• No products in the cart.

ইউটিউব চ্যানেল বা ভিডিও প্রমোট ও বুস্ট করুন – (৯ টিপস)

বন্ধুরা বর্তমানে ইউটিউবে ভিডিও আপলোড করে তাতে গুগল এডসেন্স এর মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করাটা কিন্তু সাংঘাতিক লাভজনক একটি digital business হিসেবে প্রমাণিত হচ্ছে।

লোকেরা, প্রত্যেক মাসে YouTube এর মাধ্যমে কমেও ২৫ থেকে ৫০ হাজার টাকা আয় করে নিচ্ছেন।

কিছু কিছু ক্ষেত্রে হাজার হাজার ইউটিউবার রা মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন।

তবে, কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন আর কিভাবে YouTube থেকে ইনকাম করবেন,

এই বিষয়ে আমি আপনাদের আগেই বলেছি।

তাই, আজকের এই আর্টিকেল আমরা সম্পূর্ণ নতুন ভাবে ইউটিউব চ্যানেল তৈরি করা YouTuber দের জন্য লিখছি।

কেননা, আজকের এই আর্টিকেলে আমরা জানবো যে,

কিভাবে নিজের ইউটিউব চ্যানেল প্রমোট করতে হয়” ?

দেখুন, প্রথম অবস্থায় মানে যখন আপনার YouTube channel নতুন থাকছে,

তখন আপনি নিজের চ্যানেলের ভিডিও গুলোতে কোনো ভাবেই views পাবেননা।

তাই, নিজের YouTube video গুলোর মধ্যে views নিয়ে আসার জন্য এবং চ্যানেলটিকে জনপ্রিয় করার জন্য,

ইউটিউব চ্যানেল বুস্ট করার কিছু নিয়ম ও উপায়” আপনার জেনে রাখা দরকার।

কারণ, ইউটিউবের চ্যানেল প্রমোট বা বুস্ট করা মানেই, “চ্যানেলের মার্কেটিং করা“.

আর মনে রাখবেন,

আপনার তৈরি করা YouTube channel এবং channel এর প্রত্যেকটি video কিন্তু একটি একটি “digital product“.

আর বর্তমান সময়ে,

প্রত্যেক ডিজিটাল product এর promotion বা marketing করাটা সাংঘাতিক জরুরি।

একটি নতুন বা পুরোনো যেকোনো YouTube channel বা তার মধ্যে থাকা video গুলো, বিভিন্ন মাধ্যমে প্রমোট (promote) করে সেগুলোকে জনপ্রিয় করা সম্ভব।

আর, আপনার চ্যানেল ও ভিডিও গুলো প্রমোট বা বুস্ট করে,

নিজের YouTube channel এর জন্য subscribers পেয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে।

তাই চলুন, নিচে আমরা ইউটিউব চ্যানেল বুস্ট করার জন্য জরুরি ৯ টি সেরা উপায় গুলো জেনেনেই।

(How to promote a YouTube channel)

ইউটিউব চ্যানেল প্রমোট করার সেরা উপায় গুলো

তাহলে নিচে দেওয়া, চ্যানেল প্রমোট ও বুস্ট করার উপায় গুলো জেনেনিন।

১. Choose Google SEO friendly keywords

Get YouTube video views from Google.

আমরা সবাই জানি যে, বর্তমানে Google search থেকে আমরা আমাদের YouTube video গুলোতে প্রচুর traffic বা views পায়ে থাকি।

আর, গুগল search engine এর মাধ্যমে unlimited video views পাওয়াটা সম্ভব।

কেননা, গুগল সার্চে যেকোনো বিষয়ে সব থেকে অধিক search করা হয়।

তাই, নিজের চ্যানেলের ভিডিও গুলোকে গুগল সার্চের মাধ্যমে প্রমোট করাটা, সাংঘাতিক লাভজনক একটি প্রক্রিয়া।

কিন্তু মনে রাখবেন,

Google search engine সম্পূর্ণ SEO friendly content এর ওপরে নজর দিয়ে YouTube video গুলোকে তার search result page এ rank করে থাকে।

তাই, যখনি আপনি নিজের video গুলোকে YouTube চ্যানেলে আপলোড করবেন,

তখন ধ্যান দিয়ে, ভিডিওর মূল keyword গুলোকে ভিডিওর কিছু বিশেষ জায়গায় ব্যবহার করবেন।

যেমন,

  • Targeted keyword গুলোকে ভিডিওর ভিডিওর টাইটেল এর মধ্যে যোগ করুন। 
  • Video description এর মধ্যে ব্যবহার করুন। 
  • Video tags এর মধ্যে keywords এর ব্যবহার। 
  • ভিডিও তৈরি করার সময়, গুরুত্বপূর্ণ কীওয়ার্ড গুলোর উচ্চারণ করুন। 

এভাবে, নিজের ভিডিওর বিষয়ের সাথে জড়িত কিছু targeted keywords গুলো, ভিডিওর মধ্যে করলে,

আপনার ভিডিও গুলো, target করা keyword গুলোর জন্য গুগলে rank হওয়ার বেড়ে যাবে।

আর যদি এটা হয়ে থাকে, তাহলে কেবল গুগল সার্চ এর মাধ্যমেই আপনার ভিডিওতে অসংখক views আসতে থাকবে।

তাহলে, এভাবেই আপনারা নিজের ইউটিউব ভিডিও গুলোকে গুগল সার্চের মাধ্যমে প্রমোট করতে পারবেন।

২. Create attractive video title

YouTube promotion বলতে সবটাই কিন্তু ভিডিওর উপস্থাপনা (presentation) এর ওপর নির্ভর।

তাই আপনি আপনার ভিডিও টিকে কতটা বেশি আকর্ষণীয় ও মজাদার বানিয়ে দেখাতে পারছেন, সেটা কিন্তু একটি প্রচুর গুরুত্বপূর্ণ বিষয়।

তবে, নিজের ভিডিও গুলোকে আকর্ষণীয় ও মজার ভাব দিয়ে উপস্থাপনা করার একটি সেরা উপায় রয়েছে।

এবং সেটা হলো, আকর্ষণীয় video title এর ব্যবহার।

মনে করে দেখুন,

যখনি আপনি YouTube open করেন, তখন সেখানে থাকা আকর্ষণীয় ও আবেদনকারী (appealing) ভিডিওর টাইটেল গুলো দেখেই তো আপনারা যেকোনো ভিডিও দেখেন ?

YouTube নিজের থেকেই আমাদের video গুলোকে তার suggested video এর section এর মধ্যে দেখায়।

তাই, যদি আপনার video title টি appealing এবং attractive থাকবে,

তখন, “YouTube suggested videos section” থেকে নিজের চ্যানেলে ও ভিডিওতে প্রচুর views পাওয়ার সম্ভাবনা অবশই থাকছে।

ইউটিউবের ভিডিও টাইটেল নিয়ে এই বিষয় গুলো মনে রাখবেন,

  • আপনার ভিডিও টাইটেল যাতে ছোট (short) থাকে।
  • আপনার টাইটেল পড়ে viewers দের মধ্যে নতুন কিছু জানার ভাব সৃষ্টি হতে হবে।
  • ভিডিও টাইটেলে কেবল একটি targeted keyword ব্যবহার করবেন।
  • চেষ্টা করবেন যাতে টাইটেল টিতে question format হিসেবে রাখা যায়। কারণ, যখন আপনি viewers দের প্রশ্ন করবেন, তখন তারা সেই প্রশ্নের উত্তর জানার জন্য উৎসাহিত হবেন।
  • ভিডিওর টাইটেলে why, secret tips, tips, সেরা, best, top, কিভাবে, আমার পরামর্শ, tutorial, ইত্যাদি এই ধরণের শব্দ ব্যবহার করবেন।
  • Title এর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওর বিষয়টি বোঝাতে হবে।

৩. Create attractive thumbnail

আমরা যদি নিজের ভিডিও গুলোতে আকর্ষণীয় thumbnail এর ব্যবহার করে থাকি,

তাহলে, ইউটিউব সার্চ রেজাল্ট এবং YouTube suggested videos এর থেকে views পাওয়ার সুযোগ থাকছে।

কেননা, আমরা সবাই বেশিরভাগ কিন্তু যেকোনো ভিডিওর thumbnail image দেখেই সেই ভিডিওটি দেখার জন্য উৎসাহিত হয়ে থাকি।

আর তাই, এমন একটি appealing এবং attractive video thumbnail তৈরি করার কৌশল আপনার শিখে রাখাটা লাভজনক প্রমাণিত হতে পারে।

  • 1280 x 720 pixels এবং 16:9 ratio এর সঠিক thumbnail সাইজ ব্যবহার করুন।
  • থাম্বনেইল এর ব্যাকগ্রাউন্ড এর মধ্যে একটি আকর্ষণীয় ফটো (photo) রাখবেন।
  • বড় বড় করে title text ব্যবহার করবেন। তাছাড়া, Text এর ক্ষত্রে আলাদা করে এক রঙের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন।
  • Thumbnail এর একটি fixed structure বা design ব্যবহার করবেন।
  • থাম্বনেইল এর মধ্যে ভিডিওর মূল পয়েন্ট গুলো উল্লেখ করবেন।
  • Clickbait প্রক্রিয়ার এর ব্যবহার করবেননা।
  • High quality images ব্যবহার করতে হবে।
  • Thumbnail গুলোতে নিজের ছবি যোগ করার চেষ্টা করবেন।

তাহলে বুঝলেন তো, একটি ভালো thumbnail কিভাবে বানাবেন।

৪. Find what is trending

বর্তমান সময়ে কোন বিষয় গুলো লোকেরা ইন্টারনেটে ওষধিক পরিমানে খুঁজছেন, সেই বিষয় গুলো খুজুন।

মনে রাখবেন, যদি একবার আপনার video viral হয়ে যায়, তাহলে এক দিনেই হাজার হাজার subscriber এবং video views পেয়ে যাবেন।

তবে, বর্তমানে কোন বিষয় বা টপিক গুলো ট্রেন্ডিং (trending), সেই বিষয়ে আপনার অল্প রিসার্চ (research) অবশই করতে হবে।

ট্রেন্ডিং টপিক গুলো খুজার জন্য আপনি Google trend এর ব্যবহার করতে পারবেন।

বর্তমানে trending topic গুলো নিয়ে video তৈরি করলে, নিজে নিজে আপনার ভিডিও গুলো লোকেদের মধ্যে share এবং promote হতে থাকবে।

তাছাড়া, YouTube এবং Google search থেকেও সেই ভিডিও গুলোতে views চলে আসে।

ধরুন,

বর্তমানে ভারতে 5G আসার খবর নিয়ে লোকেদের মধ্যে প্রচুর প্রশ্ন, রুচি এবং উৎসাহ রয়েছে।

তাই, আপনি যদি 5G নিয়ে একটি তথ্যবহুল ভিডিও তৈরি করে ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারেন,

তাহলে সেই ভিডিও ভাইরাল (viral) হওয়ার সুযোগ প্রচুর থাকছে।

তাছাড়া, আপনার content ভালো থাকলে, অন্যদের মাধ্যমে প্রচুর সোশ্যাল মিডিয়া শেয়ার পেয়ে যাবেন,

যার ফলে, social media platform গুলোতেও আপনার video ও channel এর প্রচুর প্রমোশন (promotion) হয়ে যাবে।

৫. Promote videos on blog / website

আপনার যদি একটি ব্লগ বা ওয়েবসাইট রয়েছে আর সেখানে ভালো পরিমানের traffic বা visitors আসছে,

তাহলে নিজের blog বা website এর মধ্যে নিজের channel এর link বা video publish করুন।

বর্তমান সময়ে, গুগল থেকে আর্টিকেলের মাধ্যমে একটি ব্লগে সহজেই traffic পাওয়া সম্ভব।

তাই, নিজের একটি ব্লগ সাইট তৈরি করুন।

ব্লগের মধ্যে নিজের বানানো ভিডিও গুলোর সাথে জড়িত topic / subject গুলো নিয়ে আর্টিকেল লিখুন।

এবং, আর্টিকেলের সাথে নিজের ইউটিউবের ভিডিও গুলোকেও embed করুন।

ফলে, আপনার আর্টিকেল গুলোতে গুগল সার্চ এর মাধ্যমে আসা visitors রা আপনার YouTube video গুলো সোজা ব্লগের মাধ্যমেই দেখে নিতে পারবেন।

ব্লগিং এর মাধ্যমে ইউটিউব ভিডিও বা চ্যানেল প্রমোট করার এই প্রক্রিয়া কিন্তু সাংঘাতিক লাভজনক।

বর্তমানে, অনেকেই এই মাধ্যম ব্যবহার করে নিজের YouTube চ্যানেলের views এবং subscribers বাড়িয়ে নিচ্ছেন।

৬. Promote videos on social media

আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই, একটি সেরা ভিডিও তৈরি করে সেটাকে ইউটিউবে আপলোড করে দিয়েই ভাবি যে “কাজ শেষ”.

তবে মনে রাখবেন,

একটি video নিজের চ্যানেলে পাবলিশ করার পর আসল কাজ শুরু হয়।

কেননা, যখন আপনার channel নতুন, তখন আপনার upload করা video টির বিষয়ে কেও জানতে পারেনা।

কারণ, চ্যানেল নতুন থাকার অবস্থায় আপনার চ্যানেলে তেমন একটি subscribers থাকছেনা।

এই ক্ষেত্রে, আমরা আমাদের পাবলিশ করা নতুন ভিডিও গুলোকে লোকেদের কাছে প্রমোট করার জন্য ব্যবহার করতে পারি বিভিন্ন “social media platform” গুলোর।

যদি আপনার একটি Facebook, Twitter বা Instagram page বা profile রয়েছে,

এবং, সেখানে ভালো পরিমানের followers রয়েছে,

তাহলে অনেক সহজেই নিজের video গুলোকে সেখানে শেয়ার (share) করতে পারবেন।

এভাবে, আপনারা কিছু পরিমানে video views এবং subscribers অবশই পেয়ে যাবেন।

৭. Promote YouTube channel Quora

Quora হলো blog, website, YouTube channel বা YouTube ভিডিও প্রমোট করার একটি দারুন মাধ্যম।

আসলে, Quora হলো একটি “প্রশ্ন উত্তর ওয়েবসাইট”, যেখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ ভিসিটর্স রা আসেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।

প্রশ্ন করার সাথে সাথে, প্রত্যেক দিন হাজার হাজার লোকেরা এই ওয়েবসাইটে এসে বিভিন্ন প্রশ্নের উত্তর গুলো দিয়ে থাকে।

এক্ষেত্রে, আপনি নিজের ইউটিউবের চ্যানেলে ভিডিও আপলোড করার পর,

Quora র মাধ্যমে সেগুলোর প্রচার করতে পারবেন।

  • প্রথমে আপনার যেতে হলে Quora র ওয়েবসাইটে।
  • তারপর, নিজের ভিডিওর বিষয়ের সাথে জড়িত প্রশ্ন গুলো খুঁজতে হবে।
  • এবার, প্রশ্নটিতে একটি সাধারণ উত্তর লিখে নিজের YouTube video র link দিয়ে দিতে হবে
  • এভাবে, Quora ওয়েবসাইট এর মাধ্যমে দিয়ে দেওয়া আপনার ভিডিও লিংক টিকে অন্যান্য লোকেরা দেখবেন।
  • ফলে, Quora ওয়েবসাইট থেকে আপনি আপনার video ও চ্যানেলে ভিউস (views) পেতে থাকবেন।
  • এভাবে, প্রত্যেক দিন Quora ওয়েবসাইটে অন্যান্য লোকেদের প্রশ্নের উত্তর দিতে থাকুন এবং reference হিসেবে প্রশ্নের সাথে জড়িত নিজের YouTube channel বা video র link দিতে থাকুন।

ইউটিউব ভিডিওর ভিউ বুস্ট করার করার এটা সেরা মাধ্যম।

আর, ভিডিও বুস্ট হওয়া মানেই আপনার ইউটিউব চ্যানেল বুস্ট হওয়া।

তাই তো ?

৮. Promote with email marketing

ইমেইল মার্কেটিং কিন্তু সাংঘাতিক ভালো একটি মাধ্যম যদি আপনি নিজের ইউটিউব ভিডিও প্রমোট করতে চাচ্ছেন।

এই প্রক্রিয়াতে, আমরা যেকোনো একটি ভিডিও একসাথে হাজার হাজার লোকেদের কাছে ইমেইল এর মাধ্যমে পাঠিয়ে দেই।

ফলে, আপনার video একেবারে হাজার হাজার লোকেদের email এর inbox এ চলে আসে।

আর এভাবেই, কেবল কিছু সময়ের মধ্যেই আপ আপনার ইউটিউব চ্যানেল বা ভিডিওর প্রমোশন বা প্রচার করে নিতে পারবেন।

তবে মনে রাখবেন,

ইমেইল মার্কেটিং এর মাধ্যমে YouTube video promotion করার জন্য,

আপনার কাছে হাজার হাজার লোকেদের email id র list থাকতে হবে।

এক্ষেত্রে, আপনি ধীরে ধীরে ইমেইল আইডি সংগ্রহ করে করে একটি ডাটাবেস বা লিস্ট তৈরি করে নিতে পারবেন।

তাছাড়া, আজকাল অনেকেই bulk email sending / marketing এর service দিয়ে থাকে।

আপনি ইন্টারনেটে সার্চ করলেই এবিষয়ে জেনে নিতে পারবেন।

৯. YouTube paid advertising

যদি আপনি অনেক তাড়াতাড়ি নিজের YouTube channel প্রমোট ও প্রচার করতে চাচ্ছেন,

তাহলে আপনারা YouTube paid promotion এর সাহায্য নিতে পারবেন।

পেইড প্রমোশন বা পেইড এড (paid ads) এর মাধ্যমে, আমরা YouTube কে কিছু টাকা দিয়ে সেই টাকার বিপরীতে নিজেদের ভিডিও গুলোকে বিজ্ঞাপন হিসেবে অন্যান্য লোকেদের দেখিয়ে দিতে পারি।

মানে, যদি আপনি YouTube ads বা paid promotion এর মাধ্যমে নিজের ইউটিউব ভিডিও বুস্ট করছেন,

এক্ষেত্রে, আপনার ভিডিও গুলোকে ইউটিউবের অন্যান্য ভিডিও গুলোতে বিজ্ঞাপন হিসেবে দেখানো হবে।

আর, প্রত্যেক ভিডিও ভিউ এর বিপরীতে আপনার YouTube ads এর account কিছু টাকা কেটে নেওয়া হবে।

আপনি, সম্ভবত “net banking” বা “debit card” যেকোনো মাধ্যমে নিজের YouTube ads একাউন্টে টাকা ভরাতে পারবেন।

এই মাধ্যমে YouTube channel promotion করলে, এক দিনের মধ্যেই আপনি প্রচুর video views এবং subscriber পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।

তবে, যত বেশি views আপনার ভিডিও গুলোতে হবে ততটাই বেশি টাকা কেটে নেওয়া হবে।

টাকা দিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে ভিডিও প্রোমোট কিভাবে করবেন ?

YouTube paid ads / promotion

Paid মাধ্যমে video views বা channel subscriber পাওয়ার জন্য আপনার কিছু steps সম্পূর্ণ করতে হবে।

  • সবচে আগে নিজের YouTube channel এর মধ্যে login করুন।
  • এর পর ওপরে ডানদিকে থাকা channel icon এর মধ্যে click করতে হবে।
  • এবার, আপনারা “YouTube studio” অপশনে click করুন।
  • এখন, নিজের YouTube studio dashboard এর বামদিকে থাকা “videos” অপশনে ক্লিক করুন।
  • Video তে ক্লিক করার সাথে সাথেই আপনার চ্যানেলের সমস্ত ভিডিও গুলি এসে পরবে।
  • এবার, যেই ভিডিওটির paid promotion করতে চাচ্ছেন বা টাকা দিয়ে বুস্ট করতে চাচ্ছেন, সেই ভিডিওর পাশে মাউস এর কার্সরটি নিয়ে গেলেই কিছু options দেখতে পাবেন।
  • Options গুলোর মধ্যে সব থেকে শেষে থাকা “option” এর মধ্যে Click করুন।
  • এবার আপনারা ভিডিওর সাথে জড়িত আরো কিছু অন্যান্য option দেখতে পাবেন।
  • সোজা, “promote” লিখা অপশনের মধ্যে ক্লিক করুন।
  • এবার আপনার সামনে Google ads এর website খুলে যাবে।
  • নিজের Gmail account এর মাধ্যমে আপনি Google ads account তৈরি করে নিতে পারবেন।
  • Google ads একাউন্টে signup করার পর আপনারা “create a campaign” এর লিংকে ক্লিক করুন।
  • এবার, যেই ভিডিওটি ইউটিউব / গুগল কে টাকা দিয়ে প্রমোট বা বুস্ট করতে চাচ্ছেন, সেই ভিডিওর তথ্য দিতে হবে।
  • সঠিক তথ্য দিয়ে জমা করার পর, আপনার ভিডিওটির যাচাই করা হবে এবং সব ঠিক থাকলে, কিছু সময়ের মধ্যেই সেই ভিডিওটি বিজ্ঞাপনের মাধ্যমে ইউটিউবের অন্যান্য ভিডিওতে দেখানো হবে।

এভাবেই, আপনারা নিজের মন পছন্দের ইউটিউব ভিডিও টিকে টাকা দিয়ে বুস্ট বা প্রোমোট করার প্রক্রিয়া শুরু করতে পারবেন।

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম, একটি নতুন ইউটিউব চ্যানেল প্রমোট বা বুস্ট করার ৯ টি দারুন উপায়।

এমনিতে, YouTube search এর মাধ্যমে যেকোনো ভিডিওতে প্রচুর traffic পাওয়া সম্ভব।

কিন্তু, যখন আপনার channel নতুন থাকবে,

তখন প্রথম অবস্থায় কিন্তু YouTube search এর মধ্যে আপনার ভিডিও গুলো সাধারনে rank করবেনা।

ফলে, আপনার ভিডিও গুলোতে view এবং subscriber পাওয়ার জন্য, ভিডিওর প্রমোশন করাটা গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায়।

তাই, আশা করছি আজকের বিষয় “How To Promote YouTube Videos & Channel in Bangla” আপনাদের ভালো লেগেছে।

0 responses on "ইউটিউব চ্যানেল বা ভিডিও প্রমোট ও বুস্ট করুন – (৯ টিপস)"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025