে regular publish করতে পারেন,
তাহলেও আপনার পেজ অনেক লোকেদের কাছে শেয়ার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
কেননা, trending বিষয়ে ভিডিও তৈরি করলে, সেগুলো ফেসবুকে প্রচুর শেয়ার হয়ে থাকে।
ফলে, আপনার ভিডিও গুলোতে view হওয়ার সাথে সাথে পেজের জন্য কিছু নতুন followers পেয়ে যাবেন।
তাই, কমেও ২ দিতি করে প্রত্যেক দিন trending topic গুলো নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করুন।
১১. Hashtag (#) এর ব্যবহার করুন
Hashtag হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ published content টিকে বিশেষ কিছু ক্যাটাগরি দিয়ে দিতে পারবেন।
মানে, আপনি আপনার কনটেন্ট পাবলিশ করার সময়, কনটেন্ট এর সাথে জড়িত মূল topic গুলোকে hashtag (#) হিসেবে দিয়ে দিতে পারবেন।
যেমন, #income, #Facebook ইত্যাদি।
হ্যাশট্যাগ হতে পারে যেকোনো বাক্য বা শব্দ।
আর যখনি, আপনার পোস্টে ব্যবহার করা হ্যাশট্যাগ টপিক গুলো লোকেরা সার্চ করেন,
তখন, সেই hashtag এর ভেতরে আপনার পোস্ট গুলোকেও দেখানো হয়।
মানে ধরুন, নিজের পেজে আপনি ইউটিউবের বিষয়ে একটি কনটেন্ট বা পোস্ট আপডেট দিলেন।
এবং, পোস্ট করার সময় আপনি ব্যবহার করেছেন #YouTube.
এবার,
এইযে #YouTube আপনি নিজের পোস্টে ব্যবহার করেছেন,
সেই #YouTube টিতে যদি যেকোনো ইউসার ক্লিক করেন তাহলে সেখানে আপনার পোস্ট বা কনটেন্ট টিকেও দেখানো হবে।
এভাবে, পোস্ট এর সাথে জড়িত কিছু রিলেটেড হাস্যটাগ ব্যবহার করে নিজের পেজ ও পেজ এর কনটেন্ট গুলোকে প্রমোট করতে পারবেন।
১২. নিজের ব্লগ বা ওয়েবসাইটের মাধ্যমে প্রমোট
যদি আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট রয়েছে, তাহলে সেখানে নিজের Facebook page এর link দিয়ে দিতে পারবেন।
এভাবে, আপনারা নিজের blog বা ওয়েবসাইটের মাধমেও নিজের ফেসবুক পেজ প্রমোট বা প্রচার করতে পারবেন।
তাছাড়া, যদি আপনার একটি YouTube channel আছে,
তাহলে চ্যানেলে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর description এর জায়গাতে পেজ এর লিংক দিতে পারবেন।
আমাদের শেষ কথা,
তাহলে বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে, কিভাবে ফেসবুক পেজ জনপ্রিয় করতে হয়।
সত্যি বললে, মূলত ফেসবুক পেজ জনপ্রিয় করার উপায় একটায়, আর সেটা হলো নিজের পেজে লোকেদের ব্যস্ত রাখার কৌশল।
আর, Facebook user দের নিজের পেজে ব্যস্ত করে রাখার জন্য,
আপনার regular ভালো ভালো ও মজাদার কনটেন্ট পোস্ট করতেই হবে।
একটি পেজ কেবল তখন জনপ্রিয় হয়ে দাঁড়াতে পারে,
যখন সেখানে সাধারণ ইউসাররা তাদের মনের মতো content বা information পেয়ে থাকে।
তাই, আপনার page এর audience বা followers রা কিরকম কনটেন্ট পছন্দ করেন,
সেটা আপনার খুঁজে বের করতে হবে।
আমাদের আজকের এই আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে আর্টিকেলটি অবশই শেয়ার করবেন।
0 responses on "একটি ফেসবুক পেজ জনপ্রিয় করার উপায় গুলো কি ? – (১১+ উপায়)"