বন্ধুরা, আজকের আর্টিকেলে মাধ্যমে আমরা জানবো, কিভাবে তাড়াতাড়ি ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানো যাবে ? (How To Increase Instagram Followers in Bangla).
ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর উপায় বা নিয়ম এমনিতে সোজা।
তবে, কিছু দিন নিজের Instagram Account নিয়ে আপনার মন দিয়ে কাজ করতে হবে।
আমরা প্রত্যেকেই জানি, এক বার নিজের Instagram Account এর মধ্যে প্রচুর ফলোয়ার্স (followers) হয়ে গেলে,
আমরা বিভিন্ন মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে টাকা ইনকাম করতে পারি। এবং, ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার সব থেকে লাভজনক উপায় হলো “এফিলিয়েট মার্কেটিং“.
তবে, যদি আপনি ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়িয়ে ভবিষ্যতে টাকা ইনকাম করার কথা ভাবছেন, তাহলে fake / bot traffic followers থেকে দূরে থাকতে হবে।
আর তাই, আপনাকে এমন কিছু নিয়ম বা প্রক্রিয়ার ব্যবহার করতে হবে, যাতে আপনার ইনস্টাগ্রাম একাউন্ট রিয়েল ইউসার (read user) দ্বারা follow হয়ে থাকে।
ইনস্টাগ্রাম অটো ফলো বা এই ধরণের প্রক্রিয়ার থেকে আপনাকে দূরে থাকতে হবে যদি ভবিষ্যতে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার মন রয়েছে।
তাই, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের এমন কিছু কার্যকর টিপস এবং ট্রিকস বলবো,
যেগুলো সঠিক ভাবে ফলো করলে আপনারা নিজের Instagram followers দ্রুত গতিতে বৃদ্ধি করে নিতে পারবেন।
সেটাও কোনো auto bot ছাড়া সম্পূর্ণ real user এর সাথে।
যদিও আপনার Instagram Followers এর সংখ্যা 0 তাহলেও আপনার চিন্তা করতে হবেনা। নিচে দেওয়া প্রক্রিয়া গুলো ব্যবহার করে আপনারা নতুন ইনস্টাগ্রাম একাউন্টের ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন।
Instagram followers কিভাবে বাড়াবেন ?
দেখুন বন্ধুরা, আপনারা যদি ভাবছেন ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়ানোর জন্য আমি আপনাদের কোনো apps, website ইত্যাদির কথা বলবো,
তাহলে এখনি আর্টিকেল ছেড়ে চলে যাওয়ার অনুরোধ আমি আপনাদের করবো।
কেননা, followers বাড়ানোর যেগুলো অটো ফলোয়ার ওয়েবসাইট বা এপস রয়েছে সেগুলো কোনো কাজের না।
সেগুলো ব্যবহার করে আপনার কেবল সময় নষ্ট হবে।
তাই, এই আর্টিকেলে আমি কেবল সেই কার্যকর প্রক্রিয়া গুলোর বিষয়েই বলবো যেগুলোর মাধ্যমে সত্যি ইনস্টাগ্রামে আপনাদের ফলোয়ার্স বৃদ্ধি হতে থাকবে।
তবে, সঠিক পথে কাজ করলে অল্প সময় অবশই লাগবে যদিও ধীরে ধীরে ফলোয়ার্স বৃদ্ধি হতেই থাকবে এবং এক সময় হাজার হাজার ফলোয়ার্স এ পরিণত হবে।
কিভাবে ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়াতে হবে ? (ট্রিকস এবং টিপস)
বন্ধুরা, ইনস্টাগ্রাম (Instagram) বর্তমানে এতটা বেশি জনপ্রিয় একটি প্লাটফর্ম যেখানে film star, celebrity, cricketers, social influencers আদি কে নিয়ে সাধারণ লোকেদের একাউন্ট থাকে।
যদি আপনার ইনস্টাগ্রাম একাউন্টে প্রচুর ফলোয়ার্স থাকে, তাহলে জেকেও নিজেকে জনপ্রিয় করে তুলতে পারে।
নিজের কাজ, ছবি, চরিত্র, জ্ঞান ইত্যাদি সবটাই আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে লক্ষ লক্ষ লোকেদের সাথে শেয়ার করে তাদের সাথে সংযুক্ত হতে পারবেন।
নিজের ব্যবসার মার্কেটিং এর ক্ষেত্রে এই প্লাটফর্ম আজ অনেকেই ব্যবহার করছেন।
এছাড়া, সব থেকে মূল কারণ যার কারণে লোকেরা মিজের ইনস্টাগ্রাম একাউন্টে প্রচুর ফলোয়ার্স পেতে চান সেটা হলো “অনলাইন ইনকাম“.
একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার (social influencer) হিসেবে আপনারা বিভিন্ন কোম্পানির products, services ইত্যাদির প্রচার করে টাকা ইনকাম করতে পারবেন।
তাছাড়া, এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম একাউন্ট দ্বারা বিভিন্ন কোম্পানির products গুলোকে বিক্রি করিয়ে commission আয় করতে পারবেন।
এছাড়াও, অধিক ফলোয়ার সহ একটি ইনস্টাগ্রাম একাউন্ট থাকার লাভ প্রচুর রয়েছে।
তাহলে চলুন, জেনেনেই কিভাবে ইনস্টাগ্রাম একাউন্টের ফলোয়ার্স বাড়ানো যাবে।
এভাবে বাড়িয়ে নিতে পারবেন ইনস্টাগ্রাম এর ফলোয়ার্স – (Increase Instagram followers)
তাড়াতাড়ি নিজের Instagram followers increase করার জন্য আপনারা নিচে দেওয়া আমার এই টিপস গুলো অবশই ফলো করুন।
১. Facebook এর মাধ্যমে একাউন্ট তৈরি
যখনি একটি Instagram account বানানোর কথা ভাববেন, তখন সেটা অবশই নিজের Facebook এর মাধ্যমে বানাবেন।
Instagram এর মধ্যে account তৈরি করার সময় আপনারা “Login with Facebook” এর অপসন দেখতে পাবেন।
অবশই সেই অপসন ব্যবহার করে নিজের ফেসবুক একাউন্ট ডিটেলস এর দ্বারা ইনস্টাগ্রামে লগইন করুন।
এতে আপনার Facebook এর সেই প্রত্যেকটি বন্ধুরা যাদের Instagram account রয়েছে, তারা আপনার নতুন ইনস্টাগ্রাম একাউন্ট এর বিষয়ে জেনে যাবেন।
এতে, শুরুতেই আপনার চেনাজানা বন্ধুরা আপনাকে ইনস্টাগ্রামে ফলো করার সুযোগ বেড়ে যাবে।
২. Instagram profile optimize করুন
অনেকেই রয়েছেন যারা ইনস্টাগ্রামে একাউন্ট তৈরি করার পর নিজের প্রোফাইল ভালো করে অপ্টিমাইজ করেননা।
মনে রাখবেন, যেকোনো ব্যক্তি ইনস্টাগ্রাম পেজ ফলো করার আগে সেই পেজের প্রোফাইল ভালো করে দেখেন।
আর, যদি আপনার প্রোফাইল ভালো করে অপটিমাইজড (optimized) না থাকে, তাহলে লোকেরা সেটাকে ফলো করতে পছন্দ করেননা।
তাই,
- সব থেকে আগেই নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে edit profile option এর মধ্যে চলে যান।
- এবার, আপনার প্রোফাইলের সাথে জড়িত ভালো এবং আকর্ষণীয় username রাখুন।
- যদি আপনার ওয়েবসাইট আছে, তাহলে সেটাকে website এর section এ যোগ করুন।
- Bio section খালি রাখার ভুল করবেননা। আপনি যেই বিষয় নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে থাকেন, সেই বিষয়ে কিছু লিখুন।
- নিজের Email ID অবশই যোগ করুন।
- Similar account suggestion এর option টিতে tick করুন। এতে, আপনার একাউন্ট এর সাথে জড়িত অন্যান্য একাউন্ট কেও ফলো করে থাকলে তখন আপনার একাউন্ট ফলো করার পরামর্শ দেওয়া হবে। এতে অনেক তাড়াতাড়ি আপনি followers পেতে থাকবে।
এছাড়া, নিজের একটি আকর্ষণীয় এবং ভালো কোয়ালিটির (high quality) প্রোফাইল পিকচার রাখুন।
লোকেরা আকর্ষণীয় প্রোফাইল ফটো থাকা পেজ গুলো অনেক সহজেই ফলো করা দেখা গেছে।
৩. অবশই ভালো কোয়ালিটির ফটো আপলোড করবেন
মনে রাখবেন ইনস্টাগ্রাম এমন একটি প্লাটফর্ম যেখানে মূলত ফটো (photos) শেয়ার (share) করা হয়।
আপনার শেয়ার করা ছবির quality, clarity এবং attraction এর ওপরেই ফলোয়ার্স রা পেজ ফলো করবেন কি না সেটা নির্ভর করবে।
তাই, সব সময় high quality এবং সম্পূর্ণ স্পষ্ট ছবি ইনস্টাগ্রামে আপলোড দিবেন।
হাই কোয়ালিটির স্পষ্ট এবং পরিষ্কার ফটো দেখে লোকেরা আপনার পেজের প্রতি আকর্ষিত হয়ে থাকে আর তাই ফলো হওয়ার সুযোগ অধিক থাকে।
এমনিতে, একটি DSLR এর মাধ্যমে ছবি তুলে ইনস্টাগ্রামে আপলোড দেওয়ার পরামর্শ আমি দিবো।
তবে, প্রত্যেকের পক্ষ্যে একটি DSLR camera ব্যবহার করাটা সম্ভব না।
তাই, আজকাল DSLR এর মতোই photo তোলার ক্ষমতা রাখা বিভিন্ন smartphone এসে গেছে যেগুলোর ব্যবহার আপনি করতে পারবেন।
যদি আপনি মোবাইল থেকে ফটো এডিট করার কথা ভাবছেন,
তাহলে আপনাকে কিছু সেরা ফটো এডিটর এপস ব্যবহার করতে হবে।
৪. Hashtags এর ব্যবহার অনেক জরুরি
আপনি যেই ফটো ইনস্টাগ্রামে আপলোড করছেন সেই ফটোর সাথে জড়িত “#” ব্যবহার করতে ভুলবেননা।
উদাহরণ স্বরূপে, #Diwali #Travel #fashion #income ইত্যাদি।
ফটো আপলোড করার সময় আপনারা এই হ্যাশট্যাগ (#) যোগ করতে পারবেন।
#Hashtags এর মাধ্যমে অধিক থেকে অধিক লোকেরা আপনার আপলোড করা ফটো (photo) দেখতে পান।
যখন আমরা ফটোর মধ্যে # (hashtags) ব্যবহার করে থাকি, তখন সেই হ্যাশট্যাগ এর সাথে জড়িত পেজের মধ্যে আমাদের ফটো নিজে নিজেই চলে আসবে।
ধরুন আপনি “বাঙালি কুর্তা” সাথে জড়িত একটি কুর্তার ফটো আপলোড দিলেন এবং সেখানে #bengalikurta, #bengalicloth ইত্যাদি ব্যবহার করলেন।
এবার যদি কেও ইনস্টাগ্রামের মধ্যে #bengalikurta বা #bengalicloth লিখে সার্চ করেন, তাহলে সেই হ্যাশট্যাগ পেজ গুলোতে আপনার আপলোড করা ছবি দেখতে পাবেন।
তাই, বর্তমানে ট্রেন্ডিং (trending) থাকা কিছু #Hashtags (হ্যাশট্যাগ) ব্যবহার করে ছবি আপলোড করতে থাকলে প্রচুর লোকেরা আপনার ছবি দেখতে পাবেন।
এতে, আপনার ফলোয়ার্স বৃদ্ধি হওয়ার সুযোগ থেকে যাচ্ছে।
সঠিক এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করার ফলে অনেকের ফটো ভাইরাল (viral) হয়ে যাওয়া দেখা গেছে।
৫. Instagram Reels এর ব্যবহার করুন
Instagram reels বানিয়ে অনেক তাড়াতাড়ি প্রচুর followers পেতে পারবেন।
Reels হলো একটি feature যেখানে short videos গুলো বানিয়ে লোকেরা ইনস্টাগ্রামে আপলোড করেন।
শর্ট ভিডিও বানিয়ে অনেক তাড়াতাড়ি লোকেদের আকর্ষণ পাওয়া যেতে পারে।
আগে ইনস্টাগ্রাম একাউন্টে কেবল ফটো আপলোড করা সম্ভব ছিল।
তবে, কিছু দিন আগের থেকেই ইনস্টাগ্রামে শর্ট ভিডিও আপলোড করার একটি নতুন feature নিয়ে আসা হলো যাকে বলা হয় “Instagram Reels“.
Reels এর মাধ্যমে অনেক সহজেই আপনার short video ভাইরাল হয়ে যাওয়ার সুযোগ থাকে যার ফলে আপনার ফলোয়ার্স অবশই সাংঘাতিক পরিমানে বাড়বে।
আপনার ইচ্ছা হিসেবে আপনি যেকোনো ধরণের শর্ট ভিডিও বানাতে পারবেন।
তবে মনে রাখবেন, এমন কিছু ভিডিও বানাবেন যেটা যাতে অনেক মজার একটি ভিডিও হয়ে থাকে।
Fitness, finance tips, joke, drawing, comedy, motivational, tutorial ইত্যাদি যেকোনো ধরণের ভিডিও বানিয়ে আপলোড দিতে পারবেন।
সোজা ভাবে বললে, Instagram reels এর মাধ্যমে অনেক তাড়াতাড়ি followers বাড়ানো সম্ভব।
৬. Instagram এর অন্যান্য পোস্ট গুলো লাইক করুন
আপনি Instagram এর মধ্যে থাকা জনপ্রিয় ব্যক্তি দেড় পোস্ট গুলো like করুন এবং সেগুলোতে ভালো ভালো comment করুন।
এতে দুটো লাভ আপনার হবে,
প্রথম, আপনি এর মাধ্যমে নিজের একাউন্টের মার্কেটিং করতে পারছেন।
যখন আপনি অন্যান্য জনপ্রিয় ব্যক্তিদের পোস্টে কমেন্ট করবেন, তখন অনেকেই আপনার কমেন্ট দেখবেন।
এবং, সুযোগ থাকছে যে কিছু সংখ্যক লোকেরা আপনার কমেন্ট দেখে আপনার প্রোফাইলে চলে আসবেন।
আপনার প্রোফাইলের কনটেন্ট / ফটো তাদের ভালো লেগে থাকলে তারা আপনাকেও ফলো অবশই করবেন।
দ্বিতীয়, যখন আপনি অন্যান্য ব্যক্তিদের পোস্টে কমেন্ট করেন তখন ইনস্টাগ্রামের এলগোরিদম ভাবে যে আপনারা একে আরেকজন কে চেনেন।
আর তাই, যখন আপনি ইনস্টাগ্রামে নতুন পোস্ট করবেন তখন আপনার পোস্টটিকেও তাদেরকে দেখানো হবে।
যদি আপনার পোস্ট তাদের ভালো লেগে থাকে তাহলে অবশই like, comment বা follow পাবেন।
৭. Trending topic এর ওপরে নজর রাখুন
নতুন নতুন ইনস্টাগ্রাম একাউন্ট গুলো ট্রেন্ডিং টপিক এর সাহায্যে অনেক তাড়াতাড়ি প্রচুর ফলোয়ার্স পেয়ে থাকেন।
তাই, আপনিও নিজের ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়ানোর জন্য এই প্রক্রিয়া ব্যবহার করুন।
যদি কিছু দিনের মধ্যে কোনো উৎসব, পুজো ইত্যাদি হওয়ার কথা রয়েছে,
তাহলে সেই উৎসব (festival ) এর সাথে জড়িত ফটো (photo) ইনস্টাগ্রামে আপলোড করুন এবং festival এর সাথে জড়িত #hashtags ব্যবহার করুন।
এতে কিছু দিনের মধ্যে যখন সেই festival সামনে থাকবে আপনার পোস্ট ভাইরাল (viral) হয়ে যাবে এবং প্রচুর followers পাবেন।
এভাবে আপনারা trending topics গুলো খুজুন এবং তার সাথে জড়িত trending #hashtags ব্যবহার করে পোস্ট আপলোড করুন।
আপনারা trending topics খোঁজার জন্যে Google trends ব্যবহার করতে পারবেন।
৮. নিয়মিত ভাবে কনটেন্ট পাবলিশ করতে হবে
ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি করার ক্ষেত্রে সব থেকে জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, “আপনাকে রেগুলার পোস্ট করতে হবে“.
তাড়াতাড়ি ফলোয়ার্স পাওয়ার জন্য আপনাকে প্রত্যেক দিন কিছু না কিছু পোস্ট করতে হবে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।
যদি আপনি regular publish করতে থাকেন তাহলে Instagram এর algorithm আপনার post গুলোকে প্রচুর লোকেদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে।
কিন্তু, যদি আপনি হঠাৎ হঠাৎ ফটো পাবলিশ করে থাকেন, তাহলে ইনস্টাগ্রাম এর কাছে আপনার একাউন্ট এর কোনো মান (value) থাকবেনা।
সেভাবেই, এই ধরণের অনেক কম কনটেন্ট পাবলিশ হওয়া একাউন্ট এর পোস্ট গুলো ভাইরাল (viral) হওয়ার সুযোগ প্রচুর কমে যাবে।
তাই, আপনাকে প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে কিছু না কিছু ফটো বা ভিডিও আপলোড করতে থাকতে হবে।
আপনাকে ইনস্টাগ্রামে রেগুলার কাজ করতে হবে।
৯. Account promotion করতে হবে
আপনার Instagram account কিন্তু আপনি অনলাইনে বিভিন্ন মাধ্যমে প্রচার (promote) করতে পারবেন।
যদি আপনার অন্যান্য social media platform রয়েছে যেমন, Facebook, Twitter, YouTube, snapchat ইত্যাদি,
তাহলে সেগুলটির মাধমেও আপনি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট এর প্রচার করে ফলোয়ার্স পেতে পারবেন।
যদি আপনার একটি blog site বা YouTube channel রয়েছে,
তাহলে সেখানে Google সার্চ ইঞ্জিন সহ বিভিন্ন জায়গার থেকে নতুন নতুন user প্রত্যেক দিন আপনার কনটেন্ট পড়তে বা দেখতে চলে আসেন।
তাই, নিজের blog এবং YouTube চ্যানেলের audience / user দের request করতে পারবেন আপনার Instagram account follow করার জন্য।
আমি আমার ব্লগের মাধ্যমে প্রচুর ফলোয়ার্স পেয়েছি এবং এখনো পাচ্ছি।
১০. Instagram stories এর ব্যবহার করুন
Instagram এর মধ্যে stories publish করে নিজের একাউন্টের reach এবং engagement প্রচুর বাড়িয়ে নিতে পারবেন।
Stories আসলে Instagram এর এমন এক feature যেখানে আপনারা photos এবং videos upload করতে পারবেন।
তবে আপলোড করা এই photo এবং videos গুলোকে প্রচুর লোকেরা দেখার সুযোগ থাকে যার ফলে প্রচুর followers পাওয়ার সুযোগ থাকে।
এমনিতে, ইনস্টাগ্রাম স্টোরি (Instagram stories) গুলো ২৪ ঘন্টার পর নিজে নিজে ডিলিট বা রিমুভ হয়ে যায়।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানলাম কিভাবে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানো যাবে (How to Increase Instagram Followers in Bangla).
আপনার ইনস্টাগ্রাম একাউন্টে যদি ফলোয়ার অনেক কম রয়েছে, তাহলে ওপরে দেওয়া টিপস গুলো অবশই ব্যবহার করে দেখুন।
যদি আপনার Instagram ফলোয়ার্স বাড়ছেনা, তাহলে অবশই বাড়তে শুরু হবে।
মূলত, যখনি Instagram এর মধ্যে কোনো photo বা video post করবেন, সেখানে হ্যাশট্যাগ (#hashtags) এর ব্যবহার করতে ভুলবেননা।
আমার সব সময় এটাই চেষ্টা রয়েছে, আমি যাতে আপনাদের সম্পূর্ণ সঠিক এবং কাজের তথ্য প্রদান করতে পারি।
তাই, আমাদের আজকের আর্টিকেল ভালো লাগলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।
তাছাড়া, আর্টিকেলটির সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে জানাবেন।
Related
- facebook followers
- facebook followers settings
- facebook followers বাড়ানোর উপায়
- facebook page followers
- facebook page followers বাড়ানোর উপায়
- fb follower baranor upay
- how to get followers on facebook
- how to increase facebook followers
- how to increase followers on facebook
- instagram followers baranor new tricks 2022
- instagram followers kaise baraye
- instagram followers kivabe barabo
- instagram free followers
- instagram এ followers বাড়িয়ে নিন
- technical sabbir
Recent Posts
- বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মাউস ব্র্যান্ড ও মডেল_ কোনগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে?
- ডাউনলোড করে নিন ৫টি প্রিমিয়াম অ্যাপ (Download Fast)
- অনলাইনে প্রতারক চক্রের বিভিন্ন ধরনের ফাদ ও তা থেকে নিজেক সুরক্ষিত রাখার উপায়।
- ক্রোম ব্যবহার করে ওয়েব পেজের জন্য কিভাবে ডেস্কটপ শর্টকাট অ্যাপ তৈরি করবেন
- আপনার হাতের ফোনটিকে FTP Server বানিয়ে ব্যবহার করুন এক ক্লিকে!
Recent Comments
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on ফেসবুকে স্টাইলিশ নাম লেখার পদ্ধতি । Facebook Stylish Name
0 responses on "ইনস্টাগ্রাম ফলোয়ার্স কিভাবে বাড়াবেন ? (জরুরি টিপস এবং ট্রিকস)"