ইংরেজি শেখার সহজ উপায় গুলো কি, কিভাবে ইংরেজি শিখবো এবং সহজে ইংরেজি শেখার উপায় গুলো নিয়ে আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করবো। (How to learn English fast in Bengali).
বর্তমান সময়ে যেকোনো জায়গাতেই ইংরেজিতে কথা বলা হয়।
স্কুল, কলেজ বা চাকরির ইন্টারভিউ দিতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিতে প্রশ্ন জিগেশ করা হয়।
এক্ষেত্রে, ইংরেজি ভালো করে বলতে না জানা লোকেরা প্রচুর সমস্যার সম্মুখীন হতে লাগে এবং তাই আত্মবিশ্বাস এর সাথে কথা বলাটা অসম্ভব হয়ে দাঁড়ায়।
তাই, আমাদের প্রত্যেকের প্রথমে কিছু সহজ সরল উপায় গুলো ব্যবহার করে ইংরেজি শিখার চেষ্টা করাটা দরকার।
যাতে প্রয়োজন হলে আত্মবিশ্বাস এর সাথে ইংরেজিতে কথা বলা যেতে পারে।
নিচে বলা সহজে ইংরেজি শেখার উপায় গুলোর মাধ্যমে আপনার মধ্যে ভালো রকমে ইংরেজির জ্ঞান তৈরি হতে শুরু হবে।
আর তাই, যেকোনো ব্যক্তির সামনে ইংরেজিতে কথা বলতে আপনার কোনো ধরণের সমস্যা অনুভব হবেনা।
তাহলে, যদি আপনি ভাবছেন কিভাবে ইংরেজি শিখবো, তাহলে নিচে দেওয়া সাধারণ উপায় গুলো ফলো করে ইংরেজি শেখা শুরু করাটা অবশই লাভজনক হতে পারে।
ভালো করে ইংরেজি বলা এবং লিখা শেখার জন্য আপনাকে ইংরেজি গ্রামার এর ওপরে প্রথমে নজর দিতে হবে।
এছাড়া, প্রত্যেক দিন ইংলিশ বলার এবং লিখার অভ্যেস চালিয়ে যেতে হবে।
ইংরেজি শেখার সহজ উপায় । কিভাবে ইংরেজি শিখবো
বন্ধুরা নিচে আমি আপনাদের সহজে ইংরেজি শেখার সেরা ১১ টি উপায় এর বিষয়ে বলতে চলেছি যেগুলোকে ভালো করে এবং নিয়মিত ভাবে অনুসরণ করতে পারলে ইংরেজি বলা, ইংরেজি পড়া এবং ইংরেজি লিখা শিখতে পারবেন।
নিচে দেওয়া প্রত্যেকটি উপায় অনেক সোজা এবং সরল যেগুলোকে সহজেই অনুসরণ করা যাবে।
যদি আপনার মধ্যে English learning এর ইচ্ছে রয়েছে তাহলে নিয়মিত অনুশীলন করাটা আপনার জন্য তেমন কোনো বড় ব্যাপার হতে লাগেনা।
তাহলে চলুন একে একে প্রত্যেকটি উপায় গুলোর বিষয়ে জেনেনেই।
সহজে ইংরেজি শেখার উপায় গুলোর তালিকা বাংলাতে
- ইংরেজি সিনেমা, রেডিও, নিউজ পেপার
- গুগল ট্রান্সলেট এর ব্যবহার করুন
- YouTube এর সাহায্য নিন
- নিজের সাথে ইংরেজি বলতে চেষ্টা
- ইংরেজি গ্রামার শেখার প্রয়োজনীয়তা
- ইংরেজিতে কথা বলা লোকেদের সাথে থাকুন
- ইংরেজি গান শুনুন
- ইংরেজি শেখার এপস ব্যবহার করুন
- ইংরেজিতে কথা বলতে লজ্জা করবেননা
- স্পোকেন ইংলিশ ক্লাস
১. ইংরেজি সিনেমা, রেডিও, নিউজ পেপার
আপনি হয়তো ভাবছেন যে যখন ইংরেজি বুঝতেই পারিনা তখন ইংরেজি সিনেমা, রেডিও বা খবর শুনে কি লাভ হবে।
তবে মনে রাখবেন, আমাদের মাইন্ড (mind) এর একটি অনেক দারুন কৌশল হলো যেকোনো নতুন জিনিস অনেক জলদি শেখার চেষ্টা করা।
এবং আপনার মাইন্ড সম্পূর্ণ জোর দিয়ে ইংরেজি শব্দ গুলোর ওপরেই ফোকাস করতে শুরু করবে।
আপনি যখন নিয়মিত ইংরেজিতে বলা কথা গুলো শুনবেন তখন অনেক টুকু শব্দের এবং বাক্যের বিষয়ে জানতে পারবেন।
তাই, যখনি কোনো ইংরেজি সিনেমা দেখবেন তখন সেটাকে ইংরেজি ভাষাতেই দেখতে হবে।
২. গুগল ট্রান্সলেট এর ব্যবহার করুন
যদি আপনি ভালো করে ইংরেজি শিখতে চাইছেন তাহলে ইংরেজির শব্দ গুলোর মানে আপনাকে জানতে হবে।
এক্ষত্রে, আপনারা গুগল ট্রান্সলেট এর ব্যবহার করাটা অনেক জরুরি এবং লাভজনক।
Google translate এর মাধ্যমে আপনারা যেকোনো ইংরেজি শব্দের বাংলা মানে নিমিষের মধ্যে জেনেনিতে পারবেন।
এছাড়া, বাংলা শব্দ লিখে সেটার ইংরেজি শব্দ অবশই এর মাধ্যমে জেনে নেওয়া সম্ভব।
আপনারা নিজের মোবাইলে Google translate app ব্যবহার করতে পারবেন আর নাহলে সরাসরি মোবাইল বা কম্পিউটারের ওয়েব ব্রাউজার থেকে translate.google.com এর সাইটে গিয়ে এই online translation tool এর ব্যবহার করতে পারবেন।
নিয়মিত গুগল ট্রান্সলেট টুল ব্যবহার করে আপনারা অনেক তাড়াতাড়ি প্রচুর ইংরেজি শব্দ এবং বাক্যের বিষয়ে জেনে ও শিখে নিতে পারবেন।
৩. YouTube এর সাহায্য নিন
আজ ইন্টারনেট এর ব্যবহার এবং জনপ্রিয়তা প্রচুর পরিমানে বৃদ্ধি হওয়ার মূল কারণ হলো, “ইন্টারনেটের মাধ্যমে যেকোনো জিনিস ঘরে বসে শিখে নেওয়া সম্ভব”.
আর যখন কথা বলা হয় ভিডিও দেখে দেখে শিক্ষা গ্রহণ করার তখন YouTube এর গুরুত্ব কিন্তু অনেক বেশি রয়েছে।
আপনি যেকোনো জিনিস শিখতে চাইলে বা কোর্স করতে চাইলে ইউটিউব এর মধ্যে গিয়ে ভিডিও দেখে দেখে শিখতে পারবেন।
যেকোনো বিষয়ে আলাদা আলাদা ব্যক্তি দের বানানো হাজার হাজার ফ্রি ভিডিও গুলো পাবেন যেগুলোর মাধ্যমে ঘরে বসেই যেকোনো জিনিস শিখে নেওয়াটা আজ অনেকটাই সহজ ব্যাপার।
আপনারা YouTube এর ওয়েবসাইটে গিয়ে “ইংরেজি শেখার সহজ উপায়” লিখে সার্চ দিলেই প্রচুর টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন।
এতে ঘরে বসে বসে ইন্টারনেট এবং ইউটিউবের মাধ্যমে আপনি সুবিধাজনক ভাবে ইংরেজি বলা এবং ইংরেজিতে লিখা শিখতে পারবেন।
৪. ইংরেজি গ্রামার শেখার প্রয়োজনীয়তা
দেখুন যত দিন না পর্যন্ত আপনি সাধারণ ইংরেজি গ্রামার গুলো শিখছেন, ততদিন পর্যন্ত আপনি ইংরেজি শিখতে পারবেননা।
তাই, সর্ব প্রথমে আপনি ইংরেজি গ্রামারের বই এর মাধ্যমে বা অনলাইনে কোনো ইংরেজি গ্রামার শেখানোর ওয়েবসাইটে গিয়ে ভালো করে basic English grammar গুলো জানার এবং শিক্ষার চেষ্টা করুন।
একবার সঠিক ভাবে ইংরেজি গ্রামার এর জ্ঞান হয়ে গেলে তারপর আপনি কিছু সাধারণ এবং সহজ বাক্য এবং শব্দ গুলোর দ্বারা ইংরেজি বলা এবং লিখা শিখে যাবেন।
আপনাকে শুরুতে Parts of Speech (noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction এবং interjection) এর বিষয়ে ভালো করে জেনেনিতে হবে।
এছাড়া, আপনাকে Tenses গুলোর বিষয়েও ভালো করে অবশই জানতে হবে।
যেমন,
The Present Tenses
Simple Present
Present Perfect
Present Continuous
Present Perfect Continuous
The Past Tenses
Simple Past
Past Perfect
Past Continuous
Past Perfect Continuous
The Future Tenses
Simple Future
Future Perfect
Future Continuous
Future Perfect Continuous
৫. নিজের সাথে ইংরেজি বলতে চেষ্টা
আমরা যখন নতুন নতুন ইংরেজিতে কথা বলা শিখে থাকি তখন অন্যের সাথে ইংরেজিতে কথা বলতে আমাদের প্রচুর লজ্জা ভাব হয়ে থাকে।
কিজানি আমি যেটা বলছি সেটা ভুল হলো নাকি ইত্যাদি বিভিন্ন ধরণের কথা আমাদের মাথায় ঘুরতে থাকে।
আর এটা একেবারেই সত্যি যে আমরা যখন কিছু কথা, বাক্য বা শব্দ একাধিক ভাবে শুনে থাকি তখন সেটা ভালো করে আমরা মনে রাখতে পারি।
আর তাই, ইংরেজি শিখার ক্ষেত্রে আপনাকে নিজেকে নিজের বন্ধু বানাতে হবে এবং নিজের সাথেই ইংরেজি বলার চর্চা করতে হবে।
যখন আপনি নিজের সাথেই ইংরেজিতে কথা বলবেন তখন নিজের ভুল গুলো সহজে ধরতে পারবেন এবং এতে কোনো ধরণের লজ্জার ব্যাপার থাকছেনা।
এছাড়া, নিয়মিত নিজের সাথে ইংরেজিতে কথা বলতে থাকলে আপনি অনেকটা নতুন নতুন ইংরেজি শব্দ বা বাক্য গুলোর বিষয়ে জেনে যাবেন।
৬. ইংরেজিতে কথা বলা লোকেদের সাথে থাকুন
কিছু দিন নিজের সাথে ইংরেজিতে কথা বলার চর্চা করার পর যখন কিছুটা জ্ঞান আপনার হয়ে যাবে,
তখন ধীরে ধীরে আপনার বন্ধু-বান্ধব এবং শিক্ষিত ব্যক্তি দের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা শুরু করতে হবে।
যখন আপনারা শিক্ষিত এবং ইংরেজি ভালো করে বলতে জানা ব্যক্তিদের সাথে নিয়মিত ইংরেজিতে কথা বলবেন,
তখন সেই শিক্ষিত ব্যক্তিরা আপনার ভুল গুলোকে শুধরিয়ে দিবে যার ফলে আপনি সঠিক ভাবে ইংলিশ বলা শিখতে পারবেন।
এছাড়া, এভাবে নিয়মিত ইংরেজি বলার অভ্যেস থাকলে আপনি অনেক তাড়াতাড়ি নতুন নতুন শব্দ এবং বাক্য গুলো জেনেনিতে পারবেন।
৭. ইংরেজি গান শুনুন
অবশই, কেবল ইংরেজি গান শুনে আপনি ইংরেজি শিখতে পারবেননা।
তবে, ওপরে বলা উপায় গুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ (follow) করেছেন, তাহলে আপনার মধ্যে ভালো টুকু ইংরেজির জ্ঞান চলে এসেছে হয়তো।
তাই, এবার যখন কিছু সাধারণ ইংরেজির জ্ঞান, গ্রামার, শব্দ এবং বাক্য গুলো আপনার জানা হয়ে গেছে, তাই ইংরেজি গান গুলো কিছুটা হলেও বুঝতে পারবেন।
আর নিয়মিত আলাদা আলাদা ইংরেজি গান গুলো শুনতে থাকলে সেখান থেকেও প্রচুর বাক্যের ব্যবহার, গ্রামার এবং শব্দ গুলো শিখতে পারবেন।
যখনি কোনো নতুন বাক্যের বা শব্দের বিষয়ে জানবেন তখন সেটাকে খাতায় লেখার অভ্যেস করতে হবে।
এবং, কঠিক শব্দ বা বাক্য গুলোকে গুগল ট্রান্সলেট এর মাধ্যমে বাংলাতে অনুবাদ করে সেই শব্দের বা বাক্যের মানে জানতে হবে।
৮. ইংরেজি শেখার এপস ব্যবহার করুন
ইন্টারনেটে যেকোনো সমস্যার সমাধান বা প্রশ্নের উত্তর রয়েছে।
আর যখন আমরা ইংরেজি শিখার কথা বলে থাকি, তখন আমাদের কাছে প্রচুর সমাধান ইন্টারনেটের কাছে থেকে থাকে।
আর এই সমাধান গুলোর মধ্যে একটি হলো ইংরেজি শেখার এপস।
আপনারা এরকম প্রচুর apps গুলো পাবেন যেগুলোর মধ্যে ইংরেজি ভাষা শেখার সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া রয়েছে।
তাই, নিজের মোবাইলে এই ফ্রি এপস গুলো ডাউনলোড করেও ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন।
- Knudge.me
- ৩০ দিনে ইংরেজি শিক্ষা
- 7 দিনেই ইংরেজি
- স্পোকেন ইংলিশ বই
৯. স্পোকেন ইংলিশ ক্লাস
ওপরে বলা উপায় গুলো অনুসরণ এবং অনুশীলন করার পরেও যদি আপনি ইংরেজি বলতে পারছেননা তাহলে আপনাকে একটি ভালো স্পোকেন ইংলিশ ক্লাস (spoken English class) এর সাথে সংযুক্ত হতে হবে।
আপনাকে কিছু টাকার বিপরীতে ভালো করে সম্পূর্ণ নিয়ম এবং গ্রামার এর সাথে ইংরেজি বলা শেখানো হবে।
এতে কেবল কিছু দিনের মধ্যে আপনি ভালো করে ইংরেজি বলা শিখতে পারবেন।
শুরুতে, নিজের আসে পাশে সেরা spoken English class কোথায় করানো হয় সেই institute এর বিষয়ে খবর নিতে হবে।
১০. ইংরেজিতে কথা বলতে লজ্জা করবেননা
শেষে এটাই বলবো যে লজ্জা করলে কিন্তু কিছুই শেখা সম্ভব না।
তাই, ইংরেজি শেখার সময় অনেক ভুল আপনার হবেই হতে পারে অনেকেই আপনার ইংরেজি নিয়ে হাসি ঠাট্টা করবে।
কিন্তু, আপনাকে অপ্রয়োজনীয় লোকেদের কথার ওপরে ধ্যান না দিয়ে নিজের ইংরেজির কৌশল ভালো করার ওপরে নজর দিতে হবে।
বন্ধুদের সাথে বা কোনো শিক্ষিত লোকের সাথে ইংরেজিতে কথা বলতে লজ্জা করবেননা।
কারণ, লজ্জা করলে আপনি নিজের ইংরেজির চর্চা কেবল নিজের মধ্যেই সীমিত রেখে দিবেন।
আর এর ফলে আপনার মধ্যে ইংরেজিতে কথা বলার সাহস এবং আত্মবিশ্বাস কখনোই আসবেনা।
তাই, স্পষ্ট ভাবে ইংরেজি ভাষা বলার জন্য লোকে কি বলছে সেটাতে মন না দিয়ে প্রত্যেকটি সম্ভব উপায় আপনাকে অনুসরণ করতেই হবে।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা ঘরে বসে কিভাবে ইংরেজি শিখবো তার কিছু সহজ উপায় গুলো জেনে নিলাম।
ইংরেজিতে কথা বলা শেখা অনেকের মনের ইচ্ছা যেটাকে চেষ্টার সাথে অবশই পূরণ করা যেতে পারে।
কিছুদিন নিয়মিত ভাবে ওপরে বলা সহজ উপায় গুলো অনুসরণ করেই দেখুন।
এভাবেই অনেকেই অনেকটা ইংরেজি শিখে নিতে পারবেন।
তাহলে আশা করছি, আজকের আমাদের আর্টিকেল “how to learn English speaking in Bangla” আপনাদের কাজে আসবে।
আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।
এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
0 responses on "ইংরেজি শেখার সহজ উপায় | কিভাবে ইংরেজি শিখবো"