উইকিপিডিয়া কি (What Is Wikipedia In Bangla) : আপনারা হয়তো উইকিপিডিয়া (Wikipedia) নামের ওয়েবসাইটটির ব্যাপারে অনেকবার শুনেছেন।
ইন্টারনেটে যেকোনো বিষয়ে যেকোনো সঠিক তথ্য পাওয়ার জন্য Wikipedia নামের ওয়েবসাইটে যেতেই হবে।
কারণ, ইন্টারনেটে যেকোনোবিষয়ে সার্চ করলে, আমাদের একমাত্র Wikipedia ওয়েবসাইটটি সবথেকে সঠিক ও গভীর তথ্য দিতে পারে।
সম্পূর্ণ ইন্টারনেটে, এমনিতে এমন অনেক wiki website রয়েছে। তবে, Wikipedia সব থেকে বেশি জনপ্রিয়।
উইকিপিডিয়া আসলে এক “online encyclopedia website“.
এখানে কোটি কোটি আর্টিকেল বিভিন্ন বিষয়ে আপনারা পাবেন। এবং, প্রত্যেক আর্টিকেল একেবারে সঠিক তথ্য আমাদের দেয়।
প্রত্যেক দিন, এই উইকিপিডিয়াতে, হাজার হাজার আর্টিকেল বিভিন্ন লোকেদের দ্বারা জমা করা হয়।
এই online free encyclopedia এতো পপুলার ও জনপ্রিয় যে, Wikipedia কে বিশ্বের সেরা ১০ ওয়েবসাইটের ভেতরে ধরা হয় এবং online free encyclopedia র ক্ষেত্রে, এ প্রথম।
মনে রাখবেন, encyclopedia মানে হলো, এমন এক মাধ্যম, যার দ্বারা বিশ্বের যেকোনো বিষয়ে যেকোনো তথ্য পাওয়া যেতে পারে।
আপনি, যেকোনো প্রাচীন ইতিহাস, জিনিস বা যেকোনো বিষয়ে সম্পূর্ণ তথ্য এই encyclopedia গুলির থেকে পেয়ে যেতে পারেন।
এবং, এমনি এক online free encyclopedia website হলো “Wikipedia.org“.
এমন এক ফ্রি অনলাইন জ্ঞানের ভান্ডার থাকতেও, অনেকেই এই ওয়েবসাইটের ব্যাপারে এখনো জানেননা।
এবং এই উদ্দেশ্যে, আমি আজ এই আর্টিকেলটিতে, “Wikipedia কি“, “এর কাজ কি“, “কিভাবে উইকিপিডিয়া একাউন্ট তৈরি করবেন” এবং Wikipedia র সাথে জড়িত আরো কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো।
উইকিপিডিয়া কি ? (What Is Wikipedia In Bangla)
Wikipedia এমন এক অনলাইন ফ্রি এনসাইক্লোপিডিয়া ওয়েবসাইট, যেটাকে বিভিন্ন ইউসার (user) ও বিস্বাসী কনটেন্ট রাইটাররা (trusted content writer) তৈরি করেছেন।
যারা এই আর্টিকেল গুলি এই ওয়েবসাইটে লিখেন, তাদের বলা হয় “Wikipedians“.
Wikipedians তারা, যারা উইকিপিডিয়াতে নিজের নিজের অভিজ্ঞতা ও বিষয়ের হিসেবে এখানে আর্টিকেল লিখেন।
এবং, যেকোনো অন্য আর্টিকেলে যদি কোনোরকম পরিবর্তন করতে হয়, তাহলে এই Wikipedians রা সেটা করতে পারেন।
Wikipedia ওয়েবসাইটটিতে কেবল একজন বা দুজন কাজ করেননা।
বিশ্বের বিভিন্ন দেশ বিদেশ থেকে বিভিন্ন লোকেরা এখানে নিজের একাউন্ট তৈরি করে, নিজের জ্ঞান ও অভিজ্ঞতার বিষয়ে আর্টিকেলের মাধ্যমে এখানে লিখে শেয়ার করেন।
আপনি বা আমি জেকেও একটি “Wikipedia account” তৈরি করে, এখানে আর্টিকেল লিখতে ও পাবলিশ করতে পারবো।
সোজা ভাবে বললে, উইকিপিডিয়া একটি online knowledge bank বা জ্ঞানের ভান্ডার। এখানে আপনারা প্রায় যেকোনো বিষয়ে সঠিক তথ্য আর্টিকেলের মাধ্যমে পেয়ে যাবেন।
প্রত্যেক মাসে প্রায়, ৫০ কোটি লোকের থেকেও বেশি ইউসার এই online encyclopedia website টিতে আসে ও বিভিন্ন বিষয়ে জ্ঞান নিয়ে নেন।
Wikipedia ওয়েবসাইট আপনারা যেকোনো কম্পিউটার ও এর মোবাইল এপ্লিকেশনের দ্বারা ব্যবহার করতে পারবেন।
তাহলে আশা করি, “উইকিপিডিয়া কি“, (What Is Wikipedia In Bangla) এই ব্যাপারে হয়তো আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিতে পারলাম।
Wikipedia এতো জনপ্রিয় কেন ?
উইকিপিডিয়ার জনপ্রিয়তার কারণ হলো, “এর প্রতি লোকেদের বিশ্বাস”.
হে, লোকেরা জানেন যে, Wikipedia বিশ্বের সব থেকে বেশি বিস্বাসী online encyclopedia, যেখানে সঠিক তথ্য সম্পূর্ণ ভাবে পাওয়া যাবে।
তাছাড়া, Google Search এর প্রচলন যখন নতুন ছিল, তখন থেকেই Wikipedia তার ভালো ছবি লোকেদের মধ্যে গড়ে তুলেছে।
তাই, অনেক পুরোনো এবং লক্ষ্য লক্ষ্য লোকেদের দ্বারা প্রায় ২০০০ শন থেকেই ব্যবহার হতে থাকা এই ওয়েবসাইট নিজেকে এক ব্র্যান্ড হিসেবে তৈরি করেছে।
আসলে, অনলাইন ইন্টারনেটে বিভিন্ন বিষয়ে সার্চ করা লোকেদের বিভিন্ন অনলাইন ওয়েবসাইট গুলিতে নিয়ে যাওয়ার জন্য “Gooogle search” ও “Yahoo search” এর গুরুত্ব প্রচুর।
এবং এই দুটি সেরা ওয়েব সার্চ ইঞ্জিন, উইকিপিডিয়াকে যেকোনো বিষয়ে তথ্য গ্রহণ করার সব থেকে বিস্বাসী ওয়েবসাইট হিসেবে মেনে নিয়েছে।
তাই, যখন ইন্টারনেটের প্রচলন নতুন ছিল, তখন থেকেই Wikipedia এই দুটি ওয়েব সার্চ ইঞ্জিন থেকে প্রচুর পরিমানে ইউসার (user) পেয়ে এসেছে।
তাছাড়া, উইকিপিডিয়ার প্রত্যেক আর্টিকেল সম্পূর্ণ ডিটেলেড (detailed), সহজে বুঝতে পাড়ার মতো ও জরুরি সব রকমের তথ্য আর্টিকেল গুলিতে পাওয়া যাবে।
এটাই কারণ, সময় যেতে যেতে আজ Wikipedia র website অধিক বেশি জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে।
Wikipedia র জনক কে ?
Wikipedia কে “January 15, 2001” সনে শুরু করা হয়েছিল। উইকিপিডিয়ার জনক হলো “Jimmy wales” এবং “Larry Sanger“.
Larry Sanger দ্বারা ওয়েবসাইটটির এই নাম দেয়া হয়েছিল।
উইকিপিডিয়া নামের মানে বা অর্থ কি ?
Wiki কে সব থেকে প্রথমে প্রবর্তন (introduce) করা হয়েছিল এক computer program এর দ্বারা ১৯৯৫ শনে । এবং, যিনি Wiki কে প্রবর্তন করেছিলেন তার নাম হলো “Ward Cunningham“.
Wiki নামটি একটি Hawaiian শব্দ যার অর্থ হলো “fast” বা “quick“.
বাংলাতে বললে এর অর্থ জলদি বা দ্রুত।
সোজা ভাবে বললে, Wiki শব্দটির মানে হলো, এমন এক “ওয়েবসাইট” বা “online database” যেটাকে বিভিন্ন users দেড় একটি community র দ্বারা সাময়িক ভাবে তৈরি করা হয়েছে।
এই ধরণের Wiki ওয়েবসাইটে যেকোনো ইউসার যেকোনো content add ও edit করতে পারেন।
কিভাবে কাজ করে উইকিপিডিয়া ?
Wikipedia র কাজ করার নিয়ম অনেক সহজ। আমি আগেই বলেছি, উইকিপিডিয়া কেবল একজন এর দ্বারা নয় কিন্তু, অনেক উজার্স দেড় কমিউনিটির দ্বারা চলছে।
তাই, এখানে ওয়েবসাইট দেখা শোনা করার জন্য admin, content লেখার জন্য users বা writers এবং article পড়ার জন্য visitors, সবাই নিজের হিসেবে কাজ করছে।
প্রত্যেক মাসে প্রায় কোটি কোটি লোকেরা এই উইকিপিডিয়া ওয়েবসাইটে আসে। এবং, এই প্রত্যেক লোকেরা একসাথে মিলেই কাজ গুলি করেন।
- বেশিরভাগ লোকেরা যারা এই ওয়েবসাইটে ভিসিট করেন, তারা সব ভিসিটর্স বা রিডার্স থাকেন। তারা কেবল, Wikipedia তে বিভিন্ন বিষয়ে আর্টিকেল পড়ার উদ্দেশ্যে আসেন।
- তবে, কিছু সংখক লোকেরা Wikipedia তে আসেন, নিজের একটি account তৈরি করে, বিভিন্ন বিষয়ে আর্টিকেল লিখতে। এবং, এই ধরণের writer গুলি কোনো টাকা না নিয়েই, নিজের জ্ঞান ও অভিজ্ঞতা আর্টিকেলের মাধ্যমে শেয়ার করেন।
- এবং কিছু সংখক লোকেরা, উইকিপিডিয়াতে editor হিসেবে কাজ করেন। Editors রা যদি কোনো আর্টিকেলে কোনো রকমের error দেখেন, তাহলে সেই সময় সেই error তারা ঠিক করে নেন। যেকোনো ছোট খাটো পরিবর্তন কোনো আর্টিকেলে করতে লাগলেও, তারা সেটা করে নেয়।
- যেই ব্যক্তিরা অনেক বেশি সময় ধরে Wikipedia community র সাথে কাজ করছেন, তাদের Wikipedia র তরফ থেকে “administrator privileges” দেয়া হয়। এই ধরণের administrator privileges পাওয়ার পর সেই ইউসাররা, বিভিন্ন official কাজ করতে পারবেন। যেমন, pages delete করা বা IP Address block বা unblock করা।
Writers, editors এবং admins সবাই একসাথে “Wikipedia community” র সাথে কাজ করেন এবং তাই, এখানে আপনারা যেকোনো বিষয়ে সঠিক ও “in-depth articles” অনেক সহজেই পেয়ে যেতে পারবেন।
কিভাবে Wikipedia account তৈরি করবেন ?
চলুন এখন আমরা জেনেনেই, কিভাবে নিজের জন্য একটি উইকিপিডিয়া একাউন্ট তৈরি করা যাবে।
এখন যদি আপনারা উইকিপিডিয়াতে নিজের তথ্য লিখে পাবলিশ করতে চাচ্ছেন, তাহলে “create Wikipedia account” এই লিংকে গিয়ে নিজের একটি একাউন্ট বানিয়ে নিতে হবে।
লিংক টিতে ক্লিক করার পর, আপনারা ওপরে ছবিতে দেখা মতোই একটি পেজ দেখবেন, যেখানে আপনার কিছু তথ্য দিয়ে দিতে হবে।
User name অপশনে নিজের একটি username দিয়ে দিন।
তারপর, নিচে একটি password দিতে হবে।
Password ও confirm password বক্সে নিজের বেঁচে নেয়া পাসওয়ার্ড দিয়ে দেয়ার পর, নিচে capcha code টাইপ করতে হবে।
শেষে “Create your account” অপশনে ক্লিক করলেই, আপনার উইকিপিডিয়া একাউন্ট তৈরি কয়ে যাবে।
Wikipedia এখন বাংলাতে
উইকিপিডিয়াতে লিখা কনটেন্ট প্রত্যেকদিন হাজার হাজার লোকেরা পড়েন। এবং, আপনারা হয়তো জানেননা যে, দেশ বিদেশ থেকে আলাদা আলাদা ভাষায় লিখা প্রায় “307 Wikipedia” রয়েছে। এবং, এই ৩০৭ ভাষার মধ্যে “বাংলা” এক অনেক প্রচলিত ভাষা যেটাতে অনেক ধরণের বিষয় নিয়ে উইকিপিডিয়া রয়েছে।
হে, তবে দেশ বিদেশে সব থেকে বেশি ব্যবহার হওয়া এবং জনপ্রিয় উইকিপিডিয়ার ভাষা হলো “English“.
কিন্তু, Google বা Yahoo সার্চ ইঞ্জিনে, বাংলাতে যেকোনো বিষয়ে সার্চ করলে, আপনাকে বাংলা উইকিপিডিয়া আর্টিকেলের লিংক অবশই দেয়া হয়।
তাছাড়া, আপনারা সরাসরি “বাংলা ভাষার উইকিপিডিয়া ওয়েবসাইট” এ গিয়ে সবটাই বাংলাতে জেনেনিতে পারবেন।
তাই, বাংলা ভাষার উইকিপিডিয়ার মাধ্যমে এখন আমাদের মতো বাঙালিরা ঘরে বসেই, নিজের ভাষাতেই বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ জ্ঞান নিয়ে নিতে পারবো।
আমাদের শেষ কথা,
তাহলে, বন্ধুরা আশা করি আপনারা “Wikipedia” র সাথে জড়িত প্রশ্ন গুলির উত্তর অনেক ভালো করে পেয়ে গেছেন। উইকিপিডিয়া মানে কি, কিভাবে একটি Wikipedia account তৈরি করবেন এবং কেন উইকিপিডিয়া এতো জনপ্রিয়, সবটাই হয়তো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন।
যদি, আর্টিকেলের জগতে জড়িত কোনো প্রশ্ন ও সমস্যা থাকে, তাহলে নিচে আমাকে কমেন্টের মাধ্যমে অবশই বলবেন।
0 responses on "উইকিপিডিয়া (Wikipedia) কি ? কিভাবে একাউন্ট তৈরি করবেন"