উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ৮.১ এর গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। ২০২৩ এর ফেব্রুয়ারির মধ্যেই উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮/৮.১ এর জন্য ক্রোম এর সর্বশেষ ভার্সন রিলিজ করতে যাচ্ছে গুগল। গুগল সাপোর্ট পেজ অনুসারে এই দুইটি পুরোনো মাইক্রোসফট অপারেটিং সিস্টেম এর জন্য ক্রোম ১০৯ হতে যাচ্ছে শেষ আপডেট। এরপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারিতে ক্রোম ১১০ রিলিজ হওয়ার কথা যেটা উইন্ডোজ ১০ বা তার পরের উইন্ডোজ ভার্সনে অফিসিয়ালি সাপোর্ট করবে।
শুনতে আহামরি কিছু মনে না হলেও এটি আসলে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। উইন্ডোজ ৭ প্রথম মুক্তি পায় ২০০৯সালে, এদিকে মাইক্রোসফট এই অপারেটিং সিস্টেমের জন্য ২০২০ সাল থেকে আর সাপোর্ট দিবেনা বলে জানিয়ে দেয়। তাই আপনার পিসি যদি উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮/ ৮.১ দ্বারা চালিত হয়, তাহলে সেটি আপডেট করার সময় চলে এসেছে।
বিভিন্ন তথ্যসুত্র থেকে জানা গেছে অসংখ্য পিসি এখনো উইন্ডোজ ৭ দ্বারা চলছে। বিশেষ করে আমাদের দেশে অগণিত কম্পিউটারে এখনো অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ৭ ব্যবহৃত হয়।
গতবছর প্রাপ্ত তথ্যমতে এই সংখ্যা বিশ্বব্যাপী ১০০মিলিয়ন কম্পিউটার যাতে কিনা এখনো উইন্ডোজ ৭ ব্যবহার করা হয়। এর মানে হলো অসংখ্য মানুষ খুব শীঘ্রই একটি আনসাপোর্টেড অপারেটিং সিস্টেম ও আনসাপোর্টেড ওয়েব ব্রাউজার ব্যবহার করবে।
উইন্ডোজ আপগ্রেড বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ পোস্ট নিচে লিংক করে দেওয়া হলো
শুনতে বিষয়টি আপনার কাছে কতটা গুরুতর মনে হচ্ছে তা জনিনা, তবে নিরাপত্তার কথা চিন্তা করলে অফিসিয়াল আপডেট সাপোর্ট ছাড়া এসব ডিভাইস বেশ দুর্বল হয়ে যেতে যাচ্ছে। পুরাতন ক্রোম ভার্সন উল্লেখিত ডিভাইসগুলোতে ঠিকই কাজ করবে, তবে পরবর্তী কোনো আপডেট পাবেনা এসব ডিভাইস। এর ফলে আপকামিং কোনো ধরনের সফটওয়্যার জনিত সমস্যা থেকে এসব কম্পিউটার সুরক্ষা পাবেনা।
তাই এই ধরনের সমস্যা থেকে বাঁচতে আপনার অপারেটিং সিস্টেম আপডেট করে ফেলুন। এতে আপনি অপারেটিং সিস্টেম এর পাশাপাশি ব্রাউজারের মত বিভিন্ন অ্যাপের আপডেটও পাবেন যা আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখবে।
0 responses on "উইন্ডোজ ৭ এ বন্ধ হচ্ছে গুগল ক্রোম আপডেট"