প্রায় অনেক দিন হয়ে গেলো আমি আপনাদের নতুন স্মার্টফোন এর বিষয়ে বলিনি।
তাই, আজকের এই আর্টিকেলে আমরা ইনফিনিক্স মোবাইল ফোন এর নতুন মডেল এবং তাদের দাম ও ফীচার নিয়ে কথা বলবো।
একটি “Hong Kong-based smartphone” কোম্পানি Infinix এর manufacturing centers গুলো রয়েছে চীন (China) দেশে।
Infinix এর বর্তমানের প্রত্যেকটি smartphone গুলোতে ব্যবহার করা হয় Android OS.
বলা হয় যে, এই মোবাইল কোম্পানি টি ২০১৩ সালে আরম্ভ করা হয়েছিল।
সে যাই হোক, বর্তমানে কিন্তু ইনফিনিক্স এর নতুন মোবাইল ডিভাইস গুলো বাজারে অনেক জনপ্রিয়তা লাভ করেছে।
ইনফিনিক্স মোবাইল এর দাম কিন্তু অন্যান্য মোবাইল কোম্পানি গুলোর তুলনায় প্রায় একি।
তবে, এই ইনফিনিক্স মোবাইল ফোন গুলোতে অন্যান্য মোবাইল কোম্পানির তুলনায়, specification এবং features গুলো প্রচুর আকর্ষণীয়।
তবে এটা আমার ব্যক্তিগত ধারণা।
বর্তমানে ইনফিনিক্স এর নতুন মডেল একটি ভারতের বাজারে launch করা হয়েছে যেটার নাম “Infinix Smart 4“.
Infinix Smart 4, ভারতের বাজারে ২০২০ সালের November মাসে আনা হয়েছে যার দাম প্রায় Rs.৭,০০০/- টাকা।
তাছাড়া, বাংলাদেশে ইনফিনিক্স স্মার্ট ৪ এর অনুমানিত দাম প্রায় ৮,৫০০/- টাকার কাছাকাছি হতে লাগে।
Infinix হলো একটি অনেক “budget friendly smartphone company“.
তাই, যদি আপনি কম দামে ভালো এন্ড্রয়েড মোবাইল কেনার কথা ভাবছেন, তাহলে ইনফিনিক্স এর অনেক মডেল পেয়ে যাবেন।
চলুন, নিচে আমরা স্মার্ট ৪ এর সাথে সাথে ইনফিনিক্স এর অন্যান্য কিছু সেরা মডেল গুলোর দাম এবং স্পেসিফিকেশন গুলো জেনেনেই।
ইনফিনিক্স মোবাইল ফোন এর নতুন মডেল, দাম ও রিভিউ – (২০২১)
নিচে আমি আপনাদের একটি তালিকা দিয়ে দিচ্ছি যেখানে দেখে আপনারা ইনফিনিক্স মোবাইলের নতুন ও সেরা মডেল গুলো এবং তাদের অনুমানিত প্রাইস (price) জেনেনিতে পারবেন।
তবে মোবাইল গুলোর বিষয়ে বলার আগেই আমি বলে দিচ্ছি যে,
প্রত্যেকটি ইনফিনিক্স মোবাইলের দাম গুলো আমি ভারতের (India) বাজারের বর্তমান প্রাইস রেট হিসেবে বলবো।
Model | RAM / Storage | Battery | Price (approx) |
---|---|---|---|
Infinix Smart 4 | 2GB / 32GB | 6000mAh | Rs.6,999/- |
Infinix Note 8i | 6GB / 128GB | 5200mAh | Rs.12,500/- |
Infinix Hot 10 | 6GB / 128GB | 5200mAh | Rs.12,999/- |
Infinix hot 9 pro | 4GB / 64GB | 5000mAh | Rs.10,900/- |
Infinix Smart 4 Plus | 3GB / 32GB | 6000mAh | Rs.9,300/- |
Infinix S4 | 3GB / 32GB | 4000mAh | Rs.8,899/- |
infinix s5 pro | 4GB / 64GB | 4000mAh | Rs.12,999/- |
তাহলে চলুন, এবার আমরা প্রত্যেকটি মোবাইলের camera, features এবং specification গুলোর বিষয়ে বিস্তারিত ভাবে জেনেনি।
Latest new Infinix smartphone model, price & review – (2021)
নিচে আমি যেগুলো মোবাইলের মডেল এর বিষয়ে বলবো, সেগুলো আপনারা অনলাইন e-commerce ওয়েবসাইট যেমন “Flipkart” এবং “Amazon” এর মধ্যে পেয়ে যাবেন।
তাছাড়া, লোকাল মার্কেটেও মোবাইল গুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তাহলে চলুন, বর্তমানে নতুন ইনফিনিক্স মোবাইল গুলোর রিভিউ (review) শুরু করা যাক।
১. Infinix smart 4
6.82-inch (720×1640) এর সাথে চলে আসা ইনফিনিক্স এর এই মডেল ভারতের বাজারে প্রায় কিছুদিন আগেই লঞ্চ করা হয়েছে।
ইনফিনিক্স স্মার্ট ৪ মোবাইলের দাম এবং ফীচার দুটোই আমার হিসেবে ভালো ভাবে চিন্তা করে রাখা হয়েছে।
MediaTek Helio A22 processor এই মোবাইলে রয়েছে যার ফলে সাধারণ গেমিং এখানে করা যাবে।
Call of duty mobile এবং free fire এর মতো জনপ্রিয় গেম গুলো এই এন্ড্রয়েড ডিভাইসে আপনারা low settings এ অবশই খেলতে পারবেন।
6.82-inch touchscreen display যেটার resolution থাকছে 720×1640 pixels.
তাই, HD videos এবং movies দেখে মজা অবশই পাবেন।
তাছাড়া, Infinix Smart 4 মোবাইলে থাকছে 2GHz octa-core processor যেটা এর কার্যক্ষমতা এবং মাল্টি টাস্কিং এর ক্ষমতা প্রচুর বাড়িয়ে দেয়।
ইনফিনিক্স এর এই মডেলে থাকছে 2GB RAM এবং 6000mAh battery ক্ষমতা। ব্যাটারী একবার চার্জ দিলেই আপনি সারা দিন গেম খেলতে পারবেন বা মুভিজ দেখতে পারবেন।
Other features of Infinix smart 4 –
- 2GB RAM memory
- 32GB inbuilt storage
- 6.82-inch touchscreen display
- Rear camera থাকছে 13-megapixel (f/1.8) + Depth
- Front camera থাকছে 8-megapixel (f/2.0)
- Fingerprint sensor
- MediaTek Helio A22 (MT6761) processor
- Color variety থাকছে Midnight Black, Ocean Wave, Quetzal Cyan, Violet
- HD+ Incell LCD IPS Display
- Android 10 OS
- Price in India: Rs.6,999
২. Infinix note 8i
চলে আসছে ইনফিনিক্স এর নতুন মডেল “Infinix note 8i“.
গেমিং এর ক্ষেত্রে এই স্মার্টফোন অনেক দ্রুত এবং lag free performance দিবে।
কারণ, এখানে থাকছে শক্তিশালী MediaTek Helio G80 chipset এবং Octa-core (Dual 2GHz Cortex-A75 + Hexa 1.8GHz 6x Cortex-A55 CPUs.
তাছাড়া, 6.78″ Infinity-O Display এই মোবাইলে থাকছে যার ফলে super HD video দেখার এক আলাদা মজা আপনারা পাবেন।
মোবাইলের screen resolution থাকছে 720 x 1640 pixels (~264 ppi density) এবং display glass থাকছে Corning Gorilla Glass দ্বারা তৈরি।
Side-Mounted Fingerprint এর এক উন্নতম feature যার ফলে মোবাইলের পেছনে Fingerprint sensor এর ঝামেলা থাকছেনা।
মোবাইলের সাইডে power button এর সামনে দেওয়া হবে Fingerprint sensor.
বর্তমানে ভারতের বাজারে ইনফিনিক্স নোট ৮ আই মোবাইলটি এখনো launch করা হয়নি।
তবে, 16th December 2020 ভারতে এর official launch date হিসেবে অনেকেই বলছেন।
Some other features of Infinix note 8i –
- 64 / 128 GB storage, 4 / 6 GB RAM
- 6.78″ Infinity-O Display (IPS) (720*1640)
- 48M Ultra Night Quad Camera
- Side-Mounted Fingerprint and Face Unlock
- Type C & 18W Super Charge
- 5200mAh battery
- Latest Android 10 OS
- MediaTek Helio G80, Octa Core processor
- Available color options – Gray, Blue, Green
- 8 MP Selfie Camera with Dual-LED flash
- Price: Not announced (under Rs.12,000)
৩. Infinix hot 10
আপনি যদি কম দামের মধ্যে একটি ভালো ও সেরা মোবাইল খুঁজছেন, তাহলে আমি আপনাদের অবশই ইনফিনিক্স হট ১০ মোবাইল টি কিনার পরামর্শ দিবো।
এই মোবাইলটিতে আমাদের অনেক কম টাকা নিয়ে অনেক advanced features এবং specification দিয়ে দেওয়া হয়েছে।
Infinix hot 10 মোবাইলের দুটো আলাদা আলাদা মডেল রয়েছে।
- 4 GB RAM | 64 GB ROM
- 6 GB RAM | 128 GB ROM
ভারতের অনলাইন বাজারে 4 GB RAM | 64 GB ROM মডেলের দাম প্রায় Rs.৯,৪৯৯/- এবং 6 GB RAM | 128 GB ROM মডেলের দাম প্রায় Rs.১০,৯৯৯/-.
6.78 inch HD+ Display আমরা ইনফিনিক্স এর এই মডেলে পাচ্ছি।
তাই, HD গেমিং এবং HD video দেখার সাংঘাতিক দারুন অনুভব কিন্তু আপনার হবেই।
এখানে থাকছে 5200 mAh Li-ion Polymer Battery যার ফলে একবার চার্জ দিয়েই প্রায় সারাদিন গেম খেলতে পারবেন।
8 MP AI In-display selfie ক্যামেরা থাকছে যেখানে f/2.0 aperture এবং dual LED flash দেওয়া হয়েছে।
তাছাড়া, G52 GPU, এবং বিশেষ Hyper Engine Game Technology থাকার ফলে, হাই গ্রাফিক গেমিং এর ক্ষেত্রে কোনো ধরণের সমস্যা আপনার হবেনা।
শেষে, DTS HD Surround Sound এর ফলে আমরা অনুভব করতে পারবো সেরা এবং ক্লিয়ার সাউন্ড কোয়ালিটির।
ভারতের বাজারে ইনফিনিক্স হট ১০ মোবাইল মডেলটি October 2020 এর মধ্যে launch করা হয়েছিল।
Highlght features of Infinix hot 10 –
- XOS 7.0 on Android 10
- DTS HD Surround Sound
- Flow Texture Design with glass finish
- 6.78″ HD+ LCD IPS In-cell Display (720*1640)
- 2 GHz octa core mediaTek Helio G70 gaming processor
- Face and Fingerprint unlock
- 5200mAh battery
- 4 GB RAM | 64 GB ROM / 6 GB RAM | 128 GB ROM
- Rear camera 16MP + 2MP + 2MP
- 8MP Front Camera
- 4 GB RAM | 64 GB ROM মডেলের দাম – প্রায় Rs.৯,৪৯৯/-
- 6 GB RAM | 128 GB ROM মডেলের দাম – প্রায় Rs.১০,৯৯৯/
৪. Infinix hot 9 pro
যখন আমরা ইনফিনিক্স মোবাইল এর রিভিউ করছি, তখন ইনফিনিক্স হট ৯ প্রো মোবাইল টির বিষয়ে না বলে থাকলে কিভাবে হবে।
ইনফিনিক্স হট ৯ প্রো মোবাইলের দাম ভারতের অনলাইন বাজারে প্রায় Rs.৯,৯৯৯/-.
বর্তমানে এই মডেলের একটি ভেরিয়েন্ট রয়েছে যেটা হলো 4 GB RAM | 64 GB ROM.
HD এবং High graphic gaming এর জন্য যদি আপনারা কম দামে ভালো স্মার্টফোন কেনার কথা ভাবছেন,
তাহলে Hot 9 pro কেনার পরামর্শ আমি দিবো।
এখানে আপনারা পাচ্ছেন, 6.6 inch HD+ LCD IPS Display যেটার screen resolution থাকছে 1600 x 720 Pixels.
Battery backup, camera quality এবং performance সবটাই সেরা হিসেবে বিভিন্ন অনলাইন রিভিউ গুলোতে দেখা গেছে।
Fingerprint, Ambient Light, G-Sensor, Proximity, Gyroscope, E-Compass এই সব ধরণের sensors এর সুবিধে দেওয়া হয়েছে ইনফিনিক্স এর এই মডেলে।
2 GHz, Octa Core, MediaTek Helio P22 (64 bit) processor থাকছে এখানে যার ফলে HD gaming এবং multi-tasking এর ক্ষেত্রে কোনো ধরণের সমস্যা আপনার হবেনা।
Feature highlights of Infinix hot 9 pro –
- Octa core 2GB MediaTek Helio P22 (64 bit) processor
- Android 10 OS
- 6.6″ 1600 x 720 Pixels HD+ LCD IPS Display
- 4 GB RAM | 64 GB ROM
- 5000 mAh Li-ion Polymer Battery
- 48 MP + 2 MP + 2 MP primary camera
- 8MP Front Camera
- Quad-rear Camera
- Fingerprint, Ambient Light, G-Sensor, Proximity
- Price in India – Rs.৯,৯৯৯/-
৫. Infinix smart 4 plus
যদি আপনার বাজেট অনেক কম এবং কম বাজেট এর মধ্যে একটি ভালো মোবাইল কেনার কথা ভাবছেন, তাহলে ইনফিনিক্স স্মার্ট ৪ প্লাস মোবাইল কিনে নিতে পারবেন।
এই মোবাইলে আপনারা প্রত্যেক আধুনিক features এবং ভালো camera quality পেয়ে যাচ্ছেন।
এবং, সেটাও কেবল প্রায় Rs.৭,৯৯৯/- টাকার মধ্যে।
ইনফিনিক্স মোবাইল ফোন এর এই মডেলে 3 GB RAM | 32 GB ROM এবং 6.82 inch HD+ Display আপনারা পেয়ে যাচ্ছেন।
তাই, এতটা বড় HD স্ক্রিনে movies দেখার মজা কিন্তু আলাদা হবে।
6000 mAh Lithium-ion Polymer Battery এখানে থাকছে, যার ফলে কেবল একবার মোবাইল চার্জ দিয়েই সম্পূর্ণ দিন ব্যবহার করতে পারবেন।
Mediatek Helio A25 Processor এর ফলে গেমিং এর ক্ষেত্রেও এই মোবাইলের performance সেরা।
Infinix smart 4 plus features & highlight –
- 3 GB RAM | 32 GB ROM
- 8MP AI selfie camera
- 13MP AI dual camera
- 6000 mAh Lithium-ion Battery
- Finger print plus face unlock
- Helio 1.8Ghz A25 octa core processor
- 6.82″ HD+ Drop notch display
- AI 3D Face Beauty mode
- 2.5D Glass finish design
- DTS surround sound / high quality sound
- Price – Rs.৭,৯৯৯/-
৬. Infinix s4
যদি আপনারা ইনফিনিক্স এর বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে ইনফিনিক্স এস ৪ আপনার জন্য সেরা হবে।
ভারতের বেশিরভাগ অনলাইন ই-কমার্স ওয়েবসাইট গুলোতে এই মডেল সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে।
এমনিতে, এই মডেল এখন ভালো পুরোনো হয়েছে।
তবে, ইউসার দের ভালো রিভিউ এবং মোবাইল টির ভালো পারফরমেন্স এর ওপর নজর দিয়ে আমি এই মডেল কেনার কথা বলছি।
ভারতের অনলাইন বাজারে ইনফিনিক্স এস ৪ মোবাইল এর দাম প্রায় Rs.৯,৫৯৯/- টাকা।
4 GB RAM | 64 GB ROM ভেরিয়েন্ট এর এই মডেলে রয়েছে 4000 mAh Li-ion Polymer Battery যার ফলে ব্যাটারী ব্যাকআপ অনেক ভালো পাবেন।
তাছাড়া, 6.21 inch HD+ Display এবং Helio P22 (MTK6762) Processor এর ফলে গেমিং এবং মাল্টি-টাস্কিং এর ক্ষেত্রে সমস্যা হবেনা।
Features and highlights of Infinix S4 –
- 4 GB RAM | 64 GB ROM
- 13MP + 2MP + 8MP primary camera / Triple Rear Camera
- 32 MP AI Selfie Camera
- 4000 mAh Li-ion Polymer Battery
- 4-in-1 Ultra Pixel Technology
- 6.2″ HD+ drop notch display
- With a 2.5D glass design on both front and back
- 12 nm Helio P22 2.0 GHz octa-core processor
- Fingerprint sensor and a face unlock
- XOS 5.0 Cheetah on Android Pie OS
- Price – Rs.৯,৫৯৯/-
৭. Infinix s5 pro
যদি অধিক ভালো এবং সুপার HD ছবি তোলা হলো আপনার উদ্দেশ্য, তাহলে ইনফিনিক্স এস ৫ প্রো মোবাইল আপনার অনেক পছন্দ হবে।
এখানে মূলত 48MP + 2MP + Low Light Sensor প্রাইমারি ক্যামেরা থাকার সাথে সাথে পাচ্ছেন 16MP pop up Selfie Camera.
Pop up Selfie Camera মানে, কেবল সেলফি তোলার সময় ফ্রন্ট ক্যামেরাটি মোবাইলের ভেতর থেকে ওপরের ভাগে উঠে আসবে।
4 GB RAM | 64 GB ROM এর এই মডেলে আপনারা 6.53 inch Full HD+ Display পেয়ে যাবেন।
ক্যামেরা, গেমিং এবং মাল্টি-টাস্কিং প্রত্যেক ক্ষেত্রেই ইনফিনিক্স মোবাইলের এই মডেল প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।
Infinix s5 pro features & highlight –
- 4 GB RAM | 64 GB ROM
- 6.53″ FHD+ screen যেখানে পাবেন IPS 2340 x 1080 Pixels resolution.
- MediaTek Helio P35 (MTK6765), octa core 2.3 Ghz processor
- 48MP + 2MP primary camera
- 16MP Front Camera (Pop-up Selfie Camera)
- AI Portrait, AI 3D Face Beauty, Wide Selfie, AR Animoji camera modes
- Rear Dual LED Flash
- Fingerprint, Ambient Light, G-sensor, Proximity, Gyroscop
- 4000 mAh battery
- Price – Rs.11,499/-
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা আজকের আর্টিকেলে আমরা জানলাম, কিছু ইনফিনিক্স মোবাইল এর নতুন মডেল ও সেগুলোর দাম।
ইনফিনিক্স ভারতের অনলাইন বাজারে কিছু দিন আগেই সক্রিয় হয়েছে।
তবে, এতো কম দামে ইনফিনিক্স এর ভালো ভালো মডেল গুলো লোকেদের অনেক পছন্দ হয়েছে।
আর তাই, বর্তমান সময়ে infinix smartphone গুলো ভারতে অনেক জনপ্রিয়তা লাভ করেছে।
যদি আপনারদের আমাদের আজকের আর্টিকেল “Latest new infinix smartphone price & features” ভালো লেগে থাকে,
তাহলে, নিচে কমেন্ট করে জানাবেন।
তাছাড়া, আপনি এই আর্টিকেলটি শেয়ার করলেও আমাদের অনেক ভালো লাগবে ,
যদি আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন, পরামর্শ বা সমস্যা থাকে, তাহলে নিচে কমেন্ট করে অবশই জানাবেন।
0 responses on "ইনফিনিক্স মোবাইল ফোন এর ৭ টি নতুন মডেল ও দাম – (২০২১)"